নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

::::::::::::অতি সাধারন একজন...

আমি মনে প্রাণে একজন মুসলিম। ঘৃণা করি ধর্ম বিদ্বেষী নাস্তিকদের এবং ধর্ম ব্যবসায়ী ছাগু তথা উগ্রবাদীদের। ক্যঁচাল পছন্দ করিনা ।।

যুবায়ের

যখন যা মাথায় আসে লিখে ফেলি।

যুবায়ের › বিস্তারিত পোস্টঃ

আমার দৃষ্টিতে সামুর সেরা ১০ টি ব্লগ।।

৩১ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩৪



ব্লগে বিভিন্ন ব্লগারের বিভিন্ন ক্যটাগরীতে সংকলন পোষ্ট পড়ে নিজেরো একটা

সংকলন পোষ্ট করতে ইচ্ছা হলো। কি টাইপের সংকলন করবো তা ভেবে চিন্তে

যা পারলাম তাই করলাম। আমি ব্লগে খুব একটা সময় দিতে পারছিনা আগেরমত

তাই যে সমস্ত পোষ্ট আমার দৃষ্টিতে এসেছে এবং খুব ভালো লেগেছে সেরকমই একটি

সংকলন করলাম। আশা করি সকলের ভালো লাগবে।



বছর দুয়েক আগের কথা। সামহ্যেয়ারিন ব্লগ ছিল তখন একটা জ্ঞান ভান্ডারের অন্যতম।

অনেক তুখোড় ব্লগারগন ব্লগিং করতেন। অপেক্ষা করতাম তাদের পোষ্টের জন্য… জানার আগ্রহটাই

এমন অস্হির করে তুলতো। তাদের লেখাগুলি থেকেই কয়েকটা পোষ্টের লিন্ক দিলাম আমার সংকলনে।



১. দূর্যোধন

দূর্যোধন সম্পর্কে বেশি কিছু বলার অপেক্ষা রাখেনা। যারা দির্ঘদিন যাবৎ সামুতে ব্লগিং করছেন

তারা দূর্যোধনের তুখোড় প্রতিভার দেখা পেয়েছেন তার লেখণীর মাধ্যমে। তাঁর লেখা পড়ে অনেক অজানা

বিষয় জানতে পেরেছি এজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি দূর্যোদা কে।

কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দুর্যোধন এখন সামুতে আসেননা বললেই চলে! কালে ভদ্রে এক-আধবার।

দূর্যদা কে আজো ভীষণ অণুভব করি।



ছড়িয়ে পড়েছে জাল ভোটার আইডি ; নির্বাচন কমিশন দৃষ্টি দেবেন কি ?



২. দাসত্ব।

অসাধারন একজন প্রতিবাদী লেখক ব্লগার দাসত্ব। তাঁর লেখণীর ক্ষুর ধার অসামান্য। তিনি রাজনৈতিক বিষয়াদী নিয়ে চমৎকার লেখেন এবং রাজনৈতিক ভবিষ্যৎবাণী তার লেখায় সুন্দরতম ভাবে ফুটিয়ে তোলেন।

দাসত্ব ভাই ব্লগিং করছেন চার বছরের অধিক সময় থেকে।

কিন্তু বর্তমানে তার লেখালেখিতে একটু ছন্দ-পতন লক্ষ্য করা যাচ্ছে। তিনি ব্লগে আগেরমত আর এক্টিভ নন।

পদ্মা সেতু নিয়ে একটি ভবিষ্যৎবানীঃ বাংলাদেশ বাবা আর দুইশ সাতষট্টি চোর



৩.তামিম ইবনে আমান।

তামিম ইবনে আমানের ব্লগিংয়ের বয়স খুব বেশী দিনের নয়। দু বছর+ হবে কিন্তু তার লেখণীতে

ছিল এক অন্যরকম স্পৃহা। তিনি প্রতিবাদী এবং অনেকটা ভবিষ্যত বিষয়ে লিখতে পারেন। এই ব্লগটিই

