নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের অবয়ব ধারী যেন না হই।

সুখী পৃথিবীর পথে

মানুষ হিসেবে জীবন উপভোগ করা।

সুখী পৃথিবীর পথে › বিস্তারিত পোস্টঃ

রাজপথ

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৭

শ্লোগানের উত্তেজনায় মুখরীত কোলাহল,
দৃপ্ত পদব্রজে সম্মুক্ষে অগ্রসরমান মানুষের দল,
ছিন্ন বস্ত্র, নগ্ন পা, কোটারগত চক্ষু,
অস্থিগুলু সব বের হয়ে আসতে চায়।
শীতের তীব্রতা উপেক্ষীত ক্রোধে, হিংস্রতায়।

ভেংগে যায় সব,
চিৎকারে আর্তনাদ, অস্ফুত গোঙানী।

রাজপথ লাল হয়।
হেসে উঠে শয়তানের দল।

লক্ষ পূরনের সাফল্যে উত্তেজিত নেতা,
দলিত লাশ তার উপরে নির্মিত বিজয় মঞ্চ।
লোভী শকুনেরা ব্যস্ত কানাঘুষায়।

লাল গোলাপের মালা বেমানান ঠেকে,
পুত্রহারা মায়ের চোখে।
হায়রে রাজপঠ,
বাঙালীর যুদ্ধের ময়দান,
শান্তির জন্য যুদ্ধ? নাকি স্বার্থের হানাহানিতে!
প্রশ্নবিদ্ধ সব,
বিভক্ত বিবেক,
দ্বিধায় চিন্তিত আমজনতা,
দ্বন্দ্ব হয়না শেষ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২৩

বিজন রয় বলেছেন: রাজকবিতা।
++++

২| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:১৫

সুখী পৃথিবীর পথে বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.