নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের অবয়ব ধারী যেন না হই।

সুখী পৃথিবীর পথে

মানুষ হিসেবে জীবন উপভোগ করা।

সুখী পৃথিবীর পথে › বিস্তারিত পোস্টঃ

ভ্রান্ত জীবন

২০ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৫৬

পথিকেরা ছুটছে, তুমিও ছুটছ, আমিও ছুটছি
গন্তব্য অজানা, আছে ব্যস্ততা, তীব্র উত্তেজনা
চোখে ভয়, অজানা আশঙ্কা
বাড়ছে ভীড়, কোলাহল, উষ্ণতা
সংসারের পার্থিবতা
সত্য বাদ দিয়ে বলছি মিথ্যা।

তুমিও বলছ, সবাই শুনছে, আমিও শুনছি,
সাফাই গাইছ, যুক্তি দিচ্ছ, আমি ভাবছি
সত্য পালিয়েছে, বিবেক কাঁদছে
তুমি হাসছ, আমিও হাসছি, সবাই দেখছে
সীমা ছাড়িয়ে, চূড়ায় দাঁড়িয়ে নির্লজ্জ গর্বে
আমোদে দুলছি, ভান করছি, সুখ পাচ্ছি, ভীষণ আছি।
এই তো চেয়েছি, আছে আর কি বাকি।

অবশেষে শেষ যে,
ভুলে ছিলাম আমেজে,
দিন গেছে ফুরিয়ে,
সূর্য অস্তগামী তোমায় যাচ্ছে ছেড়ে
সন্ধ্যা ঘনিয়ে আধার নামছে।

ঐ দেখা যায় পাখি নীড়ে ফিরছে
দূর আকাশে চাঁদ উঠেছে,
তুমি ঢুলছ, আমি ঢুলছি
ভাবছি এখন কি করি।

নিঃসঙ্গ দাঁড়িয়ে, চুপি চুপি আড়ালে
হতাশায় ঘামছি,
ভাবছি এখন কি করি,
এখন কি করি।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

২| ২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৬

সুখী পৃথিবীর পথে বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.