তার প্রমান। তিনি যখন জামদানী বিষয় নিয়ে ব্লগখানা লিখেছিলেন তখন হয়তো অনেকের মনেই বিষয়টিকে

হালকা মনে হয়েছিল। কিন্তু আজ সবাই বুঝতে পারছি জামদানীর মালিকানা এখন আর আমাদের হাতে নেই।

জামদানী এখন ভারতের মালিকানায় তা বিশ্ব দরবারে প্যটর্ন রেজিষ্ট্রেশনের বদৌলতে সব দেশই জানে।



জামদানী সম্পর্কে চমৎকার একটি লেখা প্রথম নজরে আসে তামিম ইবনে আমানের লেখায় তারপর অনেকেই

বিষয়টি নিয়ে লিখেছিলেন। একটি পোষ্ট মডারেটরগন ষ্টিকিও করেছিলেন কিন্তু তামিম ইবনে আমানের পোষ্টখানা ষ্টিকিতে স্হান পায়নি!!.. অথচ আমার বিবেচনায় পোষ্টখানা তখনকার প্রেক্ষাপটে ষ্টিকির উপযুক্ত

অবশ্যই ছিল।

তামিম ভাই দির্ঘদিন ধরে ব্লগ বিমুখ!! তার লেখা আর আসেনা সামুর হোমে কিংবা আমার মত যারা তামিম ইবনে আমানের লেখা পছন্দ করে তাদের অনুসারিত লিষ্টে!!...

আগামীতে যখন জামদানি শাড়ি, নকশী কাঁথা ব্যবহার করবেন, তখন মাথায় রাখবেন, আপনি ইন্ডিয়ার পণ্য ব্যবহার করছেন





৪. চেয়ারম্যন০০৭

এককথায় যদি বলি তিনি কেমন মানুষ??...

জবাব একটাই ‘অসাধারন...’

যেমনি তার প্রাণবন্ত রম্য তেমনি সহ ব্লগারদের পোষ্টে চেয়ারম্যন০০৭ এর মন্তব্য পড়ে হাসতে হাসতে পেটে খিল ধরে যেত।

তিনি নতুন ব্লগারদের পোষ্ট পড়তেন এবং উৎসাহ দেবার জন্য মজার মজার মন্তব্য করতেন।

দুঃখের বিষয় হচ্ছে চেয়ারম্যন সাহেব ব্লগে প্রায় আসেনইনা।

হুজুর যখন চেয়ারম্যানের কবলে



৫. ঘুড্ডির পাইলট।

সামুর আরেকজন রম্য লেখকের নাম নাবললেই নয় তিনি হচ্ছেন আমাদের ঘুড্ডির পাইলট ভাই। তার লেখা রম্য এত ভালো গাগতো যে অপেক্ষা করতাম কবে কখন ঘুড্ডির পাইলট পোষ্ট করবেন।

তিনি সাধারনত বরিশালের আন্ঞ্চলিক ভাষায় রম্য লিখতেন...

চমৎকার তার লেখার চরিত্র এবং বাক্য-বিন্যাস।



ঘুড্ডির পাইলট কিভাবে হইলাম শুনেন।আর ঘুড্ডির পাইলটের ব্যার্থতার ইতিহাস।



৬. রেজোওয়ানা।

অসাধারন একজন ব্লগার রেজোওয়ানা আপু। তিনি অনেক বিষয়ে লিখতে পারেন। লেখালেখিতে তিনি একজন প্রতিভাবান নারী যার লেখা পড়ে মুগ্ধ নাহয়ে পারা যায়না। তিনি সাধারনত আমাদের হারিয়ে যাওয়া আর্টস বিষয়টিকে সহজ এবং সুন্দরতরভাবে উপস্হাপন করে থাকেন যা নাপড়লে উপলব্ধি করা যায়না।

রেজোওয়ানা আপুও আগেরমত এখন আর ব্লগে আসেননা!!..





সিনেমা ব্যানার পেইন্টিং: বাংলাদেশের পাবলিক আর্টের এক অনন্য অধ্যায়!



