নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের অবয়ব ধারী যেন না হই।

সুখী পৃথিবীর পথে

মানুষ হিসেবে জীবন উপভোগ করা।

সুখী পৃথিবীর পথে › বিস্তারিত পোস্টঃ

বৈপরীত্য

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১২

স্বর্ণালী প্রভা কচকচে রৈাদ্র
মৃদু স্ফীত বাতাস ফুরফুরে মেজাজ,
অনাবিল শান্তি স্বর্গের ছোঁয়া।
হঠাৎ ঝড়, প্রচণ্ড বাতাস মাঝে কালো রাত্রি।
ঘোর অন্ধকারসহ তুমুল বজ্রপাত
ছিন্ন ভিন্ন তরু পল্লব রক্ত আর লাশ।
সুতীব্র চিৎকারের গগন বিদারী সাইরেন
যেন মহাপ্রয়াণ।
চারিদিকে শুধু ধ্বংস, বীভৎস এবং নরক।
এরপর,
ভাল লাগা ভালবাসা সুখের ছোঁয়া,
সত্য সুন্দরতম সুন্দরী, অপ্সরী গোলাপি
আহ্লাদে আঁতখানা আদরে ভরপুর
শিহরনে শিহরিত গভীর ঘোরে আচ্ছন্ন,
সঙ্গমে, অনুভবে তৃপ্ত
চুমোয় চুমোয় আদৃত,
স্পর্শে পুলকিত, চক্ষু মুদিত
অস্পষ্ট গোঙনে সুখের ছোঁয়ায় চিরসুখী
অতঃপর,
মিথ্যা শুধুই মিথ্যার বেসাতি
লোভী ও নির্লজ্জ রক্ত পিয়াসু হায়েনা।
রূপের আড়ালে কুৎসিত কদর্য ধূর্ত শিয়াল,
হিংস্র বুনো শুয়োর।
নোংরামি পাপিষ্ঠ পাপচারী
শকুনির শিকারের ফাঁদ,
ভয়াল ছোবল, ভয়ংকর ডাইনি।
মৃত পুরীর রানী
এবং ভয়ংকর সুন্দরী।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৮

ফারিহা নোভা বলেছেন: কবিতায় কথাগুলো বাস্তবতার নির্মম চিত্র।

অনেক অনেক ভাল লিখেছেন, ভাল লাগা রইল।

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১০

সুখী পৃথিবীর পথে বলেছেন: শুভ হউক আপনার জীবন।

২| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪০

সৌহার্দ্য মুত্তাকিন বলেছেন: ভয়ঙ্কর সুন্দরী. ।।।।।
বেশ হয়েছে

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১১

সুখী পৃথিবীর পথে বলেছেন: ভাল থাকুন। খুব ভাল।

৩| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০২

শাহরিয়ার কবীর বলেছেন:
স্পর্শে পুলকিত, চক্ষু মুদিত
অস্পষ্ট গোঙনে সুখের ছোঁয়ায় চিরসুখী

ভাল লাগল। ধন্যবাদ B-) B-)

+++++++++++++

৪| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৩

সুখী পৃথিবীর পথে বলেছেন: আপনাকে শুভেচ্ছা। ভাল থাকুন সব সময়ের জন্য। কামনা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.