![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন যা মাথায় আসে লিখে ফেলি।
কিছুদিন আগে ঢাকা যাচ্ছিলাম রাত ১১ টার বাসে।
দির্ঘ ৬-৭ ঘন্টার জার্নি।
উত্তরবঙ্গ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী কোচের মিছিল। ঘন্টা দু-তিনেক পর বাস থামলো ফুড ভিলেজ
নামক হোটেলে। ২০ মিনিটের যাত্রা বিরতী।
হোটেলের সামনে পার্কিংয়ে প্রচুর বাস তখন। বাথরুম সেরে বের হয়ে দেখি একটা টেবিলও খালি নেই।
রাত তখন দেড়টার মত। ঢাকা থেকে রাত ১০টায় ছেড়ে আসা উত্তরবঙ্গগামী বাস এবং উত্তরবঙ্গ থেকে রাত ১১টায় ছেড়ে যাওয়া ঢাকাগামী বাসের সন্মিলন হয়েছে এই হোটেলে। সোনালী রুপালি ভরে গেছে মানুষে। ভাবলাম কয়টা টাকা নাহয় বেশিই নিবে চামেলীতেই (এসি) ঢুকি।
আমি একলা মানুষ হোটেলের পুর্ব দিকে একটি টেবিলে বসলাম। কিছুক্ষণের মধ্য নাবিল আর এসআর ট্রাভেলস এর এসি বাস এলো। চামেলীও ভরপুর হয়ে গেল।
ওয়েটারকে একপিছ নান রুটি আর সবজীর অর্ডার দিয়ে বসে আছি।
হঠাৎ এক ভদ্রলোক কোন টেবিল ফাকা না পেয়ে আমার টেবিলে বসার অনুমতি নিলো। বললাম বসেন। আমি নান আর সবজি খাচ্ছিলাম।
ভদ্রলোক দম্পত্তি খাবারের অর্ডার দিয়ে হোটেলের বাহিরে দাড়ানো বাসগুলি দেখছিল আর বলছিল। শুনেছি বাংলাদেশ নাকি গরীব রাষ্ট্র কিন্তু এদেশের গাড়ি ঘোড়া এতো উন্নত?.. বাসে কোন শব্দ নেই। ঝাকুনী নেই। আর রাস্তায় আসতে গ্রাম গন্জ্ঞ যা দেখলাম তাতেতো অতো গরীব মনে হচ্ছেনা!.
গলা খাকারী দিয়ে বললাম কিছু বলতে পারি?.. ভদ্রলোক বললেন অবশ্যই অবশ্যই।
আপ্নারা কোথা থেকে আসছেন?..
শিলিগুড়ি থেকে। কোথায় যাবেন?.. মুন্সিগন্জ্ঞ আত্নীয়ের বাড়িতে।
আপনারাতো বাঙালী তো কলিকাতা না থেকে শিলিগুড়ি কেন?.
আসলে আমরা দার্জিলিং স্কুলের শিক্ষক। শিলিগুড়ি থেকে এসআরে করে বাংলাদেশে বেড়াতে এসেছি এখান থেকে কোলকাতার বাসে চলে যাবো। ওও আচ্ছা।
বললাম ঢাকা এসেছিলেন কখনো?..
সেই ছোটবেলায় দেখেছিলাম ঢাকাকে। তারপর আর আসা হয়নি। এবারে গৃহিনী সহ এলাম। ও কলকাতার মেয়ে। বললাম তাহলে ঠিক আছে… ঢাকা দেখলে বুঝতে পারবেন
কেন ঢাকা দেখলে মানে?.
বললাম আমরা গরীব দেশের মানুষ বটে!
তবে আমাদের রুচী পছন্দ আধুনিক ও উন্নত।
আমাদের বাসে চড়ে নিশ্চয়ই বুঝেছেন?..
হ্যাঁ আপনাদের দেশের বাসগুলি খুব সুন্দর শব্দ নেই একদম।
আরে দাদা আমাদের বাসগুলি কি ফাটা (টাটা) কোম্পানীর নাকি যে সাউন্ড করবে?..
ভদ্রলোক বললেন ফাটা কোম্পানী মানে বুজলামনা?..
বললাম ভাড়তের টাটার বাস নয় এগুলি। সব জাপানী হিনো ওয়ান জে প্লাস।
তা দাম কেমন একেটটির?
বললাম নন এসি ওয়ান জে ৬৫-৭৫ লাক আর যেগুলি এসি হিনো আরএমটু এগুলি দেড় কোটির মতো।
দাদাবাবু তব্দা খাইয়া গেল! বৌদি বললো এত দামী দামী বাস!..
বললাম আরো দামী বাস আছে.. টিআর ট্রাভেলস এর মার্সিডিজ বেন্জ্ঞ, স্ক্যনিয়া,ভলবো সহ হুন্দাই, ডায়ো আর কিন্ঞ্চিৎ ফাটা কোম্পানীর বাস।
বৌদি বললো টাটার বাসতো দাম কম ২০-২২ লাখ টাকা। তো তোমরা এত দামী গাড়ি কেন কেনো?
বললাম লাইফটাইমের জন্য… জানেন এর একটি বাস ২০ থেকে ৩০ বছর রাস্তায় চলার উপযোগী আর আপনাদের তৈরী বাস ৫ বছরেই মুড়ির টিন! বুঝলেন বৌদি?.
দাদাবাবু কহিলো আসলে বাংলাদেশের মানুষ খুব হিসাব করেই গাড়ি টাড়ি কেনে।
বললাম ইউর আইডিয়া ইজ রং!..
আপনি যে এসআরে এসেছেন সেই কোম্পানীর কত বাস আছে জানেন?..
বৌদি বলে কত?.. ৩৫০+ একটির দাম গড়ে ৬০ লাখ হলে কত দাড়ায়?...
শ্যমলীর বাস ৬০০+ তবে সবচাইতে বড় কোম্পানী হচ্ছে হানিফ এন্টার প্রাইজ।
হানিফের গাড়ি কতগুলি?..
আজ থেকে বছর খানেক আগে শুনেছিলাম লংরুটে ১৭৯৩ খানা আর ঢাকায় চলে শতিনেক।
দাদা বাবু বৌদির চোখ কপালে ওঠার দশা!..
বললাম এতেই এই অবস্হা?.. ঢাকা শহরে যখন পাজেরো, করোল্লা, পোর্সে, মার্সিডিজ বেন্জ্ঞ এর কার আর জিপের বহর দেখবেন তখন আবার অজ্ঞান হয়ে না যান।
শোনেন দাদা বৌদি… আমরা মানুষ গরীব হতে পারি কিন্তু আমগো রুচী পছন্দ অনেক ভালা… টাকা দিয়া জিনিস কিনুম দেইখ্যা শুইন্না ভালাটাই কিনুম… এইডা আমগো নীতি বুঝলেন?..
বৌদি কয় বুঝলাম কিন্তু এত গর্ব করার কিছু নেই নিজেদের তৈরীতো একটাও নেই!..
বললাম বৌদি!
ভাড়তীয়রাই হিংসার লালন ও চর্চায় বিখ্যাত!..
পাজেরো দেখেছেন?..
বউদি বলে না! বললাম ওই দেখেন সাদা জিপটা।
বউদি বলে ওমা এত্ত সুন্দর গাড়ি!
বললাম দামডাও মাশাল্লাহ….
কতদাম বাপু? মাত্র
৮৬-৮৭ লাখ… আর এই গাড়ি কিন্তুক আমগো চিটাগাংয়ে তৈরী বুঝলেন?..
বৌদি কয় কিভাবে?..
কইলাম জাপানের মিৎসুবিসি আর আমাদের প্রগতি জয়েনভেন্চারে তৈরী করতেছে এজন্য ৮৬-৮৭ লাখেই ব্রান্ড নিউ পাওয়া যাচ্ছে আর যদি এটি জাপান থেকে আনা হতো তাহলে ৩ কোটি টাকার মত দাম পড়তো। আর এখানে যত বিলাসবহুল বাস দেখছেন সব বাসের বডিই আমাদের দেশে তৈরী অধিকাংশই আফতাবের তৈরী বুঝলেন। দুজনেই তব্দা খাইছে….
হোটেলের সাউন্ডবক্সে ধ্বণিত হচ্ছে ---- থেকে ছেড়ে আসা ঢাকাগামি ----- পরিবহনের D1 সিটের যাত্রী মিঃ যুবায়ের… আপনার জন্য ওয়েট করছি…দ্রুত বাসে আসন গ্রহন করুন।
তারাতাড়ি খাবারের বিল দিয়ে দৌড়ে গিয়ে বাসে চড়লাম…
৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৯
যুবায়ের বলেছেন: ধন্যবাদ রেজওয়ানা আলী তনিমা।
পাঠে কৃতজ্ঞতা
ভালো থাকবেন
শুভকামনা...
২| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০০
পরিবেশ বন্ধু বলেছেন: আমরা মানুষ গরীব হতে পারি কিন্তু আমগো রুচী পছন্দ অনেক ভালা… টাকা দিয়া জিনিস কিনুম দেইখ্যা শুইন্না ভালাটাই কিনুম… এইডা আমগো নীতি বুঝলেন?..বেস্ট কমেন্ট
৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৪
যুবায়ের বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু।
৩| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০২
মনির হোসেন মমি বলেছেন: ুব সুন্দর পোষ্ট
৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০০
যুবায়ের বলেছেন: ধন্যবাদ মনির হোসেন মমি।
৪| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৬
নূর আদনান বলেছেন:
৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০১
যুবায়ের বলেছেন:
৫| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৪
তুষার মানব বলেছেন: পুরা ফাটায়া দিছেন দেখি
৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০৩
যুবায়ের বলেছেন: ধন্যবাদ তুষার মানব।
৬| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২৮
বাবলু বাবলু বলেছেন: টাকা দিয়া জিনিস কিনুম দেইখ্যা শুইন্না ভালাটাই কিনুম… বেস্ট কমেন্
৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১১
যুবায়ের বলেছেন: ধন্যবাদ বাবলু বাবলু।
৭| ৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৬
ইমরান আশফাক বলেছেন: ভাবছিলাম ডোজটা একটু বেশী হয়ে যায়নি তো ওদের জন্য?
৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৬
যুবায়ের বলেছেন: ধন্যবাদ ইমরান আশফাক।
তবে মনে হচ্ছে র্নিমলাল্য দাদার ডোজটা বেশি পড়েছে
দাদায় খালি খাউজাচ্ছে আর খাউযাচ্ছে
৮| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:২৭
ইলি বিডি বলেছেন: এইডা আমগো নীতি বুঝলেন?..বেস্ট কমেন্ট
৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:১৮
যুবায়ের বলেছেন: ধন্যবাদ ইলি বিডি।
৯| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১:০৩
মিজানুর রহমান মিলন বলেছেন: চমৎকার বলছেন ! আমাদের দেশের নেতা নেত্রীরা একটু ভাল হলে দেশটা আরো অনেক অনেক এগিয়ে যেত !
শোনেন দাদা বৌদি… আমরা মানুষ গরীব হতে পারি কিন্তু আমগো রুচী পছন্দ অনেক ভালা… টাকা দিয়া জিনিস কিনুম দেইখ্যা শুইন্না ভালাটাই কিনুম… এইডা আমগো নীতি বুঝলেন?..
৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:২১
যুবায়ের বলেছেন: ধন্যবাদ মিজানুর রহমান মিলন।
১০| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১:১৬
ইমাম হাসান রনি বলেছেন: উনাদের দেশের ৬০ % মানুষ খোলা আকাশের নিচে প্রকৃতির ডাকে সারা দেয় ঐটাও বলতেন
এতেই এই অবস্থা আর যদি ঐ ভদ্রলোক ঢাকায় আসতেন তাইলে তো....
৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪০
যুবায়ের বলেছেন: ধন্যবাদ ইমাম হাসান রনি।
ঠিক বলেছেন কথাটা খেয়াল ছিলনা..
উনাদের দেশের ৬০ % মানুষ খোলা আকাশের নিচে প্রকৃতির ডাকে সারা দেয় ঐটাও বলতেন
১১| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৬
নির্মাল্য বলেছেন: মিঞাভাই টাটা কিন্তু ভারতীয় কোম্পানি ,বিদেশী নয়।আমাদের দেশের বাস খারাপ হোক তাও সেটা আমাদেরই। আর ৬০% এর সপরিসংখ্যান ছাড়াও এখানে কিছু আরো কিছু পরিসংখ্যান দিয়ে রাখলাম কিছু তথ্য়
৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৭
যুবায়ের বলেছেন: ধন্যবাদ র্নিমাল্য।
দাদাবাবু ফাটা কোম্পানী (টাটা) অশোক লেলান্ড, এমবেসাডর সহ আপনাদের তৈরী যানবাহন যাকে আমরা মুড়ির টিন বলে ডাকি।
কারন আপনাদের তৈরী বাস ট্রাকের এমন বিকট শব্দ যে আমাদের বগুড়ার তৈরী শ্যলো মেশিন ও ফেইল!..
রাস্তা দিয়ে এমন বাস চললে মানুষের শ্রবনশক্তি দ্রুত লোপ পাবে। আর ঝাকুনিতে পেটের ভাত সহজে হজম হইবে। প্রান হজম ক্যন্ডি চুষতে হইবেনা। এজন্য আমাদের দেশে এইসব গাড়ি কম।
১২| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১:৪৬
নির্মাল্য বলেছেন: আর একটা কথা আমাদের দেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রি জয়েন্ট ভেঞ্চারে নির্ভরশীল নয়। টাটা ,মহিন্দ্র,অশোক লেল্যান্ড এরা পুরো যন্ত্রাংশ সহ বডিই নিজদেশেই বানায় । আপনারা বহুদিন ভারতে আসেননি,নিন নিজেদের একটু আপডেট করে নিন, নিন কোলকাতার বাসের কটা ছবি দিলাম
৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫৫
যুবায়ের বলেছেন: আপনার কথা পুরোটা সত্য নয়! আংশিক সত্য।
মিৎসুবিসি ল্যন্সার সহ হোন্ডার মত গাড়ি কি ভারতের একার তৈরী??.. ভারতের চ্যনেলগুলিতে এইসব গাড়ির বিজ্ঞাপন কি ভাড়তীয় চ্যনেলগুলিতে সারাদিন প্রচার করে এগুলি কি অন্য দেশের জন্য?.. মিৎসুবিসি জয়েন্টভেন্চারে গাড়ি তৈরী করছে ভারতে।
মোটরবাইকঃ ইয়ামাহা, হোন্ডা ভারতে কারখানা খুলে জাপানী ইন্জ্ঞিন আর ভারতের বডি, টায়ার টিউব সহ হালকা যন্ত্রাংশ সংযোজন করে ভারত প্লাস বাংলাদেশে বিক্রী করছে।
তাহলে জয়েন্টভেন্চারের কথা অস্বিকার করেন কিভাবে?..
১৩| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১:৪৭
নির্মাল্য বলেছেন:
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০২
যুবায়ের বলেছেন: এইসব মুড়ির টিন মার্কা বাস দেখে সত্যিই হাসি পাচ্ছে দাদা
অশোক লেল্যন্ডের বাস! একদিন নাটোর থেকে রংপুর আসতে বিআরটিসির একটি এসি বাসে চড়েছিলাম। ভাবছিলাম আরামে যাবো। কিন্তু বাসে চড়ার পর ব্যড়াম শুরু হইলো
এত শব্দ যে গাড়ির অডিও শোনা যাচ্ছিলনা আর ঝাকুনীতে অবস্হা কাহিল!.. আর যখন ব্রেক কষে তখন মনে হয় সিট বুঝি এগিয়ে গেল কয়েকহাত।
১৪| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১:৪৮
নির্মাল্য বলেছেন:
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৫
যুবায়ের বলেছেন: র্নিমাল্য দাদা নিচের কমেন্টে কিছু বাসের ছবি দিছি যেগুলি আমাদের দেশে দুরপাল্লাগামী বাস। দেখতে ভুল করবেননা!..
