নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ ট্রেনে বাড়ি ফিরি।

শুন্য বিলাস

জামাল হোসেন

শুন্য বিলাস › বিস্তারিত পোস্টঃ

পবিত্র স্বমেহনের দিনে ।

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১২:২২



পরদিন সকালে লোকেরা বলাবলি করছিল বিগত রাত্রে তারা এক যুবকের চিৎকার শুনে ছিল ।
চিৎকার শোনা গিয়েছিল মাঠের ওপারে ।
আর চিরে গিয়েছিল আকাশ, দুইফালি ।

যুবকের থেঁতলানো দেহ নদীতে ফেলে দিলে ,
বাসের ভিতরে থাকা ধর্মপুত্ররা কোন প্রতিরোধ করেনি ।
লোকেরা বলে , ধর্মপুত্ররা পবিত্র স্বমেহনে ব্যস্ত ছিল ।

অতঃপর হত্যাকারীরা যখন ফিরে এসেছিল নগরে
সব ঈশ্বরের কৃপা বলে আমরা নগরের লোকেরা পালিয়ে বেঁচেছিলাম।
আমরা সূর্যোদয় দেখি ।আমাদের বেঁচে থাকার আনন্দ ।

তারপর হায়! যুবকের হত্যাকাণ্ডটি গসপেল হয়ে গিয়েছিল।
আমরা সে গসপেলটি অনেককে শোনাতে চেয়েছিলাম ।
আমাদের প্রভুদের । আমাদের বৃষ্টি দেখার অধিকারদাতাদের ।

কিন্তু তারা সবাই ঈশ্বরের সমান দীন । আশ্চর্য রকম বধির ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৮

জহিরুল ইসলাম সেতু বলেছেন: দ্রোহের আগুনে পুড়ি

২| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫৫

রেজওয়ানুল ইসলাম পাপ্পু বলেছেন: অসাধারণ লিখেছেন

৩| ৩০ শে জুলাই, ২০১৮ ভোর ৪:৫৩

এম এ কাশেম বলেছেন: স্ববিরোধীতায় আমাদের তুলনা নেই।

৪| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৫

রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।

৫| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৩

সিনথিয়া আফরিন বলেছেন: অসাধারণ ও মনোমুগ্ধকর ।

৬| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫০

স্রাঞ্জি সে বলেছেন: কবিতায় মুগ্ধতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.