![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিনের শেষে পৃথিবতে যখন অন্ধকার নেমে আসে
ধীরে ধীরে তখন দৃষ্টির বাহিরে চলে যায়,
তোমার মুখের ছবি।
আমি তখন কৃত্রিম আলোর খোজে দিশেহারা-
হাতরে বেরাই একটু আলোর উৎস।
তখন নিয়ন আলোতে রহস্যময় এক
অচেনা মানবি তুমি।
অদ্ভুত পৃথিবীর রহস্য ভেদে ক্লান্ত আমি,
তবু পরিতৃপ্তির হাসি হেসে
নিয়ন আলোতে তোমার মুখোমুখি।
©somewhere in net ltd.