৭. মিজানুর রহমান মিলন।

মিজানুর রহমান মিলন ভাই একজন চমৎকার মানুষ। বিশেষ করে আর্ন্তজাতিক রাজনীতি বিষয়ে রয়েছে তার বিশাল জ্ঞান-ভান্ডার।

সহজ সাবলীল ভাষায় তথ্য প্রমানাদীর ভিত্তিতে তিনি লিখে যাচ্ছেন একের পর একটি ব্লগ। লেখাগুলি এত ভালো লাগে যে না পড়লে বোঝা মুশকিল।

মিজানুর রহমান মিলন ভাই মূলত একজন ফিজিক্সের ষ্টুডেন্ট ছিলেন দেশের একটি নামকরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে। তিনি সায়েন্স বিষয়েও চমৎকার লেখেন। সিরিয়া বিষয় নিয়ে তিনি ৩ টি ব্লগ লিখেছেন। লেখা তিনটি পড়লে আপনি জানতে পারবেন সিরিয়া সম্পর্কে অনেক অজানা তথ্য।

ষড়যন্ত্রের বেড়াজালে সিরিয়া ( ৩য় পর্ব)



৮. মাক্স।

সামুতে অনেক গল্পকার আছেন। বিভিন্নজনের বিভিন্ন ধরনের লেখা পছন্দ। গল্পের জগতে মাক্স একটি ব্যকিত্রমধর্মী নাম। তার লেখা গল্প এত চমৎকার যা নাপড়লে উপলব্ধি করা মুশকিল। লেখার মধ্য সুন্দরভাবে বাক্য বিন্যাস যা আপনাকে বিমোহিত করবে। আর কখন গল্প শেষ হয়ে যাবে তা বুঝতেও পারবেননা!! যেন পেশাদারীত্বের হাতের ছোঁয়া....

ডেথ সেনটেন্স





৯. মুশাসি

ব্লগার মুশাসি এমন একজন মানুষ যাকে ভালো না লেগে উপায় থাকেনা।

যেমনি সুন্দর তার কথা বার্তা এবং আচরন তেমনি তার লেখণী শক্তি যা বিশাল একটি ঘটনাকে ছোট্ট আঙিকে অর্থাৎ মাত্র কয়েক লাইনে শেষ করতে পারেন। এমন লেখক আমি খুবই কম দেখেছি। আর মানবিক সাহায্যর বিষয়ে মুশাসি ভায়ের তুলনা নেই। ইভেন্ট করে হলে হলে টাকা তুলে নিঃস্ব মানুষের চিকিৎসার টাকা যোগান দেন আমাদের মুশাসি ভাই।

মাস্ট রীড: আসুন এক অজানা ইতিহাস জানি, এক অবহেলিত বীরকে চিনি





১০. আমি বাধঁনহারা।

সামুতে অনেক কবি আছেন। চমৎকার চমৎকার কবিতা লেখেন।

তেমনি একজন প্রচার বিমূখ কবি নাম তার ‘কবি বাঁধনহারা’

অপুর্ব বাক্য শৈলী মজবুত কবিতার বিষয়বস্তু সুন্দরভাবে উপস্হাপিত তার কবিতার ভাবাবেগ সত্যিই অসাধারন করেছে তার লেখা কবিতাগুলিকে। প্রতিবাদী কন্ঠস্বরে তার কবিতা......অসাধারন।

।।ওরে ধরার নিপীড়িত জনতা।।







শেষ কথাঃ______________________________

বিভিন্নজনের ভালোলাগার ধরন বিভিন্ন রকম। আমার কাছে যা ভালো লাগে তা যে সকলেরই ভালোলাগবে তা কিন্তু নয়। সবারই ব্যক্তিগত পছন্দ অপছন্দ আছে তাই লেখাগুলি যদি কারো ভালো লেগে যায় তাহলে স্বার্থক হবে এই সংকলন। আর যদি ভালো নাও লাগে তাহলে মূল্যবান মতামত দিয়ে বাধিত করবেন।।

