![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের কথা কি আর বলবো ...... নিজে সুখী মানুষ, পৃথিবীর সবাই সুখী হওক এই কামনা করি...... কয়লার মধ্যে কালো খুঁজি না, হীরা খুঁজে বেড়াই .......
১.
চার পাঁচ দিন আগে কয়েকজন বন্ধু চেপে ধরলো, "চল সমুদ্রের পাড় থেকে বেড়িয়ে আসি", আমি আর না করতে পারলাম না। বউ কয়েকদিন আগে দেশে চলে গেছে, ভাবলাম এইতো সুযোগ। খুব সকাল সকাল গিয়ে বিকাল বিকাল ফিরলেই হবে, সারাদিন আর বউকে ফোন দিব না, রাতে ঘরে ফিরে বলবো, "আমার একদমই ইচ্ছা ছিলো না যাওয়ার, কিন্তু বন্ধুরা জোর করে ধরে নিয়ে গেল, না করতে পারিনি"।
পানিতে নেমে খুব লাফালাফি করছি, ভালোই মজা হচ্ছিলো, যেহেতু সাঁতার পারি না তাই তীরের কাছাকাছিই থাকতাম সবসময়। তীরের কাছাকছি ছিলো কিছু বিশাল আকারের পাথর। এক বন্ধু আঁচড়ে পাঁচড়ে পাথরের উপর উঠে বেশ ভাব নিয়ে কয়েকটা ছবি তুললো, শেষে আমাকেও ডেকে বললো, "আরে কোন ব্যাপার না, উঠে আয়"। আমিও বাহাদুরী দেখাতে গিয়ে পাথরটার উপর উঠার জন্য দিলাম একটা লাফ, ঠিক সেই সময় বিশাল একটা বেরসিক ঢেউ আছড়ে পড়ে আমার উপর। হুড়মুড় করে পাথরটার উপর পড়ার সময় হাত,পা সামনে এগিয়ে দিয়ে কোন রকমে সংঘর্ষটা এড়ালাম। কিন্তু বা হাতের তালুতে আর বা পায়ের হাটুতে বেশ কিছু অংশ কেটে ও থাতলে যায়। আমি পানিতে কিছুক্ষণ দাড়িয়ে থেকে তীরে এসে বালিতে বসে পড়ি ।
কিছুক্ষণ পরেই তার ফোন । প্রথমেই প্রশ্ন তুমি কোথায় ?
আমি মিনমিন করে বললাম, "বন্ধুরা জোর করে সী বিচে বেড়াতে নিয়ে এসেছে"
আমি এতদিন ছিলাম, কৈ আমাকে তো একদিনও সী বিচে নিয়ে যাওনি ?
আসলে সী বিচটা অনেক দুরে তো, তাই তোমাকে নিয়ে আর আসা হয়নি। পরের বার তোমাকে নিয়ে আসলেতো কয়েক দিন থাকবো তাই আগে একবার এসে পর্যবেক্ষণ করে গেলাম।
মনে হলো একটু শান্ত হয়েছে । তার পরপরই বললো, খবরদার কোন বিকিনি পড়া মেয়ের দিকে তাকাবে না ! খবরদার !
আরে নাহঃ ! এখানে কোন বিকিনি পড়া মেয়েই নাই।
তারপর আমাকে চমকে দিয়ে হঠাৎ বললো, "তুমি কেমন আছ ?"
তার গলায় কেমন যেন একটা আকুতি ছিলো, আমি মুহূর্তক্ষণ চুপ করে থেকে বললাম, "হাতে ও পায়ে একটু ব্যাথা পেয়েছি"
সাথে সাথে সে চিৎকার দিয়ে বললো, "আমার মনে টান দিয়েছিলো, যে তোমার কিছু একটা হয়েছে !"
আমি একটু অবাক হলাম, এই মনে টান দেওয়া ব্যাপারটা আমি কখনই ঠিক মত বুঝি না। এই ব্যাপারটা আমার মায়ের মধ্যেও দেখেছি। যখনই মন খুব খারাপ বা অস্হির থাকে, তখনই ফোন দিয়ে বলে, "বাবা, মন খারাপ করে না" আর সাথে সাথে আমার মন ভাল হয়ে যায়।
আগেও দেখেছি, অনেক সময়ই আমার মনের কথা কিভাবে যেন সে টের পেয়ে যায়। আর কিভাবে টের পেলে জিজ্ঞেস করলে বলে, "আমি তোমাকে নিয়ে যেভাবে ভাবি, তোমাকে নিয়ে যেভাবে চিন্তা করি, তোমাকে যেভাবে ভালোবাসি , সেভাবে তুমি বাসলে তুমিও বুঝতে পারবে আমার মনের কথা, আমার কষ্টগুলো, আমার আনন্দগুলো। নিজেকে তখন অনেক ক্ষুদ্র, তুচ্ছ মনে হয়, তার অনুভূতির সামনে।
২.
আজ অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি। কাজের খুব একটা চাপ নেই, তাই হাতমুখ ধুয়ে, দুপুরের খাবার খেয়ে একটা মুভি দেখলাম, সাইন্স ফিকশন। তারপর খুব ফুরফুরে মেজাজে ল্যাবে এসে ব্লগিং করতে বসে গেলাম। এক ফাঁকে মেইলটাও চেক করে নিয়েছি। সবকিছুই ঠিকঠাক, কোন অসঙ্গতি নেই কোন দিকে। শিস্ দিতে দিতে কফি বানিয়ে নিয়ে এসে আবার ডেস্কে বসলাম।
একটু পর তার ফোন, এবার প্রথমেই জিজ্ঞেস করলো, দুপুরে কি খেয়েছ ?
বললাম এইতো এটা সেটা খেয়েছি। কিন্তু তোমার গলা এমন শুনাচ্ছে কেন ?
আমার কথা শুনে সে কান্নায় ভেঙ্গে পড়লো বললো, "একটু আগে বারান্দায় হাটতে গিয়ে পড়ে হাত ভেঙ্গে ফেলেছি।"
বুকটা ধ্বক করে উঠলো, নিজের অজান্তেই গলার আওয়াজ বেড়ে গেলো, বললাম, "কি?"
হুমম, এইমাত্র প্লাস্টার করে বাসায় ফিরেছি। উহঃ, কি যে অসহ্য ব্যাথা ! মুহূর্তের মধ্যে মনে হলো আমার হাতটাই নেই হয়ে গেলো। পেইন কিলার খেয়েছি, তারপরও ভয়ানক ব্যাথা করছে। আচ্ছা, এখন রাখি কথা বলতে কষ্ট হচ্ছে, আজকে আর ফোন দিও না ।
কিছুক্ষণ থ্ মেরে বসে ছিলাম । আমার বউ হাত ভেঙ্গে তীব্র ব্যাথায় কোকাচ্ছে আর আমি মুভি দেখছি, শিস্ দিয়ে দিয়ে কফি খাচ্ছি, আমি কিছুই টের পেলাম না ! ইচ্ছে করছে ছুটে তার কাছে চলে যাই, ইস তার ব্যাথাটা যদি আমি নিয়ে নিতে পারতাম! তার এই তীব্র ব্যাথায় কিছুই আমি অনুভূব করিনি, একেবারে কিছুই না !
হায় ! এখনও তোমার মত করে ভালোবাসতে পারলাম না । ক্ষমা করে দিও ।
দেবদূতের বিবাহ নামা ----- ১
দেবদূতের বিবাহ নামা ----- ২
দেবদূতের বিবাহ নামা ----- ৩
০৭ ই মে, ২০০৯ রাত ১০:১৭
শান্তির দেবদূত বলেছেন: বিকাল থেকেই মনটা খারাপ করে বসে আছি .... দোয়া করবেন প্লিজ ....
২| ০৭ ই মে, ২০০৯ রাত ১০:১৮
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: হবে হবে, ধীরে ধীরে হবে। অপেক্ষা করুন। তবে তার মতো মনে হয় হবে না। মেয়েদের মধ্যে কিছু একটা থাকে যা হাজার চেষ্টা করলেও আমরা আয়ত্ব করতে পারবো না।
০৭ ই মে, ২০০৯ রাত ১০:২১
শান্তির দেবদূত বলেছেন: আসলেই .... অনেক ধন্যবাদ
.... দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্হ হয়ে উঠে, সামনে ওর পরীক্ষা, এই পরীক্ষা দেওয়া জন্যেই দেশে গিয়েছিলো .... তিন সপ্তাহের জন্য হাতে প্লাস্টার থাকবে .... ভাগ্য ভালো যে ডান হাতে কিছু হয়নি ......
৩| ০৭ ই মে, ২০০৯ রাত ১০:২৪
অলস ছেলে বলেছেন: হুমমম। বেচারীরা এমনই। কি আর করা। মাঝে মাঝে আমারও দুই একটা দীর্ঘশ্বাস পড়ে, অই পর্যন্তই। উদ্যোগী টাইপের মানুষ হলে আপনার মতো লিখেও হয়তো ফেলতাম। তার বেশি আর কিছু করা হয়ে উঠে না।
ভালো থাকুন। দোয়া করি ভাবীও যেন সুস্থ হয়ে উঠেন। নিয়া আসেন তরাতরি।
০৭ ই মে, ২০০৯ রাত ১০:২৯
শান্তির দেবদূত বলেছেন: একবার জোর করে অলসতা ঝেড়ে ফেলে লিখেই ফেলুন না ... আমার পড়ি ....
