নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়াসীম সোবাহানের ভাবনা

ওয়াসীম সোবাহান চৌধুরী

ওয়াসীম সোবাহান চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আমি বিপ্লবী না, আমার গড়া চরিত্রগুলোও বিপ্লবী না

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩১

...আমার কিঞ্চিত লেখালেখির অভ্যাস আছে। আমি লিখি আশেপাশের যা আমাকে ভাবায়, যা কিছু আনন্দ দেয় বা বিমর্ষ করে; লিখি সেসব সমসাময়িক বিষয় এবং ইতিহাস নিয়ে, যা আমাকে তাড়িত করে। আমার লেখাগুলোর একটা বড় অংশ সামহোয়্যারইনে প্রকাশ করেছি।

সমসাময়িক বিষয় এবং ইতিহাস নিয়ে লেখা ছাড়াও আমি গত তিন বছর ধরে আমি কিছু ফিকশন / গল্প লিখেছি। এই গল্পগুলো কখনোই কোথাও প্রকাশ করা হয়নি; হয়তো এটা অবধারিতই ছিল যে এই এগারোটি গল্প দুই মলাটের ভেতর দিয়ে প্রকাশিত হবে। এবার অগ্রদূত অ্যান্ড কোম্পানি থেকে এই লেখাগুলো গল্পগুচ্ছ আকারে প্রকাশ পেয়েছে। এগারোটি গল্প নিয়ে একটা বই; সবগুলোই ফিকশন; কিছু বড় গল্প কিছু ছোট গল্প।

আমি দুইটি নাম ঠিক করেছিলামঃ-
পরিবর্তন ও রূপান্তর সংত্রান্ত গল্পগুচ্ছ
বাতাস পরিবর্তনের গল্প ও অন্যান্য

প্রকাশকের ইচ্ছে অনুযায়ী বইয়ের নাম হিসাবে দ্বিতীয়টি ঠিক করা হয়েছে। বইটির লে-আউট, সূচি, উৎসর্গ, প্রচ্ছদ নিয়ে আমার কিছু অভিপ্রায় ছিল, প্রকাশক তার কোনটা সস্নেহে অনুমোদন করেছেন, কোনটা বাতিল করে দিয়েছেন এই বলে যে ‘এতো বিপ্লবী হলে তো হবে না!’ আমি বিপ্লবী না, আমার গড়া চরিত্রগুলোও বিপ্লবী না, তবে জানিয়ে রাখা প্রয়োজন মনে করছি যে বেশ কয়েকটা গল্প আমি আমার কমফোর্ট জোন ও গণ্ডির বাইরে যেয়ে লিখেছি; যারা আমার লেখার সাথে পরিচিত, যারা আমাকে চেনেন তাদের একটু ধাক্কা লাগতে পারে গল্পগুলো পড়ে; আমি সচেতনভাবে, সজ্ঞানে ধাক্কা দিতে চেয়েছি।



গল্পক্রম
সাদা শার্ট পরা লোকটা
এক শালিক, দুই শালিক
এপার্টমেন্টের সংখ্যা বনাম finance ১০১
তিন বন্ধু ও শেখ মুজিব
বাতাস পরিবর্তন অথবা ব্যর্থ প্রেমের গল্প
কবরস্থানের পাশে ‘তেনাদের’ কবলে ছয়জন যুবক ও একটি খণ্ডিত ভূতের গল্প
সিদ্দিকের দুঃসময় ও স্বৈরাচার পতনের প্রয়োজনীয়তা
স্নিগ্ধার প্রশংসা পাইয়া যে কারণে আমার প্রফুল্লতা বেশীক্ষণ টিকে নাই
কোন পরাজয়ের প্রতিশোধ হিসেবে দক্ষিণ রায় মানুষ হত্যা করেন
মনোযোগ বৃত্তান্ত
নামকরণের সার্থকতা



বইটি পড়ার আমন্ত্রন রইল।

অগ্রদূত অ্যান্ড কোম্পানি
স্টল নং ৩৬২, অমর একুশে গ্রন্থমেলা
মুঠোফোনঃ ০১৫-৮০২৫৯৪৫৪

পূর্ববর্তী লেখালিখিঃ
বেশ পরিশ্রম করে এই লেখাটি তৈরী করেছিলাম গত বছর, বিষয় ছিল ১৯৭৫ এর অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, ও অপ-অভ্যুত্থান- পঁচাত্তরের নভেম্বরঃ নাগরদোলায় অনৈক্য,বিভক্তি ও সংঘাত

থমাস আলভা এডিসন এবং অচেনা নিকোলা টেসলাকে নিয়ে লিখেছিলামঃ চেনা থমাস আলভা এডিসন এবং অচেনা নিকোলা টেসলা

বৈশাখ নিয়ে লিখেছিলামঃ বৈশাখের শুরুতে

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৪

অগ্নি সারথি বলেছেন: শুভকামনা ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.