নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

::::::::::::অতি সাধারন একজন...

আমি মনে প্রাণে একজন মুসলিম। ঘৃণা করি ধর্ম বিদ্বেষী নাস্তিকদের এবং ধর্ম ব্যবসায়ী ছাগু তথা উগ্রবাদীদের। ক্যঁচাল পছন্দ করিনা ।।

যুবায়ের

যখন যা মাথায় আসে লিখে ফেলি।

যুবায়ের › বিস্তারিত পোস্টঃ

আমি তারেককে দেখেছি খুব কাছ থেকে……

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৪



আমি তারেককে দেখেছি খুব কাছ থেকে……

তারেক রহমানের সাথে করমর্দন করার সৌভাগ্য আমার দুইদিন হয়েছিল।



গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠ… সেদিন কানায় কানায় পুর্ণ হয়েও লোকজন আশে পাশের রাস্তার উপর বসে পড়েছিল।কারন একটাই তারুন্যের অহংকার জ্বনাব তারেক রহমান উত্তরের জনপদ নামে খ্যত রংপুর বিভাগের অবহেলিত জেলা গাইবান্ধায় এসেছিলেন জনগনকে কিছু প্রতিশ্রূতি দিতে। তিনি মূলত ইউনিয়ন সদস্যদের নিয়ে থানা কাউন্সিল করে ফিরছিলেন।



দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন বাংলাদেশের প্রধাণমন্ত্রী ছিলেন। আর দলের মহাসচিব আঃ মান্নান ভূইয়া এলজিআরডি মন্ত্রী হয়ে রাষ্ট্রীয় কাজকর্মে এতটাই ব্যস্ত ছিলেন যে দলের অভ্যান্তরীন কোন্দন, কমিটির মেয়াদ উত্তির্ন হয়ে যাওয়া কমিটিকে গুছিয়ে দলের তৃণমূল নেতা-কর্মীদের চাঙা রাখার মত কেও খোজঁ-খবর নিতেননা।দলের সিনিয়র নেতারা বিভিন্ন মন্ত্রনালয়ে মন্ত্রীত্বর দায়িত্ব নিয়ে ব্যস্ত। এদিকে দলেন তৃণমূল নেতা-কর্মীদের অভ্যান্তরীন কোন্দল আরো প্রকট হচ্ছিল দিনের পর দিন।



ঠিক সেই সময়টাতেই দলের অত্যান্ত গুরুত্বপুর্ন দ্বায়িত্ব কাধে তুলে নেন এই পরিশ্রমি নেতা জ্বনাব তারেক রহমান। তিনি গ্রামের মেঠোপথে হেটে কাউন্সিল অনুষ্ঠিত করে কমিটি গঠন করে দেন। তাছাড়া তিনি একজন সাধারন মানুষের সাথে হাতে হাত বুকে বুক মিলিয়ে কাজ করেছেন দলের ঐক্য অটুট রাখার জন্য। তিনি দারিদ্র বিমোচনে হত দরিদ্র পরিবারকে একজোড়া করে ছাগল দিয়েছিলেন যাতে করে ওই পরিবার ছাগল পালন করে স্বাবলম্বী হয়েছেন। এরকম অনেক পরিবার এখনো তারেক রহমানের অবদানকে ভোলেননি আজো…..

আর তৃণমূল নেতৃবিন্দ্র তারেক রহমানকে শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসুরী মনে করেন। জিয়া যেমন মানুষের খুব কাছে গিয়ে খোজ-খবর নিতেন ঠিক তারেক রহমানও মানুষের খুব কাছে যেতেন। এজন্য তৃণমুল নেতাকর্মীদের কাছে তারেক অত্যান্ত প্রিয় একজন নেতা।






গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠ….লোকে লোকারণ্য। মন্ঞ্চে নেতাকর্মীদের উপচেপড়া ভীড় তার মধ্য রয়েছে সরকারী কর্মকর্তা-কর্মচারী তাছাড়া পুলিশ,গোয়েন্দা সংস্হার লোকজন। মন্ঞ্চে তখন বক্তব্য দিচ্ছিলেন জ্বনাব তারেক রহমান।তারেক রহমানের র্নিদেশে জনসভাস্হলের ঠিক মাঝামাঝি কিছুটা জায়গা খালি করা হয়েছে যেন দুচারজন লোক পায়ে হেটে এ প্রান্ত থেকে ও প্রান্ত হেটে যেতে পারেন। তারেক রহমান তখন বক্তব্য দিচ্ছিলেন। হটাৎ তিনি মন্ঞ্চ থেকে নেমে সভাস্হলের মাঝের করিডোরে নেমে জনগনের সাথে হ্যন্ডশেক করছিলেন। মন্ঞ্চের প্রশাসনিক কর্মকর্তাদের তখন চিন্তায় অস্হির মনে হচ্ছিল। তাদের ভাবনাটা ছিল হয়তো….তারেকের যদি কিছু হয়ে যায়… তাহলে প্রধানমন্ত্রীর কাছে কিভাবে জবাব দিবেন??... এই ভেবে। আমার সামনে যখন তিনি আসলেন তখন হাতটা বাড়িয়ে দিলাম…

হাতে হাত মেলালেন মুচকি হাসি হেসে চলে গেলেন পিছনের সারির লোকদের দিকে।



আমি এই জীবনে অনেক নেতা দেখেছি….তবে তারেক রহমানের মত এত অসাধারন নেতা দেখিনি… তিনি সাহসী পরিশ্রমী এবং বুদ্ধিমান নেতা। এজন্যই তার তুলনা হয়না…তিনি অনেকটা শহীদ জিয়ার মত আকূতভয় নেতা যিনি বিশ্বাস করেন জনগণই সকল ক্ষমতার উৎস। আর জনগনকে খুশি করা গেলে পুনরায় নির্বাচিত হওয়া অসম্ভবপর নয়।





রাজনীতিতে যখন কোন কোন নেতাকে বুলেটপ্রুফ গ্লাসের আড়াল থেকে জনগনের মাঝে বক্তৃতা দিতে হয় তখন তারেক রহমান এক নজীর স্হাপন করে গেলেন মানুষের কাছে এসে তাদের মন জয় করে নিতে। এজন্যই বাংলার তৃণমূলের নেতা-কর্মীদের কাছে তারেক রহমান আজো সমাদৃত….