আর বলবেন না, এমন লুলা আমি জীবনেও দেখি নাই ... সমান রাস্তা দিয়ে হাটতেছে, হাটতে হাটতে হঠাৎ নিজের পায়ে পায়ে বাড়ি খেয়ে ধপাস !! কতবার যে আমি ধরেছি .... এবার আমি নাই আর উনি হাত ভেঙ্গে বসে আছেন !! ইচ্ছা করতেছে কান ধরে নিয়ে এখানে আসি ....
৪| ০৭ ই মে, ২০০৯ রাত ১০:২৫
শেরজা তপন বলেছেন: তার সুস্থতা কামনা করছি। ...বুঝলাম নিঃসন্দেহে আপনিও তাকে ভীষন ভালবাসেন
০৭ ই মে, ২০০৯ রাত ১০:৩০
শান্তির দেবদূত বলেছেন: দোয়া করেন ভাই ....যেন ঠিক ঠাক মত পরীক্ষাটা দিয়ে আসতে পারে ..... সহানুভূতির জন্য ধন্যবাদ
৫| ০৭ ই মে, ২০০৯ রাত ১০:৩০
মে ঘ দূ ত বলেছেন: দুজনের ভালোবাসা যেন এভাবেই বেচে থাকে যুগ যুগ। লেখাটা ভালো লাগলো, বরাবরে মতোই।
প্রার্থনা করি যেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন।
০৭ ই মে, ২০০৯ রাত ১০:৩৩
শান্তির দেবদূত বলেছেন: সহানুভূতির জন্য অনেক ধন্যবাদ .....
৬| ০৭ ই মে, ২০০৯ রাত ১০:৩০
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
০৭ ই মে, ২০০৯ রাত ১০:৩৪
শান্তির দেবদূত বলেছেন:
৭| ০৭ ই মে, ২০০৯ রাত ১০:৩১
রাজনীতি বলেছেন: তার সুস্থতা কামনা করছি। ...বুঝলাম নিঃসন্দেহে আপনিও তাকে ভীষন ভালবাসেন
০৭ ই মে, ২০০৯ রাত ১০:৩৫
শান্তির দেবদূত বলেছেন: দোয়া করবেন ভাই, ছুটে চলে যেতে ইচ্ছা করছে তার কাছে ... কিন্তু পারছি না ... সহানুভূতির জন্য অনেক ধন্যবাদ
৮| ০৭ ই মে, ২০০৯ রাত ১০:৩৩
মুক্ত বয়ান বলেছেন: মেয়েরা অনেক কিছু বুঝতে পারে.. ক্যামনে পারে জানি না। তবে পারে। কিছু হইলেই ঠিক-ঠিক মা ফোন করে..
ভাবির জন্যে শুভকামনা।
শুধু এই লেখায় কমেন্ট কর্তে অনলাইন হইলাম।
০৭ ই মে, ২০০৯ রাত ১০:৩৮
শান্তির দেবদূত বলেছেন: আসলেই, মনে হয় মেয়েদের কিছু অনুভূতি ছেলেদের চেয়ে তিক্ষ্ণ ।
মাঝে মাঝে দুঃখও হয় আবার রাগও লাগে, হাটতে হাটতে পায়ে বড়ি খেয়ে ধপাস! কি যে করি ....
জীবনে শুনছেন, বাসার বারান্দায় হাটতে গিয়ে পড়ে হাত ভাংতে ?? কি যে করি একে নিয়ে ......
৯| ০৭ ই মে, ২০০৯ রাত ১০:৩৭
হাসান বায়েজীদ বলেছেন: আপনাদের ভালোবাসাবাসি দীর্ঘজীবী হোক
০৭ ই মে, ২০০৯ রাত ১০:৩৯
শান্তির দেবদূত বলেছেন: অনেক ধন্যবাদ .... দোয়া কইরেন ভাই .....
১০| ০৭ ই মে, ২০০৯ রাত ১০:৪২
আকাশ_পাগলা বলেছেন: ভাই, আপনার অনুভূতিটাও আসলে খুব তীব্র।
আমি ভাবি, এত মন খারাপের মধ্যে এত গুছিয়ে লেখেন কী ভাবে ??
থাক, দুয়া করেন। মন খারাপ করে লাভ নাই আপনার।
০৭ ই মে, ২০০৯ রাত ১০:৪৮
শান্তির দেবদূত বলেছেন: দোয়া কইরেন ভাই ......
১১| ০৭ ই মে, ২০০৯ রাত ১০:৪৮
রাগ ইমন বলেছেন: এই এক আজব জিনিস । ভালোবাসার মানুষের কিছু হলে কেন অন্য কেউ টের পাবে, কি ভাবে ! কিন্তু নিজের জীবন দিয়ে জানি, এরকম ঘটে । আশ্চর্য এই অভাবনীয় যোগাযোগ ।
আপনার এই সিরিজটা আমি খুব উপভোগ করি । চলুক।
০৭ ই মে, ২০০৯ রাত ১০:৫৫
শান্তির দেবদূত বলেছেন: এই ব্যাপারটা আমি নিজেও খুব ভাবি, কিভাবে সম্ভব হয় ! আসলেই আশ্চর্য অভাবনীয় যোগাযোগ .....
আপনি এই সিরিজ পড়েন এইটা আমি এই প্রথম জানলাম .....
দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্হ হয়ে উঠে, তিন সপ্তাহ হাতে প্লাস্টার থাকবে ...
১২| ০৭ ই মে, ২০০৯ রাত ১০:৫৬
অপ্সরা বলেছেন: হুম এমনি হয়!
০৭ ই মে, ২০০৯ রাত ১০:৫৭
শান্তির দেবদূত বলেছেন: আসলেই
১৩| ০৭ ই মে, ২০০৯ রাত ১১:১৩
যুগান্তকারী বলেছেন: আশা করি ভাবী তারাতারি সুস্থ্য হয়ে উঠুন।
০৭ ই মে, ২০০৯ রাত ১১:১৮
শান্তির দেবদূত বলেছেন: সহানুভূতির জন্য অনেক ধন্যবাদ ...
১৪| ০৭ ই মে, ২০০৯ রাত ১১:১৭
একরামুল হক শামীম বলেছেন: ভাবীর সুস্থ্যতার জন্য দোয়া করি।
অনুভতির যোগাযোগের সমকম্পনই হচ্ছে ভালোবাসা....
০৭ ই মে, ২০০৯ রাত ১১:২০
শান্তির দেবদূত বলেছেন: অনেক ধন্যবাদ ....
তারটা সমকম্পন হয় কিন্তু আমি পারি না কেন !
১৫| ০৭ ই মে, ২০০৯ রাত ১১:১৮
আহমেদ রাকিব বলেছেন: দোয়া করি আপনার ভালবাসার মানুষ যেন খুব দ্রুত সেরে উঠেন।
লেখাটা যথারীতি ভাল হয়েছে। ভাল থাকবেন। লিখতে থাকুন, আমিও পড়তে থাকবো।
০৭ ই মে, ২০০৯ রাত ১১:২১
শান্তির দেবদূত বলেছেন: সহানুভূতির জন্য অনেক ধন্যবাদ ...
ইনশাআল্লাহ, লেখা চলবে, দোয়া কইরেন .....
১৬| ০৭ ই মে, ২০০৯ রাত ১১:২৮
রাগ ইমন বলেছেন: এইটার দোষ সম্পূর্নই আমার । অফ লাইনে ভালো ভালো লেখা গুলো পড়তে ভালোবাসি এবং প্রায়শই মন্তব্য করি না । দুঃখিত ।
আজ তো জানলেন ।
ভাবীর জন্য অনেক অনেক দোয়া। চিন্তা করেন না , একটু সময় লাগে , এই যা ঝামেলা ।
০৮ ই মে, ২০০৯ রাত ১:১২
শান্তির দেবদূত বলেছেন: দোষ বলছেন কেন ? ভিজিবল কিংবা ইনভিজিবল যাই হোক সাথে থাকলেই হলো
....
দোয়ার জন্য অনেক ধন্যবাদ .....
১৭| ০৮ ই মে, ২০০৯ রাত ১:২০
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: হাত ভাঙলে তো কয়েক সপ্তা রেস্ট। বারান্দায় হাঁটতে গিয়ে ভাঙছে এটা জীবনে প্রথম শুনলাম!
মনে হয় হাঁটতে হাঁটতে আপনার কথা ভাবতেছিল।
আপনার মন খারাপ বুঝতেছি, কিন্তু কিছু করারও নাই। মাঝে মাঝে খোঁজ খবর নেন। আর নিজেরে দোষারোপ কইরেন না। দুর্ঘটনা তো আর বলে কয়ে আসে না...
০৮ ই মে, ২০০৯ রাত ১:২৫
শান্তির দেবদূত বলেছেন: আর বলবেন না .... হাটতে হাটতে পড়ে যায়, জীবনে এমন লুলা মানুষ দেখি নাই .... দুঃখের মধ্যেও হাসি আসতেছে .....
দোয়া কইরেন ভাই .....
