নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

::::::::::::অতি সাধারন একজন...

আমি মনে প্রাণে একজন মুসলিম। ঘৃণা করি ধর্ম বিদ্বেষী নাস্তিকদের এবং ধর্ম ব্যবসায়ী ছাগু তথা উগ্রবাদীদের। ক্যঁচাল পছন্দ করিনা ।।

যুবায়ের

যখন যা মাথায় আসে লিখে ফেলি।

যুবায়ের › বিস্তারিত পোস্টঃ

মুসলিম / মুসলমান কাকে বলে??.. আমরা কি পরিপুর্ন মুসলিম হতে পেরেছি??..আসুন কুরান এবং হাদীস থেকে জানি….১ম পর্ব।।

৩০ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪২

মুসলিম শব্দটি সালাম শব্দ থেকে উৎপত্তি যার শাব্দিক অর্থ শান্তি ও নিরাপত্তা বিধান করা।

মুসলিম শব্দের অর্থ আত্নসর্মপনকারী।

পারিভাষিক অর্থেঃ

যে ব্যক্তি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মহান প্রতিপালক হিসেবে গ্রহন করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবেনা এবং রাসুলুল্লাহ (সাঃ) এর নির্দেশিত পথে নিজের জীবন চালাবে, হালাল কে হালাল বলে মানবে এবং হারামকে বয়কট করবে, সালাত প্রতিষ্ঠা করবে, রোজা রাখবে, নিসাবের অধিকারী হলে যাকাত আদায় করবে এবং হজ্জে গমন করবে। এইসব গুনাবলীর অধিকারী হলে তাকে মুসলিম বলা হয়।



পবিত্র কুরান থেকে বিষদ জানি..

لَّيْسَ الْبِرَّ أَن تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَٰكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَآتَى الْمَالَ عَلَىٰ حُبِّهِ ذَوِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا ۖ وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ ۗ أُولَٰئِكَ الَّذِينَ صَدَقُوا ۖ وَأُولَٰئِكَ هُمُ الْمُتَّقُونَ

সৎকর্ম শুধু এই নয় যে, পূর্ব কিংবা পশ্চিমদিকে মুখ করবে, বরং বড় সৎকাজ হল এই যে, ঈমান আনবে আল্লাহর উপর কিয়ামত দিবসের উপর, ফেরেশতাদের উপর এবং সমস্ত নবী-রসূলগণের উপর, আর সম্পদ ব্যয় করবে তাঁরই মহব্বতে আত্নীয়-স্বজন, এতীম-মিসকীন, মুসাফির-ভিক্ষুক ও মুক্তিকামী ক্রীতদাসদের জন্যে। আর যারা নামায প্রতিষ্ঠা করে, যাকাত দান করে এবং যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদনকারী এবং অভাবে, রোগে-শোকে ও যুদ্ধের সময় ধৈর্য্য ধারণকারী তারাই হল সত্যাশ্রয়ী, আর তারাই পরহেযগার।



قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ

মুমিনগণ সফলকাম হয়ে গেছে,

23:2

الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ

যারা নিজেদের নামাযে বিনয়-নম্র;

وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ

যারা অনর্থক কথা-বার্তায় নির্লিপ্ত,

23:4

وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ

যারা যাকাত দান করে থাকে

23:5

وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ

এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে।

23:6

إِلَّا عَلَىٰ أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ





হাদীস থেকে ব্যখ্যাঃ

আবদুল্লাহ ইবন মুহাম্মদ জু’ফী (র)…আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, নবী করীম (সাঃ) ইরশাদ করেন ঈমানের শাখা রয়েছে ষাটের কিছু বেশী। আর লজ্জা ঈমানের একটি শাখা।।সহীহ বুখারী ১ম খন্ড ঈমান অধ্যায় হাদীস নং ৮

প্রকৃত মুসলিম সে-ই যার হাত ও জিহবা থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে।। সহীহ বুখারী হাদিস নং ৯



এখানে হাত থেকে নিরাপদ বলতে কারো উপর আক্রমন করবেনা এবং জিহবা থেকে নিরাপদ বলতে কারো নামে কুৎসা গিবত মিথ্যা অপবাদ এবং অন্যায়ভাবে কারো সম্পদ ফল ফলাদি গ্রাস না করা বুঝানো হয়েছে।।