মন্তব্য ৩৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১২:৫৯

একজন ঘূণপোকা বলেছেন: আসলে যেকোন সৃজনশীল মানুষের সেরা কাজ বাছাই করা কঠিন কাজ।

যেহেতু নিজের দৃস্টিতে বলেছেন, তাই তর্কের আর কোন অবকাশ নেই।

অনেকগুলো প্রিয় ব্লগারের মুল্যায়ন দেখলাম।

অনেকাংশে একমত।

:D :D

৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:০৫

যুবায়ের বলেছেন: ধন্যবাদ এজন ঘূণপোকা।
মূল্যবান মতামত প্রদানের জন্য।

জ্বি ভাই প্রত্যেকেরই পছন্দ একরকম হয়না।
কম-বেশী পার্থক্য থাকেই।
আসলেই ভাই বাছাই করা কঠিন কাজ।

২| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:০১

আমিনুর রহমান বলেছেন:




দারুন পোষ্ট +++


সবগুলো পোষ্টই পড়েছি। সবগুলো পোষ্টই ভালো তবে সামুতে সেরা দশ নির্বাচন আমি কোনদিন করতে পারবো না। এত ভালো ভালো পোষ্টের মাধ্যমে সেরা দশ নির্বাচন করা কষ্টকরই নয় শুধু অনেকটা অসম্ভবও আমার কাছে।

৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:২৪

যুবায়ের বলেছেন: ধন্যবাদ আমিনুর রহমান ভাই।

সামুতে প্রতিদিন অসংখ্য পোষ্ট আসে...
তার মধ্য ভালো মন্দ মিলে কয়েক শতাধিক!!...
আমি ব্লগিং করছি ১ বছর ১১ মাস।
তাও কাজের ফাঁক ফোকরে।
আমার সামনে যেসব পোষ্ট এসেছিল এবং পোষ্টের বিষয়বস্তু
মনে রাখার মত সেইসব পোষ্ট থেকে দশটা পোষ্ট নিয়ে এই পোষ্টটা
রেডি করলাম। আসলেই ভাই পোষ্ট সিলেকশান করা অনেক কঠিন কাজ।।

মন্তব্যর জন্য ধন্যবাদ ও শুভকামনা......

৩| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:০৪

একজন ঘূণপোকা বলেছেন:
আমার মতে দাসত্ব দার সেরা কাজ হচ্ছে এটা, শুধু তাই না, মুক্তিযুদ্ধ নিয়ে সামুর সেরা ব্লগ এটা। এর প্রথম লাইনটাই আমার কাছে অন্যরকম লাগে।

৩১ শে মার্চ, ২০১৪ রাত ২:৪৭

যুবায়ের বলেছেন: ধন্যবাদ একজন ঘূণপোকা।
আমার ও পছন্দের লেখা।

৪| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: এদের সবাই জনপ্রিয় !
সুন্দর পোষ্ট !

৩১ শে মার্চ, ২০১৪ রাত ১১:২২

যুবায়ের বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ অভি।
জ্বি ভাই ওনারা ব্লগে সুপরিচিত
এবং স্বনামধন্য ব্লগার।

৫| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:৩৫

*কুনোব্যাঙ* বলেছেন: ভালো সংকলন। এদের অনেককেই ইদানিং দেখি অনিয়মিত। আশাকরি উনারা আবার নিয়মিত হবেন।

০১ লা এপ্রিল, ২০১৪ রাত ১২:১২

যুবায়ের বলেছেন: মতামত প্রদানের জন্য ধন্যবাদ *কুনোব্যঙ*
জ্বি ভাই অনেকেই ব্লগ বিমুখ হয়েছেন।
আপনার মত আমিও আশা করছি উনারা আবার আগেরমত করে নিয়মিত হবেন এবং আমরা অনেক নতুন নতুন বিষয় জানতে পারবো তাদের লেখা ব্লগ থেকে।

