নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের অবয়ব ধারী যেন না হই।

সুখী পৃথিবীর পথে

মানুষ হিসেবে জীবন উপভোগ করা।

সুখী পৃথিবীর পথে › বিস্তারিত পোস্টঃ

বোকার চক্র

৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫২


আমি ভোগাচ্ছি তোমাকে
এবং লুটেপুটে খাচ্ছি।
তুমি ঠকাচ্ছ তাকে?
বা! কি মজা! মিথ্যায় ভাসছ।

ও কাঁদাচ্ছে আমাকে
ফাঁসিয়ে হাসছে সুখী হতে চাইছে।
আমরা সবাই মেতেছি
দুষ্ট খেলা খেলছি
বিবেককে বন্দী রেখেছি।

এভাবে অবশেষে সবাই সবাইকে কাঁদাই
বুঝি সবই চিন্তা তবু একটাই
আমার সব চাই
আর সবাই মরে যাক
বাঁচব আমি একাই।
কামনায় বাসনায় নিজেকে ডুবাই
অসীমে আমি যে একাই।

ওরে বোকা! বাঁচা কি যায় একা?
সহজ জীবনে পাই শেষে ধোঁকা।
পথ ছিল সোজা বেছে নিলাম বাঁকা
লোভের মায়াজালে ঘুরতেই থাকা।

তবু নাই শিক্ষা নাহি লই দীক্ষা
অন্তর জুড়ে মোর শয়তানী বুভুক্ষা।

অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ আসে
ভাবনা উকি দেয় মাঝে
আমি তো সুখী নই
সুখী তবে হল কে?

একজন সেইজন সুখ যে বোঝে না।
অন্তরে বেঁধেছে বাসা দিচ্ছে কুমন্ত্রণা।
কুমন্ত্রণাদাতা অপদেবতা সেই নষ্টা
সবাই একাট্টা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

প্রতিভাবান অলস বলেছেন: চালিয়ে যান

২| ৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

রাজীব নুর বলেছেন: বেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.