নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

::::::::::::অতি সাধারন একজন...

আমি মনে প্রাণে একজন মুসলিম। ঘৃণা করি ধর্ম বিদ্বেষী নাস্তিকদের এবং ধর্ম ব্যবসায়ী ছাগু তথা উগ্রবাদীদের। ক্যঁচাল পছন্দ করিনা ।।

যুবায়ের

যখন যা মাথায় আসে লিখে ফেলি।

যুবায়ের › বিস্তারিত পোস্টঃ

যুবায়েরের বিয়া!!B-):) অতঃপর শ্বশুড়ালয় থিকা পশ্চাদগমন:P:P…(রম্য -তয় অবিবাহিতদের না পড়াই ভালো).

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০



ছবি-গুগল থেকে।



২০০৪ সালের এপ্রিল মাস। রোজ বুধবার গেরামের বাড়ি থিকা মোবাইলে কল আইলো!!

আম্মায় কথা শুরু করলো পরথমে কেমন আছো? ব্যবসা বাণিজ্যর হাল-হকিকত জিগাইলো হেরপর কয় তোমার নানায় কথা কইবো:|:|



নানায় ফোন ধইরাই কয় আগামী বৃহঃবার বাড়ি আইতে ওইবো একখান দরকার আছে:-*:-*

আমি জিগাইলাম কিয়ের দরকার??;);)

নানায় কয় হেইডা বাড়ি আইলেই টের পাইবা??X(X(

কলিজাখানা কিণ্ঞ্চিৎ শুকাইয়া গেলো!!!/:)/:)

মনে মনে ভাবতাছিলাম আমিতো স্বজ্ঞানে কোন খ্রাপ কাম করিনাই?? তাইলে হডাৎ কৈরা জরুরী তলব কেন??..:((:((

আয়তুল কুরসী পইড়া বুকে তিনবার থু দিয়া তিনখানা টোকা মারিলাম!!

আল্লায় জানে কপালে না জানি কি অপেক্ষা করতাছে:((:((



বৃহঃবার সকাল থিকাই মনডা কেমুন জানি করতাছে!!/:)

অন্তরাত্না বারংবার কম্পন হইতাছিলো!!:|

দুপুর পর্যন্ত দেকানেই আছিলাম হের পর বাসায় যাইয়া ব্যগ গুটাইয়া ৩ টার বাসে গেরামের বাড়ি রওয়া দিলাম!/:)

বাস চলতাছে তয় মোর মনে কিণ্ঞ্চিৎ চিন্তার উদ্রেক হইতাছিল!!

বাড়ি পৌছঁলাম রাত্রী ৮ টার দিকে!!

আম্মারে জিগাই কিছু কয়না!!:-*

ছোডু ভাইদুইডারে জিগাইলাম হেরাও কয়না খালি মুচকি মুচকি হাসে!! :-*:-*চিন্তার রাজ্য আরো গতিময় ওইয়া গেলো!!/:)/:)

রাইতের ভাত খাইয়া শুইয়া পড়িলাম!! ঘুমের কাম আইজগ্য শেষ!! চিন্তায় ধরিয়াচে!! খালি এপাশ ওপাশ করিতাছিলাম!! ইতিমধ্য রাইত ১১ টার দিকে বাসের শব্দ পাইয়া উঠিলাম!!

আমগো গেটেই শব্দ ওইতাছিলো!!

গেট খুলিয়া দেখি একমাত্র বোন আর তার স্বামী ঢাকা থিকা আসলো!!

এইবার অন্তরাত্না বেশি করিয়া কম্পন শুরু ওইলো!!:((:((

বোন ভাগ্নের সাথে দুচার কথা কইয়া আবারো শয়ন করিলাম!!X(



সকালে ঘুম থিকা উইঠা খাবার খাওয়ার পরে বোন কইলো ভাইয়া চুল দাড়ি কাইটা আইসো দুপুরে একটা বিয়া বাড়িতে যাইতে ওইবো!!;)

শুনিয়া অন্তরাত্নার কম্পন কিছুটা কমিলো!!:D

বন্ধুদ্বয়কে তলব করিয়া ওদের সাথে নিয়া সেলুনে গমন করিয়া চুল দাড়ি কামাইয়া বাড়িতে আইসা গোসল কইরা জুমার নামাজে গেলাম:)

নামাজ শেষে বাড়িতে আসিয়া দেখি বাড়ি ভর্তি মানুষ!!B-)

সবাই নতুন কাপড় পড়িয়া রেডি!!:)

আমারেও নতুন কাপড় পড়িতে বলিলো!! সাট প্যন্ট পড়িয়া রেডি ওইলাম!! যদিও পাণ্ঞ্জাবী পায়জামা পড়ার হুকুম আসিলো হের পরেও পড়িলামনা!! আমি আন্দাজ করছিলাম কুনু বিয়ার দাওয়াত খাইতে যাচ্ছি!!B-)B-)



চারখানা মোটরবাইক নিয়া রওয়ানা হইলাম!! আমি ড্রাইভ করতাছিলাম একখানা!!

আমার পেছনে ভগ্নিপত্নি বসিয়া ছিলেন!! তিনি রাস্তার লোকেশন বলিয়া দিলেন আমি চালাইতাছিলাম!! অতঃপর রাস্তার ডানদিকের বাড়িতে যাইতে কইলো!! গাড়ি থামাইলাম!! ওইবাড়িতেও মানুষজন ভর্তি!!:|:|

আমগোরে আটজনকে বসতে দিলো একটা কামরায়!!

বসিয়া গল্পগুজব করতেছিলাম!! কিছুক্ষণের মইধ্য দেখি ভ্যনযোগে আমাদের আত্নীয় স্বজন চলিয়া আসিলো!!:-*:-*

ভ্যনে নানার হাতে একখানা সুটকেস দেখিয়া হ্রদকম্পন বাড়িয়া গেলো!! X((X((

তাইলে কি ধরা খাইলাম নাকি??.. X((

মনে ওইতাচে বলির পাঠা আইজগ্য আমিই!!:((:((

আল্লায় জানে মাইয়া দেখতে কেমুন!!/:)

স্বভাব চরিত্র কেমুন!!/:)

বদরাগী নাকি ঠান্ডমেজাজী!!/:)




খেয়াল কৈরা দেহি সামনে সরবত চলিয়া আইছে!!