মুহাম্মদ ইবনুন মুসান্না (র)…আনাস ইবনে মালিক (রাঃ)থেকে বর্নিত, নবী করীম (সাঃ) ইরশাদ করেনঃ তিনটি গুণ যার মধ্য থাকে সে ঈমানের স্বাদ পায়। ১.আল্লাহ ও তার রাসূল তার কাছে অন্য সব কিছু হতে প্রিয় হওয়া। ২. কাউকে খালিস আল্লাহর জন্যই মুহব্বত করা। ৩. কূফরীতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মত অপসন্দ করা। সহীহ বুখারী হাদীস নং ১৫ ঈমান অধ্যায়।



আম্মার (রাঃ) বলেন, তিনটি গুণ যে আয়ত্ব করে, সে (পুর্ণ) ঈমান লাভ করে। ১. নিজ থেকে ইনসাফ করা। ২. বিশ্বে সালামের প্রচলন করা। ৩. অভাবগ্রস্হ অবস্হায়ও দান করা। সহীহ বুখারী হাদীস নং ২৬।



হাদীসগুলি পড়ে একটু চিন্তা করুনতো....’আমরা কি আসলেই প্রকৃত মুসলিম হতে পেরেছি??...

না-কি জুম্মাবারে মসজিদে হাজিরা আর কুরবানীর গরুর মাংস খাওয়ার দাবীদার মুসলিম??..

আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরান বুঝার তৌফিক দান করুন এবং রাসূলুল্লাহ (সাঃ) এর নির্দেশিত পথে চলার তাওফিক দান করুন। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধান পুরোপুরি মেনে চলার তাওফিক দান করুন আমীন।।



চলবে ..>>

মন্তব্য ৩৭ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০১

আমড়া কাঠের ঢেকি বলেছেন: যাজাকাল্লাহু খাইরান।

আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরান বুঝার তৌফিক দান করুন এবং ]রাসূলুল্লাহ (সাঃ) এর নির্দেশিত পথে চলার তাওফিক দান করুন। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধান পুরোপুরি মেনে চলার তাওফিক দান করুন আমীন।।[/

৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২১

যুবায়ের বলেছেন: আসসালামু আলাইকুম.....

আমীন...ছুম্মা আমীন।

২| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৭

বোকামন বলেছেন: আমীন

আস সালামু আলাইকুম সম্মানিত লেখক।

৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩০

যুবায়ের বলেছেন: ওয়ালাইকুমুসসালাম ওয়ারাহমাতুল্লাহ.....
আলহামদুলিল্লাহ....শুকরান কাছিরা।

কেমন আছেন বোকামন ভাই।

৩| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৪

একজন আরমান বলেছেন:
দারুন পোস্ট।
পরের পর্বের অপেক্ষায়।

৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৭

যুবায়ের বলেছেন: ধন্যবাদ একজন আরমান।
আপনাদের উৎসাহ পাই তাই লিখি...

৪| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৭

মিজানুর রহমান মিলন বলেছেন: সময়পোযোগী পোস্ট । খুব ভাল লাগলো । এরকম পোস্ট আরো দরকার ।

৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪২

যুবায়ের বলেছেন:
ধন্যবাদ মিজানুর রহমান মিলন।
পাঠে কৃতজ্ঞতা
ভালো থাকবেন
শুভকামনা.....

৫| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৫

মিজানুর রহমান মিলন বলেছেন: তো সৌদি আরবে আর পাকিস্থানে নাকি শিয়া মুসলিমদের হত্যা করা সওয়াবের কাজ ! আমি প্রতিদিনেই শুনি এই বর্বর দুই দেশে শিয়া মুসলিমদের হত্যা করার মহা উত্‍সব চলতেছে ! তো এই দু দেশের তথাকথিত সুন্নী ( ওহাবি ) মুসলিমদের সম্পর্কে ইসলাম কি বলে জানতে মুঞ্চায় ।

৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৯

যুবায়ের বলেছেন: পাকিস্তানীরাতো উন্মাদের জাত!!..
ওরাইতো সুন্নী মুসলিমদের কলন্কিত করছে।
এই হাদিস দ্বারাই বুঝা যায় রাসূল (সাঃ) কতটা শান্তি প্রিয়।

প্রকৃত মুসলিম সে-ই যার হাত ও জিহবা থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে।। সহীহ বুখারী হাদিস নং ৯

৬| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৯

লাবনী আক্তার বলেছেন: খুব সুন্দর পোস্ট!! পোস্টে ++++++++++++++++্

৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৮

যুবায়ের বলেছেন:
ধন্যবাদ লাবনী আক্তার।
পাঠে কৃতজ্ঞতা
ভালো থাকবেন
শুভকামনা.....

