নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
...সাত সংখ্যাটি স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত; ৫২ সালের ভাষা আন্দোলনকে যদি স্বাধীনতা সংগ্রামের ভিত্তি হিসেবে ধরা হয় তাহলে এই সালটির দুটি সংখ্যার যোগফল ৫+২=৭ আসে; বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন মার্চ মাসের ৭ তারিখে; বিজয় দিবস হলো ১৬ ডিসেম্বর, যে দুটি সংখ্যার যোগফলও ১+৬=৭ আসে। আবার আমাদের মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠও ৭ জন। তাই হয়তো এই পরিক্রমায় জাতীয় স্মৃতিসৌধে আছে সাত জোড়া দেয়াল ও সাতটি চুড়া।
এই স্মৃতিসৌধ নিশ্চিত ভাবেই বাংলাদেশীদের অস্তিত্ব আর জাতীয়তাবোধের প্রতীক। এই স্মৃতিসৌধের বিশেষ বৈশিষ্ট্য হলো একেক দিক থেকে একে একেক রকম মনে হয়। অনেকের কাছে এই স্মারক স্থাপনার আকৃতি পিরামিডের মত মনে হলেও এই ইফেক্টটি তৈরী করা হয়েছে সাতটি অবয়বের সমষ্টিগত রূপ দিয়ে যার নকশা প্রণয়ন করেছিলেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন।
ঢাকা থেকে প্রায় ২৫ কি. মি. দূরে নবীনগরে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর এখানে অনেক গণকবর আবিস্কৃত হয়েছিল এবং এই বিষয়টি জাতীয় স্মৃতিসৌধের স্থান নির্বাচনের একটা ভুমিকা পালন করেছিল কারো কারো মনে হয় স্মৃতিসৌধের সাত জোড়া দেয়াল ও সাতটি চুড়া বাংলাদেশের সাত বীর শ্রেষ্ঠর প্রতিনিধিত্ব করে আবার অনেকের মনে হয় এ দ্বারা ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ এর গণ-অভ্যূত্থান এবং ১৯৭১ এর স্বাধীনতা - এই সাতটি ঘটনা বুঝানো হয়েছে।
মালদ্বীপের আদ্দু সিটিতে এই স্মৃতিসৌধের একটি প্রতিকৃতি স্থাপিত হয়েছে কয়েক বছর আগে। ইস্পাতের তৈরি ১১৯ কেজি ওজনের রেপ্লিকাটি দৈর্ঘ্যে ৯ ফুট ও প্রস্থে ৪ ফুট।
প্রথম প্রকাশিতঃ ওয়াসীম সোবহানের ভাবনা ব্লগে
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৮
অগ্নি সারথি বলেছেন: ফাহিম ভাই-র নিকট হতে আপনার লেখালেখি সম্পর্কে সামান্য তথ্য পেয়ে আপনার সম্পর্কে সামান্য অনুসন্ধান চালিয়ে বেশ ভয়াবহ তথ্য পেয়েছি। আপনি বাংলা ব্লগের শুরুর দিকটার বেশ গুণী একজন ব্লগার। আপনার লেখা অনন্য। চেষ্টা করব বইটা পড়বার। শুভকামনা রইল।
(মুছে ফেলা পোস্টের জন্য ছিল এই মন্তব্যটি ভাই)
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৯
চাঁদগাজী বলেছেন:
চুড়ার সংখ্যা ৭, সত্তুর লাখ বাংগালী আরব ও মালয়েশিয়া ক্রীতদাস হয়েছে।