| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমকে ইসলাম
হেরে যাবার মাঝেও একটা গোপন আনন্দ থাকে। যে হারতে জানেনা সে জেতার আনন্দও উপভোগ করতে জানে না
আপনি যতোই চেষ্টা করুন না কেন, কিছু জিনিস কখনোই হবার নয়। হয়তো ব্যপারটা তেমন জটিল নয়। তেমন শ্রমসাধ্যও নয়। এই না পারার পেছনে হয়তো তেমন যৌক্তিক কোন কারনও নেই। অন্য কেউ হয়তো সহজেই পারছে। আপনি যেটা পারেননি, সেটা আসলে অন্যের কাজ। ভুল করে আপনার হাতে এসে গেছে ---- তাই দুনিয়াতে আপনার করার মতো অজস্র কাজের মধ্য হতে নিজের আসল কাজটা খুঁজে নিন। আর যে কাজটা অন্যের, সেটা অন্যকেই করতে দিন।
২|
২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৬
এমকে ইসলাম বলেছেন: আমি লম্বা কিছু লিখিনা। আমার লম্বা লেখা পড়ার পেছনে কারো অনেক সময় ব্যয় হোক তা আমি চাইনা।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পোস্টের বিষয়বস্তু গুরুত্বপূর্ণ। কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মতো করে সংক্ষিপ্তকরণের জন্য প্রায় কিছুই পড়া হলো না।