দ্রুত সরবত চুমুক মারিয়া শেষ করলাম!!

সামনে বিভিন্ন প্রকারের মিষ্টি, ফল, ট্রে ভরিয়া আসিলো!!;)

সবাই খাইতেছিলো!!:D

টেনশনে দফা মোর রফা!!!:((:((

হেরপর শাড়ী পড়িয়া লম্বা ফর্সা হালকা পাতলা একটা মাইয়া আইসা দাড়াইলো!!:P

নানায় বসতে কইলে বসিলো!!

সবাই কুরবাণীর গরু দেখার মতো দেখতে শুরু করলো হ্যরে!!X(X(

আমি লাজুকভাবে মাথা নিচু কইরা ভাবতাছি কেমনে সটকে পড়া যায়!! :P:P

এদিকে মাইয়ারে নানান কিছু জিজ্ঞাসা করতাছিল মাদবরেরা!!X( সুরা ফাতিহা কও দোয়ায় কুনুত কও!! কয়ভাই বোন!! নাম ঠিকানা কাগজে লেখো!! একটুকু হাটোতো দেখি!! এইরাম প্রশ্নোত্তর পর্ব:-/:-/



ইতিমধ্য কাজী সাহেব উপস্হিত হইলেন!! :((X(

নানায়, ভগ্নিপত্নি আর বোন আমারে ডাইকা পার্শে নিয়া জিগাইলো মাইয়া পছন্দ ওইছে??:-*

খালি কইলাম এত নাটক করবার কইছে কেডা??X((

আগে কইলে চুইচারজন বন্ধু বান্ধব লইয়া আইতাম!!

এমন চুরি কইরা বিয়া আমি করুমনা!!X#
(:P

নানায় কয় তোমার মা তোমার বোন তোমার ভগ্নিপত্নি আর আমি দেইখ্যা মাইয়া পছন্দ করছি!! তোমার মা বোন কি তোমার খারাপ চাইবো??X((

আমি বল্লাম খ্রাপ চাইবো ক্যন, ভালাই চাইবো তয় আমারে জানায়া মাইয়া ঘরোয়া পরিবেশে দেখাইয়া বিয়ার আয়োজন করলেইতো ওইতো??

এত ইন্দুর বিলাই খেলার দরকার কি আছিলো??:P

নানায় কয়-” বলদের কাছে শুইন্না হাল জুরুম নাকি??” বলদতো না করবোই!!X(X((

মেজাজটা চরম খ্রাপ ওইলো!!X((

নানার বেডা নানা কয় কি?..X((

যারে লইয়া সংসার করতে ওইবো আমার অথচ তারে নাকি আমার পছন্দের দরকার নাই??
./:)

. খারাও খালি ফাঁক খুজতাছি মাতুব্বগো মাতবারী ছুডানের!!X((

আমারে পাহারা দিয়া নিয়া সেইঘরে আবার বসানো হইলো!!:((

ঘরের জানালাগুলি দিয়া কতজোরা চোখযে আমারে দেখতাছিল…আল্লায়ই জানেন!!:-*



কাজী সাহেব রেজিষ্টিনামা আগায়া দিলেন খসখস কৈরা সই কইরা দিলাম!! কাহিনী করুম পরে আগে মানুষজন কমুক!!:P

খাবার পর্ব শেষ ওইলে আমাদের পক্ষের লোকজন চইল্লা গেল!!

নানায় ফন্দি ফিকির করতাছে এই আসরেই মৌলানা ডাইক্কা বিয়াডা পড়ায়া দিবার!!:((

এরমধ্য আমারে বাড়ির অন্দর মহলে নিয়া গেলেন আমার শ্বাশুড়ী!! পাশাপাশি দুটি সোফায় বসায়া নব দম্পতির ফুডুক তোলা শুরু করছে!!..:P

মাইয়াও চুপ!! আমিও চুপ!!:-/

শ্বাশুড়ী আমাদের মিষ্টি খাওয়াইলেন!! শালা, শালীরা আইসা পরিচয় হইতাছে আমার সাথে!! আসরের নামাজের আজান হৈলো!! সবার সাথে মসজিদে গেলাম নামাজ পড়তে!!

সবাই যখুন নামাজে দাড়াইছে অমনি পাইয়া গেলাম চান্জ!!!:D

বন্ধু একডা মসজিদের বাইরে বিড়ি ফুকাইতাছিলো ওরে কইলাম দোস্ত একটা বিড়ি দে!!

ও কইলো এইডাতো গোল্ডলিফ!! তুমিতো ব্যনসন খাও?? কইলাম হারামজাদা তুই খাবি মুই খামুনা??X( গাড়ি ষ্টাটদে? সামনে দোকান আছে ওইহান থিকা কিন্না খামু চল!!X((মটর বাইক লইয়া বিড়ি কিন্না ড্রাইভিংয়ে বইসা দিলাম এক ছ্যছড়া টান!! ১৪ কিলো দুরে কড্ডায় চৈল্লা আইলাম!!:)

বন্ধু কয় দোস্ত কোনহানে যাইতাছো?? কইলাম চুপ কর যমুনার বাতাস খামু ইকোপার্কে বইসা!! B-)

কড্ডারমোড়ে বইসা একটা চা খাইলাম!! রাস্তার দিকে দেখতাছি রংপুরগামী খালেক এন্টার প্রাইজ কখন আইসে!! (তখন রাস্তার ভিআইপি বাস খালেক ছিলো) যখন দেখলাম খালেক আইসা পড়ছে তখন বন্ধুডারে কইলাম একটা বিড়ি কিন্না ধরায়া আন তারাতারি??;) বন্ধু বিড়ি কিনবার গেলে সিগন্যল দিলাম বাস আসিয়া থামিলো। আমি বাসে চড়লাম বন্ধু দেখি দৌড়ায়া আইতাছে!!

কয় কুথায় যাও??

