নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন ডানা

বিরুপ সময়ের সামনে দাঁড়িয়ে কষ্টকে আড়াল করে যে হাসতে পারে, সেই তো পুরুষ।

এমকে ইসলাম

হেরে যাবার মাঝেও একটা গোপন আনন্দ থাকে। যে হারতে জানেনা সে জেতার আনন্দও উপভোগ করতে জানে না

এমকে ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ব্যপারটা অনেকটা নয় মাসের গর্ভবতী মহিলাকে স্বামীর নির্যাতন সহ্য করার মতো

১০ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২২

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজের কথাটা অন্যকে ঠিক মতো বলতে বা বুঝাতে পারেন না। তাদের প্রকাশ করার ভঙ্গিটা হয়তো আলাদা অথবা প্রকাশের ক্ষমতাটাই দুর্বল। যাদের এই সমস্যা, প্রায়শই তারা শিকার হন ভুল বুঝাবুঝির। অন্যরা তাদের কথা বা কাজের ভিন্ন অর্থ বা উদ্দেশ্য খুঁজে বের করেন। যেহেতু মূল ভাবটা কাউকে বুঝাতে পারছেননা, তারা চুপ করে থাকেন বা বুঝাবার জন্য নতুন উদ্যম শুরু করেন। এই দুই ক্ষেত্রেই শুরু হয় নতুন বিপত্তি। তখন সমস্য না কমে বরং বেড়ে যায়। মনে হয় এর মাঝে চুপ থাকাটাই মোটামুটি উত্তম। এই সমস্যা যাদের, তারা অন্যদের যতটা না কষ্ট দেয়, এর তুলনায় ঢের বেশী কষ্ট পায়। এদের কষ্টটা দু'দিক থেকে। নিজের ভেতরের কান্না আর বাইরের মানুষের যাতনা। ব্যপারটা অনেকটা নয় মাসের গর্ভবতী মহিলাকে স্বামীর নির্যাতন সহ্য করার মতো] ।



অনেক ভ্রান্তি আর ভুল বুঝাবুঝির স্তুপে এই মানুষগুলো অনেক ক্ষেত্রেই চুপসে যান, হারিয়ে যান অথবা দ্রোহে ক্ষেপে যান। দীর্ঘ-প্রলম্বিত বিষন্ন সকাল, কটকটে দুপুর আর রিক্ত বিকাল কারোই ভালো লাগেনা। বর্তমানের কোন কথা বা কাজগুলো যদি ভবিষ্যতের জন্য ঝঞ্ঝা নিয়ে আসে, এই বর্তমানকে সেই ভবিষ্যতের বোঝাই মনে হয়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩১

অদ্বিত বলেছেন: হুম, বুঝলাম তো। এখন এই সমস্যা থেকে মুক্তির উপায় কি সেটা যদি বলতেন তবে উপকৃত হইতাম।

২| ১০ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩২

এমকে ইসলাম বলেছেন: আপাতত আমার কাছে কোন সমাধান নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.