| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমকে ইসলাম
হেরে যাবার মাঝেও একটা গোপন আনন্দ থাকে। যে হারতে জানেনা সে জেতার আনন্দও উপভোগ করতে জানে না
নিত্য চলার পথে চেতনে বা অবচেতনে কারনে বা অকারনে কাউকে কাউকে আমাদের ভা্ললেগে যায়, সময়ের পরিক্রমায় এভাবেই গড়ে উঠে প্রতিটি মানুষের নিজস্ব ভাললাগা -ভালবাসার মানুষগুলোকে নিয়ে দীর্ঘ কিংবা নাতিদীর্ঘ তালিকা। একটু সচেতন ভাবে খেয়াল করলে এই ভাললাগা -ভালবাসার মানুষগুলোর মাঝে অদ্ভুত একটা সাদৃশ্য পাওয়া যায়, এই সাদৃশ্য যেন বিন্যাস -সমাবেশের কোন একটি কমন সেট অথবা স্কুল বেলার লসাগু -গসাগু।
আসলে আমরা প্রত্যেকটি মানুষই নিজস্ব স্বকীয়তা আর স্বাতন্ত্য দৃষ্টিভঙ্গি নিয়ে ভাললাগা-ভালবাসার জগত তৈরী করি। এখানে আমরাই রাজা, আমরাই প্রজা। এখানে যুক্তির চেয়ে কল্পনা, মননের চেয়ে ভাবনাই বেশী বাস্তব।
©somewhere in net ltd.