আমিতো বিপদে পড়ুম!! তোমার নানায় মোরে ঠ্যন্গানি দিবো??
:((

কইলাম আমার মোবাইলে কল দিবার কইস কতা আমি কমুনে!!X((

বাস ছাড়িলো রংপুরের উদ্দেশ্য…..



রংপুরে নামিয়া মুবাইল অন করলাম হের পর নতুন শ্বশুরবাড়িতে মিয়াভায়ের নাম্বারে কল দিয়া জানায়া দিলাম আমি বাসায় চইল্ল্যা আইছি,:) মুরুব্বীরা বিয়ার দিন তারিখ ঠিক করলে আয়োজন কৈরা বিয়া ঘুরানো হইবে!! নো টেনশন!!B-)

হেরপর বাড়িতে ফোন কৈরা মায়রে কইলাম তোমার বাপ বেশি মাদবরী দেখায়??

এখন ঠেলা সামলাইবার কও??

আমি আর বাড়ি আসতাছিনা!!

মায়েতো ডরাইছে!! কান্দাকাটি শুরু করছে!!:|

হেরপর ভগ্নিপত্নিরে কইলাম বিয়া করুম আয়োজন কৈরা এমন চুরি কইরা না!! হেরজন্নই পলায়ন করছি বুজলা??X((

হেয় কয় আগে কইলেতো আপ্নেরে আমিই কড্ডায় রাইখা আইতাম!!:D

মনে মনে কই কতযে রাখতা!!...পারলে নানার লগে দড়ি নিয়া বাইন্ধ্যা রাখতা!!
;)



এরপর ২৮ দিন পর বিয়ার আয়োজন করে বউ ঘরে আনছি প্রায় প্রতি রাইতেই কথা কইছি মুবাইলে বউয়ের লগে!!:P মিয়াভায়ের মুবাইল রাইত ওইলেই বউয়ের হাতে চৈল্লা আইতো হেরপর দুইডা মিসকল দিতো তারপর কলব্যক কইরা কথা কইতাম যতক্ষণ তিনশত টাকার কার্ড শ্যষ না ওইতো!!..:P





(পলায়ন করিয়াছিলাম ২ডা কারনে ১. বিয়া জীবনে একটাই!! ধুমধাম কৈরা বিয়া করুম এমন চুরি কইরা না। ২. নানারে ইট্টু সাইজ করনের লাইগ্য.. বেডায় আমারে মাইয়া না দেখাইয়া বিয়ার আয়োজন করছে!!)







উৎসর্গ-ব্লগার ঘুড্ডির পাইলট

মন্তব্য ১৪৬ টি রেটিং +৩২/-০

মন্তব্য (১৪৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২

জাকারিয়া মুবিন বলেছেন: আমি ফার্স্ট। এইবার পড়তে যাই। :) :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

যুবায়ের বলেছেন: ধন্যবাদ জাকারিয়া মুবিন ভাই।
পড়েন তারপর প্রতিক্রিয়া জানায়েন ;) ;) ;)

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

তামিম ইবনে আমান বলেছেন:
প্লাস

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

যুবায়ের বলেছেন: পিলাচের জন্য ধন্যবাদ ভাই-
তামিম ইবনে আমান।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

ঘুড্ডির পাইলট বলেছেন:

আহারে ভাই আপ্নের আর আমার কাহিনিও প্রায় ছেইম শুধু পার্থক্য আপ্নের অইকানে ছিলো নানা আর আমার আছিলো আমার বাপে । আমি একবার পলাইছিলাম অপিসে যাওনের কথা বইলা । লেখার

ইসটাইল ভালা পাইলাম ।



পরথম পিলাচ লন ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

যুবায়ের বলেছেন: ধন্যবাদ ঘুড্ডির পাইলট ভাই।

হায়! হায়রে....আপ্নেওতো আছিলেন আমারি মতুন একখান বদ বান্দর পোলা!! তয় আপ্নে পলানোর সুযোগ পাইছিলেন আর আমি পাই নাইক্ক্য!!
আর আমার বাবা বাইচা নাই দেইক্ক্য নানায় মাদবরী কইরা আমারে মাইনক্যর চিপাই ফালাইছিলো!!..

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২

ইন্সিত বলেছেন: হেব্বি হইছে.... এক নিঃশ্বাষে পড়ে শেষ কল্লাম।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১

যুবায়ের বলেছেন: ধন্যবাদ ইন্সিত।
পাঠে কৃতজ্ঞতা
ভালো থাকবেন
শুভকামনা...

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩

ঘুড্ডির-পাইলট বলেছেন: বিয়ার আগে আমার আব্বার একটা কমন ডায়ালোগ আছিলো ।

" হারাম জাদায় ছুট বেলায় মুসলমানির ডড়ে পলাইতো , আর অখন বিয়ার ডড়ে পলায় "


=p~ =p~ =p~ =p~ =p~

৪নং ভালো লাগা দিলাম।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

যুবায়ের বলেছেন: এইডা ভাই কি হুনাইলেন হাসতেই আছি =p~ =p~ =p~ =p~ =p~

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

ঘুড্ডির পাইলট বলেছেন:
এই খানে একটা রহইস্য আছে ।

এইবারে রহইস্যটা কি বলেন তো ভাই ? ;)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

যুবায়ের বলেছেন: হ ভাই রহস্য একখান আছে।
বুজতারতাছি....
তয় বেবাগের মইদ্ধ্য হেইডা কইতারিনা..

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৫

বাংলার হাসান বলেছেন: ঘুড্ডির পাইলট বলেছেন:
এই খানে একটা রহইস্য আছে ।

এইবারে রহইস্যটা কি বলেন তো ভাই ? ;)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২১

যুবায়ের বলেছেন: রহস্য একখান আছে ভাই ধইরালাইছি....
তয় বেবাগের মধ্য কইতারিনা..

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৬

নিরপেক্ষ মানুষ বলেছেন: ;) ;) লিঙ্কু দিবার আগেই পইড়া ফেলাইছি।আফনে দেহি বহুত ইবলিশ।হেইদিনের তোলা একখান ফডুক দিতে পারলেন না...

