নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারনের মাঝে অসাধারণ খুজেঁ বেড়াই। হেয়ালি একটা জিনিসের মাঝেও শিক্ষনীয় কিছু খোজার চেষ্টা থাকে । জানিনা কতটা পারি, তবে চেষ্টা করে যাই অবিরাম।

আসিফ শাহনেওয়াজ তুষার

শেরপুর নিউজ ২৪ নামক অনলাইন পত্রিকায় কর্মরত

আসিফ শাহনেওয়াজ তুষার › বিস্তারিত পোস্টঃ

রাশেদ ......

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৫৯

প্রায় প্রতিটি বড় ছেলেদেরই কোননা কোন কারনে রাশেদ হতে হয়। মধ্যবিত্ত রাশেদেরা হয় সংসারের ঘানি টেনে আর উচ্চবিত্তরা হয় পরিবারের সম্মান রক্ষার্থে। বড়ছেলেদের অনেক দায়িত্ব। সবাইকে কিছুনা কিছু দিতে হয়, কিন্তু পাবার বেলায় শুন্য। রাশেদরা লুকিয়েই কাঁদে। কেও কাঁদে ব্যস্ততম রাস্তায়, কেও অন্ধকারে, কেওবা বাড়ির পেছনের বাশঝাড়ে গিয়ে। তবে সকল রাশেদদের একটা মিল রয়েছে, অন্য কেও দেখার আগেই চোখের পানি লুকিয়ে সবার মুখে হাসি ফোটানোর কাজে লেগে যেতে হয়।

আর অমিল? টিভির পর্দার. রাশেদের মনে একটা সান্ত্বনা থাকে, কোনদিন ডায়েরি চাইবার ছলেও রিয়া'র সাথে হয়তো দেখা হয়ে যাবে। কিন্তু বাস্তবের রাশেদেরা সেই সুযোগ পায়না। অনন্তকালের জন্যই রিয়াকে হারিয়ে ফেলে । আসলে ইচ্ছে করেই হারিয়ে ফেলতে হয়। কারন, তারা রাশেদ। পরিবারের বড় ছেলে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.