১৮| ০৮ ই মে, ২০০৯ রাত ১:৩০
তারার হাসি বলেছেন:
পাশে থাকুন সবসময় ভালবাসা নিয়ে, ক্ষমা আর চাইতে হবে না।
০৮ ই মে, ২০০৯ রাত ১:৩৫
শান্তির দেবদূত বলেছেন: দোয়া কইরেন
ধন্যবাদ .... সহানুভূতির জন্য
১৯| ০৮ ই মে, ২০০৯ রাত ১:৩১
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: আহারে... ব্যাপার না, ঠিক হয়ে যাবেন ইনশা আল্লাহ। ভাবীর জন্য শুভ কামনা রইল।
০৮ ই মে, ২০০৯ রাত ১:৩৫
শান্তির দেবদূত বলেছেন: অনেক ধন্যবাদ , সহানুভূতির জন্য .....
২০| ০৮ ই মে, ২০০৯ রাত ১:৪০
শ।মসীর বলেছেন: ভালবাসতে , ভলবাসা পেতে বড্ড ইচ্ছে হয়।
কিন্তু কে দিবে অথবা কাকে
আজও এর মীমাংসা হয়নি।
শুভ কামনা রইল।
০৮ ই মে, ২০০৯ বিকাল ৫:৪৪
শান্তির দেবদূত বলেছেন: দোয়া করি তাড়াতাড়ি আপনার ভালোবাসা পাওয়া নাপাওয়া সংক্রান্ত জটিলটার অবসান হোক ....
শুভকামনার জন্য অনেক ধন্যবাদ ... আপনার জন্যেও অনেক অনেক শুভকামনা...
২১| ০৮ ই মে, ২০০৯ রাত ১:৪৩
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: দুঃখের মধ্যেও হাসি আসতেছে ..... আমারও মন মেজাজ বিলা।
আসেন দুইজনে মিল্যা গান গাই...
০৮ ই মে, ২০০৯ বিকাল ৫:৪৬
শান্তির দেবদূত বলেছেন: আহ, হায় ! বলেন কি! গান ! আমার গান শুনলেতো দুঃখ আরও বেড়ে যাবে ...মাশাআল্লাহ যা একখান বাজখাই গলা !! .... একে বারে হারমোনিয়ামের শেষের গুটি
২২| ০৮ ই মে, ২০০৯ রাত ১:৪৮
শ।মসীর বলেছেন: বিয়ের পর নাকি ছেলেরা বদলে যায়, তাদের আসল চেহার বের হয়ে আসে। আমি বলবো, নারী তোমরাও কম বদলাও না, শুধু তোমাদের মত আমরা অভিযোগ করতে পারি না।
দুজনে আগের মতনই আছেন।
০৮ ই মে, ২০০৯ বিকাল ৫:৪৭
শান্তির দেবদূত বলেছেন: এত সহজে কি বদলে নেওয়া যায় ...... দোয়া কইরেন ভাই .....
২৩| ০৮ ই মে, ২০০৯ রাত ২:৫৭
লুথা বলেছেন: +++++++
০৮ ই মে, ২০০৯ বিকাল ৫:৪৭
শান্তির দেবদূত বলেছেন: ধন্যবাদ
২৪| ০৮ ই মে, ২০০৯ রাত ৩:৫৮
কঁাকন বলেছেন: ভালো থাকুন
০৮ ই মে, ২০০৯ বিকাল ৫:৪৮
শান্তির দেবদূত বলেছেন: অনেক ধন্যবাদ, আপনিও ভাল থাকুন .....
২৫| ০৮ ই মে, ২০০৯ ভোর ৬:৪৫
নিরক্ষর বলেছেন: ভালো থাকুন। দোয়া করি ভাবীও যেন সুস্থ হয়ে উঠেন।
০৮ ই মে, ২০০৯ বিকাল ৫:৫০
শান্তির দেবদূত বলেছেন: অনেক ধন্যবাদ .... ডাক্তার বলেছে তিন সপ্তাহ পরে প্লাস্টার কাটবে ....অনেক ধন্যবাদ ....
২৬| ০৮ ই মে, ২০০৯ সকাল ৯:৩৪
সুলতানা শিরীন সাজি বলেছেন:
এ বাড়ীতে হাসতে আসি............
অথচ আজ দু'চোখ ভিজে গেলো।
শুভেচ্ছা আর শুভকামনা ।
আনন্দ ঘিরে থাক।
০৮ ই মে, ২০০৯ বিকাল ৫:৫২
শান্তির দেবদূত বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে সহানুভূতির জন্য ....
আসলে মানুষের এই একটা অনুভূতি আমাকে খুব ভাবায়, এই যে একজনের মন খারাপটা কিভাবে যেন অন্য আরেক জনের মধ্যে সংক্রামিত হয় !! সত্যি অদ্ভুত !!
২৭| ০৮ ই মে, ২০০৯ দুপুর ২:৫৪
রোহান বলেছেন: সব হইছে আফনের দুষে... আফনে মউজ মাস্তি করতাছেন আর ভাবী দেশে বইসা আফনের কথা ভাইবা মন খারাপ কইরা বারান্দায় হাটাহাটি কইরা পা ভাঙ্গছে। জলদি ক্ষতিপূরণ করতে দেশে আইসা ভাবীরে সারপ্রাইজ দেন
দেখবেন হাতের বেথা বুথা সব ভালো হইয়া গেছে গা
মেয়েদের এই অনুভূতিটা বোধ হয় আমরা কোনদিনই আয়ত্ব করতে পারবো না
০৮ ই মে, ২০০৯ বিকাল ৫:৫৩
শান্তির দেবদূত বলেছেন: আসলে আমারই দোষ .... ইচ্ছা করছে এখনই ছুটে যেতে , কিন্তু সম্ভব না
..
মেয়েদের এই অনুভূতিটা সত্যি অদ্ভুত !!
অনেক ধন্যবাদ, সহানুভূতির জন্য .... দোয়া কইরেন ....
২৮| ০৮ ই মে, ২০০৯ বিকাল ৫:৫৬
চাঙ্কু বলেছেন: এইডা যত বড়ই হোক পড়তাছি এখনই । এইডা মিস করা যাবে না
০৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:২৫
শান্তির দেবদূত বলেছেন:
২৯| ০৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:০৬
চাঙ্কু বলেছেন: দূর !!!! এই পর্বে কোন ঝাড়ির কাহানি নাই । খালি কতগুলা ইমোশান আছে। কিরাম কিরাম ভালুবাসা ভালুবাসা গন্ধ । পড়তে আসলাম ঝাড়ির গল্প, কিন্তু পড়লাম ভালুবাসার গল্প। আফসুস
০৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:২৮
শান্তির দেবদূত বলেছেন: কি ব্যাপার ! চাঙ্কু কি ভালুবাসা বিরুধী নাকি ? ....ভালুবাসা সহ্য হয় না! না ? ....
আমি ঝাড়ি খাইলে খুব ভাল লাগে না ??? ..... কেনু
কেনু
কেনু .....
৩০| ০৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:৩০
চাঙ্কু বলেছেন: আরে ভালুবাসা বিরোধী হমু কিল্লাই ??
তয় শহীদ লুকদের ঝাড়ি খাইতে দেখলেই ব্যাপক ইঞ্জয় দিয়া মজা পাই
০৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭
শান্তির দেবদূত বলেছেন: হা হা হা ... আজ হোক কাল হোক আমরা সবাই শহীদ হবো, তাই আসুন শহীদদের ঝাড়ি খাওয়া দেখে আল্হাদিত না হই ......
৩১| ০৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩
মুক্ত বয়ান বলেছেন: ভাবির খবর কি?? তিন সপ্তাহ লাগবে?? রোজ মিনিমাম ৩ বার ফোন দিবেন। আপনের শাস্তি।(
০৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭
শান্তির দেবদূত বলেছেন: শাস্তি মাথা পেতে নেওয়া হইলো .... দুপুর বেলা কথা হয়েছে, একটু পরে আবার ফোন দিবো ....
এখন কিছুটা ভাল, ডাক্তার এক সপ্তাহ পরে আবার চেকাপ করাতে বলেছে....
৩২| ০৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:০৪
নাজনীন১ বলেছেন: দিলেন তো ভাই সব মাটি করে। আপনার বিবাহপূর্ব পর্বগুলো একদিন একনাগাড়ে পড়েছিলাম, এরপর পরের তিনটা কাহিনীও কিছুদিন আগে আরেক নাগাড়ে পড়েছিলাম, কিন্তু কোন কমেন্ট করিনি, ঠিক বুঝতে পারছিলাম না কি বলবো। কিন্তু বারবার মনে হয়েছে ভাবীর হয়ে আপনার সাথে একটু ঝগড়া করবো, কারণ, বেশীর ভাগ পোস্টেই ভাবীর নামে বদনামী......
তাই এইমাত্র পর্ব-৪ দেখেই ঢুকলাম এই ভেবে যে আজই কমেন্ট করবো, কিন্তু আজ এই কি লিখলেন???
এখন তো ঝগড়া করার সব আয়োজন মাটি হয়ে গেল!!
ভাবীর জন্য শুভকামনা।
০৮ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:১৫
শান্তির দেবদূত বলেছেন: ওর প্রতি আপনাদের এই অকৃত্বিম ভালোবাসা দেখে সত্যি খুব ঈর্ষা হচ্ছে ...
