নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ ট্রেনে বাড়ি ফিরি।

শুন্য বিলাস

জামাল হোসেন

শুন্য বিলাস › বিস্তারিত পোস্টঃ

ঝিঝিট কলাপাতা

০৮ ই জুন, ২০১৮ দুপুর ১:১৯


গল্পকার ঝিঝিট মন্মথ । মাথায় একটা গল্পের প্লট ঘুরছে বেশ কিছুদিন ধরে । চরিত্ররা মগজে কিলবিল করছে বন্দিদশা থেকে মুক্ত হওয়ার জন্য । মাঝে মাঝে তার গলা চেপে ধরতে চায় ।কিন্তু ঝিঝিট মন্মথের কলম চলেনা ।
রাত ১২টা পাঁচ বাজে ।গল্পকারের ডেইলি সোপ বউ কলাপাতা তার রিডিং রুমে আসে ।কণ্ঠে মাদকতা মিশিয়ে বলে, ''এই! ঘুমাবে চল ।''
কলাপাতা গল্পকারকে নীল আলোর বেডরুমে নিয়ে আসে ।কলাপাতার ঘুম আসেনা ।গল্পকারের ঘুম আসেনা ।কলাপাতা জন্মনিরোধক এগিয়ে দেয় । গল্পকার প্রবেশ করে মর্মমূলে ।
পরের রাত । ১২ টা পাঁচ বাজে । ডেইলি সোপে পরবর্তী পর্বের জট ভেসে উঠে । গল্পকার রিডিং রুমে । কলাপাতা ডেকে উঠে, ''এই!" ।বারোটা সাত মিনিটে গল্পকার নীল আলোর রুমে প্রবেশ করে । বারোটা দশ মিনিটে গল্পকার ঝিঝিট মন্মথ গলা চেপে ধরে ডেইলি সোপ কলাপাতার । নিস্তেজ হয়ে পরে কলাপাতা ।খুন হয়ে যায় কলাপাতা ।
বারোটা দশ মিনিটে গল্পকার ঝিঝিট মন্মথ রিডিং রুমে আসে । কলম চলতে থাকে তার ।কিলবিল চরিত্ররা নেমে আসে উল্লাসে ।গল্পকার ঝিঝিট মন্মথ গল্প লিখতে শুরু করে । গল্পের নাম- "দ্বিতীয় খুনের স্বপ্ন " ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৪

লাবণ্য ২ বলেছেন: সুন্দর।

২| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪০

ঋতো আহমেদ বলেছেন: খুন করে গল্পের প্লট পাওয়া মোটেই ভালো কথা নয়।

৩| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৬

বিজন রয় বলেছেন: খুন-টুন ভাল নয়।

৪| ০৮ ই জুন, ২০১৮ রাত ৮:৫৫

রাজীব নুর বলেছেন: আনন্দময় কিছু লিখুন। খুঙ্খারাবি ভালো নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.