১৫| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:৩৯
বিশালবাংলা বলেছেন: এগুলরে আমাদের দেশে BRTC বাস বলে। উপরে ফিটফাট ভীতরে সদর ঘাট। সিট গুলো তক্তা হওয়ার কারনে কেউ চড়তে চাইনা।
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪০
যুবায়ের বলেছেন: ধন্যবাদ বিশাল বাংলা।
যথার্থ উত্তর দিয়েছেন ভাই।
এগুলরে আমাদের দেশে BRTC বাস বলে। উপরে ফিটফাট ভীতরে সদর ঘাট। সিট গুলো তক্তা হওয়ার কারনে কেউ চড়তে চাইনা।
১৬| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:০৫
আদম_ বলেছেন: @নির্মাল্য- যে গুলার ছবি দিছেন এগুলা আমাদের দেশের লোকাল বাস হিসেবে চলে। বাসে চড়ার সব চেয়ে বাজে অভিজ্ঞতা পেতে চাইলে চড়তে হবে এইগুলাতে। জঘন্য।
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৬
যুবায়ের বলেছেন: ধন্যবাদ আদম।
যথার্থই বলেছেন এগুলা আমাদের দেশের লোকাল বাস হিসেবে চলে। বাসে চড়ার সব চেয়ে বাজে অভিজ্ঞতা পেতে চাইলে চড়তে হবে এইগুলাতে। জঘন্য
১৭| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৯
যুবায়ের বলেছেন: ধন্যবাদ কান্ডারী অর্থব ভাই।
১৮| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:১৭
তূর্য হাসান বলেছেন: @নির্মাল্য--- আপনার দেওয়া বাসের ছবি দেখে হাসতে হাসতে শেষ। এই গুলান নাকি লাক্সারিয়াস বাস। ঢাকা আসুন। নিশ্চিত লজ্জা পাবেন।
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৪
যুবায়ের বলেছেন: ধন্যবাদ তুর্য হাসান।
@নির্মাল্য--- আপনার দেওয়া বাসের ছবি দেখে হাসতে হাসতে শেষ। এই গুলান নাকি লাক্সারিয়াস বাস। ঢাকা আসুন। নিশ্চিত লজ্জা পাবেন। সহমত
১৯| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৪
মামুন রশিদ বলেছেন: হাহাহ, মজা পেয়েছি ।
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০১
যুবায়ের বলেছেন:
২০| ৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২২
নির্মাল্য বলেছেন: এই গুলো একটাও লাক্সারিয়াস বাস নয় ভাই ,বাসের ফটোর রুট গুলো দেখতে পারেন ,এগুলো সবই লোকাল বাস। আমাদের দেশে লো ফ্লোর বাস কেই আমরা লোকাল বাস হিসেবে চালাই,যেটা আপনারা স্বপ্নেও কল্পনা করতে পারেন না
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৯
যুবায়ের বলেছেন: তো দাদা আপনাদের লোকাল বাসতো দেখলাম...
তা লাক্সারী বাসের ফুডুক দেখাইবেননা??..
নাকি পুজিঁ পাট্টা শেষ কৈরালাইচেন
২১| ৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২৪
নির্মাল্য বলেছেন: @তুর্য হাসান আপনি একবার ভারতে আসুন বাংলাদেশ ফিরতে মন চাইবে না,
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫২
যুবায়ের বলেছেন: যার যেটা মাতৃভূমি সে সেখানে আসবেই।
এইটাই বাস্তব।
২২| ৩১ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৩১
নির্মাল্য বলেছেন: আর কান্ডারী অথর্ব ও মামুন রশিদ আমি শুধু বাসের ছবি দেওয়াতেই আপনাদের মিথ্যার আশ্রয় নিতে হয়েছে ,BRTS বা রেল ব্যবস্থার কথা তুলে আপনাদের লজ্জা দিতে চাই না ।বরং আপনাদের যুবায়ের যে ছবিটি দিয়েছে সেই সব বাস আমরা জেলার গ্রামে গঞ্জের বিভিন্ন রুটে ব্যবহার করি। একসময় আপনারা আমাদের থেকে রোডওয়েজ ট্রান্সপোর্ট এ এগিয়ে থাকলেও এখন আর সে যুগ নেই।
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০১
যুবায়ের বলেছেন: র্নিমাল্য
মিথ্যা কথাতো আপনিই বলছেন?..
যে বাসটির ছবি দেয়া সে ধরনের বাস আপনাদের গ্রামে গন্জ্ঞে চলাতো দুরের কথা এটি কোন কোম্পানীর বাস?..
মডেল কি?..
বলেনতো দাদা??..
বোঝা যাইবে আপ্নে কত সত্যবাদী!..
২৩| ৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩০
পয়েন্ট-ব্লাংক বলেছেন: ব্যাক্তিগত বা দূরপাল্লায় আমরা যে অত্যাধুনিক ব্র্যান্ডের গাড়ি ব্যাবহার করি সেটা 'বেশিরভাগ' ভারতীয়রা শুধু বইপত্রে পড়ে থাকেন। হ্যাঁ, ওনারা নিজেদের তৈরি গাড়ি ব্যাবহার করেন এটা একটা বড় বিষয়।
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৩
যুবায়ের বলেছেন: ধন্যবাদ পয়েন্ট ব্লাংক।
সহমত জানাচ্ছি আপনার মন্তব্যর সাথে।
২৪| ৩১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৪
জনাব মাহাবুব বলেছেন: সেইরাম একটা পোষ্ট দিছেন।
দাদাবাবুগো ধুতি খুলে দিলেন দেখি
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৫
যুবায়ের বলেছেন: ধন্যবাদ জনাব মাহাবুব।
২৫| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:১৬
নির্মাল্য বলেছেন: মাহবুব আমার প্রথম কমেন্ট পড়ুন আরো মজা পাবেন ওখানে মিঞাভাইদের লুঙ্গি খুলেছি
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৭
যুবায়ের বলেছেন: দাদা বাবু মন্তব্যর ফাকে ধুতীখানা ঠিক আছে কিনা সেদিকে খিয়ান করিবেন। বলাতো যায়না! কখন যে খুলিয়া পরে
২৬| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৩২
নির্মাল্য বলেছেন: @পয়েন্ট-ব্লাংক আমাদের ভারতের সাধারণ রেল ব্যবস্থা বা বি আর টি এস এর কথাও আপনাদের কাছে শোনা কথার মতই। বাংলাদেশ বরং রেল পরিষেবার উন্নতিতে মনোনিবেশ করতে পারে। আর আপনাদের ঢাকা অত্যন্ত ঘনজনবসতিপূর্ণ শহর ওখানে মেট্রো রেলের জমি যোগার করা মুশকিল হবে ,ফ্লাইওভার গুলি সহ বড় রাস্তায় বাস র্যাপিড ট্রানজিট সিস্টেম চালালে মানুষ উপকৃত হবে।যানজট কমবে
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৬
যুবায়ের বলেছেন: রেল যোগাযোগের ক্ষেত্রে ভারত এগিয়ে এটা আমরা অস্বীকার করিনা।
আমরা গর্ব করি আমাদের সড়কপথ, যানবাহন, আমাদের গার্মেন্ট ইন্ড্রাষ্টি, হিমায়িত চিংড়ী, পাট, চা, চামড়া, জনশক্তি রপ্তানী।
এগুলি নিয়ে।
২৭| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৫০
নির্মাল্য বলেছেন: @যুবায়ের আপনার পোস্ট এবং মন্তব্যে বোঝা যায় কার কোথায় ডোজ টা পড়েছে।এইজন্যে দেখুন আমি প্রত্যেকটা কথা যুক্তি তথ্যে প্রমান করার পর আপনার ভারতীয়দের প্রতি মধুর ব্যবহারের কিরকম পরিবর্তন ঘটে গিয়েছে।
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৭
যুবায়ের বলেছেন: র্নিমাল্য দাদা কোথায় আপনি পরিবর্তন পেলেন।
না আপনাকে গালাগাল করা হয়েছে না র্দুব্যবহার।
আলোচনা হচ্ছে মূলত যুক্তি দিয়ে।
আপনি চেষ্টা করছেন ভারত পরিবহন সেক্টরে আধুনিক ও উন্নত।
আমরা বলছি যে আমাদের দেশে পরিবহন সেক্টরে আধুনিক ও উন্নত।
এখন আপনি যদি বুঝে থাকেন ৯০% লো ক্লাসের বাস আর ১০% আধুনিক বাস নিয়ে আপনারা ১০০% আধুনিক পরিবহন ব্যবস্হার দাবী করেন তাহলে সেটা আপনার আত্নতুষ্টি হতে পারে বৈকি।
২৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৬
প্রবাসী পাঠক বলেছেন: @নির্মাল্য দাদা - সবার কাছেই জার দেশের জিনিস অত্যন্ত মুল্যবান। নিজের দেশ নিয়ে গর্ব সবাই করবে। বাংলাদেশ নিয়ে যেমন আমি গর্ব করব। ঠিক তেমনি আপনি করবেন আপনার মাতৃভূমি ভারতকে নিয়ে। অযথা তর্ক করে কোনই লাভ হবে না। যার যার কাছে তাদের দেশই সেরা।
তবে একটা কথাই বলব, দূর থেকে বসে বাংলাদেশ নিয়ে নেতিবাচক মনোভাব পোষণ করা যায়। সামনে থেকে দেখলে সে ভুল ভেঙ্গে যাবে। বাংলাদেশ যে অনেক ক্ষেত্রে ভারত থেকে এগিয়ে তার প্রমাণ কিন্তু আপনি। আপনাকে ব্লগিং করার জন্য আমার দেশের ব্লগ সাইট ব্যভার করতে হচ্ছে। তার কারন আপনার দেশে বাংলা ব্লগিং এখনো শিশু। যাই হোক স্বাগতম বাংলাদেশ এর ব্লগ সাইটে।
২৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৭
যুবায়ের বলেছেন:
মার্সিডিজ বেন্ঞ্জ দাম এক কোটি সত্তর লাখ।
৩০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩০
যুবায়ের বলেছেন:
দেখেন বিলাসবহুল এবং কমফোর্টে বল বাস কাকে বলে?.
