![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি যদি প্রেমিকাকে …পূর্বাপর হাজারটা চুমু দিতে পার, তাহলে তুমি তার সাথে সবরকম প্রেমের বৈধতা অর্জন করলে। কামক্রীড়া তো তো (অ)বিবাহিত ইতরও করতে পারে। প্রেম করতে পারে কয়জন? গভীর প্রেমপূর্ণ চুমু আঁকতে পারে কয়জন? তুমি যখন বর্বর কাম-লালসার আগুনে ঝাপ দিতে প্রবৃত্ত হচ্ছো, তোমাকে ভয়ঙ্কর পুলসিরাতের সরু রাস্তা থেকে বিদ্যুৎগতিতে উৎরিয়ে নিয়ে যাবে তোমার সেই আবেগী চুমুগুলো। তুমি পৌঁছে যাবে প্রেমের বেহেশতে। তখনও তোমার ও প্রেমিকার শরীরদুটো পরষ্পরে প্রেমালাপে ব্যস্ত থাকবে। তোমাদের বিশেষ প্রেমালাপের সুর নিজেই নেশায় চুর হয়ে মত্ততা তোমার চারদেয়ালের বেহেস্তের বায়ুমন্ডলে ব্যাপিত করে দেবে। তোমাদের কন্ঠবাহিত ধ্বনিগুলো প্রেমের বেহেশতের ফুলবাগানে ঝড় তুলে অজস্র আশ্চর্য ফুল ঝরাবে, তোমাদের প্রেমলিপ্ত দেহের উপর। তুমি যদি পার, দেখবে অজস্র ফুলের মত বাতাস কিংবা বাতাসের মত ফুলের বৃষ্টিতে তোমরা সিক্ত হচ্ছো। তোমাদের সেই নূরে ভরা রাত, আসলে একটা চলন্ত কবিতা। তুমি সাধ্যমত তোমার কবিতাকে ছন্দে আটকিয়ে, অলঙ্কারে সাজিয়ে নিও। কারণ, শেষবয়সে তোমাকে সেই কবিতা বারেবারে নিশ্চুপ চিৎকারে আবৃত্তি করতে হবে। তুমি নিশ্চিত থাক, তুমি কেন, কোন কবিই এর চাইতে চিত্ররূপময় আধ্ম্যাত্মিক প্রেমের কবিতা লিখতে পারবে না। এমনকি মৃত্যুর পর কবিদের বেহেশতে যদি হুরগণের ব্যবস্থা থাকে, তারপরেও। তোমাদের স্বীয় মানবী এবং তোমাদের প্রেমের বেহেশত তো পৃথিবীর চিত্রকল্পেই মহিমান্বিত।
তুমি সেই কোমল আলোকিত রাতের মুহূর্তগুলোকে তোমার এবং প্রেমিকার আবেগমথিত রক্তপ্রবাহের সাথে মিলিয়ে নিও। তোমরা নিশ্চয় তখন অজস্র বর্বর কাঁটাগুলোর মাঝে গোলাপের পাপড়িগুলোর মত জড়াজড়ি করে তন্ময় হয়ে থাকবে। যদি থাক, তাহলে, তোমাদের বিশেষ সম্মানিত কোষগুলোর বিবাহের ফলস্বরুপ তোমরা তোমাদের মহাপবিত্র প্রেমের সাক্ষীকে পেতে যাচ্ছো।
তোমাদের প্রেমের সাক্ষী ভালবাসায় মাখামাখি হয়ে পৃথিবীতে আসবে। তার কোষগুলো হবে ভালবাসার। তার ভালবাসার হৃদযন্ত্র পুরো শরীরে ভালবাসা ছড়িয়ে দেয়ার দায়িত্ব নিয়েছে। কী চমৎকার বেঁচে থাকা তোমাদের! কী দারুণ জীবন সাধনা!
©somewhere in net ltd.