নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের অবয়ব ধারী যেন না হই।

সুখী পৃথিবীর পথে

মানুষ হিসেবে জীবন উপভোগ করা।

সুখী পৃথিবীর পথে › বিস্তারিত পোস্টঃ

আমি

২৭ শে জুলাই, ২০১৬ রাত ৮:১১

লোভ আমাকে করছে তাড়া
ক্রোধ কিন্তু বসে নেই
বাহিরে আমি মানুষরূপী
অন্তরেতে ইতর হই।

জন্তু কিংবা জানোয়ার বলি
নীতিবোধের প্রশ্ন নাই,
আমি যে শুধু মুখোশধারী
ভণ্ডামিতে সেরা হই।

পাহাড় পর্বত বৃক্ষরাজি আকাশের ঐ নক্ষত্র মালা,
শীতল পরশের ঝর্ণাধারা সৌন্দর্যে সব অপরূপা।
প্রকৃতির সব স্বর্গছোয়া হাত জাগিয়ে দিচ্ছে মায়া,
আমি অধম নর পাষন্ড মন যে আমার দেয়না সাড়া।

আমি আছি আমাকে নিয়ে,
ন্যায় অন্যায়ের বালাই কিছে,
ভোগের সুখের লোভের কাছে,
আর যে সব শুধুই মিছে।

হিংসা, মিথ্যা, অনাচার সব,
বাকী নাই আর কোন শয়তানী,
সহজ সরল জীবনটাকে,
করলাম শুধুই জাহান্নামী।

সুখী হতে চেয়েছিলাম ভাই
হেন কোন অন্যায় করিনি তাই,
অসৎ পথের মিথ্যা দর্শন,
অসুখীর পরশ সারাটা জীবন।

জীবন সায়াহ্নে অবশেষে এসে
ক্ষমা চাই আমি তোমাদের কাছে,
ভুল করে আর করো না এমন
সহজ এই জীবন রাখবে তেমন।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫১

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লাগল...

২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪৬

সুখী পৃথিবীর পথে বলেছেন: ভাল থাকুন।

২| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫৫

ইসমাইলহোসেন০০৭ বলেছেন: কবিতা পড়ে ভাল লাগল। ++++
ভিন্ন আঙ্গিকে লেখা।
শুভ কামনা রইল।

২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪৭

সুখী পৃথিবীর পথে বলেছেন: আপনার কল্যান হউক। ধন্যবাদ।

৩| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১:২৭

অরুনি মায়া অনু বলেছেন: ভাল লেগেছে

২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪৮

সুখী পৃথিবীর পথে বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.