আর বিআরটিসির কথা বলে নাক সিটকালেন!
বিআরটিসির বহরেও এখন যুক্ত হয়েছে কোরিয়ান ডাইয়ো বাস।
৩১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩২
যুবায়ের বলেছেন:
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২৯
যুবায়ের বলেছেন: আজকের মত উঠছি...
ঘুমাতে যাচ্ছি।
পরে কথা হবে ইনশাআল্লাহ...
র্নিমাল্য দাদার আরো কিছু বলার থাকলে মন্তব্য করবেন।
পরে এসে জবাব দিবো।
৩২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:১২
নির্মাল্য বলেছেন: @জুবায়ের আপনি যে বাসগুলির ছবি দিয়েছেন তা ভরতে দুর্লভ নয়,এরকম বাস আমাদের এন এইচ সিক্স দিয়ে প্রচুর চলে ,মূলত আন্তঃরাজ্য দূরপাল্লার পরিবহনে ব্যবহার হয়। গতবছর বালাসোরে রেললাইন বন্যার কারণে জলের নিচে তলিয়ে যাওয়ায় আমি এইরকম ধরনের বাসেই কলকাতা ফিরেছি । ওড়িশাগামী বাসগুলোর প্রত্যেকটাই এরকম থাকে।
০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১০
যুবায়ের বলেছেন: র্নিমাল্য দাদা।
পারসেন্ট অনুযায়ী কত পার্সেন্ট জানাবেন কি?..
৩৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:১৯
নির্মাল্য বলেছেন: এই দেখুন দূরপাল্লার বাস
১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৫
যুবায়ের বলেছেন: @র্নিমাল্য।
দাদায় যা দেখাইলেন
হাসতে হাসতে শেষ....
গ্রীনলাইন কোন দেশের যাত্রী পরিসেবা সার্ভিস জানেনতো?..
আপনার ছবি এটাই প্রমান করে যে যাত্রী পরিসেবায় বাস সার্ভিসে ভারতের চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে তাইতো গ্রীনলাইন দেশের গন্ডি পেরিয়ে লাক্সারী বাসের সেবা দিচ্ছে ভারতে।
৩৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:২৩
নির্মাল্য বলেছেন: ভারতে জয়েন্ট ভেঞ্চার ছাড়াও নিজেদের ইন্ডাস্ট্রি আছে সেটা বাংলাদেশের নেই। আর যাই হোক বাংলাদেশের রেল পরিবহনের কোনো ছবি দেখলাম না আপনার পোস্টে। দিতে পারলে ওই ব্রিটিশ আমলের রেলের একটা ফটো দেবেন
৩৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভারত হয়তো এখনো জাপান ও পাশ্চাত্যের সমমানের গাড়ি তৈরি করতে পারেনি। কিন্তু তাদের ক্রেডিট হলো, তারা ইঞ্জিনসহ পুরো গাড়িটাই নিজেরা তৈরি করে। আর আমরা আমদানী নির্ভর। কিছু কিছু গাড়ি আমরা সংযোজন এবং বডি তৈরি করে থাকি। তবে তা' আমাদের কৃতিত্ব নির্দেশ করে না। হয়তো একদিন আমরাও ভারতের মতো ইঞ্জিনসহ পুরো গাড়িই বাংলাদেশে তৈরি করবো। তখন গর্ব করার মতো আমরা কিছু করতে পারবো।
ভারতের কৃতিত্বকে যেমন খাটো করে দেখা ঠিক নয়, তেমনি নানা ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যকে ভারতের সম্মান করা উচিৎ। এই কাজটা ভারত প্রায়শই করেনা বলে তাদের সাথে আমাদের ভুল বুঝাবুঝি হয়। এরকমটা কাম্য নয়। দু'দেশের জনগনের মধ্যে ভালো সম্পর্ক থাকা উচিৎ।
৩৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২১
সিস্টেম অ্যাডমিন বলেছেন: কাল থেকে দেখছি একটা বিষয় নিয়ে সমানে বিতর্ক হয়ে চলেছে !
আমি বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে বলতে পারি , বর্তমানে পশ্চিমবঙ্গে সড়ক পরিবহনে ব্যবহৃত বাস গুলির মান যাত্রী সাচ্ছন্দের মানের অনেক নিচে এ বিষয়ে কোন সন্দেহ নেই ।
@ নির্মাল্য যে চিত্র তুলে ধরেছেন তা একটি সমগ্র ব্যবস্থার ১০ % চিত্র হতে পারে কিন্তু বাকী ৯০% এখনও পড়ে আছে সেই মান্ধাতার আমলে ।যদিও এই সমস্যার পিছনে থাকা বিষয়গুলিকে এখানে তুলেই রাখলাম। তাই সড়ক পরিবহনে আর যাই হোক যাত্রী সাচ্ছন্দের নিরিখে বাস গুলির বেহাল দশা নিয়ে গর্ব করা খাটেনা ।
পোস্টটির লেখক যুবায়ের বলেছেন ঃ
" আপ্নারা কোথা থেকে আসছেন?..
শিলিগুড়ি থেকে। কোথায় যাবেন?.. মুন্সিগন্জ্ঞ আত্নীয়ের বাড়িতে।
আপনারাতো বাঙালী তো কলিকাতা না থেকে শিলিগুড়ি কেন?."
আপনার অবগতির জন্য জানাই শিলিগুড়ি এবং তার পার্শ্ববর্তী অঞ্চলটি( পাহাড় বাদে ) প্রধানত বাঙালি সংখ্যাগরিষ্ঠ অঞ্চল ।
আর একটি কথা ভারতে নিজস্ব প্রযুক্তি তে উৎপন্ন বর্তমান বাস গুলি গুনগত মান এবং দামের দিক থেকে বিচার করলে কিন্তু খুব খারাপ নয় ! তবে বাংলাদেশে ব্যবহৃত বিদেশ থেকে অতিরিক্ত দাম দিয়ে কেনা বাসগুলির পাশে হয়ত একটু হতশ্রী মনে হতে পারে তবে শক্তি সামর্থ্যে খারাপ নয় ।
সর্বোপরি সড়ক পরিবহনে যাত্রী সাচ্ছন্দের দিক থেকে বিচার করে আমার মনে হয়েছে ঢাকা( যদিও বাংলাদেশী পরিবহনের অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও, সামগ্রিক বিচারে) কলকাতার দিক থেকে কিছুটা এগিয়ে থাকবে ।।
৩৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫১
জুন বলেছেন: ভাই যুবায়ের আপনি উপরে লিখে রেখেছেন ক্যচাল পছন্দ করেন না । আমিও করি না । তাই কখনো ক্যচাল পোষ্টে আমি যাই নি।
কিন্ত আপনার পোষ্ট দেখে আমি দু একটা কথা না বলে পারছি না। দেখুন বড় ভাই সুলভ মাতব্বরি/আচরনের জন্য আমিও ভারতকে পছন্দ করি না। এমন কি তাদের বিশ্বকাপ জেতা ক্রিকেট দলের খেলা ও না। এমন কি শচীনকে নিয়ে যারা মাতামাতি করে সেই শচীনকেও না।
কিন্ত ভারতের রাস্ট্রিয় অবকাঠামোর অবিশাস্ব্য উন্নতির জন্য নিরপেক্ষ ভাবে আপনাকে লাইক দিতে হবে বলে আমি মনে করি। খুব নিকট অতীতের কথা আমি বলবোনা , বেশ অনেক বছর আগে আমি দক্ষিন এবং উত্তর ভারত ভ্রমনের সময় তাদের বিলাশ বহুল আন্ত নগর বাস দেখে চমকৃত হই। ভলভো সেই বাসগুলোর এক এক সারিতে চার সিটের বদলে ছিল তিন সীট। এবং চামড়ায় মোড়ানো। মাস কয়েক আগে কলকাতা বেড়াতে গিয়ে তার পরিবর্তন দেখে অবাক হয়ে যাই। রাস্তা ঘাট , গাড়ি ঘোড়াই শুধুই নয় তাদের ট্রাফিক ব্যবস্থা ও অনেক উন্নত। কোন জানজট নেই, কিছু নেই, চারিদিক সবুজ গাছ।যেই দিল্লী মরুর শহর বলে পরিচিত সেই দিল্লী দশ বছর পরে দেখে আমি আশ্চর্য্য হয়ে গেছি। এত সবুজ শহর খুব কমই আছে বিশ্বে। তাছাড়া পুরো দেশ ব্যাপী যাতায়াত ব্যবস্থা সত্যি চমৎকার, স্বীকার করতেই হবে।