যেন আমজনতার নেতা তারেক রহমান।



(ছবি-গুগল থেকে)

মন্তব্য ৪৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৫৮

মাজহারুল হুসাইন বলেছেন: অসাধারন একজন নেতা । তার সাংগঠনিক যোগ্যতাই তাকে শত্রু চোখে ফেলে ছিল । তাকে মেরে ফেলার চেষ্টা হয়েছিল ।

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৩১

যুবায়ের বলেছেন: ধন্যবাদ মাজহারুল ইসলাম।
জ্বি ভাই আপনার বক্তব্যর সাথে সহমত জ্ঞাপন করছি।
তারেক রহমানের রাজনীতিতে আসা এবং তার জ্ঞান,প্রজ্ঞা
বিচক্ষনতায় তৎকালীন বিরোধীদলের মনে ভীতি সন্ঞ্চার করেছিল
যার কারনে বিগত ওয়ান ইলেভেনের সময় তারেকের উপর অমানষিক অত্যাচার করে এবং তার মেরুদন্ড ভেঙে দেয়া হয়।

তবে দেশের সাধারন জনগন তারেক রহমানকে মনে রেখেছে...
ভবিষ্যতে হয়তো তার নেতৃত্বের আশায় জাতীয়তাবাদী আদর্শের মানুষ প্রহর গুনছে...

২| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ২:০৯

আমড়া কাঠের ঢেকি বলেছেন: রাজনীতিতে যখন কোন কোন নেতাকে বুলেটপ্রুফ গ্লাসের আড়াল থেকে জনগনের মাঝে বক্তৃতা দিতে হয় তখন তারেক রহমান এক নজীর স্হাপন করে গেলেন মানুষের কাছে এসে তাদের মন জয় করে নিতে। এজন্যই বাংলার তৃণমূলের নেতা-কর্মীদের কাছে তারেক রহমান আজো সমাদৃত….
যেন আমজনতার নেতা তারেক রহমান।
চমৎকার লিখেছেন পিলাস++

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

যুবায়ের বলেছেন: ধন্যবাদ আমড়া কাঠের ঢেকি।
আপনার সাথে সহমত।

৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ২:২৮

হাসান কালবৈশাখী বলেছেন: Click This Link

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০২

যুবায়ের বলেছেন: ধন্যবাদ হাসান কালবৈশাখী।

বিচারাধীন বিষয়ে মন্তব্য করা উচিৎ নয়।
তাই প্রমান না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা যায়না।

৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৪০

শ্রাবণধারা বলেছেন: তারেক চোরার হাত থেকে জাতির মুক্তি নাই। যতদিন পাছাচাটারা আছে ততদিন এর থেকে রেহাই নাই.......।

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

যুবায়ের বলেছেন: ধন্যবাদ শ্রাবণধারা।

ক্যন ভাই...আপ্নের বাড়িতে কি তিনি সিধ কেটেছিলেন??...
নাকি আপনার পাকা ধানে মই দিয়েছেন??..

বিচারাধীন বিষয়ে অভিযুক্ত ব্যক্তিকে দোষী বলা যাবেনা ততক্ষন...যতক্ষন না তিনি বিচারে দোষী সাব্যাস্থ হোন।

এখানে পা-চাটার কি পেলেন আপনি??.. আমার একজন জাতীয় নেতার সাথে হাত মেলানোর সৌভাগ্য হয়েছিল তাই লিখেছি।
তার সংগঠনিক যোগ্যতা প্রসংশার দাবীদার এটাই পোষ্টের মুল কথা.. তাতে তো কারো চটার কিছু নেই। তাহলে নিশ্চয়ই আপনি একজন পা-চাটা সমর্থক যে দল তারেককে তাদের শত্রূ মনে করে।

৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৪১

যুবায়ের বলেছেন: ঘুমুতে যাচ্ছি এখন....
আগামীকাল এসে যে কটা কমেন্ট আসে তার রিপ্লাই দিবো
ইনশাআল্লাহ...

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

যুবায়ের বলেছেন: আজকের মত আবার বিদায় নিচ্ছি।
তবে সময় পাইলে রাত্রে আসবো।

৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:৫৫

কাজী মামুনহোসেন বলেছেন: দারুন অয়েচে, ভাল করে পা চাটুন।

হাসিনা-খালেদা, তারেক-জয় ছাড়া দেশে আর কোন যোগ্য নেতা নাই।

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭

যুবায়ের বলেছেন: হ ভাই বুজবার পারচি আপ্নে নেতা ওইবার চান =p~ =p~

৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:৩৩

রাফা বলেছেন: হাত মিলিয়েই বিশাল নেতা হয়ে গেছে তারেক ভাইয়া!
গলা মিলালে না জানি কি মহাকাব্য লিখে ফেলতেন-শিবিরের এক মায়ের পেটের ভাইকে নিয়া।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৯

যুবায়ের বলেছেন: কেনরে ভাই হাত মেলানোয় দোষটা কি হয়েছে??...
এ জীবনে তো অনেক নেতা দেখলাম..... তারা নির্বাচিত হয়ে আর সাধারন মানুষের খোঁজ-খবর নেয়না....হাত মেলানো তো দূরের কথা। আমার মত একজন সাধারন নাগরিক তার সাথে হাত মেলাতে পেরেছি এটা আমার সৌভাগ্য নয় কি??...

নাকি শুধু ভোটের সময় ভোট ভিক্ষা দেব আর পাঁচ বছরের মধ্য তার টিকিটিও দেখবোনা এমন নেতার কি প্রসংসা করবো??...

