নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Never Say Never Again

...

মধুমিতা

আমি তোমার কাছে পৌছতে পারিনি পথে হয়েছে দেরী। তবু আজো স্বপ্ন দেখি - বন্ধ দড়জায় কড়া নাড়ি ।। আমি এক অতি সাধারণ মানুষ, আড়ালে থাকতেই পছন্দ করি ...

মধুমিতা › বিস্তারিত পোস্টঃ

ইহুদি রাজার গণহত্যা ও আ’দ জাতির খোঁজে-১ (আরব ডায়েরি-৫১)

০৯ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫২





আমাদের আবহা’র পাশেই নাজরান অবস্থিত। ৩ ঘন্টার ড্রাইভ। নানা কারনে নাজরান বিখ্যাত হয়ে আছে। শিয়া অধ্যুসিত এ প্রভিন্সটি একসময় ইয়েমেনের অংশ ছিল। গত বছর থেকেই যাব যাব করছিলাম। কিন্তু হয়ে উঠেনি। এ বছর মাদায়েন সালেহ হতে ঘুরে আসার পর সবাই নাজরান যেতে আগ্রহী হয়ে উঠল। মাদায়েন সালেহ বসবাস করত হযরত সালেহ (আঃ) এর সামূদ জাতি, আর নাজরান ও ইয়েমেনের বিশাল এলাকা নিয়ে বাস করত সালেহ (আঃ) এর পূর্বপুরুষ হযরত হূদ(আঃ) এর আ'দ জাতি।



প্রাচীন বাড়ি



এই ভ্রমণের আরেকটি কারন হচ্ছে ৫২৪ সালে খ্রীস্টানদের উপর ইহুদি রাজা ইউসুফের গণহত্যা। গণহত্যার জায়গাটি এখনো সংরক্ষিত আছে এবং এই ঘটনা পবিত্র কোরআনে উল্ল্যেখ আছে।



নাজরানে ইয়েমেনি শাসন আমলের কয়েকটি দূর্গ আছে। সৌদি আরবের সবচেয়ে বড় বাঁধটিও নাজরানে অবস্থিত। আর আছে ‘রুব আল খালি’। পৃথিবী বিখ্যাত empty quarter। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বালুময় মরুভূমি। কোথাও প্রাণের চিহ্ন নেই। সৌদি আরব, ওমান, আরব আমিরাত ও ইয়েমেনের বিশাল এলাকা নিয়ে এটি অবস্থিত। ধারনা করা এই বিশাল মরুভূমির মাঝেই কোরআনে বর্ণিত ইরাম নগরী ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ইরাম ছিল আ’দ জাতির রাজধানী এবং এই শহরের কথা একমাত্র পবিত্র কোরআনেই বর্ণনা করা হয়েছে।



তুমি কি দেখো নি তোমার প্রতিপালক কি করেছিলেন আ'দ জাতির সাথে। ইরাম গোত্রের প্রতি যারা সুউচ্চ স্তম্ভের অধিকারী ছিল? যার সমতুল্য অন্য কোন নগরে সৃষ্টি করা হয়নি, এবং সামূদের সাথে? যারা উপত্যকার পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল? (সুরা ফাজরঃ ৬-৯)



সৌদি আরবের দক্ষিণে অবস্থিত নাজরান সুগন্ধি দ্রব্যাদির বাণিজ্যিক পথের জন্য বিখ্যাত ছিল। এখানকার পাহড়ে প্রায় ৯০০০ বছর পুরনো ছবি ও লিপি পাওয়া গেছে। বর্তমানে নাজরান একটি অন্যতম কৃষি এলাকা।





আমরা ২৮ ফেব্রুয়ারি, বৃহঃপতিবার সকালে নাজরান রওনা হলাম। সাঈদ বড় দেখে একটি গাড়ী ভাড়া করেছে। আমাদের গ্রুপে আছে আমি-শাকিলা, সাঈদ-শিমু, মিলন-লিজা, আলিম-সূধা ও দিবা। মাহাইল থেকে সাইফুল ভাইও আমাদের সাথে জয়েন করল। মামুনের যাবার কথা ছিল, কিন্তু শেষ মুহুর্তে মানা করল। মামুন ইতঃমধ্যেই বেশ কয়েকবার মত পাল্টানোর জন্য বিখ্যাত হয়ে গেছে। তার মাথা ও হৃদয় নাকি একসাথে নাজরান যাবার জন্য সায় দেয়নি।





সকালবেলার স্নিগ্ধতাকে সাথে নিয়ে নাজরানের পথে চললাম।



মন্তব্য ১৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০২

মোঃমোজাম হক বলেছেন: এবার তাহলে নাজরানের কাহিনী পাবো!
প্রতীক্ষায় থাকলাম ২য় পর্বের জন্য।
মনে হুচ্ছে শিঘ্রিই ইবনে বতুতা খেতাব পেয়ে যাচ্ছেন :)

১০ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৬

মধুমিতা বলেছেন: শীঘ্রই ২য় পর্ব আসবে। জানেন কি লাইলি-মজনু'র কাহিনী এই এলাকা ঘিরেই তৈরি?

