নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাধারনের মাঝে অসাধারণ খুজেঁ বেড়াই। হেয়ালি একটা জিনিসের মাঝেও শিক্ষনীয় কিছু খোজার চেষ্টা থাকে । জানিনা কতটা পারি, তবে চেষ্টা করে যাই অবিরাম।

আসিফ শাহনেওয়াজ তুষার

শেরপুর নিউজ ২৪ নামক অনলাইন পত্রিকায় কর্মরত

আসিফ শাহনেওয়াজ তুষার › বিস্তারিত পোস্টঃ

উগান্ডা এর ব্যাটিং

১৬ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৩০



এক মাইরেই কাতর?
এতোদিন তো ঢিলাইতা তুমি,
শতশত পাথর।

চিপায় নিয়ে চড় থাপ্পড়
সিম্পল ঘটনা,
টর্চার সেলে পিটাইতা তুমি
শুধুইকি রটনা?

কোপ, গুলি, লাঠিপেটা
করতা হরদম
মজলুমের আর্তনাদেও
হতোনা রহম।

বিরোধি নির্যাতনের ভিডিও দেখে
হাসতা খিকখিক করে,
পাবলিকও আজ হেসেছে খুব
মন গিয়েছে ভরে।

ব্যাটিং বোলিং দুটোই আজ
হয়েছে জম্পেশ,
এটাতো কেবল প্র্যাকটিস ম্যাচ
টুর্নামেন্ট হবে বেশ।

একদিনের এক চাপেই
দৌড়ে পালালে সবাই!!!
নুন্যতম প্রতিরোধ করার
সাহস কারোর নাই?

ব্যক্তিত্ব সম্পন্ন কেও থাকলে
ঠিকই দাড়িয়ে যেতো ,
ওই সময়ই বুক উচিয়ে
কড়া জবাব দিতো।

বেডাগিরি যতই দেখাও
সৎ সাহস নাই ,
বিপদের সময় বাঘের বদলে
তোমরা আসলে বিলাই।

ফেসবুকে আর পকপক করে
করবা কি ভাই শুনি?
সামনে আরও ফেরত পাবা
সবাই তোমরা ঋনী।

তোমরাই যে সর্বেসর্বা
ধারনাটা ভুল
ভুল থেকেই শিক্ষা নিয়ো
ভুলোনা একচুল।

তোমার চাইতেও বড় কুতুব
এলো গেলো কত
একটা সময় পিছলে পড়ে
উদাহরণ শত শত।

অবশেষে ব্যাটসম্যানদের
জানাই ধন্যবাদ
বোলার বুঝলো হাড়ে হাড়ে
ফুলটস বলের স্বাদ।

শুরুর দিকে মিথ্যা জিতলেও
সত্যই মাঠে থাকে
উগান্ডার এই ব্যাটিং যেন
বোলাররা মনে রাখে।

এখনও ভাই সময় আছে
বিবেকবান হও
দেশের জন্য ভাবো আগে
দলের কথা নও।

জনতার কাতারে এসে দাড়াও
দেশ বিনির্মাণ করি
দলীয় চামচামি বাদ দিয়ে
দেশের হাল ধরি

লেখক : আসিফ শাহনেওয়াজ তুষার।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৪৮

ককচক বলেছেন: ভালো লেগেছে

২| ১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

৩| ১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৩

বাংলার এয়ানা বলেছেন: আর কত হম্বি তম্ব
কাথা কম্বল গুটা
আসছে তেড়ে
উগানড়ার ওই ব্যাটার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.