নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন ডানা

বিরুপ সময়ের সামনে দাঁড়িয়ে কষ্টকে আড়াল করে যে হাসতে পারে, সেই তো পুরুষ।

এমকে ইসলাম

হেরে যাবার মাঝেও একটা গোপন আনন্দ থাকে। যে হারতে জানেনা সে জেতার আনন্দও উপভোগ করতে জানে না

এমকে ইসলাম › বিস্তারিত পোস্টঃ

মানুষকে বিরক্ত করার মজাই আলাদা

০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৬

মানুষকে বিরক্ত করার মজাই আলাদা----- হুমায়ুন আহমেদ, কালো র‌্যাব হলুদ হিমু।



কেউ বিরক্ত হয়ে মজা পায়, কেউ বিরক্ত করে মজা পায়। অন্যকে বিরক্ত করার মাঝে আর্ট থাকতে হয়। আর্ট কম সুন্দর বিষয়কেও আকর্ষনীয় করে তুলে। আর্টলেস বিরক্তি সত্যিই বিরক্তির কারন হয়ে দাঁড়াতে পারে। যথোপযুক্ত বিরক্ত করবার কৌশল আনন্দের, উপরন্তু ভালোলাগার কারন হতে পারে, ঠিক জাদু যেমন। আপনি কাউকে বিরক্ত করছেন করুন, ব্যাপার না। কিন্তু রিস্ক আপনাকে নিতে হবে। নিউটনের তৃতীয় সূত্রের পাল্টা রিঅ্যাকশন্টার জন্য মনে মনে প্রস্তুত থাকুন। রিঅ্যাকশন্টা অনুকূলে হলে আপনি সফল। প্রতিকূলে হলেও হতাশ হবার কিছু নাই। ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি। হেরে যাবার মাঝেও একটা গোপন আনন্দ থাকে। যে হারতে জানেনা সে জেতার আনন্দও উপভোগ করতে জানে না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৪:০৮

আউলা বলেছেন: ভাই আপনার এই লেখাটা টাইপ করতে কত সময় লেগেছে??

২| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৪:৩২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :| :| :|

৩| ০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

মাক্স বলেছেন: X(( X(( X(( X(( X(( X((

৪| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৮

এমকে ইসলাম বলেছেন: খুব বেশী না, ৩০ মিনিটের মত @ মিঃ আউলা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.