নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

::::::::::::অতি সাধারন একজন...

আমি মনে প্রাণে একজন মুসলিম। ঘৃণা করি ধর্ম বিদ্বেষী নাস্তিকদের এবং ধর্ম ব্যবসায়ী ছাগু তথা উগ্রবাদীদের। ক্যঁচাল পছন্দ করিনা ।।

যুবায়ের

যখন যা মাথায় আসে লিখে ফেলি।

যুবায়ের › বিস্তারিত পোস্টঃ

জীবনে প্রথম ভোট প্রদান অতঃপর আইন শৃংখ্বলাবাহিণীর দাবড়ানি খেয়ে হবু শ্বশুড়বাড়িতে পশ্চাদগমন..

২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৫



ছবি-গুগল থেকে।





২০০১ সালের ১লা অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনে জীবনে প্রথম ভোট প্রদান করেছি। ভোটকেন্দ্র গিয়ে সাত সকালেই ভোটাধিকার প্রয়োগ করলাম। ভোট দেয়া শেষে বাড়ি চলে এলাম। বাড়ির সামনে রাস্তার পার্শে আমগাছের নিচে চেয়ার নিয়ে বসে হুমায়ুন আহমেদের মিসির আলী বিষয়ক বই পড়ছিলাম। মাঝে মাঝে রাস্তায় টহল দিচ্ছিল সেনাবাহিনীর গাড়ি। ভোট কেন্দ্র আমাদের বাড়ি থেকে ৫০০ গজ দুরত্বে তবে আদ্রিতাদের বাড়ির সন্মুখে। জোহরের আজান হলে আব্বার সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করে বাড়ি এসে পরিবারের সবার সাথে ভাত খেয়ে বিছানায় গা এলিয়ে দিলাম।কখনযে ঘুমিয়ে পড়েছি তা নিজেই জানিনা। ঘুম ভাঙলো আসরের আজান শুনে।



মসজিদে গিয়ে আসরের নামাজ আদায় করে বাড়ি চলে এলাম। বাড়ি এসে দেখি দুজন বাল্যবন্ধু বসে আছে।

ওদের জিজ্ঞাসা করলাম কিরে কোথাও যাবি?.. ওরা বললো জ্বি ভোটকেন্দ্রে ৫:০০ টার পর ভোট গণণা শুরু হবে আমাদের কেন্দ্রে কে পাশ করে তা দেখতে যাবো চলো। আমি বললাম ভোটকেন্দ্রের আশেপাশে ১৪৪ ধারা জারী করেছে সেনাবাহিনীর টহল চলছে এরমধ্য কেন্দ্রের আশে পাশে যাওয়া ঠিক হবেনা। ওরা বললো কিছুই হবেনা আমরা দুর থেকে দেখবো যখন ফলাফল ঘোষণা করে তখন শুনে চলে আসবো। বললাম ঠিক আছে একটু দাড়া বাড়ির ভিতর থেকে আসি।



বাড়িতে ঢুকে কালো জিন্স পড়ে লাল রঙের কট কাপড়ের ফুল সার্টখানা গায়ে চাপিয়ে মুখে একটু ভিকো ক্রিম মেখে বের হলাম বন্ধুদের সাথে। হাটতে হাটতে ভোটকেন্দ্রের সামনের রাস্তায় এসে দাড়ালাম। শুনলাম ভিতরে ভোট গণনা চলছে… রাস্তার পার্শে অনেক লোকজন দাড়িয়ে আছে আমাদের মতোই। হঠাৎ কে যেন বললো আর্মির গাড়ি আসতেছে শুনে সকলে দৌড়াতে শুরু করলো আমি সাধারন পথচারীর মত হেটে হেটে এনায়েতপুরের দিকে চলতে লাগলাম। কিছুক্ষণ পরে বন্ধুযুগল এসে বলে ওই মিয়া তুমি ডরাওনা?.. আর্মি যেই পোন পিটায়..আমি বললাম দৌড়াদৌড়ি করলে সন্দেহ করবে তখন পেটাতনটা বেশি দিবে চুপচাহ হেটে গেলে বুঝবে পথচারী তখন কিছু বলবেনা তাছাড়া রাস্তায়তো আর ১৪৪ ধারা জারী করে নাই। আমরা কিছুদুর এগিয়ে রাস্তার পার্শে ঘাসের বিছানায় বসলাম। একবন্ধুরে দিয়া সিগারেট বেনসন এ্যন্ড হেজেজ এনে টানতে শুরু করলাম। হেমন্তের শিরশিরানী বিলের বাতাসে শরীরে কিণ্ঞ্চিত কম্পন অনুভূত হচ্ছিল। েএরপর বাদাম খেয়ে আবারো ভোটকেন্দ্রের দিকে হাটা শুরু করলাম।



