নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ ট্রেনে বাড়ি ফিরি।

শুন্য বিলাস

জামাল হোসেন

শুন্য বিলাস › বিস্তারিত পোস্টঃ

কালসির মোড়ে

১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২৮

-পাঁচ টাকা হবে?
-না।
-পাঁচ টাকা হবে না?
-না।
-আচ্ছা ঠিক আছে ।
সিদ্ধার্থের পাঁচ টাকা দেওয়ার সামর্থ্য থাক্লেও দ্বিধায় বলতে পারে না অথবা দিতে পারে না । পড়ন্ত দুপুরে অফিস থেকে ফেরার পথে এক সপ্তায় তিন্দিন একই সংলাপ বিনিময় পঁচিশের কাছাকাছি বয়সের ভিখারিনীর সাথে । সিদ্ধার্থ বাসে ভিখারিনী জানালার পাশে দাড়িয়ে । ভিখারিনীর চেহারায় আভিজাত্তের ছাপ স্পষ্ট এবং উচ্চারন প্রমিত একইসাথে জড়তাহীন ।স্বচ্ছ অভিযোগহীন চোখের দৃষ্টি ।মনে হয় একটা কদর্য অতীত তাকে প্রতিনিয়ত তাড়া করছে । আসলেই তার পাচ টাকার প্রয়োজন কিনা সিদ্ধার্থ বুঝতে পারেনা ।অনেক আগে পড়া এক গল্পের চরিত্র কিশোর রবির কথা মনে পড়ে সিদ্ধার্থের যাকে এক থাল মাংসের তরকারি সমেত ভাতের বিনিময়ে মেডিকেলের ছাত্ররা জানতে পেরেছিল তার স্বপ্নের কথা এবং এক থাল ভাতই ছিল রবির স্বপ্ন । সিদ্ধার্থ মনস্থির করে পরবর্তী দেখায় ভিখারিনীকে পাঁচ টাকা দিবে এবং জানতে চাইবে তার স্বপ্নের কথা, অতীতের কথা । কিন্তু এরপর থেকে কয়েক সপ্তাহ পার হয়ে গেলেও ভিখারিনীর আর দেখা মেলেনা ।
সিদ্ধার্থ নিজের কথা ভাবে ।এমন কি হতে পারে কেউ আচমকা একদিন তাকে পাঁচ টাকা দিয়ে বলবে - তোমার স্বপ্নের কথা বল ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৯

বিজন রয় বলেছেন: ইন্টারেস্টিং।

আচ্ছা, বলুন আপনার স্বপ্নের কথা।
তবে পাঁচ টাকা দিতে পারলাম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.