নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন ডানা

বিরুপ সময়ের সামনে দাঁড়িয়ে কষ্টকে আড়াল করে যে হাসতে পারে, সেই তো পুরুষ।

এমকে ইসলাম

হেরে যাবার মাঝেও একটা গোপন আনন্দ থাকে। যে হারতে জানেনা সে জেতার আনন্দও উপভোগ করতে জানে না

এমকে ইসলাম › বিস্তারিত পোস্টঃ

কবিতারা এসেছিল নিভৃত নিলয়ে

২১ শে আগস্ট, ২০১৩ রাত ১:০১

কবিতা ভালবাসে না এমন মানুষ বিরল। যে মানুষটি ভালবাসতে জানেনা সেও কবিতা ভালবাসে। যে কবিতা ভালবাসেনা সে খুন করতে পারে, অবৈধ খুন। কবিরা পাগল, কবিতা অমিয়। জীবন যেখানে বিবর্ণ কবিতা সেখানে সরব, জীবন যেখানে ছন্দময় কবিতা সেখানে মায়াবী। কবিতা হতে পারে লিখিত কিংবা অলিখিত, পড়ায় কিংবা শুনায়, আধুনিক কিংবা শ্লোক, পয়ার কিংবা অমিতাক্ষর। ধরনটা যাই হোক মননটাই আসল। তবে কবিতার নামে বৈসাদৃশ্য বা বিষাক্ত কতগুলো শব্দ আওড়ানো আনাকাংখিত। .... কিছু কিছু কবিতা থাকে যেগুলো যতটা না আনন্দ দেয় তার চেয়ে বেশী আন্দোলিত করে, সাগরের ঢেউ যেখানে তুচ্ছ। মেঘ বালিকার কবিতা তৃপ্তি দেয়, রক্ত মাংসের কবিতা আচ্ছন্ন করে। এখানে বাস্তবতা তুচ্ছ। স্বপ্নের চেয়ে কল্পনাই প্রবল। কবিতায় ভালবাসার বালাই নেই, বেদনার বিরাম নেই, স্বপ্নের সীমা নেই, গভীরতার অন্ত নেই। কবিতা জ্বালায়, পুড়ায়, ক্ষত করে। ক্ষতি করে না। কবিতা কবিতাই। কবিতায় জীবন, কবিতার জীবন। অথবা জীবনের কবিতা। কবিতা আমার, কবিতা তোমার।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:২৭

আমিনুর রহমান বলেছেন:



চমৎকার বলেছেন +++

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৪

এমকে ইসলাম বলেছেন: ধন্যবাদ

৩| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১২

salopa বলেছেন: পড়ে ভাল লাগলো ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.