৭| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৭

হিরক রাজা বলেছেন: আল্লাহর কাছে আত্মসমর্পনকারী মুসলমানরা কি মানুষের তৈরি করা মতবাদকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করতে পারে? কুরআন যদি 'পরিপূর্ণ জীবন বিধান' হয় তাহলে অন্যান্য মতবাদের দিকে যাওয়ার সুযোগ আছে কি?

৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

যুবায়ের বলেছেন: ধন্যবাদ হিরক রাজা।
চমৎকার প্রশ্ন করেছেন....আল্লাহর বান্দা কেবল আল্লাহর নিকট মাথা নত করবে তেমনি আল্লাহর দেয়া বিধান মেনে চলবে। রান্নাঘর থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত ইসলাম থাকবে এমনটিই আল্লার বিধান। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে এমন কোন ইসলামী দল চোখে পড়েনা যারা সত্যিকারের ইসলামের জন্য রাজনীতি করে। পবিত্র কুরানে এসেছে " ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম" অর্থাৎ ইসলামই একমাত্র আল্লাহর নিকট গ্রহনযোগ্য জীবনব্যবস্হা।।

৮| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৮

হাসানুর বলেছেন: ধন্যবাদ

৩০ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

যুবায়ের বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই।।

৯| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৪

বাংলার হাসান বলেছেন: দারুন পোস্ট।
পরের পর্বের অপেক্ষায়।

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৯

যুবায়ের বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা....বাংলার হাসান ভাই।।

১০| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৪

মনিরা সুলতানা বলেছেন: ভাল লেগেছে ।। :)

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৫

যুবায়ের বলেছেন:
ধন্যবাদ মনিরা সুলতানা আপু।
ভালো থাকবেন
শুভকামনা...

১১| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৮

জাকারিয়া মুবিন বলেছেন:
সিরিজটা শেষ করেন। লাস্ট পর্বে সবগুলো পর্বের লিঙ্ক দিয়া দিবেন। ঐ পর্বটা প্রিয়তে নিয়ে রাখব।

৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

যুবায়ের বলেছেন: ধন্যবাদ জাকারিয়া মুবিন ভাই।
সেটাই করবো চিন্তা করছি।

১২| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৮

মুশাসি বলেছেন: অসাধারন পোষ্ট। সদালাপের যোবায়ের স্বমহিমায় :)

৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

যুবায়ের বলেছেন: ধন্যবাদ মুশাসি ভাই।
আমি আসলে বেশ কয়েকটি ব্লগেই টুকটাক লিখি। তারমধ্য ইসলামিক বিষয়াদি নিয়ে সদালাপে লিখি। আবার একটি ব্লগে শুধু কবিতা লিখি।

বেশ কিছুদিন ধরে সামুতে ইসলামিক বিষয়ে পাল্টাপাল্টি লেখা দেখছি বিভিন্নজন বিভিন্নভাবে তার মত বিশ্বাসকে মানুষের মধ্য ছড়িয়ে দিতে বিভিন্ন ভাবে কুরআন হাদীসকে ব্যবহার করছে এজন্য সিদ্ধান্ত নিলাম তাফসিরে ইবনে কাছির এবং সহীস দ্বারা ইসলাম বিষয়ক পোষ্ট করবো যাতে মানুষের মধ্য কোন বিভ্রান্তি নাছড়ায়।।

১৩| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৯

জাহাঙ্গীর জান বলেছেন: এটাই প্রকৃত ইসলাম সাইয়েদ আনা মোহাম্মদ (সাঃ)এর সুন্নাহ যার মাঝে নিরভুল ইসলাম ।

১৪| ৩০ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৬

দিশার বলেছেন: ভাই প্রকিত মুসলিম নিয়ে দেখি মুসলমান দের ভিতরই বহুত কাইজ্জা লেগে আসে . ৭২ তা ফেরকায় নাকি জাহান্নামী? আর এক ফেরকা খালি জান্নাতি?