বাপরে ! ভাবীর হয়ে আমার সাথে ঝগড়া ! ভয় পাইছি ... চারদিকে খালি ঝগড়া আর ঝগড়া
....
ঝগড়া করার আয়োজন মাটি করার জন্য দুঃখিত, তবে সামনে ঝগড়া করার অনেক উপলক্ষ্য পাবেন আশা করি
আপনাদের এত এত সহানুভূতি, ভালোবাসা, শুভকামনা পেয়ে সত্যি সত্যি খুব ভাল লাগছে ..... আমি সবসময়ই বিশ্বাস করতাম মানুষের ভালোবাসার ক্ষমতা অসীম ... দিনদিন এই ধারনা আরও পোক্ত হচ্ছে ....
অনেক অনেক ধন্যবাদ , অনেক ধন্যবাদ .....
৩৩| ০৮ ই মে, ২০০৯ রাত ১০:০৯
একরামুল হক শামীম বলেছেন: মুক্ত বয়ান বলেছেন: ভাবির খবর কি?? তিন সপ্তাহ লাগবে?? রোজ মিনিমাম ৩ বার ফোন দিবেন। আপনের শাস্তি।(
শাস্তি আরো বাড়ানো হলো
রোজ ৫ কমপক্ষে ৫ বার করে কল দিবেন
০৮ ই মে, ২০০৯ রাত ১০:২৪
শান্তির দেবদূত বলেছেন: এ্যাঁ !!! শাস্তি বাড়ে কেন ? .....
বেশি বেশি ফোন দিলে তো আপনার ভাবীরই সমস্যা , বা হাতে প্লাস্টার, এখন ডান হাতে আর কতক্ষণ ফোন ধরে রাখবে ....
৩৪| ০৮ ই মে, ২০০৯ রাত ১০:৪১
রাতমজুর বলেছেন:
ভাবীর লাইগ্যা খারাপ লাগতেছে ইশ! কতদিন আপনেরে পিডাইতে পার্বোনা
০৮ ই মে, ২০০৯ রাত ১০:৪৭
শান্তির দেবদূত বলেছেন: আপনে খালি আছেন আমারে মাইর খাওয়ানের তালে .....
৩৫| ০৮ ই মে, ২০০৯ রাত ১০:৫০
রাতমজুর বলেছেন:
হা হাহা! আই লাভ টু মেক মাই লাইফ ফান এ্যান্ড ফানি
০৮ ই মে, ২০০৯ রাত ১০:৫৫
শান্তির দেবদূত বলেছেন: ব্যাপার না, আমাদেরও "ফান এন্ড ফানি" দিন আসবো ..... সেই সময় কড়ায় গন্ডায় ফান আদায় হইবেক
.....
৩৬| ০৮ ই মে, ২০০৯ রাত ১১:০৬
জয় সরকার বলেছেন: অনেক সুন্দর হইছে।স্বামি স্ত্রীর চিরাচরিত আবেগ আর ভালোবাসার বহিপ্রকাশ।অসম্ভব ভালো লেগেছে।
০৮ ই মে, ২০০৯ রাত ১১:১১
শান্তির দেবদূত বলেছেন: অনেক ধন্যবাদ ..... দোয়া করবেন ....
৩৭| ০৮ ই মে, ২০০৯ রাত ১১:৪৫
আবদুর রহমান (রোমাস) বলেছেন: আমি মনে করছিলাম ভাবী হুংকার দিয়া উঠব...........আর আপনে ঝাড়ি খাইয়া জড়োসড়ো হইবেন কিন্তু ঘটনা দেখি উল্লাইয়া গেল। বরং ভাবী ব্যথায় কাইন্দ দিল..........আপসুস!!
ভাবী তাড়াতাড়ি সুস্থ্য হইয়া উঠুক এই কামনায়।
আবার শুরু হোক ঝাড়ি দেওয়া।
০৮ ই মে, ২০০৯ রাত ১১:৫১
শান্তির দেবদূত বলেছেন: সহানুভূতির জন্য অনেক ধন্যবাদ ....
সবাই খালি আমারে ঝাড়ি খাইতে দেখতে চায় কেন
৩৮| ০৯ ই মে, ২০০৯ সকাল ৯:৪৭
আকাশ_পাগলা বলেছেন: ভাবি সুস্থ হইছে ???
আপনার মন ভাল হয় নাই??
আমার পোস্ট যে পর্যবেক্ষণে রাখছিলেন, সেইটা ত আর আপনার পড়াই হইল না।
Click This Link
মনের ভুলে কিছু একটা লিখ্যা ফেলছি।
এখন, আপনারা ভুল শুধরায়া না দিলে হইব না।
ওহে, পুরান পথিক মন্তব্য প্রয়োজন।
০৯ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯
শান্তির দেবদূত বলেছেন: কিছুটা সুস্হ হয়েছে, মানে ব্যাথা আছে তবে অল্প .... ৩ দিন পর থেকে পরীক্ষা শুরু হচ্ছে ... দোয়া করেন যাতে ঠিক মত পরীক্ষায় বসতে পারে ...
মনের ভুলে লিখে ফেলেছেন, খুব ভাল করেছেন, এখন পরের পর্বও মনের ভুলে লিখেন তাড়াতাড়ি..... নাইলে খবর আছে .....
৩৯| ১০ ই মে, ২০০৯ রাত ১:০২
কক বলেছেন: জেবনডা দেখছি ছেরা ভেরা কইরা ফালাইতাসেন। পাবলিক যে হালায় কেন বিয়া করে?
১০ ই মে, ২০০৯ রাত ১:০৫
শান্তির দেবদূত বলেছেন: লাড্ডু ! ভাই লাড্ডু !! সবই লাড্ডুর দোষ .....
৪০| ১০ ই মে, ২০০৯ দুপুর ১:২৯
চাচামিঞা বলেছেন: আপনার এতো তারেতারি এই পতনের কারন বোধগম্য হচ্ছে না.....তআহলে কি আপনিও আমার মতো।
আপনার চাচী রাগ করে তার বাপের বাড়ি চলে গেছে.....তার ধারনা আমি তাকে আর আমার বাচ্চাকে পাত্তা দেই না, বরং ব্লগ নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করি.....আমি মনে মনে বলি.....বাবা যাচছোনা কেনো? দেরি করার কি আছে....এক্ষুনি যাও......আমি একটু দোম ফেলার সুযোগ পাই
১০ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৫১
শান্তির দেবদূত বলেছেন: পতন !!! ... হা হা হা ... ঠিকই বলেছেন .....এমন কোন স্বামী কি দুনিয়াতে আছে যার পতন হয়নি ! ......
চাচীর হাতে পায়ে ধইরা বুঝাইয়া ফিরাইয়া নিয়া আসেন .....
আমি সবসময় একটা টেকনিক এপ্লায় করি, তার সামনে ভাব ধরি যে তার ভয়ে আমি সবসয়ম অস্হির থাকি ... আসলে কিন্তু আমি আমার মতই চলি
..... মাঝখান থেকে বউও খুশি আমিও খুশি
.... এই টেকনিকটা এপ্লায় করে দেখতে পারেন .....
৪১| ১০ ই মে, ২০০৯ রাত ৮:৩৪
আজম বলেছেন: Click This Link
৪২| ১০ ই মে, ২০০৯ রাত ৯:৩৯
চাচামিঞা বলেছেন: ভালো কথা কইসেন। তয় আপনার চাচী মনে হয় একটু বেশি টেকনিক্যাল....ওর লগে টেকনিক খাটাইতে বেগ পাইতে হয়.....তবে চেস্টা করি ট্যাকনিকেলি চলতে.....এজন্যইতো ৩ বছর + চলতেয়াসে.....
তবে আপনি একটা কথা বললেন না...... তার গলায় কেমন যেন একটা আকুতি ছিলো, আমি মুহূর্তক্ষণ চুপ করে থেকে বললাম, "হাতে ও পায়ে একটু ব্যাথা পেয়েছি"
সাথে সাথে সে চিৎকার দিয়ে বললো, "আমার মনে টান দিয়েছিলো, যে তোমার কিছু একটা হয়েছে !"
......ওরাই কি সব বুঝে? আমরা কি বুঝি না?
১০ ই মে, ২০০৯ রাত ৯:৪৯
শান্তির দেবদূত বলেছেন: চাচী বেশি টেকনিক্যাল !!
.... তাইলে আপনে তো ভালোই দৌড়ের উপরে আছেন
.....
ওদের কিছু একটা আছে মনে হয় যেটা আমাদের নাই ..... ওদের কিছু অনুভূতি মনে হয় আমাদের চেয়ে বেশি সংবেদনশীল ....
৪৩| ১১ ই মে, ২০০৯ রাত ১:২৩
অন্যরকম বলেছেন: প্রথমত, "তার পরপরই বললো, খবরদার কোন বিকিনি পড়া মেয়ের দিকে তাকাবে না ! খবরদার !
আরে নাহঃ ! এখানে কোন বিকিনি পড়া মেয়েই নাই।".... হাহাপগে!!!
দ্বিতীয়ত, "তারপর আমাকে চমকে দিয়ে হঠাৎ বললো, "তুমি কেমন আছ ?"