আমাদের হয়তো হবে ভবিষ্যতে। তবে দশ বছরে কলকাতা তথা ভারত যত এগিয়ে গেছে আমরা ততটাই পিছিয়ে গেছি আমাদের দেশপ্রেমহীন রাস্ট্র নায়কদের জন্য। কষ্টই লাগে আমাদের এমন কোন নেতা আসলোনা স্বার্থবিহীন, দেশ প্রেমিক মাহাথিরের মত। আমার মন্তব্য থেকে কিছু মনে করবেন না আশা থাকলো।
৩৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৭
*কুনোব্যাঙ* বলেছেন: প্রতিবেশী কি দূর রাষ্ট সবার কাছেই বাংলাদেশ নিয়ে নেতিবাচক মনোভাব তৈরীর পেছনে আমাদের দায়ও কোন অংশে কম না। বাংলাদেশ দুর্দশাগ্রস্থ দেশ এটা বিদেশীদের চাইতে আমরা বাংলাদেশীরাই বিশ্ববাসীর কাছে প্রচার করি বেশী।
শুনেছি বাংলাদেশ নাকি গরীব রাষ্ট্র পরিচয়ের শুরুতেই একটা দেশের নাগরিককে তার দেশ নিয়ে এমন একটি কথা যে বলতে পারে তার মানসিকতা নিয়ে আমি সন্দিহান, এমনকি আমাজনের ডিপ ফরেস্টের কোন উপজাতিদের ওখানে গেলেও এমন কথা বলা যায়না। আমি থাকলে পরবর্তীতে তার সাথে হ্যাঁ হু বলে চেষ্টা করতাম তাকে এড়িয়ে যাওয়ার। ধনী গরীব আধুনিক সুবিধা প্রাপ্ত বা সুবিধা বঞ্চিত মানুষ সবখানেই আছে। বার্মার মতো দেশেও যেমন হলিউডের সদ্য মুক্তিপ্রাপ্ত মুভি অত্যাধুনিক মুভি থিয়েটারে চলার পাশাপাশি এমন মানুষের অভাব নেই যারা টোটালই আধুনিক সুযোগ সুবিধা পায়না। তেমনি অবস্থা নিউইয়র্ক টোকিওতেও। এমনকি মধ্যপ্রাচ্যের মানুষদের যে বিলাসী জীবনের ছবি আমরা দেখি সেখানেও সুবিধা বঞ্চিত মানুষের কোন অভাব নেই। ইন্ডিয়ার অবস্থাও সেখানে ভিন্ন নয়, প্রচুর লাক্সারী ট্রান্সপোর্ট আছে আবার এমন ট্রান্সপোর্ট আছে যেগুলো ১০ মাইল পথ যেতে দুইবার চাকা পাংচার দুবাই ইঞ্জিন নষ্ট হয়। ভিন্ন নয় বাংলাদেশের অবস্থাও। রিক্সার ঠেলাঠেলির পাশাপাশি ফেরারী জাগুয়ারের শব্দে বিরক্ত হইনা এমন কোন দিন নাই।
ইন্ডিয়ার বাস সার্ভিসের একটা বিজ্ঞাপন দিলাম
আরেকটি ভিডিও দিলাম ঠিক তার বিপরীত চিত্রের
৩৯| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৮
সোহানী বলেছেন: কেচাল পোস্ট এড়িয়ে চলি তারপর ও ঢুকলাম একটা কথা বলার চেস্টায়.....
আমাদেরকে আমাদের মতো থাকতে দিন মি: নির্মাল্য । আর মুড়ির টিন ন্যানো বা টাটা বা অশোক নিয়ে আপনারা তুড়ি বাজান .... আমাদেরকে গচানোর চেস্টা কইরেন না। ধন্যবাদ
৪০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:২৮
আদম_ বলেছেন: @ নির্মাল্য আপনি এইটা কি লেখলেন বেকুবের মতো "আমাদের দেশে লো ফ্লোর বাস কেই আমরা লোকাল বাস হিসেবে চালাই, যেটা আপনারা স্বপ্নেও কল্পনা করতে পারেন না"
একটু ভদ্রতা শিখে আসলে ভালো হতোনা।
৪১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৮
নির্মাল্য বলেছেন: @সোহানী আমরা তুড়ি বাজাই কি অন্য কি করি সেটাও আমাদের ব্যাপার,আমরা আপনাদের ব্যাপারে নাক গলাতে চাই না। বেশিরভাগ ভারতীয়ের কাছে বাংলাদেশ কোনো অর্থ বহন করে না আজ শুধু অনুপ্রবেশ সমস্যা ছাড়া(তিক্ত হলেও ঘটনা টি সত্যি)। এই পোস্টে আমার আগমন পস্ত্দাতার মনোভাব লক্ষ্য করে।আজ অনার ভুল শুধরে দিয়েছি মাত্র
৪২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২৮
প্রবাসী পাঠক বলেছেন: @নির্মাল্য দাদা বাবু, আপনার কমেন্ট দেখে আপনার উদ্দেশ্য পরিষ্কার বুঝা যাচ্ছে। ক্যাচাল ভালো লাগে না লাগলেও আপনার সাথে একটু খানি ক্যাচাল করতেই হচ্ছে।
বেশিরভাগ ভারতীয়ের কাছে বাংলাদেশ কোনো অর্থ বহন করে না আজ শুধু অনুপ্রবেশ সমস্যা ছাড়া(তিক্ত হলেও ঘটনা টি সত্যি)।
আপনার কমেন্ট দেখে কুয়ার ব্যাঙের গল্পটা মনে পড়ছে খুব। মাইরি বলছি দাদা আপনারা যে কঠিন কঠিন জোকস বলতে পারেন তা আপনাদের কথা না শুনলে জানাই হত না। আপনাদের ভারতীয়দের দ্বিতীয় বৃহত্তম রেমিটেন্স আসে বাংলাদেশ থেকে। কত পরিমাণ ভারতীয় লোক আমার দেশে কামলা দিয়ে আপনাদের অর্থনীতি সচল রাখছে তা একবার জেনে দেখুন দাদা মশাই। বাংলাদেশ ভরতীয়দের কাছে অর্থ বহন করে না কিন্তু আপনাদের সরকারকে আমাদের কাছে এসে ট্রানজিট নেয়ার জন্য পায়ে ধরে বসে থাকতে হয়। আর আমারা এমন জাতি যে আপনাদের ট্রানজিট আমরা বিনামুল্যে দান করে থাকি। আপনাদের কাছে বাংলাদেশের কোন অর্থ বহন না করলেই প্রকৃত অর্থে আমারা দাতা আর আপনারা গ্রহীতা। তাই বাংলাদেশ সম্পর্কে কথা বলার আগে একটু ভেবে চিন্তা করে নত মস্তকে কথা বলার চেষ্টা করুণ। কারণ আমারা দান দেয়া বন্ধ করে দিলে আপনাদের কি অবস্থা হবে।
আর অনুপ্রবেশ নিয়ে বলছেন দাদা মশাই, অনুপ্রবেশ তো আপনাদের জন্য আশীর্বাদ দাদা বাবু। এই অনুপ্রবেশকারীদের জন্যই আপনাদের ৪০ ভাগ লোক সভ্য হতে পেরেছে। নয়ত বাকি ৬০ ভাগ লোক যেভাবে খোলা আকশের নিচে প্রাকৃতিক কাজ সম্পাদন করে সেভাবে ১০০ ভাগ লোকই করত। এই অনুপ্রবেশকারীদের জন্যই কিছুটা জাতে উঠেছেন সেটা উপভোগ করুন। কয়েকজন অনুপ্রবেশকারীর নাম দিলাম যারা বাংলাদেশী ছিলেন। যাদেরকে নিয়ে আবার আপনারা অনেক গর্ব করেন।
জ্যোতি বসু (সাবেক মুখ্যমন্ত্রী,পশ্চিমবঙ্গ,ভারত):- পৈতৃক বাড়ি নারারায়ণগন্জ জেলার সোনারগাঁয়ের বারদী গ্রাম !!
সুচিত্রা সেন (অভিনেত্রী):- দিলালপুর, পাবনা
মিঠুন চক্রবর্তী (অভিনেতা):- গৌরনদী, বরিশাল !!
