নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য থেকে শান্তি!

সত্যবাদী।

ওয়াসিম সাজ্জাদ

সৎ এবং প্রতিবাদী।

ওয়াসিম সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

বংশধর!

২৮ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:১০

হায়দার সাহেব।
বসে আছেন নিজের বাড়ির গেস্টরুমে
বাড়িতে অনেকগুলা বেডরুম থাকলেও তার জন্য বেডরুমের বাবস্থা নেই।বাসায় দুইটা এক্সট্রা রুম আছে।একটাতে থাকে ড্রাইভার এবং অন্যটি সবসময় খালিই পড়ে থাকে।
হায়দার সাহেব এখন থাকেন একটি বৃদ্ধাশ্রমে। উই ছেলে আর এক মেয়ে তার।কোন অভিযোগ ছাড়াই তিনি তার এই বৃদ্ধাশ্রমের জীবন মেনে নিয়েছেন।একটা বিশেষ উপলক্ষে তার বড় ছেলে তাকে ২ দিনের জন্য বাসায় আনে।
উপলক্ষটা হল হায়দার সাহেবের নাতি নিরবের আজ জন্মদিন।বাচ্চাটা সারাদিন দাদু দাদু বলে কান্না করে।তাই তাকে নিয়ে আসা।না হইলে হয়তো তাকে আনাই হত না।বাসায় অনেক বড় পার্টি হবে।সেখানে হায়দার সাহেবের মতো বুড়ো মানুষ উপস্থিত থাকবে এটা মনে করেই নিরবের বাবার অসস্থি লাগতে শুরু করে।
যাহোক, খুব জাকজমকের মধ্য দিয়ে নিরবের জন্মদিনের পার্টি হয়ে গেলো।নিরব তার দাদুকে নিয়ে অনেক মজা করল।তার অন্য যেকোনো জন্মদিনের চাইতে এই জন্মদিনে বেশি মজা পাইছে।আরও ভালো হইত যদি নিরবের দাদিও থাকতো।
নিরব তার বাবা-মার কাছে ঘুমায়।একদিন ঘুমানর আগে নিরব তার বাবার সাথে দুষ্টামি করছিল।নিরবের বাবার কাছে ওই মুহূর্ত গুলোকে অমৃত ের মতো লাগছিল।তার নিজের সন্তান তার সাথে এভাবে হাসিখুসি ভাবে খেলা করে। নিরব একদিন বড় হবে,মানুষের মতো মানুষ হবে।
হটাত করে তার মনে পড়ল তার বাবাও তো তাকে নিয়ে এরকম খেলা করতো!তাকে নিয়ে স্বপ্ন দেখত-ছেলে আমার বড় হবে!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৪

কহেন কবি কালিদাস বলেছেন: বর্তমান সমাজের বাস্তব চিত্র...দুঃখজনক

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১৮

ওয়াসিম সাজ্জাদ বলেছেন: দুঃখজনক হলেও এটাই সত্য! এরকমই হয় আজকাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.