তার গলায় কেমন যেন একটা আকুতি ছিলো, আমি মুহূর্তক্ষণ চুপ করে থেকে বললাম, "হাতে ও পায়ে একটু ব্যাথা পেয়েছি"
সাথে সাথে সে চিৎকার দিয়ে বললো, "আমার মনে টান দিয়েছিলো, যে তোমার কিছু একটা হয়েছে !""...... এই জিনিসটা আমার আম্মুর ক্ষেত্রেও হয়.... কেমনে জানি সব বুঝে যায়! কিছুই লাকুতে পারি না। অথচ আমি ঢাকায় থাকি আর আম্মু চট্টলা থাকে!
তৃতিয়ত, "আপনার এবং ভাবির জন্য গভীর সমবেদনা! দোয়া করি উনি দ্রত সুস্থ্য হয়ে আপনার কাছে ফিরে যাক!(আপনার মাল আপনি নিবেন তাতে পাব্লিকের কি? )"
১১ ই মে, ২০০৯ দুপুর ১:৪৭
শান্তির দেবদূত বলেছেন: আরে নাহঃ ! এখানে কোন বিকিনি পড়া মেয়েই নাই।".... হাহাপগে ..আপনিও আমার কথা বিশ্বাস করলেন না ! তাইলে আপনার ভাবী কেমন বিশ্বাস করছে এইবার বুঝেন
সব মায়েদেরই মনে হয় এই অনুভূতিটা কমবেশি থাকে.... মায়ের সাথে সন্তানের নাড়ীর সম্পর্ক, নাড়ী ছিড়ে আমার মায়ের গর্ভ থেকে বের হয়ে আসি , আসলে সে নাড়ী কখনোই ছিড়া হয় না, একটা অদৃশ্য নাড়ী সব সময় মায়ের সাথে সন্তানকে গেঁথে রাখে...... তাই ঢাকাতেই থাকুন আর দেশের বাইরেই থাকুন , মায়ের কাছ থেকে সন্তান কখনোই দুরে থাকে না ..... আপনার আম্মুকে আমার সালাম দিবেন .....
সমবেদনা ও সহানুভূতির জন্য অনেক অনেক ধন্যবাদ ..... আপনাকেও অনেক শুভেচ্ছা .....
৪৪| ১১ ই মে, ২০০৯ সকাল ৯:৫২
অহরিত বলেছেন: ভাই দেশে আসেন,একদিন দেখা হবে।
১১ ই মে, ২০০৯ দুপুর ১:৪৭
শান্তির দেবদূত বলেছেন: ইনশআল্লাহ, দেশে আসলে দেখা করবো .... দোয়া করবেন .....
৪৫| ১১ ই মে, ২০০৯ দুপুর ২:০৩
চাচামিঞা বলেছেন: মালোয়শিয়ায় বিকিনি সোসাইটি চোখে পরে নাই......এরকম আসলে আসে?
তবে কোটানিকাবালু এলাকায় থাকতে পারে.....আপনার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতেন
১১ ই মে, ২০০৯ দুপুর ২:৪১
শান্তির দেবদূত বলেছেন: চাচা, আমার অভিজ্ঞতা একদম শুন্য .... ঈমানে কইতাছি .....
আমার আড়াই বছর সময়ে মাত্র ২ বার বীচে গেছি, একবার টিউমান আইল্যান্ড আর একবার এই পোষ্টের কাহিনীর ...... সত্যি কোথাও বিকিনি সোসাইটি চোখে পড়েনি ...
৪৬| ১১ ই মে, ২০০৯ দুপুর ২:০৪
চাচামিঞা বলেছেন: *আসে?=আছে?
৪৭| ১১ ই মে, ২০০৯ দুপুর ২:৫৮
পারভেজ বলেছেন: মেয়েদের ইনটুইশনটা অনেক প্রখর হয় প্রকৃতিগত ভাবেই।
আর ছেলেরা সুক্ষ্ণ অনুভুতিগুলিকে বা অনুভবের পরিবর্তনটুকু প্রায়সই পাত্তা দেয় না। হাটতে গিয়ে পা ভেঙ্গে ফেলা!?
এতো পান্জাবী পড়ে ধপাস শব্দ হবার মতোই!
"এতো শব্দ হলো কেনো?! "
"পান্জাবীর ভেতরে আমিও ছিলাম কিনা!"
দ্রুত সুস্থতা কামনা করছি।
১১ ই মে, ২০০৯ বিকাল ৩:২১
শান্তির দেবদূত বলেছেন: ঠিক ধরেছেন ... ছেলেরা এই সব সুক্ষ্ণ অনুভূতিগুলোকে পাত্তা দেয় না ... এত আবেগ দেখানোর সময় কৈ ? .....
পা ভেঙ্গেনি তও ! হাত ভেঙ্গেছে ..... পায়ের বৃদ্ধাঙ্গুলের সাথে সালোয়ারের কাপড় আটকিয়ে ধপাস করে পড়ে যায়, আর সমগ্র শরীরের ভর গিয়ে পড়ে বা হাতে উপর
...... তবে খুব বেশি ফ্যাকচার হয়নি, সামান্য একটু ফেঁটে গেছে ... তিন সপ্তাহ লাগবে সেরে উঠতে
....
সহানুভূতির জন্য অনেক ধন্যবাদ .... আরও ধন্যবাদ ,এই দুঃখের মধ্যেও একটা পুরানো ক্লাসিক একটা কৌতুক মনে করে দেওয়ার জন্য ......
৪৮| ১১ ই মে, ২০০৯ রাত ১০:৫৮
কক বলেছেন: আমি একখানা গল্প লিখসিলাম। জনাবের যদি পড়তে আজ্ঞা হয়...।
Click This Link
১১ ই মে, ২০০৯ রাত ১১:০৫
শান্তির দেবদূত বলেছেন: এখনি যাচ্ছি .... ধন্যবাদ লিংক দেওয়ার জন্য ......
৪৯| ১১ ই মে, ২০০৯ রাত ১১:০০
রাগ ইমন বলেছেন: ভাবীর হাতের অবস্থা কি এখন ?
আপনার মনের খবরই বা কেমন?
১১ ই মে, ২০০৯ রাত ১১:০৫
শান্তির দেবদূত বলেছেন: মন এখন ভালো ..... .....
এখনো একটু একটু ব্যাথা আছে, গতকাল ভারী প্লাস্টার বদলিয়ে হালকা প্লাস্টার করে দিয়েছে ...... আগামীকাল একটা পরীক্ষা ছিলো, ভাগ্য ভালো ঐটা পিছিয়ে ১৭ তারিখে চলে গেছে .....
অনেক ধন্যবাদ ... রিভিউ করার জন্য ......
৫০| ১১ ই মে, ২০০৯ রাত ১১:৪০
আজম বলেছেন: দেবদূতের বিবাহনামা ---- ৪
পড়ে ভালো লাগল....অন্য পর্ব গুলো পড়ব,
এখানে আরো কিছু মন্তব্য লেখার ইচ্ছে ছিল,গুছিয়ে বলতে পারছি না আর কি....
আপনাদের আরো সুন্দর জীবন কামনা করছি....
১২ ই মে, ২০০৯ রাত ১২:০৩
শান্তির দেবদূত বলেছেন: অনেক ধন্যবাদ ..... গুছিয়ে আমিও কমেন্ট করতে পারি না.... সো, নো প্রবলেম
আপনাকেও অনেক শুভেচ্ছা .....
৫১| ১২ ই মে, ২০০৯ সকাল ৮:৫৫
নুশেরা বলেছেন: হায় হায়... হাত ভেঙে ফেলছে! কষ্ট পেলাম। তবে আপনি যেভাবে গত তিন পর্ব চালিয়েছেন, তাতে এই দুর্ঘটনাটা একটা প্রাকৃতিক প্রতিশোধের মতোই দেখাচ্ছে
১২ ই মে, ২০০৯ সকাল ৯:০৪
শান্তির দেবদূত বলেছেন: সহানুভূতির জন্য অনেক ধন্যবাদ .....
প্রাকৃতিক প্রতিশোধের কি না জানি না, তবে ফোনে ওর আকুতি আর অসহায় গলা শুনে খুব খারাপ লেগেছে .....
দোয়া করবেন ....
৫২| ১২ ই মে, ২০০৯ সকাল ৯:১৮
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: আমার মনে হয় আপনার অ্যন্টেনায় ধরা পড়ার জন্য আরো বড় কোন ঘটনা ঘটতে হবে!!! ... খেক খেক খেক...
আপনাদের দুজনের ভালোবাসা যেন বজায়ই থাকে সেইটাই প্রর্থনা... আর প্রেমের/ভালোবাসার জোর যেন অ্যক্সিডেন্টের মাধ্যমে টের পাওয়া না যায় সেই দুয়াই করি... কে জানে দুইজন মিল্লা হাত পা ভাইংগা চেক করতাছেন এইসব!!!! এইসব করতে গিয়া পরে বেঘোরে প্রাণ ও যাইতে পারে
ভাবীর জন্য শুভ কামনা... আপনার জন্যও
১২ ই মে, ২০০৯ সকাল ৯:২৬
শান্তির দেবদূত বলেছেন: এ্যান্টেনায় ধরার জন্য বড় কোন ঘটনা !!! আল্লাহ, তার আগে যেন এ্যান্টেনাই ভাইঙ্গা যায় ......
