নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের অবয়ব ধারী যেন না হই।

সুখী পৃথিবীর পথে

মানুষ হিসেবে জীবন উপভোগ করা।

সুখী পৃথিবীর পথে › বিস্তারিত পোস্টঃ

মানুষ নামেই বাঁচি!

২৭ শে মার্চ, ২০১৬ রাত ১০:৫৯

দৃষ্টি আমার অন্ধ, লজ্জাহীনতায় ঢাকা চোখ,
পথ দিয়ে চলি, কত কিছু দেখি
দেখি সুন্দর মুখ, সৌন্দর্যময়ী নারী
চপলা কিশোরী, কাঁধে ব্যাগ,
মুখে দুষ্টুমি-হাসি-উচ্ছলতা কত কি।

নষ্ট আমি, বুঝি না হাসি
অনুভবে উত্তেজনা আড়ালে কামনা,
লোলুপ চাহনিতে দেখি।
আমি পশু, অন্তরে শুধই ইতরামি।

বিবেক আমার বদ্ধ, লালসায় মত্ত
উদরের ভারে নত শির
খেয়ে যাই অবিরত, আমি যে ক্ষুধার্ত।
খাদ্যর নেশায় চরম উন্মত্ত।

চোখে ক্ষুধা, শরীরে ক্ষুধা,
ক্ষুধার্ত বালক, ক্ষুধার্ত নারী
অস্থি সর্বশ দেহে নাই কোন শ্রী।
দেখি না কিছুই, আমি যে বন্দি,
মনের গহীনে শুধই ভণ্ডামি।

পরিপাটি পোশাক সাজ-সজ্জায় ভরপুর,
কন্ঠটি দরদী, মায়াবী ছল-চাতুর,
স্বভাবের উগ্রতা ঢেকে রাখি সযত্নে,
রুচিশীল মনটা মরে গেছে অনেক আগে।

এই আমি,
তোমাদেরি মাঝে আছি,
মানুষ নামে পরিচয়,
মানুষ নামেই বাঁচি!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪৮

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ভীষন তথ্য ও তত্তপূর্ণ কবিতা এরকম বাহ্যিক সুন্দর ভন্ড অনেক অনেক আছে দেশে । কবিকে অজস্র ধন্যবাদ।।

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২১

সুখী পৃথিবীর পথে বলেছেন: ধন্যবাদ। আপনার গভীর পর্যবেক্ষণ আমাকে উৎসাহিত করল।

২| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৭:১১

বিজন রয় বলেছেন: ভাল লাগল।
+++

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২২

সুখী পৃথিবীর পথে বলেছেন: ভাল থাকবেন। আমার প্রায় প্রতিটি লেখায় আপনার সংগ আমার পাথেয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.