নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের অবয়ব ধারী যেন না হই।

সুখী পৃথিবীর পথে

মানুষ হিসেবে জীবন উপভোগ করা।

সুখী পৃথিবীর পথে › বিস্তারিত পোস্টঃ

মধ্য বয়সী নারী

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৫

সূর্য আজ উদার অকৃত্রিম তাপ বর্ষণে,
গ্রীষ্মের মধ্য দুপুরে খাঁ খাঁ করে রাজপথ
আতঙ্কিত পথচারীরা ছুটছে দ্রুত,

পথের পাশেই পরিত্যক্ত খাবারের স্তূপ
নোংরা, দুর্গন্ধ এবং পাঁচিলে ঘেরা।
ফটকে দাঁড়িয়ে প্রহরী।

বাতাসে খাবারের ঘ্রাণ
ভেসে যায় অনেক দূর অবধি।
ক্ষুধার্ত কুকুরের দল ঘেউ ঘেউ করে,
হতচকিত হয় মধ্য বয়সী নারী।

ছিট্কে পড়া আবর্জনার দখল নিতে
লড়াইয়ে লিপ্ত কুকুরের দল,
প্রহরীর চোখ গলিয়ে ভিতরে ঢোকে নারী ।
ক্ষুধার্ত , ঘর্মাক্ত , ক্লান্ত এবং ভীত।
দৃষ্টি খোঁজে ফেরে কুকুর এবং প্রহরীকে।

দূর হতে ভেসে আসে বাদ্যর উন্মাদনা
সাথে মিষ্টি গন্ধ,
যাত্রীরা এগিয়ে যায়,
পিছনে পরে থাকে আস্তাকুড়,
তার মাঝে মধ্য বয়সী নারী
তখনও ক্লান্ত... অবসন্ন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৩

বিজন রয় বলেছেন: অসাধারণ!!

তার মাঝে মধ্য বয়সী নারী
তখনও ক্লান্ত... অবসন্ন।

++++

১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৭

সুখী পৃথিবীর পথে বলেছেন: আপনার মন্তব্য আমাকে উৎসাহিত করবে। ভাল থাকবেন।

২| ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৪

মুসাফির নামা বলেছেন: ক্ষুধার্ত কুকুরের দল ঘেউ ঘেউ করে,
হতচকিত হয় মধ্য বয়সী নারী।

ভাল লাগল।

৩| ১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৯

সুখী পৃথিবীর পথে বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.