তখন সন্ধ্যা ৬:০০টা পার হয়েছে আমাদের মধ্য উদ্বেগ উৎকন্ঠা যাকে ভোট দিলাম সে পাশ করবে কিনা?..

জিবনের প্রথম সাংসদ নির্বাচিততে আমার ভোটখানা কাজে লাগবে কিনা… প্রচুর লোকসমাগম হয়েছে কেন্দ্রের সামনে হঠাৎ করে কয়েকজন শ্লোগান দিয়ে বসলো!! কোথা থেকে আর্মির গাড়ি এসে গনহারে লাঠিপেটা শুরু করেছে..মানুষজন দিক-বিদিক দোড়াতে আরম্ভ করেছে!! আমিও তখন দৌড়াচ্ছি দৌড়িয়ে ঠিক আদ্রিতাদের বাড়ির ভিতরে ঢুকে পড়েছি!!.. আমাদের এলাকা কনজারভেটিভ এলাকা মেয়েরা সবাই পর্দা করে তাই আদ্রিতাদের বাড়ির মহিলারা বেক্কল বলে গালাগালি করছিল আমাকে!!.. আমি আদ্রিতার মাকে আন্টি সম্ভোদন করে বললাম আর্মির মাইরের ডরে ভিতরে ঢুকে পড়েছি প্লিজ একটু লুকিয়ে থাকার ব্যবস্হা করুন!!..

আদ্রিতার মা আমার মুখের দিকে তাকিয়ে চিনে ফেললেন বললেন এসো ঘরের ভিতরে এসে বসো। আদ্রিতা ট্রেতে করে চা বিস্কিট নিয়ে সামনে এসে দাড়ালো। আদ্রিতার মা জিজ্ঞাসা করলেন কোথায় লেখাপড়া করছো পকেটের মানিব্যগ থেকে সরকারী কলেজের পরিচয়পত্র বের করে দিলাম। আদ্রিতা পরিচয়পত্রখানা গভীর মনযোগ দিয়ে দেখছে…তারপর জিজ্ঞাসা করলো আপনি সরকারী কলেজে চান্স পেয়েছেন?.. বললাম জ্বি ১২০০ ছাত্রছাত্রীর মধ্য ৩৬ নং অবস্হানে থেকে ভর্তি হয়েছি আর ১২০০ ছাত্রছাত্রীর মধ্য মানবিক বিভাগে ২০০ ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ পেয়েছে। এশার আজান হলো… রাস্তা তখন নিরব আর্মি ভোটকেন্দ্র পাহারা দিচ্ছে আমি বের হলাম আদ্রিতাদের বাড়ি থেকে। আদ্রিতার মা রাতে খেয়ে যেতে বললেন বারবার কিন্তু আমি না খেয়ে তারাতাড়ি বাড়ি চলে এলাম। রাত সাড়ে আটটার দিকে খবর পেলাম আমাদের কেন্দ্র থেকে আমি যাকে ভোট প্রদান করেছি তিনি ৩০০০ এর অধিক ভোট পেয়ে প্রথম স্হানে আছেন। রাত দশটার মধ্যই শুনতে পারলাম বেলকুচি-কামারখন্দ আসনে বিপুল ভোট পেয়ে জয়লাভ করেছেন যাকে ভোট দিয়েছিলাম তিনি।

মনে অনেক শান্তি পেলাম জীবনের প্রথম ভোটটা কাজে লেগেছে…গর্ব করে বলতে পারবো যিনি এমপি নির্বাচিত হয়েছেন তিনি যে ভোট পেয়েছেন তারমধ্য একটি ভোট আমার দেয়া…



উৎসর্গ- ব্লগার তামিম ইবনে আমান

মন্তব্য ৭৫ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৭৫) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৪

আহলান বলেছেন: আহা বেশ বেশ বেশ ....

