নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ ট্রেনে বাড়ি ফিরি।

শুন্য বিলাস

জামাল হোসেন

শুন্য বিলাস › বিস্তারিত পোস্টঃ

বন্ধু হে !

১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৫

বুডঢা যেমন রুপবান তেমনি গুণবান এবং ধনী পরিবারের সন্তান। ইংরেজী মাধ্যমে শিক্ষিত এবং ইংরেজী আবহাওয়ায় মানুষ। সারা এশিয়ায় সিনিয়র ক্যামব্রিজ পরীক্ষায় দ্বিতীয় হয়েছিল। ইংরেজী মাধ্যমে শিক্ষিত হয়েও বাংলা ভাষা ও সাহিত্যকে জড়িয়ে রেখেছিল জীবনের সাথে।

অনেক বাংলায় এমএ পাশ করা ছেলেমেয়েদেরও ভুল বানান দেখেছি কিন্তু বুডঢার একটি বানানও ভুল দেখিনি কখনো ।
বুডঢার সাথে সম্পর্ক এমন হয়ে দাড়াল যে প্রতিদিনই দেখা হওয়া চাই। আড্ডার নেশা পাগলামির পর্যায়ে পৌছে যেত এক একদিন।

একদিন রাত সাড়ে আটটায় টিউশনি সেরে বাসে চেপে ফিরছি, হঠাৎ এলগিন রোডের মোড়ে শুনতে পেলাম, রাস্তায় কে যেন খুব জোরে জোরে চিৎকার করে সুনীল, সুনীল বলে ডাকছে। সুনীল নাম তো কতজনেরই হতে পারে। ভীড়ের বাসে দাড়িয়ে আমি জানালা দিয়ে কিছু দেখতেও পারছিনা ।তবু যেন চুম্বকের টানে , সবাইকে ঠেলে ঠুলে চলন্ত বাস থেকেই নেমে পড়লাম ।দেখি বুডঢা সহাস্য মুখে দাড়িয়ে আছে। কাছে এসে জিজ্ঞেস করলাম তুই কি করে বুঝলি যে আমি এই বাসেই ফিরব? বুডঢা বলল ,আধ ঘন্টা ধরে আমি এখানে দাড়িয়ে যত বাস আসছে, প্রত্যেকবার তোর নাম ধরে ডাকছি, জানি যে একটা না একটাতে তুই থাকবিই!

- অর্ধেক জীবন। সুনীল গঙ্গোপাধ্যায়।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৯

বিজন রয় বলেছেন: ++++

২| ১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৪

রাজীব নুর বলেছেন: অর্ধেক জীবন বইটা আমার অনেক প্রিয়।

৩| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ১২:২৭

বাকপ্রবাস বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.