![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম মানুষ
পৃথিবীতে এখন কত মানুষ !
হাজার হাজার মানুষ ।
লাখ লাখ মানুষ ।
কোটি কোটি মানুষ।
কত দেশের, কত বর্ণের, কত ভাষার মানুষ !
আরব দেশের আরবী ভাষার সুন্দর সুন্দর মানুষ ।
চীন দেশের চীনা ভাষার খাটো খাটো মানুষ।
বাংলাদেশের বাংলা ভাষার সহজ সরল মানুষ।
বিভিন্ন দেশের, বিভিন্ন মহাদেশের মানুষ।
ইউরোপের সাদা সাদা মানুষ।
আফ্রিকার কালো কালো মানুষ।
শুধু মানুষ আর মানুষ।
এক সময় কিন্ত এমন ছিলো না।
এই সবুজ সুন্দর পৃথিবীতে তখন মানুষ ছিলো না।
কোটি কোটি কিংবা লাখ লাখ মানুষ ছিলো না ।
হাজার হাজার কিংবা শত শত মানুষ ছিলো না।
দশজন, বিশজন কিংবা পাঁচজন, ছয়জন মানুষ ছিলো না।
দু‘জন কিংবা একজন কোন মানুষ ছিলো না।
কেননা পৃথিবীতে মানুষ আসে নি।
মানুষ ছাড়া পৃথিবী সৃষ্টির পর তখনো আল্লাহ্ মানুষ সৃষ্টি করের নি।
তখনো পৃথিবীতে মানুষ আসে নি।
মানুষ ছাড়া পৃথিবীর কথা কল্পনা করো তো!
উইরোপে, আমেরিকায়, এশিয়ায়, আফ্রিকায়, কোথাও কোন মানুষ নেই ,
এমন পৃথিবীর কথা কল্পনা করো তো!
কেমন ভয় ভয় করে! কেমন গা ছম ছম করে!!
সেই পৃথিবীতে মানুষ কিভাবে এলা?
কিভাবে প্রথম মানুষ সৃষ্টি হলো এবং আরাম-আয়েশের জান্নাত
ছেড়ে রোদ-বৃষ্টির এই পৃথিবীতে নেমে এলো?
সে কথাই আজ তোমাদের শোনাবো।
কোরআন শরীফে আল্লাহ্ যেভাবে বলেছেন এবং হাদীছ শরীফে
আল্লাহর রাসূল যেভাবে বেলেছেন সেভাবে শোনাবো
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬
রোজনামচা বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭
রোজনামচা বলেছেন: অতি শিগ্রয় ২য় পর্ব আসছে পড়ার জন্য চোঁখ রাখুন ?
ধন্যবাদ
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫
মেহেদী হাসান হাসিব বলেছেন: ভাল লিখেছেন।