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

যুবায়ের বলেছেন: ধন্যবাদ নিরপেক্ষ মানুষ।

আপ্নে তাইলে সামুর পরথম পাতায় নজরদারী করতাছিলেন।
ইবলিস :P :P কইয়ালাইলেন ভাই
তয় বহুৎ ত্যদড় আছিলাম আগে ;) ;)

আর হুর গেলেমানগো ফডুক দেক্তেঅয়না ভাই

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

মাক্স বলেছেন: বিয়া করতে মুন্চায় /:) /:) /:) /:) /:) /:)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২

যুবায়ের বলেছেন: বিয়া করবার মুন্ঞ্চাইলে কইরালান!!..
তয় দিল্লিকা লাড্ডুর কথা মনে রাইখেন

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:
নানায় কয়-” বলদের কাছে শুইন্না হাল জুরুম নাকি??” বলদতো না করবোই!!


নানায় কথা এক্ষান জব্বর কইছে


পুষ্টে পিলাচ লন

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪

যুবায়ের বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব ভাই।

আদ্রিতা নামক একটা মাইয়ারে বহুত পেয়ার করতাম একসময়!!..
আদ্রিতাও মোরে বহুত পেয়ার করতো........
বিপত্রিডা ঘটিলো আমার বাবা মারা যাওয়ার কয়েকদিন পরে আদ্রিতার জেঠা এবং হের
পরিবার এক প্রকার জোর করেই আদ্রিতারে বিয়ে দিয়ে দেয়!!! আমাদের পরিবারের ইচ্ছা আছিল
আদ্রিতারে বাড়ীর বৌ করার!! কিন্তু ঘটনাডা আমাদের অজান্তেই ঘটে!!
আমি মানুষটা একঘেয়ে বদরাগী!!! সিদ্ধান্ত নেই জীবনে বিয়াই করুমনা!!!!...
তাই আমার পরিবার আর নানায় মিল্ল্যা আমারে চিপায় ফালাইয়া বিয়া করায়!!...

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

এ.ডি.এম শাফী বলেছেন: হেঃ হেঃ সেরের উপ্রে দেহি সোয়া সের! কঠ্ঠিন হৈছে!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২২

যুবায়ের বলেছেন: ধন্যবাদ এ.ডি.এম শফী ভাই।
তাই নাকি ভাই!!
;) ;) ;)

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

এ.ডি.এম শাফী বলেছেন: ভাইজান দেহি দেশি মানুষ,কোন উপজেলায় বাড়ি?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৯

যুবায়ের বলেছেন: ভাই বেলকুচি উপজেলা
এনায়েতপুরের নিকটে...

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

গ্রাম্যবালিকা বলেছেন: ওরে, এক্কেরে ফিল্মি ইস্টাইল!! :D

এরপর ২৮ দিন পর বিয়ার আয়োজন করে বউ ঘরে আনছি প্রায় প্রতি রাইতেই কথা কইছি মুবাইলে বউয়ের লগে!! ;)

এইটুক বেশি মজার পার্ট!

ভালোলাগা। :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৮

যুবায়ের বলেছেন: ধন্যবাদ গ্রাম্যবালিকা।

অনেকটা ফিলিমের ইসটাইল বটে!! তয় ঘটনাখানা সত্য!!
২৮ দিন বউযের লগে মোবাইলে পেরেম করার অভিজ্ঞতা
হইছে।

১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: এক্কেরে ফিল্মি ইস্টাইল!! =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
+++

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৯

যুবায়ের বলেছেন: ধন্যবাদ কামরুল ইসলাম (সুমন)

অনেকটা ফিল্মিষ্টাইলের ঘটনা!!

১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬

শূন্য পথিক বলেছেন: মচৎকার! :D :D

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২

যুবায়ের বলেছেন: ;) B-) ;)

১৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭

শীলা শিপা বলেছেন: নানায় কয়-” বলদের কাছে শুইন্না হাল জুরুম নাকি??” বলদতো না করবোই!! B-) :-B :-B :) :) :D :D B-) B-)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯

যুবায়ের বলেছেন: আপ্নেও দেহি নানার মতন কন :P :P
তাইলে ঘটুনাডা শুনেন আগে..
আদ্রিতা নামক একটা মাইয়ারে বহুত পেয়ার করতাম একসময়!!..
আদ্রিতাও মোরে বহুত পেয়ার করতো........
বিপত্রিডা ঘটিলো আমার বাবা মারা যাওয়ার কয়েকদিন পরে আদ্রিতার জেঠা এবং হের
পরিবার এক প্রকার জোর করেই আদ্রিতারে বিয়ে দিয়ে দেয়!!! আমাদের পরিবারের ইচ্ছা আছিল
আদ্রিতারে বাড়ীর বৌ করার!! কিন্তু ঘটনাডা আমাদের অজান্তেই ঘটে!!
আমি মানুষটা একঘেয়ে বদরাগী!!! সিদ্ধান্ত নেই জীবনে বিয়াই করুমনা!!!!...
তাই আমার পরিবার আর নানায় মিল্ল্যা আমারে চিপায় ফালাইয়া বিয়া করায়!!...

১৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৮

আমড়া কাঠের ঢেকি বলেছেন: আগে পিলাস লন হেরপর পইড়া মন্তব্য করতাসি+++++

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৪

যুবায়ের বলেছেন: পিলাসেন জন্য এককেজি ধইন্যাপাত দিলাম-
আমড়া কাঠের ঢেকি ভাই।

১৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪

আমড়া কাঠের ঢেকি বলেছেন: আপ্নোতো মিয়া বহুত ত্যদড় আছিলেন
বিয়া করবার যাইয়াও অকাম করছেন
আপ্নে আসলেই মালে ওয়ান পিছ!!!!!!!!!

তয় রম্য পইড়া হাসতেই আছি ....

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩

যুবায়ের বলেছেন: হ ভাই একরকম ত্যদড় আছিলাম!!..
এইডা কি কইলেন আপ্নে আসলেই মালে ওয়ান পিছ!!!!!!!!! :P :P
হাসুন পরানডা ভইরা....তয় সাবধান মাছি যেন মুখের ভিত্রে না ঢুইক্ক্য যায়..
=p~ =p~ =p~ =p~ =p~

১৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮

যুবায়ের বলেছেন: খাইচেরে!!!!!!!!!!!
ল্যপটপের চার্জতো শেষ হইয়া গেলো!!
কারেন্ট নাই তিন ঘন্টার উপ্রে!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

যুবায়ের বলেছেন: এতক্ষণে কারেন্ট আইলো!!...
আগে ল্যপিরে চার্জ কইরা লই
হের পর রাইতে রিপ্লাই দিমু..

