নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের অবয়ব ধারী যেন না হই।

সুখী পৃথিবীর পথে

মানুষ হিসেবে জীবন উপভোগ করা।

সুখী পৃথিবীর পথে › বিস্তারিত পোস্টঃ

শরৎ সন্ধ্যা

০৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:১২

সাদা সাদা মেঘ দলে দলে উড়ে
অসীম আকাশ নীল চোখে দেখে
সুখী পাখি উড়ে যায় দিগন্তে
কেশ বন দোলে তালে তালে নাচে।

শান্ত নদী মৃদু উত্তেজনা বুকে
পালতোলা নৌকা মাঝি দাঁড় হাতে
শুভ্র হাস ঝাঁকে ঝাঁকে ভাসে
জেলেরা ব্যস্ত মৎস্য আহরণে।

চঞ্চল বঁধু মাথায় ঘোমটা, মাটির কলসী কাঁখে
আনত নয়নে উঁকি ঝুঁকি মারে
চলমান পথিক মুগ্ধ মননে
চেয়ে রয় অপলক, দৃষ্টি নাহি সরে ।

দিগন্তে সূর্য, সলাজ হাসে।
আকাশে সাত রং ধনুক হয়ে ভাসে
শান্ত হয় নদী, মাঝি ফিরে ঘাটে
ব্যস্ত বঁধু ফিরে যায় নীড়ে।

শরৎ সন্ধ্যা অবশেষে নামে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.