নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন ডানা

বিরুপ সময়ের সামনে দাঁড়িয়ে কষ্টকে আড়াল করে যে হাসতে পারে, সেই তো পুরুষ।

এমকে ইসলাম

হেরে যাবার মাঝেও একটা গোপন আনন্দ থাকে। যে হারতে জানেনা সে জেতার আনন্দও উপভোগ করতে জানে না

এমকে ইসলাম › বিস্তারিত পোস্টঃ

যান, বসে বসে স্টার জলসা দেখুন

১৭ ই আগস্ট, ২০১৩ রাত ১:১২

ইনবক্সে মেসেজ......



মন ভালো নেই, কি করলে মন ভালো থাকে বলতে পারেন?

--কান্না করে দেখুন।

কেঁদেছি অনেক। তিন দিন অফিস নেই, একা একা। আর কি করার আছে কান্না ছাড়া?

--লম্বা একটা গোসল দিতে পারেন।

তাও দিয়েছি।

--তাহলে ছাদে যান।

কেন?

--একটা লাফ দিন। দেখবেন আর কোন দিন মন খারাপ করবে না।

একটা ভালো কথা বলেছেন। গুড আইডিয়া।

-- তাহলে কাজটা সেরে ফেলুন।

বাড়ি ওয়ালা ওখানে তালা দিয়ে রেখেছে। কি করি বলেন তো?

-- তাহলে তো সমস্যাই। আপনার ভাগ্য খারাপ। তবে অন্য একটা কাজ করে দেখতে পারেন।

বলেন।

--বসে বসে স্টার জলসা দেখুন।

হুম, তাই করি। আমি মরলে দেশ আমার মতো একটা রত্ন হারাবে, আর আপনি একটা ফেবু ফ্রেন্ড হারাবেন। তার চেয়ে জলসাই দেখিগে।

--তাই করুন। হারি আপ।



(ভাইরে জলসা একখান জিনিস বটে। ভাত-কাপড় না দেন সমস্যা নাই, মাগার জলসা দিতে হবে। তাও ভালো অপেরা হাউজে যেতে চাচ্ছে না)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩১

তৌফিক মাসুদ বলেছেন: ভাল লাগল রস রচনা।

আমি ভবে রেখেছি বিয়ে করলে ঘরে টিভি রাখবোনা। যা দেখয়ে চাও বাংলা নাটক ডাউওনলোড দেও আর দেখ।

২| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :D :D

৩| ১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

মদন বলেছেন: আমার বাসায় টিভি নাই :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.