![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব আদবের সাথে বললেন
আপনি কি এমন মানুষ বাবাবেন। যারা ফাসাদ করবে?
খুন খারাপি করবে?
(কেন মানুষ বানাবেন? কেন পৃথিবীতে মানুষ পাঠাবেন ?
কী দরকার মানুষের?)
আমরাই তো আপনার ইবাদত করি ।
আপনার নামে তাছবীহ পড়ি ।
আপনার গুণগান গাই ।
আল্লাহ বললেন -
দেখো, আমি যা জানি তোমরা তা জানো না ।
আল্লহর কথা শুনে ফিরিশতারা চুপ হয়ে গেলেন ।
আদবের সাথে চুপ হয়ে গেলেন ।
কেননা ফিরিশতারা সব সময় আল্লহর অনুগত, আল্লহর
ইবাদতের নিমগ্ন।
কখনো তারা আল্লহর অবাধ্য হন না । আল্লাহর কথা অমান্য
করেন না, বরং আল্লহর যা হকুম করেন তাই মেনে চলেন।
এজন্য ফিরিশতারা আল্লাহর ইচ্ছা মেনে নিলেন এবং আদবের
সাথে চুপ হয়ে গেলেন।
এরপর আল্লাহ মানুষ বানালেন ।
মাটি দিয়ে একজ মানুষ বানালেন।
প্রথম মানুষ পর্ব (১)
প্রথম মানুষ পর্ব (২)
প্রথম মানুষ পর্ব (৩)
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৪
রোজনামচা বলেছেন: কমেন্ট এর জন্য ধন্যবাদ ।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩
মেহেদী হাসান হাসিব বলেছেন: পরের পর্বটা একটু বড় করবেন! তাহলে ভাল হবে। খুব ছোট হয়ে গেল না?
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫
নজসু বলেছেন: সুন্দর বিষয় উপস্থাপন।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯
রাজীব নুর বলেছেন: মাটি দিয়ে মানুষ!!!!!
২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৪৮
রোজনামচা বলেছেন: ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১০
স্রাঞ্জি সে বলেছেন:
লিখা আরো বড় করো যেত।