![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন যা মাথায় আসে লিখে ফেলি।
নগেন….
এ্যই নগেন…..
ওরে নগেইন্না??....
আজ্ঞেঃ কর্তামশাই… কি কন.. খেপছেন কিল্লাই!..
সময়মতো তোরে পাওয়া যায়না… কোথায় ছিলি এতক্ষণ?
আজ্ঞেঃ বাগানে একটু পরিচর্যা করতেআচিলাম।
যাকগে ভালো..ভালো..
তয় কাজ কামে একদম ফাঁকিবাজি করবিনা বল্লেম।
আজ্ঞে হেইডা কি আর কওন লাগবো….
তয় বাজার থিকা কি আনলেন।
আরে বলিসনা! বাজারে গিয়েছিনু বহুৎদিন যাবৎ ইলিশ মাছ খাইনা..
ভাবিলাম একজোড়া ইলিশ কিনিবো বলিয়া!
বাপরে! যা দাম..একেবারে আগুন বরাবর!!
আচ্ছা বলতো দেখি বাংলাদেশের পদ্মার ইলিশ কমদামে পাওয়ার উপায় কি?..
নগেন কিছুক্ষণ মাথা চুলকাইলো তাপর বলিলোঃ কর্তাবাবু যে কননা! বাংলাদেশের ইলিশ কলিকাতায় বসিয়া মহানন্দে গিলিতেচেন তাই ম্যলা!! আবার সস্তায় খুজতাচেন!
তাও আবার মশায়ের চাই খাঁডি পদ্মার ইলিশ!..
এই নগেন! এত্ত প্যাঁচাস ক্যানরে….
আজ্ঞেঃ আপনার খায়েশ পুরন করবার চাইলে আগে ভাঁড়তের নীতির পরিবর্তন ঘটাইতে হইবো।
আরে ব্যটা! ইলিশ খামু তার আবার নীতি ফিতী কি?..
তুই বেডা আস্ত একটা পেচুঁটি!
আজ্ঞেঃ এজন্যইতো আপনের মত মাইনষেরা বারবার মোদীগো ভুট দিয়া গতিতে বসান!
ব্যটা আসলেই তুই ত্যদড়! আচ্ছা ত্যদড়!!
আজ্ঞে তাইলে শোনেন কুন নীতির পরিবর্তন করিলে আপ্নার ইন্ডিয়ানেরা সস্তায় ইলিশ খাইবার পারবো।
আচ্ছা ক দেখি তুই কি কস!
আজ্ঞে ভয়ে না র্নিভয়ে?.. আরে ব্যডা র্নিভয়ে ক!
তাইলে হুনেনঃ ফারাক্কা, তিস্তা, টিপাইমুখ সহ যত নদীরে ইন্ডিয়া বাঁধ দিয়া বাংলাদেশকে পানি থিকা বন্ঞ্চিৎ
করছে তার জরিমানা স্বরুপ সকল নদীর উজানে সকল বাঁধ ভাঙিয়া দিতে হইবে যাতে সর্বক্ষনিকভাবে
নদীর পানি ইচ্ছামত বাংলাদেশে যেতে পারে।
কর্তামশাই খেপিয়া উঠিলেন! মামবাড়ির আব্দার পাইছোছ!! সকল বাঁধ ভেঙে ফেলিতে হইবে??..
কাম করিবার আসিয়াসোছ কাম করিবি ফালতু প্যঁচাল একদম পারবিনা বুজছছ!
আজ্ঞেঃ আপনেইনা র্নিভয়ে কইতে কইলেন?..
আবার আপ্নিই ভেংচি কাটচেন কিল্লাই?..
ঠিকাছে গুরু রহস্য কইতামনা।
আরে নগেন! কি জানি কহিতে চাইছিলি তোর আসল গুরু রহস্য…
কমুনা!
আপ্নে খালি জিলাপির প্যঁচ খুজিয়া বাহির করেন আমার বাক্যর মধ্য থিকা!