কে জানে দুইজন মিল্লা হাত পা ভাইংগা চেক করতাছেন এইসব!!!! এইসব করতে গিয়া পরে বেঘোরে প্রাণ ও যাইতে পারে .... হা হা হা .... আপনার মতন এভাবে ভিন্ন এঙ্গেল থেকে তো কেউ দেখেনি !! সত্যি মজা পেলাম আপনার কমেন্টে .... হা হা হা ...
অনেক ধন্যবাদ, আপনাকেও অনেক শুভেচ্ছা .... ও শুভকামনা
৫৩| ১২ ই মে, ২০০৯ সকাল ৯:২১
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: ওহ... আর বেশী মন খারাপ কইরেন না বস...
[link|http://www.youtube.com/watch?v=7a7xrlu4kH8|]
১২ ই মে, ২০০৯ সকাল ৯:৩০
শান্তির দেবদূত বলেছেন: হা হা হা ..... প্রথম দিন একটু মন খারাপ ছিলো, খুব অস্হির লেগেছিলো....তবে এখন তা কাটিয়ে উঠেছি ....
বাহঃ ! চমৎকার গানতো .... উস্তাদ সুলতান খাঁন ! উনার নামতো আগে শুনিনি !! চমৎকার গান, চমৎকার ... মনটাই ভালো হয়ে গেলো .... অনেক ধন্যবাদ
৫৪| ১৩ ই মে, ২০০৯ রাত ৩:০০
সুলতানা শিরীন সাজি বলেছেন:
সব খবর ভালো তো?
বউ এর জন্য দোয়া থাকলো।
শুভকামনা রইলো.......
১৩ ই মে, ২০০৯ রাত ৩:১৫
শান্তির দেবদূত বলেছেন: ভালোর দিকে ... অল্প অল্প ব্যাথা নাকি এখনও আছে .....
রিভিউ করার জন্য অনেক ধন্যবাদ ....
আপনার জন্যেও অনেক অনেক শুভকামনা ও দোয়া রইলো .....
৫৫| ১৩ ই মে, ২০০৯ বিকাল ৪:৪৮
সহেলী বলেছেন: মনে হচ্ছে এরপরে বউয়ের কিছু হলে টের পাবেন আগে ভাগে ; ভালবাসা তার জন্য ভালই বৃদ্ধি পাচ্ছে .....
১৩ ই মে, ২০০৯ বিকাল ৪:৫৭
শান্তির দেবদূত বলেছেন: মনে হয় না ... এসব সুক্ষ্ণ অনুভূতিগুলো কেন যেন আমার মধ্যে নেই
.... তবে বুঝতে পারলে ভালো হতো
.....
অনেক ধন্যবাদ ... ....
৫৬| ১৫ ই মে, ২০০৯ বিকাল ৩:৩৮
মন মানে না বলেছেন: ভাবির জন্য শুভ কামনা । আর আপনে লাইগা বদ দোয়া রইল !!
মিয়া সাতার জানেন না তাইলে প্রেম করছিলেন কেমনে ?
গানে শুনেন নাই " প্রেম যমুনায় সাতাঁর দিলাম গো ......."
আমার তো মনে হয় প্রেমের সাগরে ভাবিই সাতাঁর দিয়েছিলো আর আপনি তীরে বইসা চাইয়া চাইয়া দেকছেণ!!!
১৫ ই মে, ২০০৯ বিকাল ৩:৪৮
শান্তির দেবদূত বলেছেন: কি কন ভাই ... সাতার পারি না বইলা কি পেরেম করার খায়েস হইতে পারে না
আপনার ভাবী ভালো সাতারু ..... তাই আর যাই হোক ডুইবা মরার ভয় নাই, আমি ডুইবা গেলে আপনার ভাবীই আমারে তুইলা নিয়া আইবো
...
৫৭| ১৫ ই মে, ২০০৯ বিকাল ৪:২৫
মন মানে না বলেছেন:
আপনের দেকি লজ্জা শরমও দিন দিন কমতেছে !!
আগে জানতাম বৌ বিপদে পড়লে স্বামী ঝা্পাইয়া পড়ে এখন শুণি উল্টা !
জলদি বাথরুমের বাথটাবে সাতাঁর প্র্যাকটিস শুরু করেন ।
১৫ ই মে, ২০০৯ বিকাল ৪:৩২
শান্তির দেবদূত বলেছেন: ওকে বস ....
"বাথটাবে সাতাঁর প্র্যাকটিস" ......
৫৮| ১৫ ই মে, ২০০৯ রাত ৮:০৩
জ্বিনের বাদশা বলেছেন: বাপরে বাপ!!
আপনে তো হেভী ভাগ্যবান ... ভাবীরে +++++
১৫ ই মে, ২০০৯ রাত ৮:০৮
শান্তির দেবদূত বলেছেন: হা হা হা ..... থেংক্স
আর বলবেন না বস্, হাত ভাঙ্গার পর থেকে তার আবদার আরও বেড়ে গেছে ... দিনে ৪/৫ বার ফোন না দিলে "অপপপপ" ... গাল ড্রামের মত ফুলে যায়
..... তার একটাই কথা, আমি অসুস্হ আর তোমার কোন বিকারই নেই...বুঝেন কি দৌড়ের উপরে আছি
.....
৫৯| ১৫ ই মে, ২০০৯ রাত ৮:১৫
জেরী বলেছেন:
১৫ ই মে, ২০০৯ রাত ৮:২০
শান্তির দেবদূত বলেছেন: ইস্ ! আবার জেরীর মন খারাপ করে দিলাম
....
৬০| ১৬ ই মে, ২০০৯ দুপুর ১:১৬
জ্বিনের বাদশা বলেছেন: দৌড়ের উপরই তো থাকবেন ... ন্যাজ কি এমনি এমনি কাটছেন?
১৬ ই মে, ২০০৯ বিকাল ৩:১৬
শান্তির দেবদূত বলেছেন:
দুনিয়ার ন্যাজ কাটা এক হও ! এক হও !এক হও
৬১| ১৮ ই মে, ২০০৯ দুপুর ১:০৪
অন্ধ দাঁড়কাক বলেছেন: আপনার লেখা পইড়া মনে হইলো বিয়ে করাটা অত খারাপনা
১৮ ই মে, ২০০৯ দুপুর ২:২১
শান্তির দেবদূত বলেছেন:
হা হা হা .... একদম ঠিক বলেছেন ! বিয়া করা মোটেও খারাপ না ..... ....
এখনো না করে থাকলে তাড়াতাড়ি করে ফেলেন .... তারপর খালি..."মৌজাই মৌজা"
৬২| ১৮ ই মে, ২০০৯ দুপুর ২:২৮
দূর্ভাষী বলেছেন: +++++++++++++++++
১৮ ই মে, ২০০৯ দুপুর ২:৩০
শান্তির দেবদূত বলেছেন: অনেক ধন্যবাদ .....
৬৩| ১৮ ই মে, ২০০৯ বিকাল ৪:৫৩
মুহিব বলেছেন: lucky Man
১৮ ই মে, ২০০৯ বিকাল ৫:০১
শান্তির দেবদূত বলেছেন: Thanks .......
৬৪| ১৯ শে মে, ২০০৯ সকাল ৯:৪৯
আদনান প্রীতম বলেছেন: ভাবীর সুস্থতা কামনা করি!
ভাল থাকুন
২১ শে মে, ২০০৯ বিকাল ৫:৫৩
শান্তির দেবদূত বলেছেন: অনেক ধন্যবাদ ..... আপনাদের সহানুভূতি পেয়ে আমি যারপরনায় আনন্দিত.....অনেক অনেক ধন্যবাদ আবার ও ....
৬৫| ১৯ শে মে, ২০০৯ সকাল ৯:৫৬
রোহান বলেছেন: অন্ধ দাঁড়কাক বলেছেন: আপনার লেখা পইড়া মনে হইলো বিয়ে করাটা অত খারাপনা...
আরে পোলাপাইন কয় কি??? কই এই পোষ্ট পইড়াই লগে লগে বিয়া করতে দৌড়াইবো.... হে হে মৌজাই মৌজা
ভাবির ভান্গা হাতের খোজখবর নিতে আর আফনের ভালো হাত পা ঠিক ঠাক আছেনি এই সব ভালা মন্দ জিগাইতে আইলাম
১৯ শে মে, ২০০৯ রাত ১১:৪৭
শান্তির দেবদূত বলেছেন: ভাবীর হাত একটু ভালোর দিকে .... দোয়া করবেন .....
আমার হাত পা আল্লার রহমতে এখন পর্যন্ত ঠিকঠাকই আছে ....
নতুন সাইফাই দিয়েছি ... পড়েছেন ? ..... অবশ্য গল্পের আয়তন দেখে ভয় পাওয়া কথা
....
.....
৬৬| ১৯ শে মে, ২০০৯ বিকাল ৪:৩০
ফেরারী পাখি বলেছেন: ওরের রে কঠিন প্রেম!
