| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমকে ইসলাম
হেরে যাবার মাঝেও একটা গোপন আনন্দ থাকে। যে হারতে জানেনা সে জেতার আনন্দও উপভোগ করতে জানে না
ঘটনা একঃ
কয়েক দিন আগে দুপুর বেলায় জনৈক ব্যক্তি মোবাইলে কল করে জিজ্ঞাস করেন--
এটা কি র্যাবের নাম্বার?
-জ্বী।
স্যার আমার একটা অভিযোগ আছে।
-বলেন।
স্যার আমারে মোবাইলে গালাগালি করে, অকথা-কুকথা বলে।
-কেন বলে?
জানিনা স্যার।
-কি বলে?
কমু স্যার, লজ্জা করে।
-পুরুষ মানুষের আবার লজ্জা, বলেন বলেন।
স্যার বলে কি, ডার্লিং কেমন আছো? তোমারে আমি ভালবাসি, ফেয়ার করি, তুমি অনেক সুন্দর..
-আর কি বলে?
বলে, তোমারে কিস খাই, কইগো তুমি? ....
-আরে বলেন কি, ভাল ভাল কথাই তো বলে, মেয়েটা কে?
স্যার, মেয়ে না, ওটা ছেলে।
-হ্যাঁ.., বলেন কি? … ছেলে!!!?
জ্বী স্যার, ছেলে।
-তা এসব কথা আপনাকে বলে? … হিজড়া মনে হয়।
হিজড়া না স্যার, বলে তো আমার স্ত্রী কে।
-ও, তাই বলেন। তা আপনার স্ত্রী কি করেন?
ঘর সংসার করে স্যার।
-তাহলে মোবাইল নাম্বারটা পাল্টান, সমস্যা শেষ।
মোবাইল নাম্বারটা পাল্টাবো স্যার (কন্ঠে বেশ অনিহা মনে হল) ...
-হুম, আজকেই।
না পাল্টাইলে হয়না স্যার?
-আরে ভাই্ আপনার দেখি বউয়ের চেয়ে সীম দামি।
ঘটনা দুইঃ
ঐ দিন রাতেই ফেবুতে এক আপু মেসেজ দিলেন,
ভাইয়া কেমন আছেন?
-ভাল। আপনি?
ভাইয়া আমি ভাল। কিন্তু একটু সমস্যায় আছি। আমাকে কি একটু হেল্প করবেন?
-বলেন, শুনি।
ভাইয়া আমাকে না তিনটা নাম্বার থেকে দুইটা ছেলে ডির্স্টাব করে।
-ভালো তো, উনারা মনে হয় আপনাকে পছন্দ করেন।
না ভাইয়া, বিরক্ত করে।
-হয়তো কিছু বলতে চায়, তাই করে। শুনুন কি বলতে চায়।
না ভাইয়া, আমার শুনার কিছু নাই। আমাকে কি একটু বের করে দিবেন ছেলে গুলো কারা?
-ওরা বোধ হয় আপনার কাছের কেউই হবে, দূরেরও হতে পারে। তা আপনি সীমটা পালটে নিন। সমস্যা শেষ।
তা আমি বুঝি। এই জ্ঞান দিতে হবে না। বের করে দিবেন কিনা বলেন?
-আপনি বেশ বুদ্ধিমতি, আপনি সীমটা বন্ধ করে দিলে আপনার ঝামেলাও শেষ, আমারো কষ্ট করতে হবে না।
ধ্যাত, আমি জানতে চাই ছেলে গুলো কারা? আমার ক্লোজ কেউ কিনা?
-আমিও তো তাই বলছি। আপনি নতুন নাম্বার নিলে যদি ওরা দ্রুত জেনে যায়, বুঝবেন ওরা আপনার ক্লোজ।
আরে আরে এইটা কি আমি বুঝি না। যা বলেছি, করবেন কিনা বলুন?
-জ্বী, আমি ও বুঝেছি যে আমি যা বলতে চাইছি তা আপনি .....
আমি বুঝেছি আপনি আমার কাজ করবেননা। গুডবাই ফরএভার।
-ওকে।
আসলে দুষ্টু মামার চেয়ে নাই মামাই ভালো।
২|
১৪ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৭
মৈত্রী বলেছেন: আপনার নাম্বার দেন, ডিস্টার্ব করবো...
তখন বুঝবেন কেমন লাগে...
৩|
১৪ ই জুলাই, ২০১৩ রাত ২:১১
আহসান২২ বলেছেন: দুষ্টু!
৪|
১৪ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪৯
ভুদাই আমি বলেছেন: এই সুন্দরী............. তোমার নাম্বারটা দিবে প্লিজ?? আমি তোমাকে ফেয়ার করি...................... (আরো কতো কি কবার মন্চায় !) !!
৫|
১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৫:১০
নীল জানালা বলেছেন: আম্নে বুঝি র্যাবের লোক? তো আপনে ঐ মামাবাড়ির আব্দারওয়ালি আপ্পুটারে কৈতে পারতেন যে ওর এইসব ফালতু অনুরোধ রাখনের লাইগা সরকার আপনেরে বেতন দেয়না।
অবশ্য যদি আপনের এলাকায় যদি মোবাইলে মেয়েদের হালকা পাতলা উত্ত্যক্ত করার মত "অপরাধী"র চাইতে আরো বড় অপরাধী না থাকে তাইলে অন্য কথা!
৬|
১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৫
এমকে ইসলাম বলেছেন:
![]()
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৪
সাদা কলো বলেছেন: আপনার নাম্বার টা দেন, কেউ বিরক্ত করলে আপনারে কল দিব।