![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
*******************************
অবশেষে তুমিও বললে
আমি নাকি ঘুমিয়ে কাটাই বেলা-
আমি নাকি একটা অলস পোলা।
তাই যদি হয় শোন,
সেদিন সব বন্ধু মিলে
ছবি দেখতে গেলো ছিনেমাহলে
সবাই আমায় বললো ফোনে
চলে আসতে অল্পক্ষনে।
আমি তাদের শুনিয়ে দিলাম
আজ না বন্ধু অন্যদিন হলে চলে।
আমি জানি গেলে তাদের সাথে
কষ্ট পাবে তুমি।
তোমায় রেখে একা ছবি
দেখবো আমি? তা কি হয় বলো?
তাই না গিয়ে ঘুমিয়ে ছিলাম আমি।
তাইতো আজ বললে তুমি
খুব যে বড় অলস ছেলে আমি।
সে দিন আবার ফোন এলো
আড্ডা নাকি চলছে খুব বড়।
আমি জানি এই আড্ডাতে
সবচে বেশি খুশি হতে তুমি।
আমি বললাম ভাল্লাগে না
এ সব আড্ডা আর চলে না।
তখন আমি অল্প শীতে
দিলাম কাথা মুরি।
তুমি বললে অলস নাকি আমি।
একই সাথে ছবি দেখা
বন্ধুদের সাথে আড্ডা দেওয়া
সব শিখিয়েছো তুমি
তোমায় রেখে আমি এ সব
কেমনে করি, ভাবতে পার তুমি?
তুমি এখন ওপাড় থাক
আমি একা এপাড় থাকি
ইচছা থাকলেও আর আসবে না জানি
তাই বলে কি এখন আমি
দিব্বি আবার আগের মত
ঘুরে ফিরতে পারি?
তাইতো আমি ঘুমিয়ে থাকি
ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি,
একই সাথে থাকছি যেন
হাতে হাতটি রেখে।
আমায় তুমি অলস বললে?
বেশ বলেছো-
আমি যেন অলস হয়েই থাকি।
০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৪
গ্যাব্রিয়ল বলেছেন: ধন্যবাদ।
২| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:০৬
রাসেল উদ্দীন বলেছেন: ভালো হয়েছে!
৩| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:৩৩
নূর-ই-হাফসা বলেছেন: বেশ ভালো লাগল
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন, ভালো লাগলো পড়ে।