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪০

যুবায়ের বলেছেন: ;) ;)

২| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:

হুম ভাল অভিজ্ঞতা। +++

২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫২

যুবায়ের বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব ভাই।

৩| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৩

আমড়া কাঠের ঢেকি বলেছেন: চমৎকার অভিজ্ঞতা.....
পিলাচ++

২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৩

যুবায়ের বলেছেন: ধন্যবাদ ভাই।

৪| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৬

কোডব্লকার বলেছেন: :-B আদ্রিতা !!!

২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

যুবায়ের বলেছেন: ;) B-)

৫| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০২

একজন ঘূণপোকা বলেছেন: +++++

২২ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫০

যুবায়ের বলেছেন:
ধন্যবাদ একজন ঘুণপোকা।
পাঠে কৃতজ্ঞতা
ভালো থাকবেন
শুভ কামনা..

৬| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৩

একাকী বাংলাদেশি বলেছেন: ২০০১ হবু শ্বশুর বাড়ি তাইলে এখন কি?

২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৮

যুবায়ের বলেছেন: ভাই ২০০৩ এ বিয়ে করেছি এখন পুরোই সংসারী মানুষ।
তয় বিয়ের আগেই হবু শ্বশুরবাড়ি যাওয়ার সুযোগ হইছিল।

৭| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৫

মিজানুর রহমান মিলন বলেছেন: বাহ্ ! আবার সেই আদ্রিতা ! খুবই ভা্ল লাগলো ।

ভাল লাগা দিলাম ।

২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৩

যুবায়ের বলেছেন: ধন্যবাদ ভাই মিজানুর রহমান মিলন।

৮| ২১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৬

আমড়া কাঠের ঢেকি বলেছেন: আপ্নে তো মিয়া হেব্বী ত্যদড় আছিলেন :P :P
এখনো কি আগের মতুন আছেন নাকি ভালা ওইচেন??..

২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫০

যুবায়ের বলেছেন: আরে ভাই ত্যদড় কেমনে ছিলাম??..
এক্কারে ভদ্র পুলা আছিলাম....

৯| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩১

মিষ্টিগল্প বলেছেন: আদ্রিতাদের বাড়ীতে যাবার প্লানটা মনে হয় আগের থেকেই করে রেখেছিলেন। ++++

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৪

যুবায়ের বলেছেন: নারে ভাই সেনাবাহিনীর ডান্ডা পেটা খাওয়ার ডরে সামনে যে বাড়ি পাইছিলাম সেই বাড়িতেই ঢুইক্যা পড়ছিলাম....ভাগ্যিস বাড়িটা আদ্রিতাদের...

১০| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৯

একজন আরমান বলেছেন:
আমি এখনও ভোট দেইনাই। /:) /:) /:)

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৭

যুবায়ের বলেছেন: আগামী নির্বাচনে সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে একটা পোষ্ট দিয়েন।

১১| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৫

নিরপেক্ষ মানুষ বলেছেন: শশুরবাড়ি? আপনে না আদ্রিতারে বিয়া করতে পারেন না

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৪

যুবায়ের বলেছেন: ভাই আদ্রিতা একটা ছদ্মনাম আসলে প্রথমে যাকে আদ্রিতা হিসেবে ধারাবাহিক লিখেছিলাম সে আদ্রিতা এইপর্বের আদ্রিতা এক নয়।
এই লেখায় যাকে আদ্রিতা বলা হয়েছে সে কিন্তু আপনার ভাবী।

১২| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১০

মাক্স বলেছেন: :P:P+++++

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬

যুবায়ের বলেছেন: ধন্যবাদ মাক্স ভাই।

১৩| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১১

মিজানুর রহমান মিলন বলেছেন: আপনি আগে এরকম ছিলেন তয় এখনো কি আগের মত আছেন ? হবু শ্বশুর বাড়ি তো আর শ্বশুর বাড়ি হয়নি । ভাবি জানতে পারলে আপনার খবর আছে কইলাম ।

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১২

যুবায়ের বলেছেন: ভাই আদ্রিতা একটা ছদ্মনাম আসলে প্রথমে যাকে আদ্রিতা হিসেবে ধারাবাহিক লিখেছিলাম সে আদ্রিতা এইপর্বের আদ্রিতা এক নয়।
এই লেখায় যাকে আদ্রিতা বলা হয়েছে সে কিন্তু আপনার ভাবী।