১৯ শে মে, ২০০৯ রাত ১১:৪৮
শান্তির দেবদূত বলেছেন: হা হা হা .... এইতো আপনাদের দোয়া আর কি
৬৭| ২১ শে মে, ২০০৯ ভোর ৫:৫২
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: হ্যা, উস্তাদ সুলতান খানের গান গুলা বেশ চমতকার হয়... সময় পেলে উনার বাকী গান গুলাও শুনে দেখবেন... এইটাই খুশীর কথা যে উস্তাদরা খানিকটা কমার্শিয়াল হইছেন... নাইলে আমাদের মত গ্রাউন্ডলিং দের জন্য উস্তাদরা কি আর গান গায়
২১ শে মে, ২০০৯ বিকাল ৫:৫৬
শান্তির দেবদূত বলেছেন: হুমম ! শুনে দেখতে হবে .... একসময় পংকজ, জগজিৎ সিং, নসরাত ফাতে আলী- ওনাদের গজল খুব শুনতাম ..... এখন অবশ্য বন্যার রবীন্দ্রসংগিত চলছে ... একেক সময় একেকটা পেয়ে বসে .....
৬৮| ২১ শে মে, ২০০৯ দুপুর ১:৪৮
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: ভাবী সুস্থ তো এখন পুরোপুরি ??
২১ শে মে, ২০০৯ বিকাল ৫:৫৩
শান্তির দেবদূত বলেছেন: এখনো পুরোপুরি সুস্হ হয়নি , তবে অবস্হা ভালোর দিকে ..... হাড় ভাঙ্গা কি এত তাড়াতাড়ি ভালো হয় ! ..... তিন সপ্তাহ লাগে হাড় জোড়া লাগতে, মাত্র ১২/১৩ দিন হলো ..... তবে প্রাথমিক ব্যাথা এখন আর নেই ..... দোয়া করবেন ....।
আপনাদের এত উৎকন্ঠা পেয়ে আমি অভিভুত !!! অনেক ধন্যবাদ .....
৬৯| ২১ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:০৯
নির্জন রহমান বলেছেন: ভাবি এখন কেমন আছে?
আর আপনার কি অবস্থা?
২১ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
শান্তির দেবদূত বলেছেন: ভালোর দিকে .... দোয়া করবেন ....
আমিও আল্লার রহমতে ভালো আছি ....
অনেক ধন্যবাদ ....
৭০| ২২ শে মে, ২০০৯ রাত ১২:৫৯
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: খুবই খারাপ লাগলো ভাবীর কথা শুনে।
কেমন আছেন উনি এখন?
২২ শে মে, ২০০৯ রাত ১:০৩
শান্তির দেবদূত বলেছেন: ১২/১৩ দিনতো হয়ে গেলো, এখন একটু ভালোর দিকে, আর ৯/১০ দিন পর প্লাস্টার খুলবে .... তবে প্রাথমিক ধাক্কাটা কেটে গেছে ..... দোয়া করবেন ....
আপনাদের উৎকান্ঠা দেখে খুব আপ্লুত হয়েছি, অনেক অনেক ধন্যবাদ ....
সবাইকেই অনেক অনেক ধন্যবাদ .....
৭১| ২২ শে মে, ২০০৯ রাত ৯:৫৫
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ভাবী অনেক অনেক ভালো থাকুক-এই দোয়া রইলো।
******
আর কিভাবে টের পেলে জিজ্ঞেস করলে বলে, "আমি তোমাকে নিয়ে যেভাবে ভাবি, তোমাকে নিয়ে যেভাবে চিন্তা করি, তোমাকে যেভাবে ভালোবাসি , সেভাবে তুমি বাসলে তুমিও বুঝতে পারবে আমার মনের কথা, আমার কষ্টগুলো, আমার আনন্দগুলো।" নিজেকে তখন অনেক ক্ষুদ্র, তুচ্ছ মনে হয়, তার অনুভূতির সামনে।
-সবাই যদি এই রকমভাবে অনুভুব করতে পারতো, ভালোবাসতে পারতো (দীর্ঘশ্বাস)। ভাবীর প্রতি শ্রদ্ধা। আপনাকে মাইনাচ
২২ শে মে, ২০০৯ রাত ১০:০০
শান্তির দেবদূত বলেছেন: আমাকে মাইনাস কেন
....
এইটা ওর মুটামুটি খুব কমন একটা কথা, "আমি নাকি ওর মতো করে ওকে ফিল করি না " ....
দোয়ার জন্য অনেক ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন .....
৭২| ২২ শে মে, ২০০৯ রাত ১০:০৭
আমড়া কাঠের ঢেকি বলেছেন: কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ভাবী অনেক অনেক ভালো থাকুক-এই দোয়া রইলো।
২২ শে মে, ২০০৯ রাত ১০:২৮
শান্তির দেবদূত বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
.... আপনিই ভালো থাকুন .....
৭৩| ২২ শে মে, ২০০৯ রাত ১০:১৯
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: আপনি একবার রেটিং দিয়েছেন
২২ শে মে, ২০০৯ রাত ১০:২৮
শান্তির দেবদূত বলেছেন: হা হা হা ..... ব্যাপার না নেক্সট টাইম দুইটা দিয়া দিয়েন ... হা হা হা
৭৪| ২২ শে মে, ২০০৯ রাত ১০:২৪
মেহবুবা বলেছেন: বউকে যে খুব ফিল করছেন বোঝা যাচ্ছে । আপনার বিবাহনামা চলতে থাকুক ।
উভয়ের জন্য শুভেচ্ছা ।
২২ শে মে, ২০০৯ রাত ১০:২৯
শান্তির দেবদূত বলেছেন: আসলেই মিস করছি ....
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা .....।
৭৫| ২২ শে মে, ২০০৯ রাত ১০:৩২
চাঙ্কু বলেছেন: আপ্নে বিয়া করছেন ?? কবে ?? খখন ?? খোথায় ??
২২ শে মে, ২০০৯ রাত ১০:৩৫
শান্তির দেবদূত বলেছেন: চাঙ্কুরে আজকা খাইছি ....
৭৬| ২২ শে মে, ২০০৯ রাত ১০:৪৬
আমড়া কাঠের ঢেকি বলেছেন: অফটপিক- আমাকে তুমি কইরা বলবেন- নাইলে মাইন্ড খামু
২২ শে মে, ২০০৯ রাত ১০:৫৭
শান্তির দেবদূত বলেছেন: এটা ইদানিং ভালো একটা বিড়ম্বনা হয়ে দেখা দিয়েছে .... ছোট ভাইরা সবাই খালি তুমি শুনতে চায় ....
আসলে এখানে আমরা সবাই সহব্লগার, কেউ বড় না কেউ ছোট না .... সবাই সমান .... আর কাউকে তুমি করে বললে, আমার একটা সমস্যা হয় যে হয়তো কখনো ভুল বসত মিস ফায়ার হয়ে যাবে মানে সিনিয়র কাউকে হঠাৎ তুমি বলে বসবো ..... একজন দুই জন হলে সমস্যা হতো না, কিন্তু অনেক অনেক ছোট ভাই বোনরা থাকাতে কাকে কাকে তুমি বলবো আর কাকে কাকে আপনি বলবো .... তার উপর আছে একেক জনের বেশ কয়েকটা নিক .....
তার উপরে, যখন নতুন পোষ্ট দেই তখন কম সময়ে অনেক কমেন্টের রিপ্লাই দিতে হয়, সেই সময়ে সম্বোধন অনেক সময়ই উল্টাপাল্ট হয়ে যেতে পারে এই ভয়টা কাজ করে .....
আবার ছোট ভাইদের আবদার !! কি করি .....
ওকে, ইন্টারেকশন হতে হতে এক সময় সতস্ফুর্ত ভাবেই তুমি সম্ভোধন বের হয়ে আসবে .... তাই এটা নিয়ে চিন্তা না করাই ভালো ....
৭৭| ২২ শে মে, ২০০৯ রাত ১০:৪৭
চাঙ্কু বলেছেন: ভাবী কি আইজকা পিডানি দিছেনি ?? মুখ লাল হইছে কিল্লাই ?? চলও দেখি ইস্পাইক করছেন !!!
২২ শে মে, ২০০৯ রাত ১০:৫৯
শান্তির দেবদূত বলেছেন: না ভাবী পিডাই নাই , তয় আজকা আমি একটারে পিডামু
৭৮| ২২ শে মে, ২০০৯ রাত ১১:০১
চাঙ্কু বলেছেন: কারে পিডাইবেন ?? ভাবীরে পিডাইতে গেলেতো উলটা ভাবীর পিডানি খাইবেন
২২ শে মে, ২০০৯ রাত ১১:০৮
শান্তির দেবদূত বলেছেন: হা হা হা .....
ওকে পিডাপিডি বাদ দিয়া, আহেন আপোষ করে ফেলি .... আ, গালে লাগ যা ইয়ার ...
৭৯| ২৩ শে মে, ২০০৯ রাত ১১:২৪
মার্ক জুবাবের বলেছেন: ভালবাসা নিয়ে মেয়েদের পাল্লা দেওয়া ভীষন মুশকিল......
অন্ততঃ আমার অভিজ্ঞতা তাই বলে।
২৩ শে মে, ২০০৯ রাত ১১:৩১
শান্তির দেবদূত বলেছেন: একদম ঠিক, আপনার অভিজ্ঞতা ঠিক রিডিংই দিচ্ছে ......
আমার অভিজ্ঞতাও তাই বলে .... বিয়ের আগে ও পরে দুই সময় সে আমার চেয়ে অনেক এগিয়ে ....
