নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ ট্রেনে বাড়ি ফিরি।

শুন্য বিলাস

জামাল হোসেন

শুন্য বিলাস › বিস্তারিত পোস্টঃ

কে দিয়েছে?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১০

বাস থেকে নেমে চিপাগলি দিয়ে বাসায় ফিরছিল সিদ্ধার্থ। আলো অন্ধকার মিশ্রিত এক জাদুবাস্তব পরিবেশ। গলির মাঝামাঝি ফার্নিচার দোকানের নৈশ প্রহরীর রাত্রিযাপনের টং ঘর ।নৈশ প্রহরী লোকটি ফোক,বাউল সঙ্গীতের খাটি সমঝদার। বিভিন্ন ঘরানার বাউল,ফোক গানের আওয়াজ ভেসে আসে তার টংঘর থেকে । আজ বাজতেছে কাঙালিনী সুফিয়ার গান - ' মনে বাবলা পাতার কষ লেগেছে' ।হারিকেন আকৃতির একটা স্পীকার আছে তার ঘরে । আলো জ্বলে ।গানও বাজে । জাদুকরী সব ফোক গান শুনে এই রকম এক টং ঘরে বসবাসের ইচ্ছে জাগে সিদ্ধার্থের ।রঙ্গিলা স্পিকারে বাউল গান বাজবে। পাশ দিয়ে যাওয়া ঘর উন্মুখ পথিকেরা উদাস হবে । মন্দ হবে না মনে হয়। । টং ঘরটা পেড়িয়ে একটু সামনে একটা চেতনার কারখানা । সকাল সন্ধ্যা চেতনার ব্যাপক কারবার চলে অইখানে । আজকে ওই কারখানা ক্রস করার সময় ঢাউস চেয়ারে বসে থাকা প্রধান কারবারিটি হাক ছাড়লেন ।
- ভাইসাব । স্লামালাইকুম ।
- জি ভাই ।
-সাথে মোবাইল আছে ?
-আছে ভাই। নেত্রী দিয়েছে ।
- তাহা হইলে তো এইখানে............।
- কোন সমস্যা নাই বড়ভাই । রাইখা যাইতাছি । এই জিনিস বড়ই পীড়াদায়ক ।বাঁচাইলেন ।
- ঘরে বিবি আছে ভাইজান ?
- না ভাই। কেউ দেয় নাই ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২১

মাহমুদুর রহমান বলেছেন: ওবায়েদুল কাদের এই একটি কথায় সারাদেশে আওয়ামীলীগকে হাসির পাত্র বানিয়েছেন ।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫৪

সনেট কবি বলেছেন: পড়লাম

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩০

রাজীব নুর বলেছেন: মোবাইল নেত্রী দিয়েছে- কথা খুব হাস্যকর। কিন্তু যারা এই কথা বলে তাদের কি বোধ বুদ্ধি নেই? যদি না থাকে তাহলে তারা রাষত্র পরিচালনা করবেন কিভাবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.