![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন যা মাথায় আসে লিখে ফেলি।
বর্ষবরন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় বাঙালীর জীবনে নতুন আরেকটি বছরের আগমনের অধ্যায়।
পহেলা বৈশাখ থেকে শহর,বন্দর,গ্রামে-গন্ঞ্জে বৈশাখী মেলা শুরু হয়। মেলায় বাবা-চাচা-মামা এবং ভায়ের হাত ধরে বোন আসে মেলায় বেড়াতে। মেলা উপলক্ষে বিভিন্ন দোকনীরা পসরা সাজিয়ে বসে থাকে বিভিন্ন পন্যর। লোকজন সেসব দেখে শুনে প্রয়োজনীয় দ্রব্য কিনে থাকেন।
তাছাড়াও মেলায় থাকে বিনোদনের জন্য নাগরদোলা, চড়কি, শিশুদের খেলনাসহ গৃহস্থালি বিভিন্ন পন্যসমূহ।
এবার দেখে নেই একটি মেলা প্রাঙ্গনের কিছু ছবি।
আমাদের মফস্বল শহরে যেখানে মেলার আয়োজন করা হয়েছে সেই স্হানটির নাম স্বাধীনতা প্রাঙ্গন। দুপুর গড়িয়েছে কেবল। লোকজন সেজেগুজে চলছে মেলা প্রঙ্গনের দিকে। রাস্তায় প্রচুর ভীড়।
১.
স্বাধীনতা প্রাঙ্গনের কিছুটা আগে থেকেই দেখলাম রাস্তার দুপাশে রং-বেরংয়ের পতাকার ছড়াছড়ি।
২.
মেলায় প্রবেশের মুলফটক। মেলার আয়োজক জেলা প্রশাসন।
৩.
মেলায় অন্যতম আকর্ষনের কেন্দ্রবিন্দু “নাগরদোলা’
৪.
শিশুদের জন্য বিনোদনের আরেকটি মাধ্যম “চড়কি”
৫.
সাংস্কৃতি অনুষ্ঠানের মন্ঞ্চ।
৬.
বর্ণিল বৈশাখী সাজে সজ্জিত মেলা প্রাঙ্গনের ষ্টলসমূহ....
৭.
বাশেঁর বাশি।
একটি সময় ছিল যখন গ্রামের মেঠোপথ ধরে হেটে যেতাম তখন কোন জমির আইলে বসে থেকে রাখালেরা বাশি বাজাতো। অথবা কোন এক পূর্ণিমা রাতে সুরেলা শব্দ ভেসে আসতো হয়তো কেও একজন বাশি বাজাতো। এখন আর আগেরমত বাঁশির সুর কানে বাজেনা...
৮.
আরেক পদের বাঁশের বাঁশি।
৯.
মেলার ষ্টলে শিশুদের হরেক রকম খেলনা।
১০.
মুলফটকের পিছনেই মাটিতে বসে বিক্রী করছেন ব্যক্তিটির তৈরী খেলনা।
১১.
এটি একটি আচার উৎপাদনকারী প্রতিষ্ঠানের ষ্টল। এভানে টক, ঝাল-মিষ্টি স্বাদের হরেক রকমের আচার রয়েছে।
১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৯
যুবায়ের বলেছেন: ধন্যবাদ কান্ডারী অথর্ব।
নববর্ষের শুভেচ্ছা ও ভালবাসা রইলো আপনার প্রতি....
২| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৪
আমড়া কাঠের ঢেকি বলেছেন: পিলাচ লন ভাই++
১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৮
যুবায়ের বলেছেন: পিলাচের জন্য ধন্যবাদ ভাই।
কিরাম আছেন??...
৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০৩
যুবায়ের বলেছেন: আজকের মত বিদায়....
আবারো দেখা হবে...
সবাইকে নববর্ষের শুভেচ্ছা রইলো।
০৬ ই জুন, ২০১৪ রাত ১১:৫৯
যুবায়ের বলেছেন: ২২ তম র্নিবাচিত পোষ্ট!!...
৪| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১:২৭
বিদ্রোহী বাঙালি বলেছেন: এতো অল্প ছবিতে কী চোখের নেশা মেটে? দুধের স্বাদ ঘোলে মেটালাম। ভালো লাগলো। ধন্যবাদ যুবায়ের।
০৭ ই জুন, ২০১৪ রাত ১২:৩৩
যুবায়ের বলেছেন: ধন্যবাদ বিদ্রেহী বাঙালী
ভালো থাকবেন শুভকামনা...
৫| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৩৬
মিজানুর রহমান মিলন বলেছেন: চমৎকার ! কত্ত সুন্দর দিন কাটালেন ভাই ! নববর্ষের শুভেচ্ছা !!
৬| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ২:২৭
স্নিগ্ধ শোভন বলেছেন: নববর্ষের শুভেচ্ছা !!!
৭| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৯
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: শুভ নববর্ষ।। তবে একটু লেটে। মাইন্ড কইরেন না।।
৮| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৯
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আমার ঐ বাঁশীটা চাইই চাই--------দেবেগো বাঁশী ! ও বাঁশীওয়ালা!!
শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ
৯| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০০
মামুন রশিদ বলেছেন: চিরায়ত বৈশাখি মেলার ছবি দেখে ভালো লাগল ।
নববর্ষের শুভেচ্ছা ।
১০| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৩
জমরাজ বলেছেন: এক টুকরো বৈশাখ দেখলাম।
১১| ১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০১
আমিনুর রহমান বলেছেন:
শুভ নববর্ষ যুবায়ের ভাই !!
পোষ্টে +++
১২| ১৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৩
শুঁটকি মাছ বলেছেন: একটা সময় বৈশাখী মেলায় না গেলে আমার মনে হত- যে জীবনে একবার মেলায় যাওয়া মিস হয়, সেটা কোনো জীবন হতে পারে না।
আর এখন মেলা জিনিসটার কথাই মাথায় আসেনা।
পোস্টে প্লাস।
১৩| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৩:০৭
মেঘে ঢাকা রোদ্দুর.. বলেছেন: পোষ্ট টা দেখে স্বপ্নে হারিয়ে, ২০ বৎসর পিছিয়ে গেলাম, এবং সেই ছোট্ট বেলার কথা মনে পড়ে গেল। বৈশাখী মেলায় যেতাম ছোট মামাকে নিয়ে, কি যে মজা। এখন মাঝে মাঝে মনে হয় বড় হইলাম কেন? বড় ভাই আপনার এই পোষ্টের জন্য হাজার ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভ নববর্ষ যুবায়ের ভাই।