অনেক ধন্যবাদ ...
৮০| ২৫ শে মে, ২০০৯ রাত ৯:২৮
আলী আরাফাত শান্ত বলেছেন: বিবাহ নামা পড়লাম
আগের গুলাও পইড়া লই
৩৩ তম +
২৬ শে মে, ২০০৯ রাত ১২:৩৪
শান্তির দেবদূত বলেছেন: অনেক ধন্যবাদ .... সাথে থাকার জন্য ও সহানুভূতির জন্য ....
৮১| ২৬ শে মে, ২০০৯ ভোর ৪:৪৯
অনন্ত দিগন্ত বলেছেন: ভাবীর হাত ঠিক হৈসে ?
২৭ শে মে, ২০০৯ বিকাল ৩:১৬
শান্তির দেবদূত বলেছেন: এত তাড়াতাড়ি কি আর ভাঙ্গা হাত ঠিক হয় ..... আগামিকাল প্লাস্টার খুলবে, দোয়া করবেন ......
৮২| ৩১ শে মে, ২০০৯ বিকাল ৪:১৫
রুমমা বলেছেন: সো সুইট...।আর কিছুই বলার নাই..কারন ভাষাহীন।আমাদের সামু ব্লগের সেরা ব্লগার স্বামী..হাহাহা।
৩১ শে মে, ২০০৯ বিকাল ৫:১১
শান্তির দেবদূত বলেছেন: হা হা হা ...... লজ্জা পাইলাম :!>:!>
৮৩| ১০ ই জুন, ২০০৯ দুপুর ১:৫৯
হিমালয়৭৭৭ বলেছেন: কী লিখবো বুঝতেছিনা... আমার ভালোবাসাও নাই, ভালবাসার লোকও নাই...যা লিখবো সবই থিওরিটিকাল কথা-বার্তা হয়ে যাবে........তাই এই বিষয়ে কিছু না লেখাই সঙ্গত হবে.........তার চেয়ে বরং এই সিরিজের বুকিং নিয়ে রাখি..!!!
১০ ই জুন, ২০০৯ দুপুর ২:২১
শান্তির দেবদূত বলেছেন: কি যে বলেন না ! আমি আপনার লেখার ভক্ত, আপনার যে জিনিষটা আমার সবচয়ে ভালো লাগে তা হলো, আপনার পর্যবেক্ষণের গভীরতা .... আপনার থিওরিটিকেল কথায়ও জীবনের গভীরের কথা ফুটে উঠে ....
অনেক ধন্যবাদ ও সেই সাথে শুভেচ্ছা .....
আপনার কিছু লেখা জমা করে রেখেছি, পড়ার সময় পাচ্ছি না ..... আসলে আপনার লেখা খুব মনোযোগ দিয়ে পড়তে হয়তো, তাই তাড়াহুড়া করে পড়ে পড়ার মজাটা নষ্ট করতে চাই না ..... একটু ফ্রী হয়েই পড়ে নিবো ....
৮৪| ১০ ই জুন, ২০০৯ দুপুর ২:২৬
রোহান বলেছেন: আরে এত্তদিন পরে দেখি ব্লগে শান্তি নেমে এসেছে
এতোদিন কুথায় ছিলেন
১০ ই জুন, ২০০৯ দুপুর ২:৩২
শান্তির দেবদূত বলেছেন: ইদানিং একটু ব্যস্ত ..... নতুন পোষ্টও লিখতে পারছি না, অনেক ভালো লেখাও জমা করে রেখেছি, পড়তে পারছি না সময়ের অভাবে .....
৪/৫ দিন পরে একটু ফ্রী হবো .... তখন আবার রেগুলার হবো .....
৮৫| ২৩ শে জুন, ২০০৯ সকাল ১১:০৭
মুকুট বলেছেন: অনেক পরে পড়লাম। ভাবীর জন্য শুভকামনা। মেয়েদের সিক্স সেন্স আমাদের চেয়ে বেশি। ভালো থাকবেন!
২৩ শে জুন, ২০০৯ দুপুর ১:৫১
শান্তির দেবদূত বলেছেন: আসলেই ...... আর আমার সিক্স সেন্সের অবস্হাতো ! কি আর বলবো ...
অনেক ধন্যবাদ ...
আপনার জন্যেও অনেক অনেক শুভকামনা রইলো
৮৬| ২৭ শে জুলাই, ২০০৯ ভোর ৪:৫৮
এসব কি হচ্ছে ! বলেছেন: ভাই চিন্তা কইরেন না, এগুলান বোধহয় আমাগো এন্টেনার উপরেই থাকবো। ব্যাপকস লেহা
২৮ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৫৮
শান্তির দেবদূত বলেছেন: হুমম, ঠিকই বলছেন .... আমাদের এন্টেনায় এত পাওয়ার নাই
৮৭| ২৭ শে জুলাই, ২০০৯ ভোর ৫:১৬
একরামুল হক শামীম বলেছেন: নতুন বিবাহনামা কই??
২৮ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৫৮
শান্তির দেবদূত বলেছেন: একটু দৌড়ের উপরে আছি রে ভাই ..... দৌড় একটু কমলেই পরের পর্ব
পাবেন
৮৮| ১৫ ই আগস্ট, ২০০৯ রাত ১২:১২
জনৈক আরাফাত বলেছেন:
০১ লা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৩
শান্তির দেবদূত বলেছেন: মন খারাপ করবেন না... আলহামদুলিল্লাহ এখন সব ঠিক হয়ে গেছে
৮৯| ২৬ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫০
পুরাতন বলেছেন: হুমমম ...
২৯ শে নভেম্বর, ২০০৯ রাত ১:৪০
শান্তির দেবদূত বলেছেন: ধন্যবাদ ...... আপনার কমেন্টের বদৌলতে আমার নিজেও আর একবার পড়ার সুযোগ হলো এই পোষ্টটা ......
৯০| ২৯ শে নভেম্বর, ২০০৯ রাত ৯:৪৯
বোহেমিয়ান কথকতা বলেছেন: খুব সুন্দর একট সিরিজ
আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ
০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১:০১
শান্তির দেবদূত বলেছেন: অনেক ধন্যবাদ....আপনি টানা ৫/৬ টা পর্ব পড়ে ফেলেছেন ! ব্যাপক ধৈর্য্য আপনার.....বিশাল একটা ধন্যবাদ আবার .....
শুভেচ্ছা ও শুভকামনা রইলো......
আপনার "জ্যোতির্ময়" সিরিজ দারুন উপভোগ করছি, রেগুলার লিখবেন; আমাদের বেশিদিন অপেক্ষায় রাইখেন না ...
৯১| ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৩
সামিউর বলেছেন:
১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৯
শান্তির দেবদূত বলেছেন: ধন্যবাদ
৯২| ২৬ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪
মুনতা বলেছেন: আপনার পোস্ট পড়িয়া আমার-
বিবাহ করিতে ইচছা করিতেছে
লিংকু দেন........ :#>
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৪৯
শান্তির দেবদূত বলেছেন: হা হা হা .... বিবাহ খুবই খুবই ভালো জিনিস, যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলাই ভালো
.........
৯৩| ০২ রা জানুয়ারি, ২০১০ রাত ২:৩৯
এখন ও বৃষ্টি ভালবাসি বলেছেন: নো কমান্ট
০৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:৫০
শান্তির দেবদূত বলেছেন: ধন্যবাদ ....... ভালো থাকুন, শুভেচ্ছা রইলো.......
৯৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:২৮
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ভালবাসা অনুভূতিটা মনে হয় স্বর্গীয়, পৃথিবীর কোন অনুভূতির সাথে একে মেলানো যায় না।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৩:৪১
শান্তির দেবদূত বলেছেন: ভালো বলেছ।
বাপরে! এমন পাগলাটে পাঠক কত দিন পাই না !!
৯৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:২০
অণুজীব বলেছেন: কেমন আছেন উনি এখন?
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:২২
শান্তির দেবদূত বলেছেন: এখন বেশ আছেন উনি, প্রতিনিয়ত উনার হাতের কারিশমা দেখাচ্ছেন আমার পিঠে
৯৬| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:০২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: খবরদার কোন বিকিনি পড়া মেয়ের দিকে তাকাবে না ! খবরদার !
আরে নাহঃ ! এখানে কোন বিকিনি পড়া মেয়েই নাই।[/sb
০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:১২
শান্তির দেবদূত বলেছেন: খুব মজা পেয়েছে বুঝা যাচ্ছে। শুভেচ্ছা । ভাল থাকুন।
৯৭| ১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৪
আমি ইহতিব বলেছেন: মেয়েদের আল্লাহ কিছু অনুভূতি বেশীই দিয়ে পাঠিয়েছেন। ভালো থাকুন আপনারা।
২৬ শে জুলাই, ২০১৬ রাত ২:৩৬
শান্তির দেবদূত বলেছেন: সেটাই অনেক ধন্যবাদ কব্বর খুড়ে এই লেখাগুলো বের করার জন্য। আমি নিজেই ভুলে গিয়েছিলাম। শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০০৯ রাত ১০:১৬
বিডি আইডল বলেছেন: কিছু বলতে ইচ্ছে করছে না...
+ দিয়ে গেলাম