নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারনের মাঝে অসাধারণ খুজেঁ বেড়াই। হেয়ালি একটা জিনিসের মাঝেও শিক্ষনীয় কিছু খোজার চেষ্টা থাকে । জানিনা কতটা পারি, তবে চেষ্টা করে যাই অবিরাম।

আসিফ শাহনেওয়াজ তুষার

শেরপুর নিউজ ২৪ নামক অনলাইন পত্রিকায় কর্মরত

আসিফ শাহনেওয়াজ তুষার › বিস্তারিত পোস্টঃ

তিক্ত ছড়া

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১৬



মুসলমানদের শরীরের রক্ত
লেগে থাকে যাদের হাতে,
কি দরকার এতো পিরিতি
তাহাদেরই সাথে? :(

এদেশের পাবলিক সেন্টিমেন্ট নিয়ে
উদাসীন যারা,
পাবলিক ছাড়া রাজনীতি করে
পার পাবে কি তারা?

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি,
টিসিবির ট্রাকে ভীড়
উন্নয়নের গালগপ্পে,
জীবনযাত্রাই ধির।

মধ্যবিত্তের করুন দশা,
নিম্নবিত্তের বাঁশ,
সংসদ-সচিবালয়ে পৌছেনা এই
পাবলিকের নাভিশ্বাস।

উন্নয়নের বুলিতে তারা
তুলছে মুখে ফেনা,
কোন প্রশ্ন তোলা যাবেনা,
বিরোধ করাও মানা ।

সাতার শিখতে যায় বিদেশে
শিখতে আলুর চাষ,
বালিশ কিনে হাজার টাকায়
লক্ষ টাকায় গাছ।

কোটির হিসাব নাইবা বলি,
মাথা ঘুরে যায়
রাষ্ট্রীয়ভাবে চলে দুর্নীতি
দেখার কেহই নাই।

স্যাটেলাইট কিংবা পদ্মাসেতুয়
সব দিচ্ছে ঢাকা
তলে তলে ছুটছে নাকি
বেগমপাড়ার চাকা।

দেয়ালে পিঠ ঠেকে গিয়ে
জমা হচ্ছে ক্রোধ
সময় থাকতে পিওর না হলে,
পাবলিকই নিবে শোধ।

মধ্যরাতের ভোটচুরি
বারবার নাহি হবে,
দাদা আর দালাল দুটাই পালাবে,
জনগনই শুধু রবে।

সময় থাকতে এখনও আসেন
দেশের জন্য ভাবি,
দলকানা ছেড়ে দেশপ্রেমিক হই,
এটাই সুখের চাবি।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:২২

সোবুজ বলেছেন: ধর্মীয় উত্তেজনা না ছড়িয়েয়ে মানবতার দৃষ্টিকোন থেকে দেখুন।মানবতা পদদলিত হলে প্রতিবাদ করুন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৬

আসিফ শাহনেওয়াজ তুষার বলেছেন: বিজেপির হাতে ধর্ম কিংবা মানবতা কোনটি সুরক্ষিত বলতে পারেন? আর ধর্মীয় উত্তেজনা কোথায় পেলেন ভাই? ছড়াটাতে ওই দুইটা শব্দই চোখে পড়ল? আরও তো অনেক কিছুই লেখা, সেগু‌লো?

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৫৮

নূর আলম হিরণ বলেছেন: ভারত সরকারের সাথে বাংলাদেশের সুসম্পর্ক না থাকলে বাংলাদেশের কি কি লাভ হতে পারে, আর ভারতের কি কি ক্ষতি হতে পারে?

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:০৪

আসিফ শাহনেওয়াজ তুষার বলেছেন: ভারত আর বিজেপি দুটো ভিন্ন জিনিস। ভারতের সরকার ৫ বছর পরপর চেঞ্জ হয়, কিন্তু বিজেপি বিজেপিই। সমস্যা ভারতের দাথে নয়, বিজেপি এবং তার সাম্প্রদায়িকতা নিয়ে।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩৬

সোবুজ বলেছেন: আওয়ামী লীগ আর বাম দল ছাড়া আর কোন কোন দল সাম্প্রদায়িক না?

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: আরেহ রাখুন মশাই। এত হা হুতাশ করার মতো কিচ্ছু হয়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.