অমর্ত্য সেন(নোবেল বিজয়ী):- মানিকগন্জ !!
মিতালী মুখার্জি(কণ্ঠ শিল্পী):- বরিশাল !!
কবি সুকুমার রায় তার পুত্র সত্যজিত্ রায়(সাহিত্যিক)- কিশোরগন্জ জেলার কটিয়াদি থানার মযুয়া গ্রাম।
জয়া বচ্চন(জয়া ভাদুরী):- নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার রাখবেড় গ্রাম !!
মৃণাল সেন:- ফরিদপুর !!
পন্ডিত রবিশংকর:- যশোর !!
মাইকেল মধুসদন দত্ত (কবি)- যশোর
ঋত্বিক কুমার ঘটক(চলচিত্র পরিচালক)- ঢাকা
সুনীল গঙ্গোপাধ্যায়- ফরিদপুর
সুকান্ত ভট্টাচার্য- বুদ্ধদেব ভট্টাচার্য - গোপালগঞ্জ
বুদ্ধদেব বসু ( সাহিত্যিক ) - বিক্রমপুর
জীবনানন্দ দাশ- বরিশাল
প্রফুল্ল চন্দ্র রায়- খুলনা
পি. সি. সরকার- টাঙ্গাইল
প্রফুল্লচন্দ্র ঘোষ- ঢাকা (স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী)
হুমায়ুন কবির- ফরিদপুর (ভারতের সাবেক শিক্ষামন্ত্রী)
গৌতম ঘোষ- ফরিদপুর
জগদীশ চন্দ্র বসু- বিক্রমপুর
কামিনী রায়- বরিশাল (মহিলা কবি এবং ব্রিটিশ ভারতের মেয়েদের মধ্যে প্রথম অনার্স গ্রাজুয়েট)
কাদম্বিনী গাঙ্গুলি- বরিশাল (দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা চিকিৎসাবিদ বা ডাক্তার)
প্রিয়রঞ্জন দাশমুন্সি- বরিশাল (ভারতের সাবেক তথ্য মন্ত্রী)
ডাঃ বিধানচন্দ্র রায়- সাতক্ষীরা- স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী
তো দাদা মশাই এই অনুপ্রবেশকারী ছাড়াও শত সহস্র নাম দেয়া যাবে। কিন্তু এদের বাদ দিলে আপনাদের অর্জন তো শূন্য হয়ে যাবে।
@ পোস্ট দাতা - পোস্টে ক্যাচাল এর এলিমেন্ট রেখে নরম পুতুপুতু টাইপ কমেন্ট রিপ্লাই দেয়া বাদ দেন। তথ্য দিয়ে কঠিন ভাষায় উত্তর দিন।
৪৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৫
নির্মাল্য বলেছেন: @প্রবাসী পাঠক মিঞাভাই আপনি যাদের নাম দিলেন তারা প্রত্যেকেই দেশভাগের পর পূর্ব পাকিস্তানে ধর্মিয়ে অত্যাচারের কারণে অথবা পরে ধর্মীয় ও রাজনৈতিক উভয় কারণে অত্যাচারিত হয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন। এদের বলা হয় শরনার্থী। আর অনুপ্রবেশকারী হল যারা একাত্তরের পর থেকে রাজনৈতিক সামাজিক বা ধর্মীয় কারণে কোনো রকম উত্পীড়নের শিকার না হয়ে স্রেফ ভালো থাকার জন্য ,দু পয়সা কামাবারর জন্য বেআইনি ভাবে ভারতে এসেছেন।সুতরাং ওনাদের নাম নিয়ে আপনাদের গর্ব করা সাজে না । এদের পূর্বপুরুষদের আপনারাই একদিন মেরেধরে দেশ থেকে বের করে দিয়েছিলেন।আর আপনাদের দেশের সিমন যেহেতু ধর্মীয় কারণে ভাগ হয়ে তৈরী তাই বেশিরভাগ অনুপ্রবেশকারীর ধর্মই ইসলাম হয়ে থাকে ।এটা কে আপনারা আবার সাম্প্রদায়িক রূপ দিয়ে চালাবার চেষ্টা করে থাকেন। ভারত যেহেতু সেকুলার দেশ তাই সেখানে ভারতীয় মুসলিম বসবাস করতে পাড়ে,যেহেতু ওয়েলফেয়ার স্টেট ও ধর্মীয় রাষ্ট্র দ্বারা পরিবৃত তাই ঐসব দেশের সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ শিখরাও ভারতে স্বাগতম। কিন্তু ধর্মের ভিত্তিতে ভাগ হওয়া দেশ থেকে পুনরায় অসত উদ্দেশ্যে ওই দেশের সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায়ের ভারতে অনুপ্রবেশ ভারত মানবে না। পৃথিবীর কোনো সভ্য সমাজই মানবে না।
পরিশেষ জানাই,
সুচিত্রা সেন (অভিনেত্রী):- দিলালপুর, পাবনা
মিঠুন চক্রবর্তী (অভিনেতা):- গৌরনদী, বরিশাল !!
অমর্ত্য সেন(নোবেল বিজয়ী):- মানিকগন্জ !!
মিতালী মুখার্জি(কণ্ঠ শিল্পী):- বরিশাল !!
কবি সুকুমার রায় তার পুত্র সত্যজিত্ রায়(সাহিত্যিক)- কিশোরগন্জ জেলার কটিয়াদি থানার মযুয়া গ্রাম।
জয়া বচ্চন(জয়া ভাদুরী):- নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার রাখবেড় গ্রাম !!
মৃণাল সেন:- ফরিদপুর !!
পন্ডিত রবিশংকর:- যশোর !!
মাইকেল মধুসদন দত্ত (কবি)- যশোর
ঋত্বিক কুমার ঘটক(চলচিত্র পরিচালক)- ঢাকা
সুনীল গঙ্গোপাধ্যায়- ফরিদপুর
সুকান্ত ভট্টাচার্য- বুদ্ধদেব ভট্টাচার্য - গোপালগঞ্জ
বুদ্ধদেব বসু ( সাহিত্যিক ) - বিক্রমপুর
জীবনানন্দ দাশ- বরিশাল
প্রফুল্ল চন্দ্র রায়- খুলনা
পি. সি. সরকার- টাঙ্গাইল
প্রফুল্লচন্দ্র ঘোষ- ঢাকা (স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী)
হুমায়ুন কবির- ফরিদপুর (ভারতের সাবেক শিক্ষামন্ত্রী)
গৌতম ঘোষ- ফরিদপুর
জগদীশ চন্দ্র বসু- বিক্রমপুর
কামিনী রায়- বরিশাল (মহিলা কবি এবং ব্রিটিশ ভারতের মেয়েদের মধ্যে প্রথম অনার্স গ্রাজুয়েট)
কাদম্বিনী গাঙ্গুলি- বরিশাল (দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা চিকিৎসাবিদ বা ডাক্তার)
প্রিয়রঞ্জন দাশমুন্সি- বরিশাল (ভারতের সাবেক তথ্য মন্ত্রী)
ডাঃ বিধানচন্দ্র রায়- সাতক্ষীরা- স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী
এনারা প্রত্যেকেই ভারতের মুখ উজ্জ্বলকারী কৃতি ,শরণার্থী পরিবারের সন্তান,ও গর্বিত ভারতীয়।খুবই দুঃখের বিষয় এদের বেশিরভাগ নিজেদের ধর্মীয় পরিচয়ের কারণে নিজেদের মাতৃভূমি থেকে বিতারিত।
৪৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫১
নির্মাল্য বলেছেন: @যুবায়ের আমার পোশাক নিয়ে আগ্রহী বেশ, যাই হোক জানিয়ে রাখি যে আমি বারমুডা পরি।
৪৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৬
প্রবাসী পাঠক বলেছেন: হা হা হা।
জানতাম ফিরতি কমেন্টে বহুত ত্যানা পেঁচাবেন দাদা। কিন্তু এত বেশি পেঁচাবেন ভাবি নি। এনারা প্রত্যেকেই ভারতের মুখ উজ্জ্বলকারী কৃতি ,শরণার্থী পরিবারের সন্তান,ও গর্বিত ভারতীয়। হাহাহা। আর বাকি যারা গিয়েছে তারা আপনাদের বোঝা। ধর্মের হহাই দিয়ে হোক আর যেভাবেই তারা ভারত গিয়েছে কেউ শূন্য হাতে যায় নি। সঙ্গে করে এদেশে অর্জিত অর্থ নিয়েই গিয়েছে। তাদের অর্থ দিয়ে অর্থনীতি সচল রাখতে পারেন কিন্তু তাদের স্বীকার করতে পারেন না।
আর আমার কমেন্ট এর রেমিটেন্স আর ট্রানজিট নিয়ে কিছু বললেন না দাদা মশাই।
ভারত সেকুলার দেশ , আবারো হাসালেন দাদা। এত জোকস কোথায় শিখেন?? ভারত কাগজ কলমেই সেকুলার তা নাহলে উগ্র ধর্মভিত্তিক কোন দল কেন্দ্রীয় সরকার গঠন করে না। যে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের নির্বাচনী অঙ্গিকারনামা ধর্ম ভিত্তিক হয় তাদের মুখে সেকুলার কথাটা মানায় না।
৪৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:২৯
লিখেছেন বলেছেন: নির্মাল্য - দাদা এখান থেকে পালা, তোর ধুতি সবাই খুলে ফেলল , এখনই কেউ দেখে ফেললে জম্পেশ মজা পাবে। দেখিস আবার হেগে দিস না জেন। তাহলে পেটে খিদে পাবে । একটু আগেই একতা আধধেক ডিমের পুরোটাই মেরে দিয়েছিস কিন্তু।
৪৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩৩
আদম_ বলেছেন: বেশিরভাগ ভারতীয়ের কাছে বাংলাদেশ কোনো অর্থ বহন করে না আজ শুধু অনুপ্রবেশ সমস্যা ছাড়া
বেশির ভাগ নয় কোন বাংলাদেশীর কাছেই ভারতের আজ কোন গ্রহণযোগ্যতা নেই। তাদের অব্যাহত বদমায়েশি এবং অতি নিচু মনমানসিকতার কারণে সবাই তাদের ঘেন্না করে।
৪৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৯
নির্মাল্য বলেছেন: @প্রবাসী পাঠক ,কথা মাথায় ঢুকে না?? ভারতে ভারতীয় হিন্দু থাকবে ভারতীয় মুসলিম থাকবে । কিন্তু সাবেক পূর্ব পাকিস্তানি বা আজকের বাংলাস্তানি কোনো মুসলিম থাকার অভিপ্রায় নিয়ে এলে লাঠ মেরে তাড়ানো হবে,কারণ তারা নিজেদের বরাদ্দ বাসভূমি অনেক আগেই ঠিক করে নিয়েছে। @লিখেছেন ,তর বাপের সাইট নাকি??
