নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের অবয়ব ধারী যেন না হই।

সুখী পৃথিবীর পথে

মানুষ হিসেবে জীবন উপভোগ করা।

সুখী পৃথিবীর পথে › বিস্তারিত পোস্টঃ

পিশাচের সংখ্যা কত?

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

আমারা মানুষেরা যাদের অসভ্য বলি, সেই অসভ্য/ইতর পশুরা কি নিজেদের সাথে মিথ্যা বলে? উত্তর না অথবা হ্যাঁ যাই হোক, আমি অন্তত: আমার নিজের ব্যাপারে বলছি। আমি সজ্ঞানেই মিথ্যা বলি। অতএব আমি এ দিকটায় পশুর চেয়েও নিকৃষ্ট। এ রকম আরও কিছু বিষয় বিবেচনায় আমি ইতর প্রাণীরও অধম।

যেমন:

১। একটি পশু যতই হিংস্র হোক না কেন চাহিদা-নুযায়ী খাদ্য গ্রহণ শেষে খাদ্য গ্রহণ করে না। হিংস্র আচরণ করে না । আমি মানুষ নামধারী হয়েও আমার চাহিদার শেষ নাই। নীতি-হীন কর্মকাণ্ডের শেষ নাই।

২। পশু কারো সাথে বেঈমানি করে না। অথচ আমি যেনে শুনেই করি।

৩। একমাত্র খাদ্য আহরণ ও বংশ বিস্তার ব্যতিরেকে পশুর অন্য আর কি চাহিদা থাকতে পারে? কিন্তু আমি মানুষ নামধারী এমন অনেক কর্মকাণ্ডে লিপ্ত যার একমাত্র উদ্দেশ্যই অন্যের ক্ষতি করা।

আর কি বলব? এটুকুই থাক। এবার প্রশ্ন করা যেতে পারে, আমি কি মানুষ। নাকি মানুষরূপী অন্য কিছু। কি নামে সেই অন্য কিছুকে বলা যায়। আমি বলছি "পিশাচ"। এই ভূখণ্ডে আমার সংখ্যা কত?

১০.০৯.২০১৮

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: লেখাটা আর একটু বড় হলে ভালো হত।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০২

সনেট কবি বলেছেন: ভাল বলেছেন।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: পিশাচের সংখ্যা অনেক।
এবং দিন দিন তাদের সংখ্যা বেড়েই চলেছে।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৯

কিশোর মাইনু বলেছেন: এত পিচাশের ভিড়ে মানুষ খুজে পাওয়া বড় মুশকিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.