নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের অবয়ব ধারী যেন না হই।

সুখী পৃথিবীর পথে

মানুষ হিসেবে জীবন উপভোগ করা।

সুখী পৃথিবীর পথে › বিস্তারিত পোস্টঃ

বোধহীন জীবন

১৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪১

আমি এখন ঠিক ওদের মতো যে কেউ একজন
স্পর্শে এতটুকু অনুভূতি নাই বোধহীন জীবন
স্তব্ধ, দুম্ড়ে যাওয়া নিশ্চল এবং ভোঁতা
শিহরনে সুখ পাইনা, উত্তেজনাও বুঝিনা
হাসিতে ঊচ্ছলতা নাই নিঃশ্বাসে প্রান কই?

ক্লান্ত হলেও কষ্ট পাইনা সুখ ও বুঝি তাই।
ক্রন্দন থেমে গেলেও বেদনা থমকে থাকে
অসারতা সর্বত্র তীব্র থেকে তীব্রতর
আমি এখন ভোঁতা, বোধহীন একজন।
ঘুমোতে যাই সেভাবেই প্রত্যহ যেভাবে যেতাম
স্বপ্ন গুলো অদৃশ্য রংহীন, রস হীন।
অমুদিত চোক্ষু অর্ধমৃত প্রান
জীবনের শেষ নাই মুক্তি নাই।

নিশ্চল নিথর পাথুরে সময়
ব্যঙ্গময় অভিশপ্ত অসহ্য,
বাঁচার আকুতি নাই,
রোমাঞ্চ আসেনা, বৈচিত্র কোথায়?
ছন্দ খুজি ফিরি সর্বত্র অবশেষে শূন্যতা
শব্দহীন জীবন বোধহীন জীবন।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫২

বিজন রয় বলেছেন: তাহলে কি সব অনুভূতি ভোঁতা?

++++

২| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:০১

সুখী পৃথিবীর পথে বলেছেন: বেচে থাকার কারণেই বেচে আছি ভাই। অন্যান্য প্রাণীদের মতো। কোন সৃষ্টিশীলতা নাই। প্রষনা নাই। যাকগে ভাল থাকবেন।

৩| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৪

মাহবুবুল আজাদ বলেছেন: ওহহো এত বিষাদ কেন ? :(

৪| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৩

সুখী পৃথিবীর পথে বলেছেন: কারন একটি চাদর ঢেকে দিচ্ছে আমাকে। অলসতায় আমি বন্দি। ধন্যবাদ মন্তব্যর জন্য। শুভ রাত্রি।

৫| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩৬

মাহমুদ আল ইমরোজ বলেছেন: ভালো লাগল

৬| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মোটামুটি লাগল।
বেশ কিছু টাইপো আছে। ঠিক করে নেবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.