| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমকে ইসলাম
হেরে যাবার মাঝেও একটা গোপন আনন্দ থাকে। যে হারতে জানেনা সে জেতার আনন্দও উপভোগ করতে জানে না
মানুষ হিসাবে জন্মগত ভাবেই ভুল করার অধিকার আমার আছে। আমি ভুল করি বলেই স্কুলে মাস্টার বেত চালাতে পারতেন, অফিসে সিনিয়র ঝাড়ি দিতে পারেন, জজ সাহেব দন্ড দিতে পারেন, কারো কারো গিন্নি অভিমান করতে পারেন। আমি ভুল করি বলেই তো মাফ চাই, মাফ চাই বলেই মাফ করে কেউ কেউ মহান হতে সুমহান হয়। ভুল আছে বলেই জগতটা এত সুন্দর। ভুল আছে বলেই জগতে এত সৃষ্টি। যার যত বেশী চেষ্টা, তার তত বেশী ভুল। ভুল আছে বলেই ভুল বোঝাবুঝি। ভুল আছে বলেই মানুষ ভুল শোধরায়, নতুন কিছু শেখে। সক্ষম যে মানুষ কোন ভুল করেনা, সে হয়তো দরবেশ বা পাগল, শিশু বা শয়তান; নয়তোবা সে কিছুই করেনা।
মানুষের জীবনে বড় ভুল হলো ভুল ভাবে ভুলের হিসাব মেলাতে চাওয়া। ভুল হলে ভুল বলে স্বীকার করতে ভুলে যেন না যাই আমরা। ভুল স্বীকারে লজ্জা নাই। যিনি যত সহজে ভুল স্বীকার করতে পারেন তিনি ততই উদার, ততই মহান।
©somewhere in net ltd.