তারেক রহমান একজন স্বনামধন্য মুক্তিযোদ্ধার সন্তান। তিনি কোন রাজাকার বা রাজাকার পুত্র নয় যে তাকে নিয়ে লেখে মহাপা করে ফেলেছি!!..

আপনি হয়তো খেয়াল করেননি যে কোন ছাগুকে আমি কখনো পাত্তা দেই। তারা স্বাধীনতার বিপক্ষ শক্তি তাই তারা কখনোই আমার কাছে কোন সুযোগ নেই।

৮| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৪৩

চলতি নিয়ম বলেছেন: |-) |-) |-)

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩০

যুবায়ের বলেছেন: ভাই এইডা কিসের ইমো??...
মনে হয় দুখঃ পাওয়ার ইমো...
দুখঃ পেলে সরি বলছি..

৯| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৮

দূর আকাশের নীল তারা বলেছেন: আমি খালেদা-হাসিনা-তারেক-জয়কে সমান ভাবে ঘৃণা করি, কারণ আমি কোন দলের অন্ধ সমর্থক নই, আমারে বিচারে তাদের সকল কর্মকান্ডই রাজনৈতিক স্বার্থে, দেশের স্বার্থে নয়।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫১

যুবায়ের বলেছেন: ধন্যবাদ আকাশেন নীল তারা।
আপনি এবং আপনার মত অসংখ্য মানুষ তাদের ঘৃণা করলেও তাদের প্রয়োজনীয়তা এখন ও শেষ হয়ে যায়নি।
তা-না হলে জনগন কেন তাদের পুনরায় র্নিবাচিত করেন??..
এই দুইদল ছাড়াতো আরো দল আছে এদেশে....এমন কি বাম দলেরা জনগনকে মগজ ধোলাইয়ের কাজ প্রতিনিয়তই করে যাচ্ছে....তার পরওতো র্নিবাচনে তাদের জামানত পর্যন্ত হারাতে হয়।

১০| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:০২

এস বাসার বলেছেন: কি দেখছেন? তারেকের নলেজ :P দেখছেন? দেখলে সাইজ কত :P

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০০

যুবায়ের বলেছেন: আজ্ঞে নো-লেজ দেখি নাই।
তয় তারেকের সংগঠনিক কার্যক্রম,মেধা,স্প্রিহা,কঠোর পরিশ্রমী নেতা,মানুষকে কিভাবে জয় করতে হয় তা তারেক খুব ভালোভাবেই জানে এজন্য তার তুলনা কেবন তিনিই।

১১| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫১

অগ্নি সারথি বলেছেন: আমি তো শুনছি, সে রাতের আধারে নাকি বাংলার গ্রামে, গঞ্জে ছদ্দবেশে বের হতেন। বের হয়ে সারাটা রাত জ্বীর্ন কুটির গুলোর পাশে দাঁড়িয়ে থেকে শুনতেন কার ঘরে শিশু কাঁদে, কার ঘরে সারাটা দিন কোন রান্না হয়নি।
এমন নেতার সাথে হাত মেলাইতে পারছেন, সাব্বাস বাঘের বাচ্চা।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৪

যুবায়ের বলেছেন: আপনিতো কইয়ালাইলেন হযরত উমর (রাঃ) এর ঘটনা....
তবে যতই তাকে বিদ্রুপ করেননা কেন ভবিষ্যতে তিনি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে।।

১২| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫২

হেডস্যার বলেছেন:
লজ্জা শরম থাকলে কেউ চোরের সাফাই গায় না।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ২:২০

যুবায়ের বলেছেন: মাষ্টার মশাইরে পাইছি এইবার....

কোন ব্যক্তির নামে আদালতে যদি কোন অভিযোগ দাখিল হয় আর সেই বিচারকার্য শেষ হইবার আগে যদি সেই ব্যক্তিকে অভিযোগের
বিষয়বস্তুর উপর ভিত্তি করে তাকে দোষী বলা হয় তাহলে কি সঠিক হইবে??...

আর যারা এইসব বকতেছে তাদের কি বলিবেন??...
র্নিলজ্জ মিথ্যাচারী??... জ্ঞানপাপী??..

আগে বিচারালয় বলুক....তারপর নাহয় তাকে বলেন।

১৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫২

নিজাম বলেছেন: তারেক রহমানকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসতে হবে। নতুবা তার ভবিষ্যত অন্ধকার ।

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৪

যুবায়ের বলেছেন: নিজ আম।
ধন্যবাদ ভাই।
সবাইকে সুস্হধারার রাজনীতি করতে হবে...
তবেই দেশ ও জাতী উপকৃত হবে।

১৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

পাগলা জগাঈ বলেছেন: Abege cock a pani ese gelo

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৯

যুবায়ের বলেছেন: আসলে বুজতারছিনা....
নেগেটিভ কইতেআছেন না পজিটিভ??..

১৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

ম.র.নি বলেছেন: তারেক জিয়া বর্তমানে বাংলাদেশের জন্য অপরিহার্য বা তার বিকল্প নেই।তিনি আধুনিক, এক্সপেরিয়েন্সড, ইয়াং এবং তরুন প্রজন্মের আকান্খিত লিডার।তাঁর নামে শেখ হাসিনা থেকে শুরু করে গলির চামচিকা পর্যন্ত নানান ফালতু অভিযোগের ভাংগা রেকর্ড ননস্টপ বাঝাচ্ছে।ঐ চামচিকা, উচ্ছিস্ঠভোগী, বিদেশের দালালরা একবারও বলবে না বি ডি আর ধ্বংসের কথা, শেয়ার বাজার লুটের কথা,ব্যান্ক লুলপাট, পদ্মাসেতু ও সুন্দরবনের কথা।তাই ভিনদেশি ও দেশীয় দোসরেরা কি বল্লো তা নিয়ে বিচলিত হবেন না।আপনাকে অভিন্ন্দন ও শুভেচ্ছা।

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৪১

যুবায়ের বলেছেন: ধন্যবাদ ম.র.নি।
আপনার মন্তব্যর সাথে সহমত।
আমার ব্লগে স্বাগতম।

১৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১:১৫

উদাসী স্বপ্ন বলেছেন: তেলের ড্রাম উল্টাইয়া পুরা মনিটর খান আমি চুপচুপা হইয়া গেলো। খাড়ান, একখান বাটি নিয়া আসি, তেল দিয়া আমি ডিম পুচ খামু আর তারেক জিয়ার নামে দুইটা খোসা খাম্বার লগে ঝুলামু!

