নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ ট্রেনে বাড়ি ফিরি।

শুন্য বিলাস

জামাল হোসেন

শুন্য বিলাস › বিস্তারিত পোস্টঃ

এক \'\'বেওয়ারিশ কুকুর" তরিকুলের জন্য ভালোবাসা ।

১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩৬



আমাদের পারিষদ চরম শান্তিপ্রিয় , আসমানদারিতে দক্ষতা অসামান্য ,
অথচ বেওয়ারিশ কুকুর তুমি , তোমরা । শুনেছি ।
ফানুশ উড়ানোর জাগে স্বাদ । দিবা স্বপ্ন দেখার লোভও নাকি জাগে ।
তাহলে আমাদের পারিষদের আসমানদারির কি হবে?

বণ্টনের ব্যবধান নিয়ে কুতর্ক আমাদের পারিষদকে বিব্রত করে,
আমাদের পারিষদ "বিধিসম্মত" বণ্টনেই বিশ্বাস করে ।জেনো তরিকুল ।
বেওয়ারিশ কুকুরের মেরুদণ্ডের কথা যেমন কোন কিতাব স্বীকার করে না,
তেমনি ফসফরাস ,ক্যালসিয়াম আর চার অক্ষর হাড্ডির অস্তিত্বও কিতাব সিদ্ধ নয় ।

তাই নব্য লাঠিয়ালের আঘাতে , হাতুড়ি সন্ত্রাসের কেরামতিতে
তোমার হাড্ডি চূর্ণ বিচূর্ণ হলে , দোহাই হে যোদ্ধা ,হে সৈনিক ,
ভালোবাসা দাবি করো না কোন বন্ধকী বিবেকের কাছে ।
বন্ধকী বিবেক বেওয়ারিশ কুকুরকে ভালবাসার সাহস কখনোই রাখেনা ।

বরং তুমি জানবে ,
তোমার মত লাখো বেওয়ারিশ কুকুর অবিনাশী গান রচিতেছে রোজ,
তাদের হৃদয়ের পরিসর প্রসারিত হচ্ছে ক্রমশ । কঠিনে , কোমলে ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩১

কাইকর বলেছেন: সুন্দর

২| ১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৪

আখেনাটেন বলেছেন: তরিকুলদের হাতুড়ির বাড়ি সহ্য করার জন্যই এ দেশে পাঠানো হয়েছে। এক চন্দ্রমাস চলে গিয়ে আরেক চন্দ্রমাস আসলেও তরিকুলদের অবস্থার কোনো পরিবর্তন হবে না। বরং হাতুড়ির বাড়ি শাবলে রুপান্তর হতে পারে মাত্র।

একটি যুগান্তকারী পরিবর্তন দরকার এই সব অনাচার থেকে মুক্ত হতে। সেই পরিবর্তন আনার তরিকুলদের কি জন্ম হয়েছে কোনো ক্যাম্পাসে। উত্তর হচ্ছে 'না'।

তাই অারো হাতুড়ির ঘা খাওয়ার জন্য প্রস্তুত থাকুন হে তরিকুলেরা।

৩| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ৮:১২

রাজীব নুর বলেছেন: গ্রেট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.