৪৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
লিখেছেন বলেছেন: @নির্মাল্য - কিরে বিষ্ঠা খর সরূপে বের হলী এতক্ষণে। হ্যাঁ এটা আমার বাপ অর্থাৎ তোর দাদার সাইট । ভাগ নাহলে নেড়ি কুকুর দিয়ে ডিম থেরাপি দেব বলছি মাইরি।
৫০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৩
নির্মাল্য বলেছেন: @লিখেছেন ,আমি তোর বাপের বাপ ,তোর সবকটা বাপকে সামনে আন , দেখি তাদের কার কি ক্ষমতা
৫১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৩
নির্মাল্য বলেছেন: @লিখেছেন ,আমি তোর বাপের বাপ ,তোর সবকটা বাপকে সামনে আন , দেখি তাদের কার কি ক্ষমতা
৫২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৩
সবুজ স্বপ্ন বলেছেন: ভাই আমি সদ্য ভারত ভ্রমণ করে এসেছি। অনেকে যেভাবে বলছেন যে ভারতে জাম নাই বা সব সবুজে ভরপুর অাসলে তা না। বেনাপোল থেকে আমার কলকাতা শহরে পৌছতে লেগেছিলো প্রায় ৬ ঘন্টা। অথচ দুরত্ব মাত্র ৮৪ কি মি। আর ভারতের অনেক জায়গায় এখনও মরুভুমির অনুভূতি হয়। অার বাসের গূণগত মান মনে হয় বাংলাদেশই ভালো । ডিজটিাল ডিসপ্লে বোর্ড দিলেই যদি কোয়ালিটি উন্নত হত তাহলে তো কথাই না্ই। আর @নির্মাল্য দাদা কে বলছি আপনারা এত নন-সেকুলার???? তাহলে কাল জাপানে মি. মোদি জাপানের প্রধানমন্ত্রীকে গিতা উপহার দিলেন কেন? কোরআন/বাইবেল/ত্রিপিটক না কেন?
৫৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৩
নির্মাল্য বলেছেন: @সবুজ স্বপ্ন ,এখানে সংস্কৃতি বড় ব্যাপার , ত্রিপিটক ও গীতা ভারতীয় সংস্কৃতির হলেও বাইবেল সেমিটিক সংস্ক্র্তির আর কোরান আরব ইসলামী সংস্কৃতির। এদের মধ্যে ত্রিপিটক ভারতীয় হলেও জাপানে বৌদ্ধ ধর্মের কারণে বহুল প্রচলিত। তাই এখানে গীতাই একমাত্র বই যা ভারতীয় সংস্কৃতির প্রতিনিধি হতে পারে জাপানে।
৫৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৮
লিখেছেন বলেছেন: @নির্মাল্য - আমি জানিনা আমি ছাড়া তোর আর কন বাবা আছে কিনা, তবে তোর সত্যিকারের দাদা একটাই। তুই বাবাকেই সন্মান দেখাতে এত কার্পণ্য করছিস, আমাকে কি বোকা ভেবেছিস যে তোর দাদাকে আনব? ভাল থাক পুত আমার
৫৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮
নির্মাল্য বলেছেন: @ লিখেছেন ফালতু বকিস না । তর সত্যিকারের দাদা আমি ,এইজন্য তুই আমায় দাদাবাবু বলেছিস।তোকে জাস্ট একটু কনফার্ম করতে বলছিলাম যে তুই আমার কত নাম্বার ছেলের প্রোডাক্ট। এই যে তোর দাদা আমি এখানে এই পোস্টে কমেন্ট করেছি,এবার সত্যি কারের ভদ্রছেলের মোট গুরুজন কে সম্মান দিয়ে তুই এখন থেকে চলে যা.
পুনশ্চ- বেশি নেশাভাং করে ইন্টারনেট চালাস না,তুই প্রলাপ বকলে পরে আমারই সম্মানহানি হয়
৫৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:২২
িটউব লাইট বলেছেন: যা সালা! সব শেষ? এখানে কার ধুতি পরে আছে? কেউ মনে হয় খুলে টুলে রেখে পালিয়েছে।
৫৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৪
যুবায়ের বলেছেন: অলরেডি ক্যাঁচাল লেগে গেছে পোষ্টে
কে কার লুঙ্গী খোলে আর কে কার ধুতী খোলে এমন দশা!..
পুরাই অস্হির।
যাকগে.. সকালে আমি গ্রামের বাড়ি যাচ্ছি ফিরতে ২-৩ দিন দেরী হবে।
তাই পোষ্টের রিপ্লাইও দিতে পারবোনা।
ফিরে এসে দিবো ইনশাআল্লাহ..
১১ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩১
যুবায়ের বলেছেন: রিপ্লাই দেয়ার আর কারন দেখছিনা...
ক্যাঁচাল তাতে আরো বাড়তে পারে...
৫৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
ব্যাপক একখান পোস্ট ভাই। লেখা তো পড়ে কবেই শেষ। এতক্ষণে কেবল মন্তব্যগুলো পড়ে শেষ করলাম।
ধন্যবাদ, যুবায়ের..... সুন্দর লেখা
৫৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৯
আলম 1 বলেছেন: সুন্দর পোস্ট।
৬০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:২৮
লিখেছেন বলেছেন: সবার কাছে ক্ষমা চেয়ে নিলুম, নিরমলের কীর্তির জন্য, ওর কন দশ নেই, আমিই ওকে কিছু শিখাই নি। এ আমার চিরদিনের দুঃখ হয়ে থাকবে।
আর ধুতিটা কেউ সরাবেন না , ওটা মলের - থুক্কু নিরমলের
৬১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩
নির্মাল্য বলেছেন: @লিখেছেন ,তোকে বলেছিলাম নেসাভাং করে কমেন্ট করিস না, তুই নেসা করলে লোকে আমার দেওয়া শিক্ষা নিয়ে প্রশ্ন তুলবে ... পুনশ্চ আমার কাছে বেশ কয়েকটা লুঙ্গী আছে।ওগুলো বার্মার জাতীয় পোশাক তাই সেখানেই এক্সপোর্ট করব ভাবছি ।
৬২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৮
লিখেছেন বলেছেন: ওরে নিরমল , সেইত মল খসালি , তবে কেনইবা লোক হাসালি?