২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১

এস.কে.ফয়সাল আলম বলেছেন: জব্বর ঘটনা দেখছি :)

পড়ে মজা পাইলাম।

বিয়া জীবনে একটাই!! ধুমধাম কৈরা বিয়া করুম এমন চুরি কইরা না।
---এই কথার সাথে একমত।


++

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২

যুবায়ের বলেছেন: ধন্যবাদ এস.কে.ফয়সাল আলম ভাই।
পাঠে কৃতজ্ঞতা
ভালো থাকবেন
শুভকামনা....

২১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

মিজানুর রহমান মিলন বলেছেন: ১৩ তম ভাল লাগা দিলাম ভাই । খাড়ান পইড়া আসি .

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

যুবায়ের বলেছেন: ধন্যবাদ মিজানুর রহমান মিলন ভাই।

২২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৮

মিজানুর রহমান মিলন বলেছেন: আপনার বিয়ের কাহিনী তো খুবই ইন্টারেস্টিং রে ভাই ! চইলা আইসা একডা কামের কাম করছেন বটে ! কারন বিয়া জীবনে একটাই!! ধুমধাম কৈরা বিয়া করুম এমন চুরি কইরা না

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

যুবায়ের বলেছেন: ঠিক কইছেন ভাই
বিয়া জীবনে একটাই!!
ধুমধাম কৈরা বিয়া করুম
এমন চুরি কইরা না।

২৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

মিজানুর রহমান মিলন বলেছেন: পড়ে ব্যাপক মজা পেলাম । তয় মিয়া আপনেও তো আপনার নানার চেয়ে কম না ! চইলা আসলেন আবার মোবেইলে মজাও মারছেন !!

এরপর ২৮ দিন পর বিয়ার আয়োজন করে বউ ঘরে আনছি প্রায় প্রতি রাইতেই কথা কইছি মুবাইলে বউয়ের লগে!!


:P :P :P

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

যুবায়ের বলেছেন: হ ভাই বউয়ের লগে মুবাইলে
পেরেমের সুযোগ পাইয়াছিলাম
এইডাই বা কম কিসে??

২৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

সুলাইমান হাসান বলেছেন: কাহিনী ফাটাফাটি হইছে ।

B-) B-) B-) B-)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

যুবায়ের বলেছেন: তাই নাকি ভাই!!..
;) B-) ;) B-)

২৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

এক্সপেরিয়া বলেছেন: আপনে তো দেখি বড়ই ইবলিস

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

যুবায়ের বলেছেন: এক্কারে ইবলিস :P :P কইয়ালাইলেন??
তয় ত্যদড় আছিলাম!!

২৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

একজন আরমান বলেছেন:
নানা মশায় জিন্দাবাদ। B-)) B-))

ইসস আমার নানায় যদি আম্রে একটা বিয়া করায় দিতো !
আপচুচ... /:) /:) /:)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২১

যুবায়ের বলেছেন: ধন্যবাদ একজন আরমান।
আপনার নানা নেই ভাই??
আমার বাবা বেচে না থাকায়
নানায় বিয়া করায়া দিছে।

২৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: =p~ =p~ =p~ =p~ :P :P চড়ম হৈছে......

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৭

যুবায়ের বলেছেন: ধন্যবাদ মাহমুদুল হাসান কায়রো ভাই।
পাঠে কৃতজ্ঞতা
ভালো থাকবেন
শুভকামনা.....

২৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

বিডি আমিনুর বলেছেন: ভাই জান আপনার শ্যালী আছে নাকি :P :P :P

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২১

যুবায়ের বলেছেন: হ ভাই শ্যলিকা আছে একখান
তয় খালি ৫ পায় ;) ;)
জে এস সিতেও পাইছিলো
এস এস সিতে গোল্ডেন ফাইভ পাইছে।

২৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: পিলাস পিলাস.... +++

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

যুবায়ের বলেছেন: ধন্যবাদ ভাই।

৩০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

প্রিয়তমেষূ বলেছেন: ঘটনা কি সত্য!!!! ভাই আপনি তো সাংঘাতিক.।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

যুবায়ের বলেছেন: জ্বি আপু সত্যি ঘটনা...

কঠিন বেদ্দব আছিলাম একসময়!!
অখন অবশ্য ঘাড়ত্যড়ামো অনেক কমেছে!!

৩১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

সাধারণমানুষ বলেছেন: কঠিন বিয়া :) :) :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

যুবায়ের বলেছেন: ;) B-) :( :) ;)

৩২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

রীতিমত লিয়া বলেছেন: এত নাটক কৈরা বিয়া করছেন?
তয় হাজার রাগ অভিমান হৈলেও তো ভাবির লগে ফোনালাপ মিস করেন নাই। পোস্টে পিলাচ দিলাম

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১

যুবায়ের বলেছেন: ধন্যবাদ রীতিমত লিয়া।

জোর কৈরা বিয়া করাইছে মাথা থিকা আদ্রিতার ভুত নামানোর জন্য...
হের লাইগ্য এত কাহিনী।

৩৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

রবি কিরণ বলেছেন: নানায় কয়-” বলদের কাছে শুইন্না হাল জুরুম নাকি??” বলদতো না করবোই!!
B-) :-B :-B :) :) :D :D B-) B-

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১

যুবায়ের বলেছেন: আপ্নেও দেহি নানার মতন কন :P :P
তাইলে ঘটুনাডা শুনেন আগে..
আদ্রিতা নামক একটা মাইয়ারে বহুত পেয়ার করতাম একসময়!!..
আদ্রিতাও মোরে বহুত পেয়ার করতো........
বিপত্রিডা ঘটিলো আমার বাবা মারা যাওয়ার কয়েকদিন পরে আদ্রিতার জেঠা এবং হের
পরিবার এক প্রকার জোর করেই আদ্রিতারে বিয়ে দিয়ে দেয়!!! আমাদের পরিবারের ইচ্ছা আছিল
আদ্রিতারে বাড়ীর বৌ করার!! কিন্তু ঘটনাডা আমাদের অজান্তেই ঘটে!!
আমি মানুষটা একঘেয়ে বদরাগী!!! সিদ্ধান্ত নেই জীবনে বিয়াই করুমনা!!!!...
তাই আমার পরিবার আর নানায় মিল্ল্যা আমারে চিপায় ফালাইয়া বিয়া করায়!!...

