নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ ট্রেনে বাড়ি ফিরি।

শুন্য বিলাস

জামাল হোসেন

শুন্য বিলাস › বিস্তারিত পোস্টঃ

বালিকার প্রার্থনা : আমাকে যারা বেশ্যা বলেছিল ।

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৭


আমাকে যারা বেশ্যা বলেছিল ,
আমার মাংস খুবলে নিতে চেয়েছিল যেসব মানুষের মগজধারী শকুন ,
তারা জানুক তাদের প্রতি আমার কোন ঘৃণা নেই ।

আমি চাই তারা তাদের প্রিয়তমার কাছে ফিরে যাক ,
কিংবা জড়াক যে কোন নারীর উজাড় ভালবাসার চিরঋণে ,
তারা বিশ্বাসী হোক সৌরভে ।মাংসে নয় । হোক ভালবাসাবাসি ।

যেসব পুরুষ আমার মাংসের গন্ধে ভুলে গিয়েছিল তাদের প্রিয়তমার কথা ,
মরা রাত্রিরে তারা নিরাপদে সঙ্গমে মিলুক সঙ্গিনীর সাথে ,
আর ঈশ্বর তাদের কন্যা সন্তানের পিতা হওয়ার মর্যাদা দিক ।

তারা জানুক ,তাদের কন্যারা বসন্তকালে ইনসাফের লড়াইয়ে শামিল হলে ,
কেউ যদি তাদের বেশ্যা বলে , তাদের মাংস খুবলে নিতে চায় কোন শকুন,
কসম। আমি প্রতিবাদ করব।শকুনের বিরুদ্ধে জারি থাকবে আমার লড়াই ।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: সেই রকম কবিতা।

২| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: প্রতিবাদী কবিতা। সুন্দর।

৩| ০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

আরাফাত নিলয় বলেছেন: আমার ফেসবুক ওয়ালে শেয়ার করলাম। অবশ্যই আপনার নাম দিয়ে।

৪| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৬

সেলিম আনোয়ার বলেছেন: দ্রোহের অনলে অনবদ্য কবিতা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.