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৭

যুবায়ের বলেছেন: @উদাসী স্বপ্ন।
হ ভাই তেলে ভাইজ্জ্য আপ্নে দুইখান ডিমপুচ খান!!..
আরা খোসাগুলিরে দড়ি দিয়া বাইন্ধা খাম্বার লগে ঝুলান...
তয় তেলে কিন্তুক কোলষ্টোরল আছে :P :P
আবার জানি হার্টএ্যটাক ফেটাক না ওয় ;) ;)

১৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩২

স্বাধীকার বলেছেন:
তারেক রহমান শহীদ জিয়ার মতো দেশকে ভালবাসেন,
যার রাজনৈতিক যোগ্যতার ধারে কাছে তথ্যনাথদের জায়গা নেই-

সেই তারেক রহমানের নাম নিয়ে আমাদের শীর্ষ হাম্বা থেকে শুরু করে গলির এতিম হাম্বাগুলোর দিন শুরু হয়, তারেকের ইমেজকে ধ্বংস করার জন্য লক্ষ লক্ষ টাকা ও মিডিয়াকে ব্যবহার করা হয়েছে। তারেকাতংকে ভোগা হাম্বাগুলা এটা ঠিকই জানে যে, তারেক রহমান ব্যাংক ডাকাতি করেননি।

ফকিন্নি তানভীররা হাজার কোটি লুটপাট করলেও হাম্বারা এসব ডাকাতদের পিতাজ্ঞান করে সমালোচনা করেনা, কিন্তু তারেকের বদনাম দিয়ে তাদের দিন শুরু করে-যা তাদের প্রভাত প্রার্থনায় রূপ নিয়েছে। কিন্তু তারেকের গ্রহনযোগ্যতাই প্রমান করে এই তরুনের অগ্রযাত্রা আম্লীগ কোনোদিনই রোধ করতে পারবেনা। প্রায় সকল হাম্বাই সর্বদাই নিজের পশ্চাদদেশে প্রোথিত খাম্বা অনুভব করে। কিন্তু দরবেশ বাবা, ডাকাত তানভীর, পদ্মার খাম্বা যে তাদের পশ্চাদদেশে স্থায়ীভাবে প্রোথিত হয়েছে তা টের পায়না, ব্যাথাও পায়না-এ বিষয়ে হাম্বাদের কোনো বিকার নেই।

গত সাত বছরে আমাদের মহান স্বৈরাচারী বাকশালী সরকার তারেকের পর্বতসম দুর্নীতির প্রমান হিসাবে জাতির সামনে উপস্থিত করেছে মুসিক, বিদেশে তারেক বন্ধুর টাকা খরচ করে শপিং করেছে-এই হলো দুর্নীতি!! ব্যাপক প্রচারণা চালিয়ে এখন প্রমান করতে না পেরে নানান মামলায় তারেককে সংশ্লিষ্ট করে দিচ্ছে। প্রতিহিংসায় আম্লীগ বিশ্বচ্যাম্পিয়ন। সব কিছুর হিসাব বাকশালীদের দিতে হবে, সময়ের ব্যাপার মাত্র। তারেকের সুস্থ্য নিরোগ দীর্ঘজীবন কামনা করছি, অবশ্যই তারেকের প্রতিটি ভুল কাজের জন্য গঠনমূলক সমালোচনা কাম্য। কিন্তু কখনোই শেয়ার বাজার, ব্যাংকলুটেরাদের কোনো মিথ্যাচারেই বিভ্রান্ত হওয়ার ক্ষেত্রে সাবধান থাকা জরুরী।

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২৬

যুবায়ের বলেছেন: ধন্যবাদ স্বাধীকার।

তারেক রহমান শহীদ জিয়ার মতো দেশকে ভালবাসেন,
যার রাজনৈতিক যোগ্যতার ধারে কাছে তথ্যনাথদের জায়গা নেই-

সেই তারেক রহমানের নাম নিয়ে আমাদের শীর্ষ হাম্বা থেকে শুরু করে গলির এতিম হাম্বাগুলোর দিন শুরু হয়, তারেকের ইমেজকে ধ্বংস করার জন্য লক্ষ লক্ষ টাকা ও মিডিয়াকে ব্যবহার করা হয়েছে। তারেকাতংকে ভোগা হাম্বাগুলা এটা ঠিকই জানে যে, তারেক রহমান ব্যাংক ডাকাতি করেননি।

ফকিন্নি তানভীররা হাজার কোটি লুটপাট করলেও হাম্বারা এসব ডাকাতদের পিতাজ্ঞান করে সমালোচনা করেনা, কিন্তু তারেকের বদনাম দিয়ে তাদের দিন শুরু করে-যা তাদের প্রভাত প্রার্থনায় রূপ নিয়েছে। কিন্তু তারেকের গ্রহনযোগ্যতাই প্রমান করে এই তরুনের অগ্রযাত্রা আম্লীগ কোনোদিনই রোধ করতে পারবেনা। প্রায় সকল হাম্বাই সর্বদাই নিজের পশ্চাদদেশে প্রোথিত খাম্বা অনুভব করে। কিন্তু দরবেশ বাবা, ডাকাত তানভীর, পদ্মার খাম্বা যে তাদের পশ্চাদদেশে স্থায়ীভাবে প্রোথিত হয়েছে তা টের পায়না, ব্যাথাও পায়না-এ বিষয়ে হাম্বাদের কোনো বিকার নেই।