৩৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

মামুন রশিদ বলেছেন: ওঠ ছোড়া তোর বিয়ে.. খিক খিক :P :P


ধুর এটা হয় নাকি ? আপনি ঠিক কাজ করেছেন ব্রো । আয়োজন করে বিয়েও হলো আর বিয়ের আগে হবু বউয়ের সাথে প্রেমও হলো । ;) ;)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

যুবায়ের বলেছেন: জি ভাই
আয়োজন করে বিয়েও হলো আর বিয়ের
আগে হবু বউয়ের সাথে প্রেমও হলো । ;) ;)

৩৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৭

মুশাসি বলেছেন: জায়গা দখল দিলাম, রাইতে মজা কইরা পড়ুম। ইক্সাম টাইম চলে

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

যুবায়ের বলেছেন: ঠিকাসে ভাই
পইড়েন ;) ;)

৩৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৬

বইয়ের পোকা বলেছেন: বহুত মজা পাইলাম :D :D :D :D :D :D :D :D :D

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮

যুবায়ের বলেছেন: মজা লন ভাই B-)) B-)) B-))

৩৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬

ভিয়েনাস বলেছেন: আপনি যখন পালায়ন করলেন ভাবী তখন কি করলো এইটা তো কইলেন না মিয়া ভাই :D

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

যুবায়ের বলেছেন: আরে ভাই এইডাতো আছিল রেজিষ্ট্রির ঘটনা
আয়োজন কৈরা বিয়া ঘুরানো হইছে ২৮ দিন পর।
আপনার ভাবী আর কি কইবো??
হেরাতো আমারে আগে থিকাই চেনে!!..

৩৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫

নীল-দর্পণ বলেছেন: হা হা হা.....সেরাম কাহিনী =p~

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

যুবায়ের বলেছেন: ধন্যবাদ নীল-দর্পন।
আমার ব্লগে স্বাগতম
ভালো থাকবেন
মনে রাখবেন।।

৩৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

শিপু ভাই বলেছেন:
২০০৪ সালে কাউরে এম্নে ধইরা বাইন্ধা কুরবানী দেয়!!!???!!!


আইচ্ছা, তখন যদি ভাবীরে আপ্নের পছন্দ না হইত তাইলে কি করতেন???


যাই হোক নানায় কামডা ঠিক করে নাই।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০

যুবায়ের বলেছেন: ধন্যবাদ শিপু ভাই।

২০০৪ সালে কাউরে এম্নে ধইরা বাইন্ধা কুরবানী দেয়!!!???!!!
হ ভাই আমারে আমার মা, নানা, বোন, ভগ্নিপতি মিল্ল্যা কুরবাণ দিয়াছে :P :P
আইচ্ছা, তখন যদি ভাবীরে আপ্নের পছন্দ না হইত তাইলে কি করতেন???
কি আর করতাম ভাই!! হয়তো নিশ্চুপ হয়ে ভাগ্যকে মেনে নিতে হতো :( :(
নানায় লোকটা ত্যড়া!! মামারেও এমনে বিয়া করাইছে মামার অমতে!!

৪০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: পুরাই সিনেমাটিক কাহিনী। আমিতো ভাবছিলাম আফনে বিয়া না কইরাই ভাগবেন। তয় ঘুরাইয়া-ফিরাইয়া বিয়াটাইতো করলেন। :-B :-B :-B

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

যুবায়ের বলেছেন: ধন্যবাদ জনৈক গন্ডমুর্খ ভাই।

হ ভাই সিনেমাটিক কাহিনী ওইয়া গেছে!!...
বিয়া করবার ইচ্ছা আছিলোনা
আসলে ছ্যকামাইছিন খাইছিলাম হের লাইগ্য
এত্ত কাহিনী কৈরা বিয়া করাইছে নানায়।

৪১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

*কুনোব্যাঙ* বলেছেন: মজা পাইলাম

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

যুবায়ের বলেছেন: ধন্যবাদ *কুনোব্যঙ*
মজা লন ভাই ;) B-) ;)

৪২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

*কুনোব্যাঙ* বলেছেন: মজা পাইলাম

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

যুবায়ের বলেছেন: ;)

৪৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা হা হা! চরম হইছে +

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

যুবায়ের বলেছেন: ধন্যবাদ আলাউদ্দিন আহমেদ সরকার।
মজা লন ভাই ;) ;)

আপনার ভাবী কিন্তু সরকার বংশের মেয়ে :P :P

৪৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

আহ্‌মুদুল বলেছেন: আমি ভাই খাইতে খাইতে বাইচা গেসিগা, আপনার এই অভিজ্ঞতা নবীনদের কুনো কামে লাগবনা, কারন তারা ডিজুস পুলাপাইন।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

যুবায়ের বলেছেন: হ ভাই হাচাঁই কয়েচেন!!..
তারা ডিজুজ পুলাপাইন =p~ =p~ =p~ =p~

৪৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৫

তুষার মানব বলেছেন: হেব্বি হইসে :-B :-B :-B

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২২

যুবায়ের বলেছেন: ;) ;) ;)
তাই নাকি ভাই!!!

৪৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ঘুড্ডির পাইলট বলেছেন:

আহারে ভাই আপ্নের আর আমার কাহিনিও প্রায় ছেইম শুধু পার্থক্য আপ্নের অইকানে ছিলো নানা আর আমার আছিলো আমার বাপে । আমি একবার পলাইছিলাম অপিসে যাওনের কথা বইলা । লেখার

ইসটাইল ভালা পাইলাম


=p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১১

যুবায়ের বলেছেন: আপ্নেও কি ঘুড্ডির পাইলটের মত করছিলেন?? =p~ =p~ =p~ =p~ =p~

৪৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: বিয়া করবার মুঞ্চাই ;) কিন্তু কেও বুজবার পারে নাহ :(

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪

যুবায়ের বলেছেন: ভাই দেরীনা কৈরা যারে পছন্দ ওয় হেরে বিয়া কৈরালান

একটি দিন যাইতাছেতো জীবন থিকা একটি দিন কইমা যাইতাছে

পারলে আইজগ্যই কৈরালান আর দাওয়াত পামুতে??..