৬| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:৫৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ভাবলাম শেষ কথাও বুঝি কোন ব্লগের নিক !! :P :P


সেরা ব্লগ বাছাই অনেক অনেক ভালো হইছে ।

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৪

যুবায়ের বলেছেন: ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়।
মন্তব্যর জন্য আবারো ধন্যবাদ জানাচ্ছি।
ভালো থাকবেন
শুভকামনা রইলো।

৭| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ২:১১

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লাগল শুভকামনা

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৯

যুবায়ের বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু।

৮| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ৩:১৬

নিয়েল হিমু বলেছেন: দাসত্ব শৃঙ্খল

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২১

যুবায়ের বলেছেন: হুম... দাসত্বের কথাই বলেছিলাম ফেবুতে।

৯| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৪৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: এত পরিমান ব্লগের মধ্যে সেরা ১০টা ব্লগ বাছা খুব কঠিন কাজ।

ধন্যবাদ পরিশ্রমের জন্য।

০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫০

যুবায়ের বলেছেন: ধন্যবাদ বঙ্গভূমির রঙ্গমেলায়।
সিলেকশান করা আসলেই কঠিন কাজ।
আমি অনলাইনে থাকাকালে যেসব পোষ্ট চোখে পড়েছিল.এবং মনে দাগ কেটেছিল সেইসব পোষ্ট নিয়েই এই সংকলন।।

১০| ৩১ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৫৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুব কঠিক একটি কাজ করেছেন --- আন্তরিক ধন্যবাদ

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩০

যুবায়ের বলেছেন: ধন্যবাদ আপু।

১১| ৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৫২

মিলটন বলেছেন: আসলে এটা সত্য কথা একসময়ে এই ব্লগে সব বাঘা বাঘা লেখিয়েরা লিখতেন। এখন আর তারা আসেন না। তাই আমরা এখন অনেক কম ভালো লেখা পাচ্ছি। তারা ফিরে আসুক এটাই চাই।

০৭ ই জুন, ২০১৪ রাত ১:২১

যুবায়ের বলেছেন: ধন্যবাদ মিলটন ভাই।
আসলে এটা সত্য কথা একসময়ে এই ব্লগে সব বাঘা বাঘা লেখিয়েরা লিখতেন। এখন আর তারা আসেন না। তাই আমরা এখন অনেক কম ভালো লেখা পাচ্ছি। তারা ফিরে আসুক এটাই চাই।
সহমত

১২| ৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ২:৫৪

মিলটন বলেছেন: আসলে এটা সত্য কথা একসময়ে এই ব্লগে সব বাঘা বাঘা লেখিয়েরা লিখতেন। এখন আর তারা আসেন না। তাই আমরা এখন অনেক কম ভালো লেখা পাচ্ছি। তারা ফিরে আসুক এটাই চাই।

১৩| ৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:০৩

মুশাসি বলেছেন: এই নগন্য ব্লগারকে আপনার তালিকায় স্থান দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানুন যোবায়ের ভাই। অন্যান্য যাদের নাম আছে তারা প্রায় সবাই আমার খুব প্রিয় এবং শ্রদ্ধেয় ব্লগার। তাদের পাশে নিজের নাম দেখে একই সাথে লজ্জিত এবং গর্বিত হলাম।

০৭ ই জুন, ২০১৪ রাত ২:২৩

যুবায়ের বলেছেন: ধন্যবাদ মুশাসি ভাই।
আমার কাছে যাদের লেখা ভালো লেগেছে তাদেরকে নিয়ে
সংকলনটি করেছি এতে লজ্জিত হওয়ার কিছু নেই।

১৪| ৩১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:০৬

চেয়ারম্যান০০৭ বলেছেন: আমার লেখা ভালো লাগে জেনে খুব ই ভালো লাগল ভাই ।আমার লেখার উদ্দ্যেশ্য সব সময় ই ছিল ইন্সট্যান্ট একটা মজা দেওয়া।সেটাতে যদি আপনাদের ভালো লাগে সেখানেই আমার সার্থকতা। আরো প্রিয় অনেক ব্লগারের নাম দেখলাম,তাদের ও আপনাদের সবাইকে অনেক মিস করি ভাই।সবার জন্য শুভকামনা আর কষ্ট করে পোস্ট লেখার জন্য আপ্নাকেও অনেক ধন্যবাদ ভাই।ভালো থাকবেন।