গত সাত বছরে আমাদের মহান স্বৈরাচারী বাকশালী সরকার তারেকের পর্বতসম দুর্নীতির প্রমান হিসাবে জাতির সামনে উপস্থিত করেছে মুসিক, বিদেশে তারেক বন্ধুর টাকা খরচ করে শপিং করেছে-এই হলো দুর্নীতি!! ব্যাপক প্রচারণা চালিয়ে এখন প্রমান করতে না পেরে নানান মামলায় তারেককে সংশ্লিষ্ট করে দিচ্ছে। প্রতিহিংসায় আম্লীগ বিশ্বচ্যাম্পিয়ন। সব কিছুর হিসাব বাকশালীদের দিতে হবে, সময়ের ব্যাপার মাত্র। তারেকের সুস্থ্য নিরোগ দীর্ঘজীবন কামনা করছি, অবশ্যই তারেকের প্রতিটি ভুল কাজের জন্য গঠনমূলক সমালোচনা কাম্য। কিন্তু কখনোই শেয়ার বাজার, ব্যাংকলুটেরাদের কোনো মিথ্যাচারেই বিভ্রান্ত হওয়ার ক্ষেত্রে সাবধান থাকা জরুরী।
সহমত জ্ঞাপন করছি।

১৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩৯

চলতি নিয়ম বলেছেন: হেডস্যার রে যে উত্তর দিলেন তাতে পরান ডা জুরাই গেলো.... |-) |-)

খুব খারাপ ভাবে পাল্টা উদাহরণ ও দেয়া যেত তবে একটা ভালো উদাহরণ দেই।

দেশে অনেক চোর ডাকাতের বিচার হচ্ছে আবার অনেকে পলাতক থাকছে বিধায় তাদের বিচার করা যাচ্ছেনা। এর মধ্যে আবার যাদের পাওয়ার একটু বেশী তারা আদালত কে বারেবারে কাচকলা দেখায় ঐযে বললাম পাওয়ার। তা যেটা বলছিলাম, চোর ডাকাত পলাতক থাকলেই নির্দোষ হয়ে যায় না। যারা নির্দোষ তাদের নিজেদেরকেই আদালতের মাধ্যমে নির্দোষ প্রমান করতে হবে।

আপনাকে - আমাকে কি কেউ চোর বলছে/মামলা দিচ্ছে? ভেবে বলুন তো?

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৩৬

যুবায়ের বলেছেন: ধন্যবাদ চলতি নিয়ম ভাই।।

দেশে যে সমস্ত বিচার হচ্ছে তাতে অভিযুক্ত বা অভিযুক্ত ব্যক্তিবর্গ যদি আদালতে অনুপুস্হিত থাকে এবং সে যদি পলাতক থাকে সে ক্ষেত্রে আসামীর অনুপুস্হিতিতে বিচার কার্য সম্পন্ন হয়।
যেদিন আসামী ধরা পড়ে সেদিন থেকে তার শাস্তির মেয়াদ শুরু হয়।।

এখন প্রশ্ন তারেক রহমান যদি র্নিদোষই নাহয় তাহলে তার পলাতক দশায় তার বিচার সম্পন্ন করতে কে নিষেধ করেছে??..

অবশ্যই সরকারের উদাসীনতা কি এ ক্ষেত্রে দায়ী নয়??..

১৯| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:২৬

স্বাধীকার বলেছেন:
৥ চলতি নিয়ম ভাই:


যারা নির্দোষ তাদের নিজেদেরকেই আদালতের মাধ্যমে নির্দোষ প্রমান করতে হবে। -----------------------শতভাগ একমত।

আমি আপনাকে চোর বললাম, আমার দায়িত্ব হলো এটা প্রমান করা, আপনার দায়িত্ব নয় চুরির প্রমান হাজির করা, নিশ্চয় বুঝতে পারছেন কি বলতে চেয়েছি। গত সাত বছরে যে মিথ্যাচার আপনারা করেছেন আপনাদের দায়িত্ব হলো চোর প্রমান করা, নাকি তারেককেই মাইকিং করে দেশবাসীকে বলতে হবে যে, আম্লীগ যেহেতু অপপ্রচার করছে, তাদের সত্যবাদিতা প্রমান করতে প্রমান নিয়ে আমি হাজির হলাম!!!

যদি শেখ হাসিনার নামে নুর আলী, আযম জে চৌধুরী প্রদত্ত কোটি টাকার নগদ ও চেক মারফত প্রদত্ত চাঁদাবাজির মামলাটিতে (যা সর্বোচ্চ আদালত কর্তৃক চার্জফ্রেম হয়েছিল, শেখ সেলিম সাক্ষ্য দিয়েছিলেন) আদালত কর্তৃক নিদোর্ষ প্রমানিত হতেন, তাহলে আমরা স্বস্তি পেতাম, আপনার দাবীটিও সত্য হতো-একমত হতাম। মামলা ফেইস করাতো দূরের কথা প্রত্যাহার এবং আযম জে চৌধুরীকে দৌড়ের উপর রাখার সংবাদ পত্রিকায় দেখেছি। এ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষন করছি।
নিজের নামের মামলা গুলো ফেইস না করে, অন্যকে ফেইস করতে বলা কিংবা অন্যকে মিথ্যাচারের মাধ্যমে চরিত্রহননের কৌশলকে নিন্মমানের রাজনৈতিক কৌশল হিসাবে দেখা ছাড়া উপায় কি। উপরন্ত নুন্যতম সত্যতা থাকলে সেটাও আপনাদের কারণে পুরোটা মিথ্যায় রূপান্তরিত হবে সময়ে। এভাবে মিথ্যাচার করে রাজনীতি করা যায়, কিন্তু দেশের শাসন ব্যবস্থায় বিরাজমান দুর্নীতি বন্ধ হয়না-যার প্রমান হলমার্ক, পদ্মা, ডেসটিনি, শেয়ার বাজার।

রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করুন, মিথ্যাচার দিয়ে নয়। দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে দিন, তারাই চূড়ান্ত বিচারক। আজ পর্যন্ত খালেদা জিয়ার মুখে জয়, পুতুল, রেহানা, ববি, শফিক সাহেব কিংবা ওয়াজেদ সাহেবের নামে একটি বাজে মন্তব্য করতে দেখেছেন? অন্যদিকে স্বয়ং প্রধানমন্ত্রী তার দিন শুরু করেন তারেকের বিরোদ্ধে বিষোদগার দিয়ে-এটা যে তার রাজনৈতিক পরাজয়ের আতংক থেকে হয়-সেটা আমরা বুঝতে পারি, আপনারা যদি একটু দলীয়ভাবে বুঝাতে পারতেন নেত্রীকে, তাহলে নতুন প্রজন্মের রাজনীতিটা ভালো হতো। চেষ্টা করুন, চেষ্টা ও চর্চায় মানুষের আচরণে ইতিবাচক পরিবতন হয়ে থাকে। আপনার জন্য শুভ কামনা।

২০| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৪৩

স্বাধীকার বলেছেন:
৥ চলতি নিয়ম ভাই:


যারা নির্দোষ তাদের নিজেদেরকেই আদালতের মাধ্যমে নির্দোষ প্রমান করতে হবে। -----------------------শতভাগ একমত।

আমি আপনাকে চোর বললাম, আমার দায়িত্ব হলো এটা প্রমান করা, আপনার দায়িত্ব নয় চুরির প্রমান হাজির করা, নিশ্চয় বুঝতে পারছেন কি বলতে চেয়েছি। গত সাত বছরে যে মিথ্যাচার আপনারা করেছেন আপনাদের দায়িত্ব হলো চোর প্রমান করা, নাকি তারেককেই মাইকিং করে দেশবাসীকে বলতে হবে যে, আম্লীগ যেহেতু অপপ্রচার করছে, তাদের সত্যবাদিতা প্রমান করতে প্রমান নিয়ে আমি হাজির হলাম!!!

যদি শেখ হাসিনার নামে নুর আলী, আযম জে চৌধুরী প্রদত্ত কোটি টাকার নগদ ও চেক মারফত প্রদত্ত চাঁদাবাজির মামলাটিতে (যা সর্বোচ্চ আদালত কর্তৃক চার্জফ্রেম হয়েছিল, শেখ সেলিম সাক্ষ্য দিয়েছিলেন) আদালত কর্তৃক নিদোর্ষ প্রমানিত হতেন, তাহলে আমরা স্বস্তি পেতাম, আপনার দাবীটিও সত্য হতো-একমত হতাম। মামলা ফেইস করাতো দূরের কথা প্রত্যাহার এবং আযম জে চৌধুরীকে দৌড়ের উপর রাখার সংবাদ পত্রিকায় দেখেছি। এ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষন করছি।
নিজের নামের মামলা গুলো ফেইস না করে, অন্যকে ফেইস করতে বলা কিংবা অন্যকে মিথ্যাচারের মাধ্যমে চরিত্রহননের কৌশলকে নিন্মমানের রাজনৈতিক কৌশল হিসাবে দেখা ছাড়া উপায় কি। উপরন্ত নুন্যতম সত্যতা থাকলে সেটাও আপনাদের কারণে পুরোটা মিথ্যায় রূপান্তরিত হবে সময়ে। এভাবে মিথ্যাচার করে রাজনীতি করা যায়, কিন্তু দেশের শাসন ব্যবস্থায় বিরাজমান দুর্নীতি বন্ধ হয়না-যার প্রমান হলমার্ক, পদ্মা, ডেসটিনি, শেয়ার বাজার।

রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করুন, মিথ্যাচার দিয়ে নয়। দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে দিন, তারাই চূড়ান্ত বিচারক। আজ পর্যন্ত খালেদা জিয়ার মুখে জয়, পুতুল, রেহানা, ববি, শফিক সাহেব কিংবা ওয়াজেদ সাহেবের নামে একটি বাজে মন্তব্য করতে দেখেছেন? অন্যদিকে স্বয়ং প্রধানমন্ত্রী তার দিন শুরু করেন তারেকের বিরোদ্ধে বিষোদগার দিয়ে-এটা যে তার রাজনৈতিক পরাজয়ের আতংক থেকে হয়-সেটা আমরা বুঝতে পারি, আপনারা যদি একটু দলীয়ভাবে বুঝাতে পারতেন নেত্রীকে, তাহলে নতুন প্রজন্মের রাজনীতিটা ভালো হতো। চেষ্টা করুন, চেষ্টা ও চর্চায় মানুষের আচরণে ইতিবাচক পরিবতন হয়ে থাকে। আপনার জন্য শুভ কামনা।

২১| ০৯ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৬

চলতি নিয়ম বলেছেন: ধন্যবাদ স্বাধীকার ভাই, অন্তত ক্ষুদ্র একটা অংশও হলেও সহমত প্রকাশ করেছেন।

১। জ্বী, আপনি আমাকে চোর বলতে পারেন, মামলা ও দিতে পারেন তাতে আমার কিছুই আসবে যাবে না আর আমি দেশ থেকেও পালাবো না এবং আদালত ডাকলে অবশই হাজিরা দেবো। কারন আমি জানি আমি এখনো পর্যন্ত কোনো ভাবেই কারো ১টা টাকাও চুরি করি নাই। (ছোট বেলায় বাপের পকেটের টাকা চুরির হিসাব বাদে =p~) এবার আপনার প্রথম প্যারা মিলিয়ে দেখুন।

২। এই প্যারাতে আপনার লেখা গুলোই কন্ট্রাডিকট করে। কেমনে? আন্তর্জাতিক আদালতে প্রমান হওয়ার পরেও দেশের আদালতে এখনো প্রমাণিত না হওয়ায় আপনারা যেটা মানতে চাননা, তারচাইতেও নাজুক!! ঘটনা গুলোকে আপনারা সত্য ধরে প্রচার করে বেড়াচ্ছেন। আপনাদের সাথে আমার পার্থক্য সবশেষে লিখব।

একটা লেটেস্ট এক্সাম্পল দেই, "শাহবাগের আন্দোলন নাস্তিক দের আন্দোলন , সকল ব্লগার নাস্তিক, এই মিথ্যা কথার প্রবর্তক কে? জানেন নিশ্চই?"