৪৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৫

সিরাজুল বাবু বলেছেন: হেহেহে । গল্প টা পড়ে মজা পেয়েছি । পোষ্টে +++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

যুবায়ের বলেছেন: ;) B-) ;)

৪৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৯

চেয়ারম্যান০০৭ বলেছেন: ভাই কপাল টা আউগান দেখি,আমার কপালের লগে একটা ডলা দেই :) আফনের মিয়া চানকপাল।

আফনেরে ধইরা বাইন্ধা বিয়া দেয় আর আমাগোরে বাপ মা বিয়ার কথা ভুলেও কয়না :(

কৈ যামু ? দুইন্যাডা বড়ই নিষ্ঠুর :(

লেখা ভালো হৈছে,মজাক পাইছি।+

আপনাদের জীবন সুখময় হোক।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮

যুবায়ের বলেছেন: ভাই আপ্নে দ্যশে থাকলে আপনার বিয়ার ঘটকালীখানা আমিই করিতাম।
আপনার পরিবাররে যেমনে পারি বুঝাইয়া রাজী করাইতাম।
এতদুরে থাকেন যে কপাল আউগাইয়া নাগাল পাইতাছিনা

৫০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৮

খায়ালামু বলেছেন: ভাবছিলাম সবার আগে পড়মু.।।। পড়লাম সবার পরে!!!!! :(
জাউকগা +++++্ লন B-)
""""হেরপর বাড়িতে ফোন কৈরা মায়রে কইলাম তোমার বাপ বেশি মাদবরী দেখায়??
এখন ঠেলা সামলাইবার কও??
আমি আর বাড়ি আসতাছিনা!!
মায়েতো ডরাইছে!! কান্দাকাটি শুরু করছে!!:| """" পুরাই অচাম B-)) B-))
আর শেষ পর্যন্ত অনারেই ঘরেআঞ্ছেন ভাইবা পুলকিত হইলাম :P :P =p~ =p~

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮

যুবায়ের বলেছেন: ভাই এগুলি কথা মনে ওইলে এখনো নিজে নিজেই হাসি।
আসলে বহুত ত্যদড় আছিলাম
হেরপর বাড়িতে ফোন কৈরা মায়রে কইলাম তোমার বাপ বেশি মাদবরী দেখায়??
এখন ঠেলা সামলাইবার কও??
আমি আর বাড়ি আসতাছিনা!!
মায়েতো ডরাইছে!! কান্দাকাটি শুরু করছে!! """" পুরাই অচাম
আর শেষ পর্যন্ত অনারেই ঘরেআঞ্ছেন ভাইবা পুলকিত হইলাম
;) ;)

৫১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২১

নিয়েল ( হিমু ) বলেছেন:
খিগজ খিগজ খিগজ :P :P

ভাবিসাবের ছুডু বৈনডা কেমুন আছে ? :!> :!> :!>

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩

যুবায়ের বলেছেন: হ ভাই ভালাই আছে আপ্নের ভাবীসাবের ছোডু বোইন ;) ;)

৫২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৭

সুখ নাইরে পাগল বলেছেন:
উরি খাইছেরে
++++++++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫

যুবায়ের বলেছেন: =p~ =p~ =p~

৫৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭

জাকারিয়া মুবিন বলেছেন: রম‍্য ভালা হইছে। মজাক পাইলাম।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭

যুবায়ের বলেছেন: মজা লন ভাই :P :P :P

৫৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০

সালমাহ্যাপী বলেছেন: ঘুড্ডির-পাইলট বলেছেন: বিয়ার আগে আমার আব্বার একটা কমন ডায়ালোগ আছিলো ।

" হারাম জাদায় ছুট বেলায় মুসলমানির ডড়ে পলাইতো , আর অখন বিয়ার ডড়ে পলায় " =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~



আপনার লেখাও চ্রম হইছে !! আপনার নানারে লাল সালাম :P :P

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪

যুবায়ের বলেছেন: ধন্যবাদ সালমাহ্যপী।
কিন্তু নানারেযে মুই দেক্তারিনা চুই চউক্খে
নানায় মোর লাইফটা এক্কারে হেল বানায়া দিসে!!

৫৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:
আদ্রিতার সাথে কি এখনও দেখা হয় ?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭

যুবায়ের বলেছেন: ভাই আদ্রিতা এখন একজন শিল্পপতির স্ত্রী। তার স্বামী গ্রুপ অব ইন্ডষ্ট্রির মালিক। শুনেছিলাম তার স্বামীর ক্যরেকটার লুজ হওয়ায় আদ্রিতা তাকে ডিফোর্স দিয়েছিল ৬ মাস পর আবার সেই স্বামীর সাথে বিয়ে হয় নতুন করে। এখন কি অবস্হা তা জানিনা।

দেখাতো অবশ্যই হতো কিন্তু আমি নিজেই দেখা যাতে না হয় সেইভাবে চলাফেরা করি। যখন গ্রামের বাড়ি যাই তখন নিজের বাড়িতে থাকিনা থাকি শ্বশুরবাড়ি। নিজের বাড়ি গেলে রাতের আধারে চুপিসারে শ্বশুরের মোটরবাইক নিয়ে যাই সবোচ্চ ১ ঘন্টা থেকে চলে আসি।

চাইনা সেই তুষের আগুনে নতুন করে তুষ দিয়ে নিজেকে দগ্ধ করতে!!..

৫৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

অহন_৮০ বলেছেন: মজাই লাগছে

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

যুবায়ের বলেছেন: মজা লন ভাই ;) B-) ;)

৫৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

মেহেরুন বলেছেন: ++++++্

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫

যুবায়ের বলেছেন: পিলাচের জন্য ধন্যবাদ মেহেরুন আপু।

৫৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

আমি বাঁধনহারা বলেছেন:
খুব মজার কাহিনী।খুব ভালো লাগল।
++++++++++++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১০

যুবায়ের বলেছেন: ধন্যবাদ কবি বাঁধনহারা
পাঠে কৃতজ্ঞতা
ভালো থাকবেন
শুভকামনা....

