| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার কাছে পৌছতে পারিনি পথে হয়েছে দেরী। তবু আজো স্বপ্ন দেখি - বন্ধ দড়জায় কড়া নাড়ি ।। আমি এক অতি সাধারণ মানুষ, আড়ালে থাকতেই পছন্দ করি ...
![]()
১ম পর্ব
৪০০ বছর প্রাচীন প্রাসাদের সামনে আমরা গাড়ী থেকে নামলাম। চারপাশে পাহাড়, মাঝখানের ভ্যালিতে প্রাসাদটি তৈরি করা হয়েছে। প্যালেসটি ৭ তলা সমান উঁচু, পাহাড়ের ধাপে ধাপে তৈরি করা।
আমরা প্রত্যেকে ১০ রিয়ালের টিকেট কেটে ভেতেরে ঢুকলাম। সাথে একজন গাইডও আছে। প্যালেসের একটি অংশ নিয়ে জাদুঘর বানানো হয়েছে। ভেতরে ছোট ছোট রুম, ২০ সেকশনে ভাগ করে বিভিন্ন জিনিষপত্র সাজিয়ে রাখা হয়েছে। একটা রুমে মানুষদেরকে শাস্তি দেবার বিভিন্ন সরঞ্জাম চোখে পড়ল।
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
সবচেয়ে আকর্ষনীয় ছিল পুরো প্যালেসে গঠন শৈলী ও এর ডিজাইন। সংরক্ষনের পর বোঝা যাচ্ছিল অতীতে এর জৌলুস কেমন ছিল। সন্ধ্যা হয়ে আসছিল। আমরা মহসিন কে নিয়ে রওনা হলাম। পথে দেখলাম দু'টি গাধা এমনি এমনি ঘুরে বেড়াচ্ছে। কেউ তাকে বিরক্ত করছে না। এক জায়গায় একটা বাঁধও চোখে পড়ল। সম্ভবত পাহাড়ের পানি আটকে রাখা হয়। মহসিন খুব দক্ষতার সাথে খাড়া পথ বেয়ে আমাদের কে আল-সূদা নিয়ে আসল। আল-সূদার’র ঠান্ডা বাতাস আমাদেরকে নীচের গরমের কথা আরেকবার মনে করিয়ে দিল।
![]()
রিজাল আলমা’র একটি অদ্ভুত ঐতিহ্যের কথা না বলে পারছি না। এখানকার ছেলেদের মুসলমানি বা খৎনা হয় ১৮ বছর বয়স পার হলে অথবা বিয়ের আগে। সমাজের হর্তা কর্তারা এক জায়গায় জড়ো হন, সেখানে সবার সামনে খৎনা করানো হয়। যদি কেউ খৎনা করার সময় ভয় পায় বা পুরুষের মতো আচরণ করতে না পারে, তাকে কাপুরুষ হিসাবে বিবেচনা করা হয়। ফলশ্রুতিতে তার আর বিয়ে করা হয়ে উঠে না। কোন মেয়ে বা তার পরিবার এ ধরনের ছেলেকে জামাই হিসাবে দেখতে চায় না।
(শেষ)
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৭
মধুমিতা বলেছেন: ঠিক ধরেছেন। এতেই বুঝা যায় আপনি আমার লেখা অনেক মনোযোগ দিয়ে খেয়াল করেন। অনেক কাজ জমে আছে, তাই তাড়াহুড়া করতেই হলো। পর্বটা শেষ করার একটা মানসিক চাপও ছিল। আরো বিস্তারিত লিখতে পারতাম।
২|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৪
খেয়া ঘাট বলেছেন: শেষের লাইনগুলো বেশ ইন্টারেস্টিং। ভয় করলে বিয়া নাই।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৮
মধুমিতা বলেছেন: কাপুরুষকেতো কেউ বিয়ে করবে না।
৩|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬
মাহতাব সমুদ্র বলেছেন: অসাধারণ। খুবই তথ্যবহুল লেখা। ভালো লাগ্লো। পুর্বের পর্ব পড়া হয় নাই। পড়বো।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৮
মধুমিতা বলেছেন: ধন্যবাদ
৪|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০০
মোঃমোজাম হক বলেছেন: ১৮ বছরে খৎনা ! আমার ছেলেরটাতো জন্মের ১৮ ঘন্টার মধ্যেই শেষ করেছিল।আমাদের সেই দুঃখের কথা আর কি বলবো।
০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮
মধুমিতা বলেছেন: আমিওতো ভেবে পাই না এত বড় বয়েসে কিভাবে এটা সম্ভব? তাও সবার সামনে ব্যাপক অনুষ্ঠান করে।
৫|
২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১
আদম_ বলেছেন: প্যালেস গুলা তো দেখত মনে হয় নতুনের মতো।
২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
মধুমিতা বলেছেন: নতুন করে সাজানো হয়েছে।
৬|
২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
জুন বলেছেন: রিজাল আলমা’র প্রাচীন প্রাসাদ বেশ আধুনিক ডিজাইনের মনে হয়।
প্রাসাদগুলো তো বর্তমানে যাদুঘর । ভেতরে ছবি তুলতে পেরেছেন! সত্যি অনেক ভাগ্যবান আপনি। ভালোলাগলো অনেক ছবিগুলো।
+
২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
মধুমিতা বলেছেন: এখানকার বাড়ীগুলোর ডিজাইন এমনই। যাদুঘর সবার জন্য উন্মুক্ত ও ছবি তোলার অনুমতি ছিল।
পড়ার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই পর্বটা মনে হলো কিছুটা তাড়াহুড়ায় শেষ করেছেন মধুমিতা ভাই?
আর ১৮ বছর বয়সে খৎনা!!!!!! কি ভয়াবহ ব্যাপার!!!!!