১৪| ২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৩

মামুন রশিদ বলেছেন: আর্মির পিটুনীর ভয়ে শেষ পর্যন্ত আদ্রীতাদের বাড়ি ! আদ্রীতার মা আবার জামাই আদরে চা-বিস্কুটও খাওয়ালো :|


প্লট রেডি, এখন একটা দারুন গল্প আশা করছি ;)

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৭

যুবায়ের বলেছেন: জ্বি ভাই ঠিক কইছেন ;) ;)

১৫| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০৭

সবুজ মেঘ বলেছেন: বাহ! কাহিনি তো এখানেই শেষ হওয়ার কথা না! তারপর কি হইলো .. ? মানে আদ্রিতার কথা বলেন .... B-) B-)

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৯

যুবায়ের বলেছেন: অতঃপর ২০০৩ সাথে পারিবারিক প্রস্তাবনার মাধ্যমে বিয়ে করেছি।

১৬| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১১

সিরাজুল বাবু বলেছেন: সবই তো বুঝলাম । ৬ টা থেকে এশার আযান পর্যন্ত কি করলেন , সেই টা তো কইলেন না ।।

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৪

যুবায়ের বলেছেন: ৬টা থেকে ৭টা ১ ঘন্টা বসে বসে গল্প করছিলাম আদ্রিতা এবং তার মায়ের সাথে।

১৭| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৮

বাংলার হাসান বলেছেন: মনে অনেক শান্তি পেলাম জীবনের প্রথম ভোটটা কাজে লেগেছে…গর্ব করে বলতে পারবো যিনি এমপি নির্বাচিত হয়েছেন তিনি যে ভোট পেয়েছেন তারমধ্য একটি ভোট আমার দেয়া+++++++++++++++++

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৩

যুবায়ের বলেছেন: জ্বি ভাই ঠিক কইছেন..

১৮| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯

বাংলার হাসান বলেছেন: সিরাজুল বাবু বলেছেন: সবই তো বুঝলাম । ৬ টা থেকে এশার আযান পর্যন্ত কি করলেন , সেই টা তো কইলেন না ।। ;) ;) ;)

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৯

যুবায়ের বলেছেন: ৬টা থেকে ৭টা ১ ঘন্টা বসে বসে গল্প করছিলাম আদ্রিতা এবং তার মায়ের সাথে।

১৯| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৯

খায়ালামু বলেছেন: ভাই শেষ পর্যন্ত কি আদ্রিতা আপুকে নিজের ঘরে তুলতে পারছেন???? ;)

২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৬

যুবায়ের বলেছেন: ভাই আদ্রিতা একটি ছদ্দনাম। প্রথমে যে চারপর্বের ধারাবাহিক লিখেছিলাম আদ্রিতা নিয়ে সে আদ্রিতাকে হারিয়েছি জীবন থেকে।

তবে এই পর্বে যাকে আদ্রিতা বলেছি সে কিন্তু আপনার ভাবী।

২০| ২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: ভাল্লাগলো।+

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৪

যুবায়ের বলেছেন: ধন্যবাদ চেয়ারম্যান০০৭

২১| ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: সেরাম হইছে++++++++++

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৪

যুবায়ের বলেছেন: ধন্যবাদ ভাই জনৈক গন্ডমূর্খ।

২২| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৩

মনিরা সুলতানা বলেছেন: আমার প্রথম ছিল উপজেলা চেয়ারম্যান নির্বাচন ।। সেইটা কামে লাগছে কিন্তু এম পি নির্বাচন এর টা কামে দেই নাই :(


আপনের অভিজ্ঞতা বালা পাইছি :)

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:১১

যুবায়ের বলেছেন: ধন্যবাদ মনিরা সুলতানা...

২৩| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১৯

ছন্নছাড়া-এক্সপ্রেস বলেছেন: ঈনশা আল্লাহ আগামি নির্বাচনে ভোট দিবো :)

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৪

যুবায়ের বলেছেন: :) :)

২৪| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩২

ইখতামিন বলেছেন:
আমি ২০০৮-এ ভোট দিয়া নৌকাকে ক্ষমতায় আনছি। B-)

ভালো লাগলো.