৫৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

শাহরিয়ার রিয়াদ বলেছেন:
আপনি পালানোর পর আপনার বউয়ের স্ট্যাটাস কি ছিল????

তবে পুরাই অ্যাডভেঞ্চার।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫

যুবায়ের বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার রিয়াদ।

সব কথাতো বলা যায়না ভাই!!..
তবে উদ্বিগ্ন ছিল।

৬০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

আমিতপু বলেছেন: জটিলস!!! নানারে ভালই ধোলাই দিছেন। ;) ;) ;)


কিন্তু আমাগো ভাবীজানের দোষ কি??? উনারে টেনশনে ফালাইলেন ক্যান???

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

যুবায়ের বলেছেন: জি ভাই নানারে আচ্ছামত সাইজ দিছিলাম ;) ;)

নানারে সাইজ দিবার যাইয়াইতো আপ্নে ভাবীরে টেনশন করতে ওইছে।

তয় লাভ হইছে একটা হবু বউয়ের লগে মোবাইলে পেরেম করা এবং ধুমধাম কৈরা বিয়া করার। :) :)

৬১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

একিউমেন বলেছেন: ++++++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬

যুবায়ের বলেছেন: ধন্যবাদ একিউমেন।

৬২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭

কেএসরথি বলেছেন: ++++++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

যুবায়ের বলেছেন: ধন্যবাদ কে এসরথি।
ভালো থাকবেন
শুভকামনা.....

৬৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬

সিয়ন খান বলেছেন: +++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

যুবায়ের বলেছেন: ধন্যবাদ সিয়ন খান।।

৬৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

অপরাজিতা নীল বলেছেন: ++++++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২

যুবায়ের বলেছেন: ধন্যবাদ অপরাজিতা নীল।

৬৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪

ইখতামিন বলেছেন: ২৯তম ভালো লাগা.


যুবায়ের ভাই.

আপনি না ১৯৯৪ সালে ছোট বাচ্চা ছিলেন?
২০০৪ সালেই বিয়ে করলেন?


সবচেয়ে ভালো লাগা লাইন.--------------

তাইলে কি ধরা খাইলাম নাকি??
.. X((
মনে ওইতাচে বলির পাঠা আইজগ্য আমিই!! :(( :((



এখন কেমন আছেন?
;) B-)) B-)) :P

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

যুবায়ের বলেছেন: ধন্যবাদ ইখতামিন ভাই।

আমার জন্ম ১৯৮০ তে ৯৪ সালে ১৪ বছর বয়স ছিলো।
২০০৪ এ ২৪ বছর বয়সে আমার পরিবার আমাকে কুরবাণী (বিয়ে) দেয়।

৬৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮

খায়ালামু বলেছেন: আদ্রিতা নামক একটা মাইয়ারে বহুত পেয়ার করতাম একসময়!!..
আদ্রিতাও মোরে বহুত পেয়ার করতো........
বিপত্রিডা ঘটিলো আমার বাবা মারা যাওয়ার কয়েকদিন পরে আদ্রিতার জেঠা এবং হের
পরিবার এক প্রকার জোর করেই আদ্রিতারে বিয়ে দিয়ে দেয়!!! আমাদের পরিবারের ইচ্ছা আছিল
আদ্রিতারে বাড়ীর বৌ করার!! কিন্তু ঘটনাডা আমাদের অজান্তেই ঘটে!!
আমি মানুষটা একঘেয়ে বদরাগী!!! সিদ্ধান্ত নেই জীবনে বিয়াই করুমনা!!!!...
তাই আমার পরিবার আর নানায় মিল্ল্যা আমারে চিপায় ফালাইয়া বিয়া করায়!!... B-)) B-)) B-)) :-P

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪

যুবায়ের বলেছেন: জ্বি ভাই হাচাঁই কইতাচি!!

৬৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

ফার্ুক পারভেজ বলেছেন: ঘটনা কি হাছানি? ;) নাকি শুধু গল্প ?

১৮ ই মে, ২০১৩ রাত ১১:৩৯

যুবায়ের বলেছেন: হাচাঁই কইতাছি ভাই...

৬৮| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১২

মেহেদী হাসান মানিক বলেছেন: আমি অবিবাহিত তাই পরিনাই কি জানি লেখছেন :-B :-B :-B :-B :) :) :) :) :)

২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৮

যুবায়ের বলেছেন: পড়ে যখন ফেলছেন তখন আর কি করার আছে :-P

৬৯| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩০

শান্তির দেবদূত বলেছেন: খাইছে! আপনি তো দেখি ডেঞ্জারাস লোক ভাই! ভয়াবহ কাজ করছেন! মাই গড!

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

যুবায়ের বলেছেন: ধন্যবাদ ভাই
একসময় ডেন্জারাস ছিলাম

৭০| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯

জেরিফ বলেছেন: ++++++++++

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

যুবায়ের বলেছেন: পিলাচের জন্য ধন্যবাদ ভাই।

৭১| ১২ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

লাবনী আক্তার বলেছেন: =p~ =p~ =p~

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

যুবায়ের বলেছেন:

৭২| ২৭ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

একজন ঘূণপোকা বলেছেন:
সেই মজার বিয়া ছিলো তো আপনার ;)

সত্যিই স্কচ টেপ লাগানোর মতই একটা পোস্ট



প্লাস প্লাস

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৯

যুবায়ের বলেছেন: জী ভাই
তয় ঘাড় ত্যড়ামির জন্য বিয়াডা আনন্দময় হয়েছিল।

৭৩| ২৭ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:১২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: হে হে হে বিয়াত করলেন শেষ মেষ তবে এত্ত নাটক করলেন যে, নানাকে শিক্ষা দেয়নের লাগি না গোপনে মুবাইলে প্রেম করনের লাগি!!!

১৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১০

যুবায়ের বলেছেন: সে আর বলতে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.