৩। এইবার একটু পলিটিক্যালি উত্তর দেই তার আগে একটু ফান করে নেই "ধরুন আপনার সাথে আমার হাতাহাতি শুরু হয়েছে, আপনার ছেলে বাড়িতে থাকায় সে জয়েন করলো আর আমার টা বাড়িতে না থাকায় জয়েন করতে পারলো না তাহলে কি কি হতে পারে নিজের মত করে চিন্তা করেনিন"। এবার দেখুন তো আপনি যা লিখেছেন তার সাথে মেলে কিনা। বেগম জিয়া যেগুলো করেন না তার জন্য আসলেই উনাকে আমি ধন্যবাদ দেই (যদিও আমার দেয়া না দেয়ায় কিছুই আসে যায় না) বাট উনি সবচেয়ে জঘন্য কাজটা করেন সেটাতে আপনারা সবাই হাততালি দিয়ে উতসাহিত করেন। । সো মিথ্যাচার গুলো পাশাপাশি রেখে কম্পেয়ার করে দেখবেন। একজন খুনের আসামির শাস্তি অবশ্যই ৫ জন চোরের আসামির শাস্তির চাইতে বেশি হবে।

এইবার আসি আপনার সাথে আমার পার্থক্য: হলমার্ক, পদ্মা, ডেসটিনি, শেয়ার বাজার এই খবর গুলো কিভাবে জেনেছেন? নিশ্চই মিডিয়া থেকে? আমিও। এগুলো আপনিও বিশ্বাস করেন আমিও করি আর রাজ্পুত্তুর্দের গুলা আমি করি কিন্তু আপনি করেন না। এই যা।

অ। ট: আপনি আবার আমাকে অনেক বড় রাজনীতিবিদ ভেবে বইসেন না ;) । রাজনীতির সাথে আমার বিন্দু মাত্র সম্পর্ক নেই। বেগম জিয়ার একমাত্র শিশু ও পাগল তত্বে ১০০ ভাগ বিশ্বাস করি। আর ভালোমন্দ বিচার করার জ্ঞান অর্জনের চেষ্টায় আছি ।


আপনার জন্যও শুভ কামনা। পরবর্তিতে বহুবচন পরিহার করে একবচনে লেখার উনুরোধ রইলো।

২২| ০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩১

মাজহারুল হুসাইন বলেছেন: @চলিত নিয়ম : ১। তারেক রহমান কি দেশ ছেড়ে পালিয়েছেন, নাকি তাকে গ্রেফতারের পর নির্যাতন করে মেরুদন্ডের হাড় ভেঙে দেয়া হয়েছে । তিনি তার চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন ।

এই যুক্তি দিতে চাইলে সাথে হয় যে কোন একটা স্বীকার করতে হবে :
১. তারেক রহমানের হাড় ভাঙা হয়নি ।
২. মেরুদন্ডের হাড় ভাঙা কোন ব্যপার না ।
উত্তর ১ হলে হাম্বা । আর উত্তর ২ হলে আমি আপনার মেরুদন্ডের ২ টা হাড় ভাঙতে চাই । প্লিজ না করবেন না ।

না হলে সঠিক যুক্তি দেবেন দয়া করে ।

৩। বাট উনি সবচেয়ে জঘন্য কাজটা করেন সেটাতে আপনারা সবাই হাততালি দিয়ে উতসাহিত করেন। । >>>সেটা টা কি ?

৪। পদ্মা শেয়ার বাজার কেউ মিডিয়া দেখে শিখছে ! সবার পাছাই তো লাল হইছে । শেয়ার বাজারের ৩৩ লক্ষ গ্রাহক, পদ্মার অপর পাড়ের মানুষ । এগুলো প্র্যাক্টিকাল ঘটনা । মিডিয়া চাপার চেষ্টা করলে সেই মিডিয়াই তো বালের মিডিয়া রূপে চিহ্নিত হবে । মিডিয়া তাদের ফেমে এত বড় আঘাত নেয়ার কথা না । সবাই তো আর মোজা বাবু আর চুন্নি সাহা না ।

আর তারেক রহমানের কোন টাকা ড্রাইভার সহ বিজিবির মাঝে ধরাও খায়নি । তাই মিডিয়াই ভরসা । আবার মিডিয়া সেই ব্ল্যাক ক্যাট কে কাভারেজ দেয় । চোর বলে প্রচার করে । আর সত্যই করলে এখনও মন্ত্রি থাকে কিভাবে ? মিডিয়া কি করে ? জনমত তৈরি করে না কেন ?

আমার সবগুলো উদাহরণ ব্যবহারিক । তারেক রহমানের এরূপ একটি উদাহরণ দিলে বাধিত হব ।

২৩| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১০

চলতি নিয়ম বলেছেন: @মাজহারুল হুসাইন, আমি ছাগলের সাথে আলোচনা করি না, কারন ছাগলের সাথে যুক্তি আলোচনা করা আর খাসি কে ভায়াগ্রা খাওয়ানো সমান কথা। আর মাল্টি দেখলে লাত্থির উপ্রে রাখি।
আপনি যেহেতু এখনো ছাত্র, তাই অনুরোধ করছি, যেই প্রশ্ন গুলো আমাকে করেছেন, একটু পড়াশোনা করুন উত্তর পেয়ে যাবেন। নেক্সট যদি আমাকে আপনি........

১। আবার কিছু বলেন তাইলে আপনি বুকাচু....
২ । কিছু না বলেন তাইলে মহা বুকাচু....

