নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের অবয়ব ধারী যেন না হই।

সুখী পৃথিবীর পথে

মানুষ হিসেবে জীবন উপভোগ করা।

সুখী পৃথিবীর পথে › বিস্তারিত পোস্টঃ

মা\'কে বাঁচাও

২০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

বসেছিলাম উঁচু তলার ছাদে জানালার ধারে
আরাম কেদারায় পা দুলিয়ে, কোলাহল থেকে দূরে।
শীতল বায়ু আর রঙ্গীন পোস্টারের আড়ালে
দৃষ্টি পড়েছিল ক্ষণিকের তরে
আঁৎকে উঠেছিলাম, দেখেছিলাম আমার মাকে।

ক্ষত বিক্ষত শরীরে তখনও বেঁচে রয়েছে।
শীর্ণ শুষ্ক ধারা আর বিষাক্ত জলে,
তীব্র বেদনা, অস্পষ্ট গোংগানীতে,
ধুঁকে ধুঁকে মরছে।

লজ্জিত চোখে নতমস্তকে ,
আড় নয়নে পুনরায় তাকালাম পোষ্টারের পিছনে,
মায়ের শরীরে সারি সারি ঘাতক দাঁড়িয়ে।
হত্যা করছে আমার মা'কে।

তোমরা সভ্য মানুষ, একটু শুনবে,
সাহায্য করবে, বাঁচাবে আমার মা' কে।

বাঁচাতে হবে মা'কে। বাঁচতে হবে আমাদেরকে,
ধ্বংস করি ওই ঘাতককে।
বাঁচাই বাংলাদেশকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.