১৫| ৩১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

মিজানুর রহমান মিলন বলেছেন: এত ভালমানের ব্লগার ও তাদের লেখার মাঝে নগণ্য আমাকে স্থান দেওয়াতে অশেষ কৃতজ্ঞতা যোবায়ের ভাই। অন্য যাদের নাম দেখতেছি তারা সবাই আমারও প্রিয়। আন্তর্জাতিক বিশ্লেষক আমি নই তবে বিশ্ব ইতিহাস আমার অত্যন্ত একটি প্রিয় বিষয় এবং সেই ছোটকাল থেকেই আন্তজার্তিক বিশ্ব ও রাজনীতি নিয়ে আমার অপার আগ্রহ। সেই সূত্রে আন্তজার্তিক রাজনীতিতে কোনো ঘটনা বা সংকটকে কেন্দ্র করে নিজের ভাবনাগুলোই লিখি। এতে আপনাদের যদি ভাল লাগে সেখানেই আমার লেখার স্বার্থকতা । আপনাকে অনেক ধন্যবাদ।

১৬| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ৯:০৯

আমি বাঁধনহারা বলেছেন:





বহুদিন পর এলাম ভাই,আপনার ব্লগ-বাড়ি
আপনার লেখা পড়ে হারিয়ে গেল দুঃখ-বারি।
সব পথ হারিয়ে হলাম যখন বিরহী-সন্ন্যাসী
তখন আপনি কাছে ডেকে বললেন-ভালোবাসি!
মনে থাকবে আপনার কথা সারাজীবন
আপনি আমার চিরচেনা ও চিরআপন।


মনে রাখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা
সতত ভালো থাকুন এই শেষ কথা!!!


-কবি বাঁধন

১৭| ৩১ শে মার্চ, ২০১৪ রাত ১১:২৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনার প্রিয় ব্লগারদের অভিনন্দন। নতুন বলে এদের কাউকেই চিনি না। ধীরে ধীরে হয়তো পরিচয় হয়ে যাবে। ধন্যবাদ যুবায়ের।

১৮| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ২:৫১

মিজানুর রহমান মিলন বলেছেন: পোস্টে +++ ।

১৯| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫১

আরজু পনি বলেছেন:

রেজোওয়ানার ব্লগ আসলেই সংরক্ষণ করার মতো ।


দূর্যোধনের এই পোস্টটা খুবই গুরুত্বপূর্ণ ...

অন্যদের লিংকগুলোও দেখতে হবে ।

শুভেচ্ছা রইল যুবায়ের ।।

২০| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৪

সীমানা ছাড়িয়ে বলেছেন: প্রত্যেকটা ব্লগই অসাধারন, কোন সন্দেহ নেই।

২১| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫২

দায়িত্ববান নাগরিক বলেছেন: দাসত্ব :D

বুঝলাম !

২২| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০৪

স্নিগ্ধ শোভন বলেছেন:



সব গুলো পোষ্ট পড়া হয়নি হয়তো। কিন্তু সবাই ভাল লিখেন। পোষ্ট গুলো একবার দেখে নিতে হবে।

সহস করে নিজের সেরা দশ নির্বাচন করাটা খুবি কঠিন।

পোষ্টে+++++

২৩| ১৬ ই জুন, ২০১৪ রাত ১০:৩৬

আমি তুমি আমরা বলেছেন: পঞ্চম ভাল্লাগা রইল :)

২৪| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ৩:৪৯

রাকু হাসান বলেছেন: এমন একটি লেখা খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম । অনেক ধন্যবাদ ,সহজে খুঁজে পাব ,পড়তে পারবো ,তাদের লেখা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.