| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন মাঝ রাতে তোমার ঘুম ভেঙে যাবে। জানালায় মাথা রেখে আকাশ দেখবে। হঠাৎ রঙিন আলোয় চোখ ঝলসে যাবে !! শহরের সব বাজি এনে একসাথে তোমার জানালায় জ্বালিয়ে দিবো। আকাশের নীল আলো লজ্জা পেয়ে যাবে। তোমার হয়তো ছাদে চলে যেতে ইচ্ছে করবে !!
কি করবে না?
সোডিয়াম বাতি দিয়ে ছাদ বাধিয়ে রাখবো। তুমি এলেই শহরের সব ছাদ থেকে ফানুশ ছেড়ে দিবো। নব্বই দশকের আলোয় ভাসবে তুমি।
আজ হারিয়ে যাওয়ার রাত। নগরপিতা কে বলে রাস্তার সমস্ত আলো বন্ধ করে দিবো। তুমি হাটবে জোছনার আলোয়, তুমি হাটবে ঈশ্বরনীয় আলোয়।
তুমি বলবে,আচ্ছা প্রকৃতি এত রহস্য করে কেনো? আমি উত্তর দিতে অভ্যস্ত নই।এড়িয়ে যাওয়ার বাজে স্বভাব আমার!
আমি মুচকি হেসে পাঞ্জাবির হাতায় চোখ মুছে আকাশের দিকে তাকাবো।আমার আকাশ রবে তাঁরা শূন্য।
তুমি বলবে চলো হাটি। আমরা হেটে যাবো। ছোট্ট এক মেয়ে বেলি ফুলের মালা এনে তোমায় দিয়ে আধারে মিশে যাবে। তুমি অবাক হয়ে বলবে এই পৃথিবী এত সুন্দর কেনো?
আমি উত্তর দিতে অভ্যস্ত নই। আমি ভাববো " আমি জানি যেদিন আমি থাকবো না সেদিন কেউ একজন থাকবে,যে লাল সবুজ চুড়ি হাতে দিয়ে আর চোখে কাজল পরে আমার ভালোবাসার জবাব দিতে রাস্তায় বের হবে।
কেউ একজন অবশ্যই থাকবে....."
হ্যালোজেন রোড। তুমি চুল ছড়িয়ে হেটে যাচ্ছ । নীল শাড়িতে মেয়েটাকে এত পরির মত লাগে কেনো? এত ভয়ংকর সুন্দর কেনো?
শহরতলিতে পৌছে যাওয়ার আগেই রিক্সা পেয়ে যাবো। তুমি বলবে গান গাও না প্লিজ ? আমি বেসুরে গলায় গাইবো " সুন্দরীতমা আমার তুমি নীলিমার দিকে তাকিয়ে
বলতে পারো এই আকাশ আমার।
নীল আকাশ রবে নিরুত্তর ,মানুষ আমি চেয়ে দেখো। নীল আকাশ রবে নিরুত্তর যদি তুমি বল আমি একান্ত তোমার !!
আমি তারায় তারায় রটিয়ে দিবো তুমিই আমার !! "
তোমার চোখে পানি?
তুমি বলবে আজ রাত ঈশ্বর প্রদত্ত তাই না?
আমি উত্তর দিতে অভ্যস্ত নই। আমি ভাববো, 'প্রকৃতি কাউকে খালি হাতে ফেরায় না।কথাটা কি সত্য? '
হঠাৎ এক ঝাক জোনাকি এসে আলো ছড়াবে। আচ্ছা জোনাকির আলোয় তোমায় এত সুন্দর লাগে কেনো?
জোনাকিরা ইর্ষা করবে। সোডিয়াম আলো জ্বলে উঠবে হঠাৎ, তুমি ভয়ে ঝাঁপিয়ে পরবে আমার উপর।
আমি হাটু গেড়ে বসে বলবো, তোমার জন্য একটি নাকফুল এনেছি। ভালাবাসার নাকফুল।
এই এলোকেশী মেয়েটা, আমায় ভালবাসো?
তুমি কি বলবে তখন? 'ভালবাসি ,ভালবাসি ? তুমি বাসো?'
আমি উত্তর দিতে অভ্যস্ত নই।
আমার মনে পড়বে টাকার অভাবে একদিন প্রিয়তমার নাকফুল বন্ধকী দিয়েছিলাম।সেই নাকফুলের দাম ছিল তোমাদের অনন্ত নক্ষত্রবীথি...
১৪ ই জুন, ২০১৬ রাত ১২:১১
ইয়াসির রাফা বলেছেন: হাহা। ভালবাসা রইল।
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৩
অশ্রুকারিগর বলেছেন: ভালোলাগা রেখে গেলাম।