তোকে নিয়ে কেউ কটু কথা বললে আমার ও তাতে বুকে বিঁধে। কারণ উপড়েই ব্যাখ্যা করেছি ।
৬৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো
৬৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৭
মাথা ঠান্ডা বলেছেন: কমেন্টগুলো পড়েই খালি মজাই খেলুম।
৬৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৪
ঘুড্ডির পাইলট বলেছেন: @ নির্মাল্য
আমি বেশ কিসুদিন আগে কোলকাতায় অবস্থান করছিলাম , আপ্নাদের পরিবহন ব্যবস্থা খারাপ লাগে নাই আমার কাছে, তবে সেটা লোকাল বা সিটি এরিয়ার ভেতরে , দুরপাল্লার বাসে উঠসিলাম কিন্তু এসি বাস হওয়া সত্বেও পেট্রাপোল বর্ডার হতে কোলকাতা ফ্রিস্কুল স্ট্রিট অবধি এসি বন্ধ করে বাস চালিয়েছে কতৃপক্ষ্য , কারন হিসাবে বাসে যাত্রি কম আছে অযুহাত দিয়েছে তারা , আমাদের দেশে একজন যাত্রি হলেও এসি চালায় ।
বিলাসিতার দিক হতে কোলকাতার চাইতে বাংলাদেশ এগিয়ে দেখেন নিচের লিংকে ঢুকে আমাদের দেশে স্লিপিং কোচ সার্ভিস অলরেডি চলসে ।
Click This Link
আপ্নাদের কিসু কিসু ব্যবস্থাপনা ভালো সেভাবে আমাদেরও কিসু কিসু ব্যবস্থাপনা আপ্নাদের চেয়ে এগিয়ে আছে ।
কিসু কিসু ক্ষেত্রে কোলকাতার চাইতে বাংলাদেশ এগিয়ে থাকবে কারন বাংলাদেশ একটি স্বাধীন দেশ সেখানে কোলকাতা একটি পরাধীন রাজ্য , দিল্লির অধীনতা হতে বেরিয়ে আসতে হবে কোলকাতাকে ।
আমি কিসুদিন পরে আবারও যাবো কোলকাতায় আশাকরি রবীন্দ্রসদনের সামনে এক সাথে আড্ডা দিতে দিতে চা খেতে পারবো ।
৬৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬
মাহমুদ তূর্য বলেছেন: @ নির্মাল্য আপনাকে বাংলাদেশে আশার আমন্ত্রন জানাচ্ছি। থাকা খাওয়া সব ফ্রী।আমার মেইল আইডি [email protected]। নিজের চোখে দেখেই কোলকাতা আর ঢাকার পাথ্যর্কটা বুঝতে পারবেন। এমনও হতে পারে আর হয়তো ফিরেও যেতে চাইবেন না।
সব চেয়ে বড় কথা মানুষ হিসাবে আপনাদের চেয়ে আমরা অনেক বেশি উদার।
৬৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৮
কিউপিড রিটার্নস বলেছেন: নির্মাল্য বাবুর দেখি ধুতি কান্ধে উঠে গ্যাছে, তা দাদাবাবু, আপনার কি বাসের ব্যবসা আছে? এত বাসের পিক কালেকশনে? ভাল, কিন্তু দাদাবাবু, গালাগালি করে আসলে কি বুঝাতে চাইছেন আপনারা পৃথিবীর সবচেয়ে ভাল, সে ভালো খারাপ গোটা বিশ্ব বলতে পারবে, এই সাইটে নিজের চরিত্র প্রকাশের কারন দেখছিনা, আপনার দেশ অনেক ভাল সে আপনার কাছে, আমার কছে সেটা খারাপ লাগলে আমি কি জর করে ভাল লাগাবো? অপরের মন্তব্যকে সম্মান দিন!!!
৬৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪০
লিখেছেন বলেছেন: থাক ও বোধয় পালিয়েছে, ফেরত আসলে ধুতিটা ফেরত দিয়ে দিয়েন, এটা আমাদের ঔদার্যের পরিচয় ভন করবে, তাছাড়া ওর ওই একটাই ধুতি সম্বল।
৬৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪১
লিখেছেন বলেছেন:
৭০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৭
একজন ঘূণপোকা বলেছেন: দুই ভারতীয় বাংগালির মধ্যে কথোপোকথনঃ
ফগাঃ কিরে জগা? দুপুরে কি দিয়ে খেলি?
জগাঃ আর বলো না দাদা, বাবা হাফ কিলো কচি পাঠার মাংস এনেছিলো। মা আর্ধেক ফ্রিজে রেখেছে, আর আর্ধেক রান্না করেছে, আমরা পাচ ভাইবোন এমন মজা করে খেলুম না। এখনও জিহ্বায় লেগে আছে।
############
ঢাকা থেকে কলকাতায় ভাইয়ের বাসায় গেছে সজীব গুহ। তার দাদা তাকে বলছে,
কিরে সজিব, দুপুরে খাবার কি এখানে খাবি না হোটেলে গিয়ে খাবি??
###########
কিংবা দাদা আর্ধেক মিস্টির পুরোটাই খেতে হবে কিন্তু
৭১| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩১
তিথীডোর বলেছেন: হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেলো লিখেছেন আর নীর্মল দাদাবাবুর ঝগড়া পড়ে!--এই দাদাগুলো পারেও বটে! আহারে বেচারি দাদা মনের দুঃখে কাদতে কাদতে বৃন্দাবন চলে গেলেন!
বেচারি সেই কখন দুপুরের অফিসের লান্চে এতটুকুন চানাচুর খেয়েছিলেন!---আপনারা এত বকলেন ওনাকে?--পেটে প্রচুর গ্যাস আর আপনাদের ব্যবহার, কি হবে বলুন তো!!!--
৭২| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২০
লিখেছেন বলেছেন:
ভাল শিক্ষা দিয়েছি, আর আসবে না আশা করি ।
৭৩| ১৩ ই জুন, ২০১৬ বিকাল ৪:২৮
সািদকআরকে বলেছেন: ভোলভো বি৯আর বাস ইন্ডিয়া তে চলে ৫২ ছিট এর,, গন্তব্যে যেয়ে হাটুর ব্যাথায় দাঁড়ানো যায় না,, আর সেম বাস বাংলাদেশে চলে ৪০ ছিট এ।
৭৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
সবুজআমিন বলেছেন: আমি ঢাকায় থাকি, বলতে দ্বিধা নেই, ঢাকার চেয়ে কোলকাতার নগর পরিবহন অনেক সাশ্রয়ী, এবং দেখতে অসুন্দর হলেও ফাস্ট চলে গাড়িগুলো। নিজ দেশের প্রবলেম কে লুকিয়ে নিজের সন্তানকে লাই দেবার মত, এটা ঠিক না। বাংলাদেশের বাস সুন্দর ট্রেন ও সুন্দর অনেক কমফোরটেবল, কিন্তু আন্ত:জেলা গুলো। স্বাধীন দেশ বাংলাদেশে, ভারতের একটি প্রদেশের সাথে তুলনা না করে অন্যান্য দেশের সাথে কমপেয়ার করলে ভালো হতো।
কোলকাতায় ৮ টাকায় যত কিমি যেতে পারবেন, ঢাকায় ৮০ টাকায় সেটা যেতে পারবেন কিনা সন্দেহ আছে। আর রাস্তায় নিয়ম মানার ক্ষেত্রে ঢাকার অবস্থা..... প্রতিটি গাড়ির রং যে ঊঠে গেছে, কার গায়ে লেগে লেগে উঠেছে রং গুলো?
ভারত কিংবা বাংলাদেশ অসহায় দুটু দেশ দুষ্ট দুষ্ট রাজনীতির কাছে বন্ধি্। ওখানে বোমা ফুটলে প্রথমে নাম আসে বাংলাদেশীরা করেছে ঠিক একই কথা (নিজ দেশের প্রবলেম কে লুকিয়ে নিজের সন্তানকে লাই দেবার মত)
ভারত বাংলাদেশের মানুষ গুলো মুদ্রার এ পিঠ আর ও পিঠ..। বাংলাদেশীরা যদি ভুল ক্রমে ১ মাসের জন্য ভারতীয় হত.। সেইম কাজটাই করত..এখন যেটা ওরা করে। যেমনটা করেে একটু কম উন্নত.. উত্তরবঙের মানুষদের সাথে, যদিও সব কিছুর উত্তরণ সম্ভব যদি মানুষ গুলো সঠিক শিক্ষায় শিক্ষিত হতো।
©somewhere in net ltd.
১|
৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৫২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ব্যাপক মজা পেলাম।