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৭

যুবায়ের বলেছেন: ;) ;)

২৫| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Vala hoice.
+ + + + + + + + +

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫২

যুবায়ের বলেছেন: ধন্যবাদ গিয়াসলিটন ভাই।
কেমন আছেন?..

২৬| ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৬

জাকারিয়া মুবিন বলেছেন:
খুব ভাল্লাগলো।

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৬

যুবায়ের বলেছেন: ধন্যবাদ জাকারিয়া মুবিন ভাই।
ভালো থাকবেন
শুভকামনা.....

২৭| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫২

ঘুড্ডির পাইলট বলেছেন: ভোট দিয়া এমপি বানাইছেন নাকি চামে চিকনে ফিলডিং মারলেন ভাই ;)

২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৪

যুবায়ের বলেছেন: এমপি বানাইছিলাম তয় এমপি মশাই বুইড়া আছিল লাঠিতে ভর দিয়া চলাফেরা করতো এলাকার খোজ খবর একদম নিতারতোনা...অবসরপ্রাপ্ত বিচারপতি আছিল হেইজন্য ভুট দিছিলাম।

১২ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৩১

যুবায়ের বলেছেন: ;) ;)

২৮| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩২

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ভালা লাগলো +++

২৫ শে মার্চ, ২০১৩ সকাল ১১:১০

যুবায়ের বলেছেন: ধন্যবাদ ভাই মাহমুদুল হাসান কায়রো ।।

২৯| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৩

ভিয়েনাস বলেছেন: ব্যালোট নিয়ে বসে থাকি কাউরে ভোট দিতে ইচ্ছা হয়না.... এখন পর্যন্ত ভোট দিতে পারলাম না :(

২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৩

যুবায়ের বলেছেন: না ভোটের অপশনতো আছেই...

৩০| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫০

তামিম ইবনে আমান বলেছেন: সেরকম অভিজ্ঞতা। প্লাসায়িত।

২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪০

যুবায়ের বলেছেন: ধন্যবাদ তামিম ইবনে আমান।।

৩১| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:০৯

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: :) :) :) :)

২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫১

যুবায়ের বলেছেন: ;) ;) ;)

৩২| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:১২

আরজু পনি বলেছেন:

দৌড়...দৌড়...দৌড়!

অভিজ্ঞতা পড়ে মজা পেলাম।

তা এমপির কাজ কর্ম কেমন তা একটু বললে ভালো হতো...

২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৯

যুবায়ের বলেছেন: ধন্যবাদ আরজুপনি।
এমপি সাহেব বয়সের ভারে নুব্জ। লাঠি ভর দিয়ে হাটেন।
এলাকার তেমন খোজ-খবর নিতারতেননা তয় রাস্তা ঘাট ঠিক মত
কার্পেটিং হতো এলাকার শান্তি শৃংখলা ঠিক ছিল এবং চাঁদাবাজি ছিলনা।
তিনি একজন সুপ্রিম কোর্টের রিটায়ার্ডকৃত বিচারপতি। মানুষ হিসেবে একজন সৎলোক ছিলেন।

৩৩| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:১৬

তারছেড়া লিমন বলেছেন: ভাল হৈচে.......

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০২

যুবায়ের বলেছেন: ধন্যবাদ তারছেড়া লিমন।

৩৪| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

মেহেদী হাসান মানিক বলেছেন: আহা :( :( :( :( এমন দৌড়ানি যদি প্রতিদিন আসত :| :| :| :| :|

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১১

যুবায়ের বলেছেন: ;) ;) =p~ =p~

৩৫| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৪

লিন্‌কিন পার্ক বলেছেন:

মজা পাইলাম

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৫

যুবায়ের বলেছেন: ধন্যবাদ লিনকিন পার্ক।
ভালো থাকবেন
শুভকামনা.....

৩৬| ২৬ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৩

আমি বাঁধনহারা বলেছেন:


ভালো লাগল:++++++++

শেয়ার করার জন্য ধন্যবাদ।


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৫

যুবায়ের বলেছেন:
ধন্যবাদ কবি বাঁধনহারা....
পাঠে কৃতজ্ঞতা।

৩৭| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৪

মুশাসি বলেছেন: মজাই মজা ++++++++

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪২

যুবায়ের বলেছেন: ধন্যবাদ মুশাসি ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.