হা-হা-হা ইবনে বতুতা খেতাবের যোগ্য না, কিন্তু সুযোগ পেলেই ঘুরাঘুরি চলতেই থাকবেই।

২| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১৪

মোঃমোজাম হক বলেছেন: লাইলি-মজনু'র কাহিনী ঐ এলাকা ঘিরেই হবে কেন?
আমিতো শুনেছি আমাদের এখানকার আল-আহাসাতে এই কাহিনি।ওদের নামে একটা পার্কও আছে।দেখতে আসে প্রচুর পর্যটকও। :)

১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২২

মধুমিতা বলেছেন: যতদূর মনে পরে লাইলির নামে প্রাচীন একটা গ্রাম আছে এখানে। এই কাহিনী মনে হয় আরব জুড়েই বিস্তৃত।

ভাগ্যে থাকলে আপনাদের পার্কটাও দেখতে যাব একদিন।

৩| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৬

কালোপরী বলেছেন: চলুক

১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৩

মধুমিতা বলেছেন: এটার বেশ কয়েক্টি পর্ব চলবে।

৪| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২২

বাক স্বাধীনতা বলেছেন: ভাই, আরেকটু বড় করে লিখবেন দয়া করে। সবে আগ্রহ জন্মাতে শুরু করেছে তখনই পরের পর্বের জন্য অপেক্ষার শুরু।

১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৫

মধুমিতা বলেছেন: আমার সামূদ জাতির সিরিজটি পড়েছেন? না পড়ে থাকলে, পড়তে থাকুন। ততক্ষণে আমি বাকী পর্ব নিয়ে আসছি। বড় করে লিখব ইনশাল্লাহ।

৫| ০৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার ভাই। এই কয়দিন ব্যস্ততার কারনে দেখতে পারি নাই। তবে এখন এক সাথে সব পর্ব পেয়ে আরাম লাগছে।

একটা প্রশ্ন, কোরান শরীফের বর্ণিন জায়গাগুলো নিজ চোখে দেখছেন, আমার খুব জানতে ইচ্ছে করে, আপনার কেমন অনুভূতি হয়। ঘুরে ঘুরে দারুন সব জায়গা দেখেন। আপনাকে মাঝে মাঝে হিংসাই হয়। :)


আচ্ছা আমি কি সামূদ জাতির সিরিজটি পড়েছি কিনা ঠিক মনে করতে পারছি না। আপনার প্রায় সব লেখাই যদিও আমি পড়েছি। তারপরও লিংকটা দিয়েন তো। আমি চাই না কোনটা বাদ পড়ুক।

০৭ ই মে, ২০১৩ রাত ৮:৪৫

মধুমিতা বলেছেন: আপানেকে দেখে ভালোলাগল। অনেক লেখা জমে আছে, ব্যস্ততার কারনে লিখতে পাড়ছি না। আমার জন্য এ বছর বলা যায় ঘুরাঘুরির বছর। প্রতি মাসেই কোথাও না কোথাও যাচ্ছি।

কোরান শরীফে বর্ণিত জায়গাগুলো দেখে সত্যিই অসাধারণ ফিলিংস হয়। মনে হয় ভাগ্যগুনে আমিও স্বাক্ষী হতে পারছি। আমাকে হিংসে হবারই কথা, তবে ঘুরাঘুরির জন্য আমি বেশকয়েকজন সহযোগি পেয়েছি- তাদের কাছে সত্যিই কৃতজ্ঞ।

সামুদ জাতি'র পোস্টগুলো মনে হয় পড়েছেন। তারপরও এখানে পেয়ে যাবেনঃ Click This Link

৬| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:২২

আব্দুল্লাহ আল নোমান বলেছেন: মনে হয় অাপনার কাজে লাগবো

১৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৪

মধুমিতা বলেছেন: লিংকটি দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বইটির হার্ডকপি আমার সংগ্রহে আছে।

৭| ২৯ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:


+++++

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩২

মধুমিতা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.