পোস্ট এর হাদিস / কালাম গুলা পরে মনে হচ্ছে মুসলমান মানে শান্ত শিষ্ট টাইপ এর মুসলমান , ভিরু আর চুপচাপ।

কিন্তু ইতিহাস পড়লে তো দেখতে পাই , খোলা তলওয়ার হাতে আলী, ওমর . ওয়ালিদ, আর কাব এর দিকে দিকে আক্রমন .এরা কি সুন্নত এর বাইরে ? এযুগের সহিংসতার কথা না হয় বাদ দিলাম।

১৫| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩২

অদৃশ্য বলেছেন:




একমাত্র ইসলামই মানুষদের কঠোরভাবে তাদের নিজেদেরকে নিয়ন্ত্রন করতে বলে...
আর সমস্যাটা এখানেই... এতোসব লোভ লালসার সময়ে ক'জন চায় বা পারে তাদের নিজেদের ঠিকঠাক নিয়ন্ত্রন করতে...

খুবই কঠিন ব্যপার....


শুভকামনা...

১৬| ৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:

শহীদ রুমি স্কোয়াড এর সাথে সংহতি প্রকাশ করে আমরা ক’জন প্রতীকী অনশন এর আয়োজন ও অংশগ্রহণ এর কর্মসূচী ঘোষনা করছি।

প্রতীকী অনশনের সময়সূচী ও স্থানঃ
১- আজ Eastern Time মার্চ ৩০ রাত ১২ টা থেকে অনশন শুরু হবে যে যার বাসা ও কর্মস্থল এ থেকেই শুরু করবে
২- আগামীকাল Eastern Time মার্চ ৩১, ২০১৩ বিকেল ৪ টায় ড্যানফোর্থ এলাকায় অনশন মঞ্চে অংশগ্রহণকারীরা অবস্থান গ্রহণ করবে এবং বিকেল ৫ টায় এই প্রতীকী অনশন শেষ হবে

নিয়মাবলীঃ
অনশন চলাকালে পানি খাওয়া যেতে পারে
আপনাদের মধ্যে যে কেউই আমাদের সাথে এই সংহতি প্রকাশ ও প্রতীকী অনশনে অংশগ্রহণ করতে পারেন – যদি করতে চান তাহলে নিম্নে Comment এ আপনার নাম দিন এবং উপরোক্ত সময়সূচী অনুসারে অনশন শুরু ও আগামীকাল আম্মাদের অনশন মঞ্চে চলে আসুন

~ প্রজন্ম কানাডা

১৭| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪২

মেহেদী হাসান মানিক বলেছেন: আসলেও ভাই একটু নীরবে চিন্তা করলে এই প্রশ্নটা জাগেই। আর যাই হোক মরতে ত হবে একদিন। দুনিয়ায় কি করলাম সেটা বড় নয় কি নিয়ে গেলাম সেটাই ত বড়।
পরের পর্বগুলোর অপেক্ষায় রইলাম।

১৮| ৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫২

যুবায়ের বলেছেন: আরেকটি নির্বাচিত লেখা....

৩১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৪

যুবায়ের বলেছেন: এটি আমার ১১ তম নির্বাচিত লেখা...

১৯| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৩

ঘুড্ডির পাইলট বলেছেন: আমরা সব মসজিদে গিয়া ফলো কইরা নামায পড়নের দলের লুক :(

২০| ৩১ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২২

শিপন মোল্লা বলেছেন: চমৎকার পোস্ট। ধন্যবাদ যুবায়ের ভাই।

২১| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: আস সালামু আলাইকুম ভাইয়া।

অনেক সুন্দর একটি পোষ্টের জন্য ধন্যবাদ। আল্লাহপাক আপনাকে উত্তম প্রতিদান দিক।

আপনার কাছ থেকে দোয়া ভিক্ষা করে বিদায় নিচ্ছি।

২২| ৩১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন:

২৩| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩২

আমি বাঁধনহারা বলেছেন:

ভালো লাগল।

আল্লাহ সব মুসলমানকে সত্যিকার ঈমান দান করুক।পৃথিবীর সব মুসলমান ইসলামের ছায়াতলে সমবেত হোক।মুসলমানদের ভিতর থেকে সব বিভাজন দূর হোক।

++++++++++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

২৪| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:২৪

যোবায়ের বলেছেন: ++++++

আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরান বুঝার তৌফিক দান করুন এবং ]রাসূলুল্লাহ (সাঃ) এর নির্দেশিত পথে চলার তাওফিক দান করুন। জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধান পুরোপুরি মেনে চলার তাওফিক দান করুন আমীন।।
আমীন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.