আইচ্চা আবার ক দেহী!
আজ্ঞে একটি বিষয় কি জানেন?
কি? বল দেখি!
ইলিশ হইলো সামুদ্রিক মাছ… উহারা যখন ডিম দেয়ার সময় হয় তখন মিঠা পানি ও কম গভীর জল খোঁজে যেমুন ধরুন মেঘনা অববাহিকা ধৈরা আউগাইতে আউগাইতে পদ্মা আবার কুনু ইলিশ তিস্তা বা ব্রক্ষপুত্র পর্যন্ত উজানের দিকে যায়।
আর সেইসব নদীতে ডিম দেয় যা স্রোতের টানে ডিম ভাসিতে ভাসিতে একসময় পোনা বের হয়!
ধীরে ধীরে সেইসব পোনা জাটকা হয় তারপর বড় হলে তাকে
ইলিশ বলে।
তো কি হইছে ডিম দিক পোনা হোক জাটকা হোক বেশিবেশি যাতে টাটকা ইলিশ কমদামে খাইতে পারি!
হ! মুখ দিয়াতো কইলেন কমদামে খাইতারি!
নদীর সকল পানিপ্রবাহ বন্ধ কৈরা দিলে সমুদ্দুর থিকা
ইলিশ আইবো ক্যমতে?...
নগেনরে….তুই বেটা ফাজিল ওইলেওে তোর জব্বর বুদ্ধি আছে বৈকি!
১৮ ই মে, ২০১৪ রাত ১১:৩৯
যুবায়ের বলেছেন: ধন্যবাদ মামুন রশিদ ভাই।
লেখাটি গতকাল ফেজবুকে ষ্ট্যসাস হিসেবে দিয়েছিলাম।
পরে ভাবলাম আরেকটু ঘষা মাজা করে রম্য ষ্টাইলে লিখে
ব্লগে পোষ্ট করে দেখি।
ব্লগে তেমন একটা রম্য চোখে পড়ছেনা ইদানিং
তাই পোষ্ট দিয়েছি।
ভালো লাগলে সার্থকতা...
২| ১৮ ই মে, ২০১৪ রাত ১১:২৬
আমড়া কাঠের ঢেকি বলেছেন: ইডা কি লেকচেন ভাই
চরম বিণুদিত হইলাম।
পিলাচ+
১৮ ই মে, ২০১৪ রাত ১১:৫৩
যুবায়ের বলেছেন: ধন্যবাদ আমড়া কাঠের ঢেকি।
হাসুন প্রাণ খুলে
পিলাচের জন্য ধন্যবাদ।
৩| ১৮ ই মে, ২০১৪ রাত ১১:২৯
একজন ঘূণপোকা বলেছেন:
৩য় প্লাস
১৯ শে মে, ২০১৪ রাত ১২:০৭
যুবায়ের বলেছেন: ধন্যবাদ একজন ঘূণপোকা।
৪| ১৯ শে মে, ২০১৪ সকাল ১০:১৬
আমারে তুমি অশেষ করেছ বলেছেন: নগেন... এই নগেন...ওরে নগেইন্না??
আমাদের ভেতর হারিয়ে যাওয়া বিবেক কে শেষ পর্যন্ত আসলে এভাবে ঝাড়ি না দিলে জাগ্রত হয় না।
২৫ শে মে, ২০১৪ রাত ৮:৫৮
যুবায়ের বলেছেন: ধন্যবাদ 'তুমি আমারে অশেষ করেছ '।
আসলে ভাই কিছু মানুষ আছে যাদের
এভাবেই জাগাতে হয়। সবাইতো আর একরকম হয়না।
৫| ২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮
মিজানুর রহমান মিলন বলেছেন: চমৎকার ! খুবই বিনোদন পাইলাম।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৪ রাত ১১:২৬
মামুন রশিদ বলেছেন: মজার হৈছে ।