ঠিকাছে? বাই ফর নাউ।

২৪| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৭

আশমএরশাদ বলেছেন: তারেক ভাইয়ের মত বড় ভাই আর দুনিয়াতে নেই। তাকে যখন ১০ পারসেন্ট ডাকা হয় তখন দিলে বড় যখম লাগে -(আমার নিজ কানে একজন বিদেশী বিনিয়োগকারীর কাছ থেকে শুনেছি)

চ্যানেল ওয়ানকে যখন সুন্দরী ধরার বড়শী বলা হয় -গাজীপুরের বাগানবাড়ী -তখনও বেজার হই-- তাহার চিরত্র নিয়ে যখন শেরাটনের কেউ কেউ কানাঘুষা করেন তখন তাদেরকে ঘুষি মারতে ইচ্ছে হয়।
তারকে ভাই যখন তৃণমুলের সভায় বলেন ছাত্রলীগ এবং ছাত্রদলের মধ্যে আগামী বিশ বছরে পার্থক্য হবে কেবল টাকা পয়সায়।

তারেক ভাইয়ের চেয়ে আপনাকে বেশী ভালো লাগলো কারণ আপনি কমেন্ট রিপ্লায় দিয়েছেন শান্ত ভাবে।

২৫| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫২

যুবায়ের বলেছেন: আজকের মত আবারও বিদায় নিচ্ছি....
অন্য একদিন বাকী কমেন্টের রিপ্লাই দেব ইনশাআল্লাহ..

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৪৬

যুবায়ের বলেছেন: খুব ঘুম পাচ্ছে তাই আজকের মত উঠছি...
ইনশাআল্লাহ রিপ্লাই দেব আরেকদিন।।

২৬| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৭

মাজহারুল হুসাইন বলেছেন: চলতি নিয়ম@ হাই মাদারচোদ ভাল আছ । কোথাকার কোন মাদার চোদ আসছে । আইসাই মাদার ফাকার টা লাট সাহেব হয়ে গেছে । কুকুরের বাচ্চা কাউকে মাল্টি বলার আগে বাসা থেকে জেনে নিস তোর জন্ম পরিচয় ঠিক আছে কিনা । বালের হারামি ।



সাহস থাকলে শুধু এই টুকু জবাব দিস তারেক রহমানকে জেল খানায় নির্যাতনকে কিভাবে নিস । শালা হারামজাদা, বোকাচোদা । আসছে মামলা ফেস করা নিয়ে । শালা তোদের নেত্রির মত কান গেল কান গেল করে বিদেশ পালায় নাই, আর অতিথি পাখিও তারেক রহমান না । কুকুরের লেজ তারেক রহমানের বিচারের কথা বললে আগে জেলখানার নির্যাতনের বিচারের কথা বলার মত সৎ সাহস রাইখো এরপর কথা বলতে আসবা । বুঝছ আবাল চোদা ।

২৭| ১৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৪

চলতি নিয়ম বলেছেন: ওহে টানবাজারে জন্ম নেয়া পোলা, তোর সাথে আর কি আলোচনা করবো। তুই যে জারজ না সেইটা আগে প্রমান কর।

ব্লগার পরিসংখ্যান

পোস্ট করেছেন: ২১টি
মন্তব্য করেছেন: ১৩৬৩টি
মন্তব্য পেয়েছেন: ৭৯টি
ব্লগ লিখেছেন: ৩ বছর ৭ মাস
ব্লগটি মোট ১৬৯১ বার দেখা হয়েছে


ভুল উচ্ছ্বাসের কমেন্ট ব্যান তুলে নিতে হবে
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৪

যতদিন ভুল উচ্ছ্বাসের কমেন্ট ব্যান তুলে না নেয়া হবে, ততদিন ফ্লাডিং চলবে । পোস্ট শেষ ।

তোর ব্লগার পরিসংখ্যান কি প্রমান করে?

তোর ভাইয়ার কোমর ভাংছে কিডা? বালের সরকার না অন্য কেউ?


ছাগলের সাথে যুক্তি আলোচনা করা আর খাসি কে ভায়াগ্রা খাওয়ানো সমান কথা।

২৮| ১৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৭

মাজহারুল হুসাইন বলেছেন: ব্লগার পরিসংখ্যা

পোস্ট করেছেন: ৪টি
মন্তব্য করেছেন: ৩৪৭৩টি
মন্তব্য পেয়েছেন: ৫০টি
ব্লগ লিখেছেন: ১ বছর ১১ মাস
ব্লগটি মোট ২৪৫৩৫ বার দেখা হয়েছে

তোর ব্লগ দেখে কি মনে হয় মাদার চোদ । বালের দালাল । ৪ টা পোস্ট মাইরা কুকুরের মত ব্লগের বালের পাহাড়াদারি করে বেরাশ । বালের আকাটা দালাল । সোনাগাছি থেকে আইসা ফাপর বাজি মাইরা বেরাও না । ব্লগে দালালি করে বেরানো, পাছা দিয়া ঢুকায়া দিব । মাঝে মাঝে মারা না খাইলে ভাল লাগে না ? পুটকিতে বাশ ঢুকলে বাপ বাপ করে পোস্ট মুছে দৌড়া দৌড়ি লাগাস ।

বালের হাম্বাদের সাথে আলোচনা নাই । হাম্বাদের এখন রাস্তা ঘাটে মারা হবে ।

২৯| ১৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৭

চলতি নিয়ম বলেছেন: আমি যে বালের আকাটা দালাল এইটা যেহেতু তোর মায়ে কইছে তাই আপাতত মাইনা নিলাম। আর বাল ফালাইতেই থাক। তুমার আবার বাল ফালানিতে উস্তাদ।

আর গালি দিতে ইচ্ছা কর্তেছে না। এতক্ষণে বুঝলাম যে ময়লা ঘাটলে শুধু দুর্গন্ধই ছড়ায় X(( X((

খুদাপেজ।

৩০| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৫

দালাল০০৭০০৭ বলেছেন: ভাল লাগল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.