নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য থেকে শান্তি!

সত্যবাদী।

ওয়াসিম সাজ্জাদ

সৎ এবং প্রতিবাদী।

ওয়াসিম সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টির সৃষ্টি

১২ ই জুন, ২০১৭ বিকাল ৫:২৮

বাইরে বৃষ্টি হচ্ছে। গতকাল সন্ধ্যারাত থেকে একটানা হয়ে যাচ্ছে এখনো।
পাশের নারকেল গাছে দুইটা কাকের বাসা। সারারাত কিভাবে এই বৃষ্টির মাঝে কাটিয়েছে আল্লাহ্‌ জানে! সকাল থেকে দেখি না, এই দুর্যোগে বাসা ছেড়ে গেল নাকি!

রাস্তার মোড়ে সবসময় একটা নেড়িকুকুর দেখা যেত। এখন আছে তিনটা। বৃষ্টির পানি সবাইকে হয়ত একজায়গায় থাকতে বাধ্য করছে। আবার এমনও হতে পারে এরা একে অপরের দোস্ত। আড্ডা দেওয়ার জন্য এই বৃষ্টিতে মিলিত হইছে। কুকুরদের মাঝে দোস্ত ব্যপারটা আছে কিনা জানা নেই। থাকলেও খুব অবাক হব না। মানুষের থেকে কুকুর কিছু কিছু দিক দিয়ে ভাল। তাদের স্ত্রী-সন্তান থাকা অসম্ভব নয়!

বিজ্ঞানীরা হাতি সম্পর্কে বলেছেন, হাতিরা নিজেদের কেউ মারা গেলে তার জন্য শোক প্রকাশ করে এবং মৃতদেহের যথাযথ সৎকার করে। নিজেদের ভিতরে কথা বলার জন্যও তারা এক ধরনের তরঙ্গ ব্যবহার করে। কুকুরের ক্ষেত্রেও এমন থাকতে পারে।

ইতমধ্যে নারকেল গাছের কাক দুইটা ফিরে এসেছে। বৃষ্টি মাথায় নিয়ে ফিরে আসা ঠিক হইছে কিনা এটা নিয়ে কেমন যেন ইতস্তত করতেছে।
হয়ত মহিলা কাঁকটা বলতেছে- তোমার জন্যি এখন বৃষ্টিতে ভেজা লাগছে! আর কিছুসময় ছাদের কার্নিশে দাড়ালে কি হত! এখন ভিজতে হত না!
পুরুষ কাকটা কাচুমাচু হয়ে স্ত্রীর কথার জবাব খুজতেছে!

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

প্রতিভাবান অলস বলেছেন: আহ্ কাঁক। আমার পছন্দের পাখি!

১২ ই জুন, ২০১৭ রাত ৯:১৬

ওয়াসিম সাজ্জাদ বলেছেন: কাউয়া আসলেই আপনার পছন্দের?

২| ১২ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:


কাকদের জন্য কোন ধরণের ছাতা বানানো যায় না?

১২ ই জুন, ২০১৭ রাত ৯:১৬

ওয়াসিম সাজ্জাদ বলেছেন: আচ্ছা, দেখি ভাই দুই জনে মিলে কিছু আবিস্কার করতে পারি কিনা!

৩| ১২ ই জুন, ২০১৭ রাত ৮:১৫

ওমেরা বলেছেন: ইশ্ মহিলা কাকটা কি আন রোমান্টিক!!!!

১২ ই জুন, ২০১৭ রাত ৯:১৭

ওয়াসিম সাজ্জাদ বলেছেন: বৃষ্টিতে সকল মহিলারা আন রোমান্টিক হয়ে যায়

৪| ১২ ই জুন, ২০১৭ রাত ১০:০৫

প্রতিভাবান অলস বলেছেন: জ্বী ভাই, কাউয়া আসলেই পছন্দের। কালো শরীর, গলার দিকের ছাই রঙা পশমগুলা যখন ফুলায় তখন তো জাতীয় পাখি বানায় দিতে ইচ্ছে করে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.